শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

friends forever.

আসিফ ও নাদিম ছোটবেলার বন্ধু।গত বছর দুজনে একই কলেজ থেকে পাস করল।আসিফ চঞ্চল আর নাদিম কিছুটা শান্ত প্রকৃতির।হঠাত রাস্তায় দু বন্ধুর দেখা
আসিফ:কিরে দোস্ত খবর কি তোর?শুনলাম তুই নাকি প্রেমে পড়ছস?(একটু রসিকতা করে)
নাদিম:না মানে হুম(মাথা নাড়িয়ে)
আসিফ:তাহলে একটা ট্রিট দিতে হইবো!আজকে কিন্তুু কাচ্চি(বিরায়ানী)খাওয়াইতে হইবো
না:দোস্ত আজ রহিম চাচার দোকানে ১কাপ গরম চা খা অন্য আরেকদিন বিরিয়ানি খাইস!
আ:ওকে ব্রেকাপ পর্টি কিন্তুু বিরিয়ানি দিয়া করবি;(মজা করে)
না:মানে?(রেগে গিয়ে)
আ:নাহ....এখনকার প্রেম আর কয়দিন টিকে তাই না?(অন্যদিকে তাকিয়ে)
না:যা ভাগ সালা তোরে চাও খাওয়ামু না
আ:আরে দোস্ত মাইন্ড করস কে?আর শোন কাল না পরসু তোর গফ কে আমায় দেখাবি।ওকে
এই বলে আসিক নাদিমকে নিয়ে চায়ের দোকানে চা খেতে গেল
..
দুদিন পর আজ নাদিম তার গফকে নিয়ে পার্কে ঘুরছে।আর নাদিম আসিফকে আগে থেকেই জানিয়ে রাখল যাতে আসিফ এসে নাদিমের গফকে সারপ্রাইজ দিতে পারে।আসিফ পার্কে ডুকে নাদিমের দেওয়া লুকেশনের দিকে যাচ্ছে।দূর থেকে দেখেই মেয়েটাকে খুব পরিচিত মনে হচ্ছে।আসিফ কাছে আসতেই
আসিফ:সুমি তুমি এখানে?
নাদিম:কিরে আসিফ তুই ওকে চিনিস?
সুমি:আ...পনি কে(ভয় নিয়ে)
আ:আমি কে মানে।নাদিমের সাথে তোমার কিসের রিলেশন?
না:কিরে আসিফ তোদের কাহিনীতো বুঝতাছি না
সু:আরে এটা কে নাদিম ওতো একটা লম্পট ছেলে তুমি যদি ওর সাথে বন্ধুত্ব রাখ তাহলে আমি তোমার সাথে নাই
আ:শোন দোস্ত ও না জানি আর কত ছেলের জীবন নিয়ে খেলছে।তুই এই মেয়ের সাথে প্রেম করিস না
না:দূর তুই চাস আমি ওর সাথে প্রেম করি তাই আমাকে প্রেম করতে না করতাছস?আজ থেকে তুই আমার বন্ধু না যা(এই বলে নাদিম সুমিকে নিয়ে চলে গেল)
.
আসিফের ৩মাস হলো সুমির সাথে রিলেশন ভাবছিল আজ সুমিকে নিয়ে নাদিমকে ও তার গফকে দেখাবে।আসিফ সুমিকে ফোন করলে সুমি নানা ধরনের বাহানা দেখায় আর এখানে এসে দেখল সে তার প্রিয় বন্ধুর সাথে প্রেম করছে।আসিফ নাদিমকে বোঝাতে পারল না যে মেয়েটা খারাপ।আসিফ বাড়ি চলে আসল।.
.
শেষ হয়ে গেল তাদের বন্ধুত্ব তাও একটা দুশ্চরিত্রা মেয়ের জন্য।রাস্তায় দেখা হলে এখন নাদিম আর আসিফের সাথে কথা বলে না।আসিফ কথা বলতে চাইলেও নাদিম এড়িয়ে চলে যায়।তাই এখন আসিফ ও আর কথা বলে না।
.
...
একদিনের ঘটনা
নাদিম সুমিকে বলল পার্কে দেখা করতে।সুমি নানা অজুহাত দেখিয়ে নাদিমকে আসবে না বলে দিল
.
আসিফ একাই পার্কে গিয়ে বসে রইল।প্রায় ২০ মিনিট বসে রইল।এখন আর তার ভালো লাগছে না তাই বাড়ি দিকে রইনা দিল নাদিম।তাই বসার জায়গাটা ত্যাগ করে হাঁটা শুরু করল...হঠাত নাদিম রাস্তার মাঝে একটা ছেলের সাথে সুমীকে দেখল।সুমির কাছে গিয়ে
না:তুমি এখানে... আর এই ছেলে??(নাদিম হতবাক হয়ে গেল)
সু:আরে আপনি কে?আমিতো আপনাকে চিনি না?পাগল নাকি!(এই বলে সুমি ছেলেটিকে নিয়ে পাশ দিয়ে চলে গেল)
..
..নাদিম এতদিন পর বুঝতে পারল মেয়েটা যে দুশ্চরিত্রা ছিল।সে বাড়ি ফিরে আসল আর ভাবল ১টা বাজে মেয়ের জন্য আমি আসিফ এর মতো বন্ধুকে ভুল বুঝলাম।কোন মুখ নিয়ে আমি আসিফের সামনে দাড়াবো।নাদিম আরেক বন্ধুর মাধ্যমে বলল যে আসিফ যেন নাদিমকে ক্ষমা করে দেয়
.
আশিফ এই কথাটা শোনার পরই নাদিমের বাসায় গেল।দরজা নক করতেই নাদিম আসিফকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়ল
আ:আরে দোস্ত কাঁদস কেন?
না:দোস্ত তুই ঠিক ছিলিরে দোস্ত।ও একটা খারাপ মেয়ে।আমাকে তুই মাফ করে দে(তারপর পার্কের ঘটনা খুলে বলল)
আ:তুই যে নিজের ভুল বুঝতে পারছস এটাই তোর ক্ষমা?আর হুম..আজ ব্রেপকাপ পার্টিতে কিন্তুু কাচ্চি(বিরিয়ানি চাই!(আসিফের চোখেও পানি এসে পড়ল)
তাদের বন্ধুত্ব পূর্ণরায় জোড়ালাগল
..
..
তাই আপনাদের বলছি একটা মেয়ের জন্য নিজের কাছের মানুষদের পর করবেন না বিশেষ করে মা-বাবাকে
তাই বলে কাউকে ভালেবাসবেন না তা না।ভালোবাসবেন কিন্তুু প্রকৃত মানুষটাকে চিনে ভালোবাসুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন