সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭

নাটকিও ভালোবাসা

তমা এই চিঠিটা নেতো, আর ওইযে আমাদের ক্লাসে নতুন মেয়েটা এসেছে এ চিঠিটা ওকে নিয়ে দিবি।
---কিসের চিঠি এটা?? কি আছে এতে???
--- লাভলেটার ভাবছি একটা প্রেম করবো বুচ্ছিস।জীবনে তো একটাও প্রেম ট্রেম করলাম না।
--- কি....? তুই প্রেম করবি???
--- হে করবো, সমস্যা কোথায়??
--- সমস্যা আছে!!
--- কি সমস্যা???
--- তুই বুঝবি না।দে তোর লাভলেটার।
--- এনে।
--- হাই হাই কি করলি চিঠিটা ছিড়লি কেন??? তুই আমার এত বড় সর্বনাশ করতে পারলি।চিঠি ছিড়ে ফেললে প্রেম করবো কি ভাবে???
--- ওই চুপ!! একদম চুপ এখন তো শুধু চিঠি ছিড়েছি বেশি কথা বলে তোর হাত ভেজ্ঞে দিবো যাতে চিঠি লেখার জন্য জীবনেও কলম ধরতে না পারিস।
---এই বলেই তমা হনহন করে চলে গেলো।
.
এতখন কথা হচ্ছিল তমা আর তোহার সাথে।তোহা ১বছর ধরে তমাকে পছন্দ করে,মনে মনে ভালোও বাসে।তোহার মনে হয় তমাও ওকে ভালোবাসে কিন্তু মুখ ফুটে কিছু বলছে না।তাই তমার মুখ থেকে ভালোবাসার কথাটা শুনার জন্যই তোহা আর ওর সব বন্ধুরা মিলে এ প্লান করেছে।
.
পরের দিন ক্যাম্পাসে তোহা সাথে সব বন্ধুরা বসে আছে।তমা আসতেই ওদের নাটক শুরু।
--- ওই জেরিন আমাদের ক্লাসের নতুন মেয়েটা খুব সুন্দর তাইনা।ইসস প্রথম দেখায় আমার ভালো লেগে গেছে।আমি ওর জন্য আরেকটা লাভলেটার লেখেছি তুই একটু দিয়ে দিবি প্লিজ।
--- ওকে।
--- আমার এ কথা গুলো বলার সময় তমা সাপের মত ফসফস করছিল।ওকে দেখে ইতিমধ্যেই আমার হাটু কাপনি শুরু হয়েগেছে।যে লেভেলের রাগি ও,তাতে আজ কপালে যে কি আছে আল্লাহই যানে।
--- ওই কি বলি এতক্ষন???
--- কই কিছু নাতো!!
--- কিছু বলিস নি??? (রাগি ভাবে)
--- ককই কি বললাম??
---আমার হাত ধরে সোজা ক্যাম্পাসের পিছনের দিকে নিয়েগেলো।কপালে কি আছে আল্লহই ভালো যানে।
--- এবার বল তখন তোর বন্ধুদের সাথে কি বলছিলি???
--- কই কিছু নাতো!!!
--- ঠাস ঠাস! আমার হাতটা নিজ থেকেই আমার গালে উঠে গেলো,তীব্র ব্যাথা অনুভব করছি।হাই হাই তমা আমাকে থাপ্পর মারছে!!!
---ওই তমা থাপ্পর মারলি কেন??? এমন ভাবে থাপ্পর মারতে পারলি???
--- তো কি করব হুম।অন্য মেয়ের দিকে তুই তাকাবি কেনো???
--- অবশ্যই তাকাবো, জীবনে একটাও প্রেম করতে পারলাম না।তোর জন্য কি এখন প্রেমও করতে পারবো না??
--- না করবি না!!!
--- কেনো???
--- কারন...........।
--- কারন!! কারন কি???
--- ওফফ, ওই দিকে ঘোর!!
--- কেনো???
--- এক গালে থাপ্পর দিয়েছি না।তাই ওই গালেও দিবো না হলে তোর বউ মরে যাবে।
--- মরলে মরুক!! আমার বউ মরলে তোর কি???
--- আমি মরলে আমার কি মানে??তুই আমার, আমি তোর!! আমিরই তো সব!!!
--- তুই আমার মানে???
--- ঠাস ঠাস!!! হাই হাই আবার মারলি কেন???
--- বিয়ের পর যদি মরে যাই, তাই আগেই রাস্তা পরিষ্কার করলাম!!
--- বিয়ের পর মানে? তুই আমার বউ হলি কবে থেকে??
--- এখন এ মুহুর্ত থেকে।বউ এর জন্য এতটুকু কষ্ট সয্য করতে পারবি না??
--- হুম অবশ্যই পারবো।
--- ওই নতুন মেয়েটার দিকে আর তাকাবি কখন???
--- পাগল নাকি।১ হালি থাপ্পর খাওয়ার পর আবার ওই মেয়ে!! জীবনেও না।(এখনি ১ হালি বিয়ের পর যে ১ ডজন খেতে হবে এ নিয়ে আপাতত আমার কোন সন্দেহ নেই)
---গুড, দেখি গালটা!!
--- আবার গালের কথা কেনো?? দুহাত দিয়া গাল আটকায়া বলাম।
--- আরে আর মারবো না একটু আদর করবো।
--- ওহহ।
--- খুব লেগেছে তাই না???
--- হুম।
--- সরি।তখন মাথা ঠিক ছিলো না, ওই মেয়েটার প্রশংসা তোর মুখে শুনে।
--- তোর মুখ থেকে এ কথা গুলো শুনার জন্যই আমার এ নাটক করা।
--- নাটক মানে???
---আরে ওই নতুন মেয়েকে আমি ভালো ভাবে দেখিনি, ভালোবাসা তো দুরের কথা।আমি শুধু তোকে ভালোবাসি।তুই আমাকে ভালোবাসিস কিনা সেটা দেখার জন্যই আমি আর আমার বন্ধুরা মিলে এই প্লেন করেছি।
--- তা প্লেনে কি সফল হয়েছিস??
--- হুম পুরোপুরি ....... শুধু।
--- শুধু.........???
--- শুধু থাপ্পর গুলাই প্লেনে ছিলো না। ওগুলা ফ্রি ফ্রি পেলাম।
--- ওহহ ( হা হা হা হা) সরি বাবু।
--- ইট্ ওকে😊

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন