রবিবার, ৯ এপ্রিল, ২০১৭

অচেনা সেই ছেলেটি

মেয়েটি দেখতে খুব বেশি একটা সুন্দর
না।তবে খুবই শান্ত শিষ্ঠ নম্র ভদ্র
একটা মেয়ে।ছেলেদের সাথে বেশি একটা
কথা বলেনা।খুবই লজ্জাবতী একটা
মেয়ে।কিন্তু তার ব্যাবহার খুবই ভালো।
.
.
মেয়েটির স্কুলের কোন এক বন্ধুর
কাছথেকে কথাগুলো শুনে না দেখেই
মেয়েটির প্রেমে পড়ে যায় ছেলেটি।
কেননা ছেলেটি আগেই ভেবেরেখেছিলো
যে সে যদি কোনদিন প্রেম করে তবে
নম্র,ভদ্র ও লজ্জাশীল কোন মেয়ের
সাথেই প্রেম করবে।
.
.
মেয়েটির ঐ বন্ধুর কাছথেকে মেয়েটির
ফোন নাম্বার নেয় ছেলেটি।
.
.
ছেলেটা একটু ভীতু টাইপের হওয়ায়
মেয়েটির নাম্বারে অনেকবার ফোন দিতে
গিয়েও কেটে দেয়।তো একদিন রাতে
ছেলেটি সাহস করে মেয়েটির নাম্বারে
একটা ম্যাসেজ দেয়।একটু পর মেয়েটি
দেখতে পায় একটা আনোন নাম্বার থেকে
ম্যাসেজ এসেছে তার ফোনে।মেয়েটি
ভাবে তার কোন বন্ধু ম্যাসেজটা দিয়েছে
হয়তোবা।
.
.
ছেলেটি পরেরদিন সকালে আবার
মেয়েটিকে ম্যাসেজ দেয়।মেয়েটি দেখে
আবার ঐ নাম্বার থেকে ম্যাসেজ
এসেছে।লেখা "good morning"।
কে ম্যাসেজ দিয়েছে তা জানার জন্য
মেয়েটি ফোনদেয় ঐ নাম্বারে।কিন্তু
ছেলেটা এতটাই ভিতু যে ফোন ধরতে
সাহস পায়না।ভাবে কী বলবে মেয়েটিকে।
কী পরিচয় দিবে তাকে।তিন চারবার
ফোন দেওয়ার পর মেয়েটি আর ফোন
দেয়না।ভাবে তার কোন বান্ধবী
হয়তোবা তার সাথে ফাইজলামো করছে।
.
.
সেদিন কলেজে গিয়ে মেয়েটি তার বন্ধু
বান্ধবীদের নাম্বারটা দেখিয়ে বলে কে
তাকে এই নাম্বার থেকে ম্যাসেজ দিয়েছে
কিন্তু কেউ বলতে পারেনা।মেয়েটি খুব
চিন্তায় পরে যায় তাহলে কে তাকে
ম্যাসেজটা দিতে পারে।
.
.
সেদিন রাত এগারোটার দিকে আবার ঐ
নাম্বার থেকে ম্যাসেজ আসে মেয়েটির
নাম্বার।সুন্দর করে লেখা "good
night"।মেয়েটি তখন আবার ঐ
নাম্বারে ফোন দেয় কিন্তু ছেলেটি ফোন
ধরেনা।
.
.
এভাবে প্রতিদিন রুটিন মাফিক সকালে
ও রাতে মেয়েটির নাম্বারে ম্যাসেজ
আসে।আর মেয়েটিও ঐ নাম্বারে ফোন
দেয়।কিন্তু প্রতিবারই ফোন বাজে
কিন্তু কেউ ধরেনা।
.
.
এভাবে ছেলেটির ম্যাসেজ দেওয়া ও
মেয়েটির ম্যাসেজ দেখেই ঐ নাম্বারে
ফোন দেওয়া কিন্তু ছেলেটির ফোন
রিসিভ না করার মাধ্যমে চলতে থাকে
দিন।
.
.
কিন্তু একদিন রাতে ছেলেটি খুব অসুস্হ
ছিলো এবং ফোনে টাকাও ছিলোনা তাই
মেয়েটির নাম্বারে ম্যাসেজ দিতে
পারলোনা।মেয়েটি সেদিন রাতে কোন
ম্যাসেজ দেখতে পেলোনা।
.
পরেরদিন
সকালেও মেয়েটি ঘুমথেকে উঠে দেখল
৮টা বেজে গেছে।কিন্তু ৭টায় তার
একটা কোচিং ছিলো।প্রতিদিন ছয়টা
বিশ মিনিটে ছেলেটির ম্যাসেজে
মেয়েটির
ঘুম ভাঙ্গতো।যা মেয়েটির অভ্যাসে
পরিনত হয়েগিয়েছিলো।কিন্তু সেদিন
সকালে কোন ম্যাসেজ না আসায়
মেয়েটির সেদিন সকালে উঠতে লেট হয়।
পরে মেয়েটি ম্যাসেজ চেক করে দেখলো
সেদিন সকালেও তার ফোনে কোন
ম্যাসেজ আসেনি।মেয়েটি মনে মনে কী
যেন মিস করতে লাগলো।আর বারবার
শুধু মোবাইলে ম্যাসেজ চেক করতে
থাকলো।সে নিজেও ভেবে পেলোনা কেন
তার এমন ফিলিংস হচ্ছে।তাহলে কী সে
অচেনা ছেলেটিকে ভালোবেসে ফেলেছে।
.
.
এভাবে মেয়েটির নাম্বারে অনেকদিন
আর কোন ম্যাসেজ আসলোনা।আর
মেয়েটিও অনেক মিস করতে লাগলো
ম্যাসেজ ঐ ম্যাসেজ গুলোকে।আর
ভাবলো সত্যিই আমি কী তাহলে তাকে
ভালোবেসে ফেলেছি ঐ অচিন
মানুষটিকে।
.
.
মেয়েটি আরও কয়েকদিন যাওয়ার পর
আর সহ্য করতে না পেরে ছেলেটির
নম্বরে একটা ম্যাসেজ দিলো-
"জানিনা আপনি কে।কিন্তু আপনি যেই
হোন না কেন।আপনি আমার এই কথাটির
উত্তর দিবেন প্লিজ আমি আপনাকে
কেন এত মিস করছি।কেনইবা এতদিন
আমাকে ম্যাসেজ দিলেন আর কেনইবা
একবারে ম্যাসেজ দেওয়া বাদ দিলেন।
উত্তর দিবেন প্লিজ।"
.
.
কিন্তু সেই ম্যাসেজটিরও রিপ্লাই
আসলোনা মেয়েটির ফোনে।
.
.
আর আসেওনি কোনদিন এই ম্যাসেজের
রিপ্লাই।কেননা পৃথিবীতে যে নেই আর
সেই ছেলেটি।
.
.
হ্যা সেদিনই সে পৃথিবীর মায়া ত্যাগ
করে চলে গিয়েছে যেদিন সে খুব অসুস্হ
থাকা সত্তেও মেয়েটিকে ম্যাসেজ দিবে
বলে মোবাইলে টাকা ভরতে গিয়েছিলো।
হ্যা সেদিনই ছেলেটি রাস্তা পার হতে
গিয়ে
ট্রাকের নিচে চাপা পরেছিলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন