আজ আর আমি কোনো লেখক নয়,অনেক আগেই লেখালেখি ছেড়ে দিয়েছি..!
প্রতিটা মানুষের জিবনের কিছু গল্প থাকে,আমিও মানুষ,তোমার কাছে মানুষ না মনে হলেও,অন্য মানুষের মতই রক্তে মাংসে গড়া আমার শরির আছে,মন আছে,হৃদয় আছে...!
সেখানে অসীম ভালবাসা আছে সেটা তোমার জন্য...!
.
আমাদের ভালবাসার সম্পর্কটা তোমার জন্যই শুরু হয়েছিল,আমার ভয় ছিলো আজ সেটাই সত্য হলো...!
আমার অগোছালো জিবনটা গুছিয়ে দেওয়ার জন্য তোমাকেই প্রয়োজন ছিলো..!
তুমি তো সেটা বুঝলে না...!
সত বাধা বিপত্তির পরও তোমাকে ভালবেসেছি...!
শুধু একবার ভেবে দেখো কি ব্যবহার গুলো আমার সাথে করেছো,কোনো প্রতিবাদ করিনি..!সব মুখ বুঝে সহ্য করেছি..!নিরবে চোখের জল ফেলেছি,রাত্রে একা বসে কেঁদেছি ..!
কোন দিন তোমাকে বলিনি..!
তোমার দেওয়া আঘাতের ক্ষতগুলোর যন্ত্রণা নিরবে সহ্য করেছি..!
কোন দিন তোমাকে বলিনি...!
.
তুমি হয়তো সেই রাইটারকে ভালবাসতে,যার লেখা গল্প আর কবিতার প্রেমে তুমি পরেছিলে..!
সে রাইটার অনেক আগেই মারা গেছে...!
তোমার দেওয়া আঘাত,অপবাদ আর কষ্টগুলো হয়তো সে সহ্য করতে পারেনি...!
নিরবে কাপুরুষের মত পিছুটান দেয়নি...!সব কিছু সহ্য করেছে..!
কিন্তুু তুমি কি না করেছো...!
তুমি যখন তাকে ভুলে অন্য কাউকে নিয়ে ব্যস্ত সেই ছেলেটা তখনও তোমাকে নিয়ে ভাবে,গল্প লেখে, কবিতা লেখে...!
তোমার অপেক্ষায় পথ চেয়ে থাকে..!
তুমিও ঠিকি ফিরে আসো,কিন্তুু হঠাৎ আবারও কোনো এক অজানায় হারিয়ে যাও..!তোমাকে নিয়ে দেখা তার স্বপ্নগুলো ভেঙ্গে তছনছ করে দিয়ে যাও...!আমিও আবারও গুছিয়ে নেই...!
.
যে ছেলেটা সব সময় কম কথা বলতো,সবাই যাকে নম্র ভদ্র বলে জানে সে কেনো আজ তোমার সাথে এমন ব্যবহার করলো....?
একটা বার ভাবলে না...!
রাগের বসে তো আমি সব কিছু করতে পারি..!আমি সব সময় বলেছি আমার রাগটা বেশি..!
তবে তোমাকে তার চুল পরিমাণও দেখাইনি...!
তুমি আমার সব রাগ ঝেড়ে ফেলতে বলেছিলে,নিজের হাতে গলা টিপে রাগগুলো বুকের জমিনে কবর দিয়েছিলাম,শুধু তোমার কথায়,আর তোমাকে ভালবাসি বলে...!সেটাই বুঝি বড় ভুল ছিলো...!আজ যদি রাগগুলো থাকতো এই দিনটা দেখতে হতো না...!
তুমি আমায় বাসি গোলাপের মত রাস্তায় ছুড়ে ফেলতে পারতে না...!
.
রাগ হলে বাবা,মা, ভাই বোন এমনকি ভালবাসার মানুষকেও কষ্ট দিতে পারি..!
কারন আমি আমার রাগটাই সব সময় প্রাধান্য দিতাম বা এখনও দেই...!শুধু পারিনি তোমায় দেখাতে..!
তবে হ্যা দুদিন তার কিছুটা দেখিয়েছি...!
কতটা কষ্ট দিয়েছো আমায় এদুদিন,বিগত দিনগুলোর চেয়ে এতো পরিমান বেশি যে সহ্য করতে পারিনি...!
সে নাকি তোমায় ৫ বছর ধরে সহ্য করছে,আমি তো তার মত না...!আমি আমার মত..!
তাকে ৫ বছরে যে পরিমান কষ্ট দিয়েছো,আর আমাকে এই ৬ মাসে যে পরিমান আঘাত অপমান আর কষ্ট দিয়েছো, আমার তুলনায় মনে করি তাকে যা দিয়েছো তা কিছুই নয়...!
সে তোমায় সহ্য করে, আমি কেনো পারি না,,,?
আমি কি সহ্য করিনি...?
এর পরও এমন কথা কিভাবে বলো...?
তুমি নাকি আমার আসল রূপটা দেখেছো, আমায় ভালবেসে ভুল করেছো..!আমার কাছে আসলে তোমার ভুল হতো..!কথা গুলো না বললেও পারতে..!সহ্য করতে পারিনি,নিরবে কেদেছি...!
.
যে ছেলেটা প্রয়োজন ছাড়া কারও সাথে কথা বলতো না,লাজুক,নম্র, ভদ্র ছেলেটা আজ কেনো এমন করলো একবার ভাবলে না..?
সব সময়তো তুমি বেশি বলতে, কত মিথ্যা,কত অবহেলা করেছে,আমি কি তার বিন্দু মাত্র করেছি...?
সত্যি প্রয়োজনের তুলনায় কাউকে অধিক ভালবাসতে নেই...!
তাহলেই কষ্ট পেতে হয়,এটাই সত্যি,তা তুমি আজ প্রমাণ করে দিলে...!
বার বার তুমি অভিমান করেছো,শত চেষ্টা করে আমি ভাঙ্গিয়েছি, কিন্তুু আমি যখন রাগ করেছি তুমি একবারের জন্যেও চেষ্টা করোনি...!আমি ফোন না করলে মনের ভুলেও ফোন করোনি,খবর নাওনি...!
বরং তুমি বার বার এসে জ্বলন্ত আগুনে পানি না দিয়ে খড় দিয়েছো...!
তবুও তোমাকেই ভালবেসেছি...!
.
মনে পড়ে তোমার সেদিনের কথা, ,,যখন পরিচয় হয়...!
সব সময় আমাকে সময় দিতে,আমি শত ব্যস্ততার মাঝেও তোমায় সময় দিতাম.. !
আমার এস এম এস এর অপেক্ষায় থাকতে একটু দেরি হলে পাগল হয়ে যেতে...!
আমি যদি ফোন করতাম কথা বলার জন্য দিশেহারা হয়ে যেতে...!
আমাকে যথেষ্ট পরিমান সন্মান করতে.. !সেই আমি তো আজও আমি আছি,,,কিন্তুু মাঝখান থেকে শুধু বদলে গেছো তুমি...!
.
আমি যখন বার বার ফোন করি রিসিভ করো না,মাঝে মাঝে কেটে দাও...!
অবহেলা করো আমায়,,
আচ্ছা একটা কুকুরও যদি কারো পিছে ঘোরে একদিন দুদিন তিন বা চার দিন পরে কিন্তুু কিছু না কিছু সে খেতে দেয়...!
তুমি কি আমায় তাও দিয়েছো...?
হ্যা দিয়েছো,বুক ভরা অপবাদ অপমান আর কষ্ট... !
ভাবতে পারো একটা মানুষ কতটা কষ্ট পেলে,কতটা হৃদয়ে আঘাত পেলে নিজেকে কুকুরের মত একটা পশুর সাথে তুলনা করতে পারে....?
আমি কি তার চেয়ে নিকৃষ্ট তোমার কাছে.....?হয়তো বা আজ তাই...!
.
আজ আমাকে তুমি ঘৃনা করো...!
আমার সাথে কথা বলতে তোমার ঘৃণা হয়...!
সত্যি ভাবতেই আমার কষ্ট লাগে আজ আমি তোমার কাছে এতটা মূল্যহীন হয়ে গেছি...!
তুমি একটা মেয়ে হয়ে আমায় এসব কথা বললে....?
অন্য কেউ বললে সহ্য করতে পারতাম.. !কিন্তুু একথা তুমি আমায় বলেছো,তার আগে যদি মরেও যেতাম হয়তো এতটা কষ্ট পেতাম না....!
.
আমি এমন একটা ছেলে সব সময় মেয়েদের থেকে দূরে দূরে থাকতাম...!
মেয়েদের জুতার সাথে তুলনা করতাম...!কারণ তারা শুধু ছলনা আর মানুষের মন নিয়ে খেলা করতে যানে,ভালবাসতে নয়...! জুতা যতই দামি হোকনা কেনো, স্থান কিন্তুু পায়ে...!
কিন্তুু শুধু মাত্র মা জাতি বলে একটু সন্মান করতাম...!
কিন্তুু তোমাকে ভালবেসে পায়ে নয় হৃদয়ে স্থান দিয়েছিলাম...!
সেই তোমার আজ আমার সাথে কথা বলতে ঘৃণা করো ...!
সত্যি আমি কথাটা সহ্য করতে পারিনি... !
.
তুমি আমাকে বার বার ভুলে যেতে বলেছো ঘৃণা করেছো,আমার সৃষ্টিকর্তা যানে আমি একদিন, একবারও বলিনি আমাকে ভুলে যাও,আমি তোমাকে ঘৃণা করি...!
এই আমি তোমাকে পাগলের মত ভালবাসি...!
সত্যি আমার রাগ বেশি,তবে যাদের রাগ বেশি তারা কিন্তুু ভালবাসতে জানে বেশি...!
তুশি শুধু আমার রাগটাই দেখলে হৃদয়ের ভালবাসাটা দেখলে না...!
.
আজকে তোমাকে বলেছিলাম,হয় তুমি আমাকে গ্রহল করো,নয়তো তাকে...!
দুজনের একজন কে...!
সত্যি তো এটাই তার সাথে তোমার বিয়ে হবে...!
তুমি আমাকে বললে,দুদিনের মধ্যে তোমাকে বিয়ে করতে,নয়তো মেরে ফেলতে...!
আমি তার কোনটাই পারবো না...!
না এখন বিয়ে করতে,পড়ালেখা শেষ হতে এখনও বাকি,আমার এই জিবনের সাথে কিভাবে তোমাকে জড়াই তুমি বলো...?
তবুও তো একটু বেশি সময় দিতে পারতে...!থাক সে কথা ,
,
যাই হোক ,বার বার চলে যাওয়ার পরও ফিরে এসেছো..!
আমার বিশ্বাস, আর আমার ভালবাসা যদি সত্যি হয়ে থাকে তুমি ফিরে আসবে.. !
আমি অপেক্ষায় থাকবো,দূর থেকেই তোমাকে ভালবাসবো...!
.
আমি তোমার অনেক ক্ষতি করেছি,চেয়েছিলাম তোমাকে বিয়ে করে তোমার জিবনটা নতুন করে সাজিয়ে দেবো,তা আর হলো না...!
অনেক বকা দিয়ে,কিছু ভুল করেছি পারলে ক্ষমা করে দিও..!
তোমাকে এতটা ভালবেসেছি যে,তুমি আমাকে কখনও ঘৃণা করবে,আমার সাথে কথা বলতে ঘৃণা লাগে...!এমনটা কল্পনাও করিনি...!
এমন কথা তো তোমাকে আমার বলা উচিৎ ছিলো...!
তবে তোমার কাছে এমনটা কল্পনাও করিনি...!
যাকে ভালবাসো তাকে কিভাবে ঘৃণা করতে পারলে....?????
এটাই কি তোমার ভালবাসার পরিচয়..???
কিন্তুু তোমার ঘৃনার কাছে আমার ভালবাসাকে কিভাবে এতো সহজে হেরে যেতে দেই বলো...?
তাই দূর থেকেই তোমায় ভালবাসবো যদি বেঁচে থাকি...!
আমার ভালবাসা এতো সহজে তোমার ঘৃণার কাছে হারতে দেবো না..!
তোমার কাছে মূল্য না থাকলেও আমার কাছে আমার ভালবাসার মূল্য আছে...!
ভালো থেকো তুমি,সেদিনও চেয়েছিলাম, আজও চাই.. !শেষ বারের মত হলেও বলতে চাই,"আমি তোমাকেই ভালবাসি"..!!!
চিরদিনের জন্য তোমার জিবন থেকে চলে যাচ্ছি.....!!!
.....বিদায়.....
প্রতিটা মানুষের জিবনের কিছু গল্প থাকে,আমিও মানুষ,তোমার কাছে মানুষ না মনে হলেও,অন্য মানুষের মতই রক্তে মাংসে গড়া আমার শরির আছে,মন আছে,হৃদয় আছে...!
সেখানে অসীম ভালবাসা আছে সেটা তোমার জন্য...!
.
আমাদের ভালবাসার সম্পর্কটা তোমার জন্যই শুরু হয়েছিল,আমার ভয় ছিলো আজ সেটাই সত্য হলো...!
আমার অগোছালো জিবনটা গুছিয়ে দেওয়ার জন্য তোমাকেই প্রয়োজন ছিলো..!
তুমি তো সেটা বুঝলে না...!
সত বাধা বিপত্তির পরও তোমাকে ভালবেসেছি...!
শুধু একবার ভেবে দেখো কি ব্যবহার গুলো আমার সাথে করেছো,কোনো প্রতিবাদ করিনি..!সব মুখ বুঝে সহ্য করেছি..!নিরবে চোখের জল ফেলেছি,রাত্রে একা বসে কেঁদেছি ..!
কোন দিন তোমাকে বলিনি..!
তোমার দেওয়া আঘাতের ক্ষতগুলোর যন্ত্রণা নিরবে সহ্য করেছি..!
কোন দিন তোমাকে বলিনি...!
.
তুমি হয়তো সেই রাইটারকে ভালবাসতে,যার লেখা গল্প আর কবিতার প্রেমে তুমি পরেছিলে..!
সে রাইটার অনেক আগেই মারা গেছে...!
তোমার দেওয়া আঘাত,অপবাদ আর কষ্টগুলো হয়তো সে সহ্য করতে পারেনি...!
নিরবে কাপুরুষের মত পিছুটান দেয়নি...!সব কিছু সহ্য করেছে..!
কিন্তুু তুমি কি না করেছো...!
তুমি যখন তাকে ভুলে অন্য কাউকে নিয়ে ব্যস্ত সেই ছেলেটা তখনও তোমাকে নিয়ে ভাবে,গল্প লেখে, কবিতা লেখে...!
তোমার অপেক্ষায় পথ চেয়ে থাকে..!
তুমিও ঠিকি ফিরে আসো,কিন্তুু হঠাৎ আবারও কোনো এক অজানায় হারিয়ে যাও..!তোমাকে নিয়ে দেখা তার স্বপ্নগুলো ভেঙ্গে তছনছ করে দিয়ে যাও...!আমিও আবারও গুছিয়ে নেই...!
.
যে ছেলেটা সব সময় কম কথা বলতো,সবাই যাকে নম্র ভদ্র বলে জানে সে কেনো আজ তোমার সাথে এমন ব্যবহার করলো....?
একটা বার ভাবলে না...!
রাগের বসে তো আমি সব কিছু করতে পারি..!আমি সব সময় বলেছি আমার রাগটা বেশি..!
তবে তোমাকে তার চুল পরিমাণও দেখাইনি...!
তুমি আমার সব রাগ ঝেড়ে ফেলতে বলেছিলে,নিজের হাতে গলা টিপে রাগগুলো বুকের জমিনে কবর দিয়েছিলাম,শুধু তোমার কথায়,আর তোমাকে ভালবাসি বলে...!সেটাই বুঝি বড় ভুল ছিলো...!আজ যদি রাগগুলো থাকতো এই দিনটা দেখতে হতো না...!
তুমি আমায় বাসি গোলাপের মত রাস্তায় ছুড়ে ফেলতে পারতে না...!
.
রাগ হলে বাবা,মা, ভাই বোন এমনকি ভালবাসার মানুষকেও কষ্ট দিতে পারি..!
কারন আমি আমার রাগটাই সব সময় প্রাধান্য দিতাম বা এখনও দেই...!শুধু পারিনি তোমায় দেখাতে..!
তবে হ্যা দুদিন তার কিছুটা দেখিয়েছি...!
কতটা কষ্ট দিয়েছো আমায় এদুদিন,বিগত দিনগুলোর চেয়ে এতো পরিমান বেশি যে সহ্য করতে পারিনি...!
সে নাকি তোমায় ৫ বছর ধরে সহ্য করছে,আমি তো তার মত না...!আমি আমার মত..!
তাকে ৫ বছরে যে পরিমান কষ্ট দিয়েছো,আর আমাকে এই ৬ মাসে যে পরিমান আঘাত অপমান আর কষ্ট দিয়েছো, আমার তুলনায় মনে করি তাকে যা দিয়েছো তা কিছুই নয়...!
সে তোমায় সহ্য করে, আমি কেনো পারি না,,,?
আমি কি সহ্য করিনি...?
এর পরও এমন কথা কিভাবে বলো...?
তুমি নাকি আমার আসল রূপটা দেখেছো, আমায় ভালবেসে ভুল করেছো..!আমার কাছে আসলে তোমার ভুল হতো..!কথা গুলো না বললেও পারতে..!সহ্য করতে পারিনি,নিরবে কেদেছি...!
.
যে ছেলেটা প্রয়োজন ছাড়া কারও সাথে কথা বলতো না,লাজুক,নম্র, ভদ্র ছেলেটা আজ কেনো এমন করলো একবার ভাবলে না..?
সব সময়তো তুমি বেশি বলতে, কত মিথ্যা,কত অবহেলা করেছে,আমি কি তার বিন্দু মাত্র করেছি...?
সত্যি প্রয়োজনের তুলনায় কাউকে অধিক ভালবাসতে নেই...!
তাহলেই কষ্ট পেতে হয়,এটাই সত্যি,তা তুমি আজ প্রমাণ করে দিলে...!
বার বার তুমি অভিমান করেছো,শত চেষ্টা করে আমি ভাঙ্গিয়েছি, কিন্তুু আমি যখন রাগ করেছি তুমি একবারের জন্যেও চেষ্টা করোনি...!আমি ফোন না করলে মনের ভুলেও ফোন করোনি,খবর নাওনি...!
বরং তুমি বার বার এসে জ্বলন্ত আগুনে পানি না দিয়ে খড় দিয়েছো...!
তবুও তোমাকেই ভালবেসেছি...!
.
মনে পড়ে তোমার সেদিনের কথা, ,,যখন পরিচয় হয়...!
সব সময় আমাকে সময় দিতে,আমি শত ব্যস্ততার মাঝেও তোমায় সময় দিতাম.. !
আমার এস এম এস এর অপেক্ষায় থাকতে একটু দেরি হলে পাগল হয়ে যেতে...!
আমি যদি ফোন করতাম কথা বলার জন্য দিশেহারা হয়ে যেতে...!
আমাকে যথেষ্ট পরিমান সন্মান করতে.. !সেই আমি তো আজও আমি আছি,,,কিন্তুু মাঝখান থেকে শুধু বদলে গেছো তুমি...!
.
আমি যখন বার বার ফোন করি রিসিভ করো না,মাঝে মাঝে কেটে দাও...!
অবহেলা করো আমায়,,
আচ্ছা একটা কুকুরও যদি কারো পিছে ঘোরে একদিন দুদিন তিন বা চার দিন পরে কিন্তুু কিছু না কিছু সে খেতে দেয়...!
তুমি কি আমায় তাও দিয়েছো...?
হ্যা দিয়েছো,বুক ভরা অপবাদ অপমান আর কষ্ট... !
ভাবতে পারো একটা মানুষ কতটা কষ্ট পেলে,কতটা হৃদয়ে আঘাত পেলে নিজেকে কুকুরের মত একটা পশুর সাথে তুলনা করতে পারে....?
আমি কি তার চেয়ে নিকৃষ্ট তোমার কাছে.....?হয়তো বা আজ তাই...!
.
আজ আমাকে তুমি ঘৃনা করো...!
আমার সাথে কথা বলতে তোমার ঘৃণা হয়...!
সত্যি ভাবতেই আমার কষ্ট লাগে আজ আমি তোমার কাছে এতটা মূল্যহীন হয়ে গেছি...!
তুমি একটা মেয়ে হয়ে আমায় এসব কথা বললে....?
অন্য কেউ বললে সহ্য করতে পারতাম.. !কিন্তুু একথা তুমি আমায় বলেছো,তার আগে যদি মরেও যেতাম হয়তো এতটা কষ্ট পেতাম না....!
.
আমি এমন একটা ছেলে সব সময় মেয়েদের থেকে দূরে দূরে থাকতাম...!
মেয়েদের জুতার সাথে তুলনা করতাম...!কারণ তারা শুধু ছলনা আর মানুষের মন নিয়ে খেলা করতে যানে,ভালবাসতে নয়...! জুতা যতই দামি হোকনা কেনো, স্থান কিন্তুু পায়ে...!
কিন্তুু শুধু মাত্র মা জাতি বলে একটু সন্মান করতাম...!
কিন্তুু তোমাকে ভালবেসে পায়ে নয় হৃদয়ে স্থান দিয়েছিলাম...!
সেই তোমার আজ আমার সাথে কথা বলতে ঘৃণা করো ...!
সত্যি আমি কথাটা সহ্য করতে পারিনি... !
.
তুমি আমাকে বার বার ভুলে যেতে বলেছো ঘৃণা করেছো,আমার সৃষ্টিকর্তা যানে আমি একদিন, একবারও বলিনি আমাকে ভুলে যাও,আমি তোমাকে ঘৃণা করি...!
এই আমি তোমাকে পাগলের মত ভালবাসি...!
সত্যি আমার রাগ বেশি,তবে যাদের রাগ বেশি তারা কিন্তুু ভালবাসতে জানে বেশি...!
তুশি শুধু আমার রাগটাই দেখলে হৃদয়ের ভালবাসাটা দেখলে না...!
.
আজকে তোমাকে বলেছিলাম,হয় তুমি আমাকে গ্রহল করো,নয়তো তাকে...!
দুজনের একজন কে...!
সত্যি তো এটাই তার সাথে তোমার বিয়ে হবে...!
তুমি আমাকে বললে,দুদিনের মধ্যে তোমাকে বিয়ে করতে,নয়তো মেরে ফেলতে...!
আমি তার কোনটাই পারবো না...!
না এখন বিয়ে করতে,পড়ালেখা শেষ হতে এখনও বাকি,আমার এই জিবনের সাথে কিভাবে তোমাকে জড়াই তুমি বলো...?
তবুও তো একটু বেশি সময় দিতে পারতে...!থাক সে কথা ,
,
যাই হোক ,বার বার চলে যাওয়ার পরও ফিরে এসেছো..!
আমার বিশ্বাস, আর আমার ভালবাসা যদি সত্যি হয়ে থাকে তুমি ফিরে আসবে.. !
আমি অপেক্ষায় থাকবো,দূর থেকেই তোমাকে ভালবাসবো...!
.
আমি তোমার অনেক ক্ষতি করেছি,চেয়েছিলাম তোমাকে বিয়ে করে তোমার জিবনটা নতুন করে সাজিয়ে দেবো,তা আর হলো না...!
অনেক বকা দিয়ে,কিছু ভুল করেছি পারলে ক্ষমা করে দিও..!
তোমাকে এতটা ভালবেসেছি যে,তুমি আমাকে কখনও ঘৃণা করবে,আমার সাথে কথা বলতে ঘৃণা লাগে...!এমনটা কল্পনাও করিনি...!
এমন কথা তো তোমাকে আমার বলা উচিৎ ছিলো...!
তবে তোমার কাছে এমনটা কল্পনাও করিনি...!
যাকে ভালবাসো তাকে কিভাবে ঘৃণা করতে পারলে....?????
এটাই কি তোমার ভালবাসার পরিচয়..???
কিন্তুু তোমার ঘৃনার কাছে আমার ভালবাসাকে কিভাবে এতো সহজে হেরে যেতে দেই বলো...?
তাই দূর থেকেই তোমায় ভালবাসবো যদি বেঁচে থাকি...!
আমার ভালবাসা এতো সহজে তোমার ঘৃণার কাছে হারতে দেবো না..!
তোমার কাছে মূল্য না থাকলেও আমার কাছে আমার ভালবাসার মূল্য আছে...!
ভালো থেকো তুমি,সেদিনও চেয়েছিলাম, আজও চাই.. !শেষ বারের মত হলেও বলতে চাই,"আমি তোমাকেই ভালবাসি"..!!!
চিরদিনের জন্য তোমার জিবন থেকে চলে যাচ্ছি.....!!!
.....বিদায়.....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন