হাই! (অভি)
---(চুপ)। (অদৃতা)
---এই যে হ্যালো!
---(চুপ)।
---এই যে আপনি কি কানে শুনতে পান না??
---(এবারেও চুপ)।
---এই যে ম্যাডাম আপনাকে বলছি হ্যালো!
---আসসালামু আলাইকুম।
---ওলাইকুম আসসালাম।
---কেমন আছেন?
---জ্বী ভাল।
---আপনাকে যে এতক্ষণ ধরে ডাকতেছি, আপনি কি সত্যি শুনতে পান নি?
---জ্বী শুনেছি।
---তাহলে কথা বলেননি কেন?
---জ্বী, এমনি।
---ভালো।
-----------------
---তা আপনার নাম টা কি জানতে পারি?
---কেনো?
---হা,হা,হা। মানুষ নাম কেনো জানতে চাই?
---জানি না।
---আমি কি আপনার সাথে পরিচিত হতে পারি?
---জ্বী, বলেন।
---আমি অভি। আপনার নাম?
---অদৃতা।
---ও তার মানে অভদ্রতা(হা,হা,হা,হা,)
---মানে?
---কিছু না। তা আপনি কিসে পড়েন?
---ইন্টার সেকেন্ড ইয়ার।
---ওয়াও খুব ভালো। আমিও আপনার সাথে আছি।
---মানে?
---হা,হা,হা,! আপনিও সেকেন্ড ইয়ার আমিও সেকেন্ড ইয়ার! তাই বললাম।
---ও।
---আপনি কোন্ গ্রুপ?
---সাইন্স। আপনি?
---ও ম জি। আমিও সাইন্স।
---তা আপনার ফোন নাম্বার টা কি দেওয়া যাবে?
---জ্বী না। দুঃখিত।
---আচ্ছা ওকে।
---আপনি কি সবসময় খুব কম কথাই বলেন?
---হতে পারে সেরকম।
---তবে আপনি কিন্তুু সত্যি খুব সুন্দর!
---আচ্ছা ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
---আরে! আরে! কোথায় যাচ্ছেন? এই যে ম্যাডাম প্লিজ আরেকটু কথা বলি?
-----------------
-
এতক্ষণ ধরে কথা হচ্ছিল অভি আর অদৃতার সাথে এক বিয়ের অনুষ্ঠানে।
আজ সিয়াম আর ইতির বিয়ে। লাভ ম্যারেজ। অদৃতা হল সিয়াম এর মামাতো বোন। আর অভি হল ইতির খালাতো ভাই।
-
-
---এই যে ম্যাডাম, আমি কিন্তুু আপনাকে চিনি।(অভি)
---আবারও আপনি আমার এখানে?(একটু চমকিত হয়ে)
---হ্যা অবশ্যই!
---আচ্ছা আপনার কি লজ্জা সরম বলতে কিছুই নেই?
---আছে তো। থাকবে না কেনো?
---তো থাকলে বারবার আপনি আমার পিছু নিচ্ছেন কেনো?
---আসলে সত্যি বলতে কি,,, আপনার সাথে বারবার কথা বলতে কেনো জানি ইচ্ছে করতেছে তাই।
---ও আচ্ছা। আমি কিন্তুু ইতি ভাবি কে বলে দিবো আপনার এই বেসরম কান্ডগুলোর কথা।
---হায় হায়!!! বলেন কি? এটা করতে গেলে কিন্তুু আপনি নিজেই লজ্জায় পড়বেন।(হা,হা,হা,হা)
---আমি কেনো লজ্জায় পড়বো?
---সেটা না হয় ফোনে বলবো।
---আমি আপনাকে আমার নাম্বার দিতে পারবো না।
---হা,হা,হা,হা!!! তা আর আপনাকে দিতে হবে না। আপনার নাম্বার আমি পেয়েগেছি।
-------------------
ক্রিং ক্রিং ক্রিং ক্রিং
---এটা হলো আমার নাম্বার।
---আপনি আমার নাম্বার কোথায় পেলেন?
---সেটা তো এখন বলবো না ম্যাডাম।
---আপনি একটা বেসরম, নির্লজ্জ, ফাজিল ছেলে।(রাগ করে)
---হা,হা,হা,হা!
---------------
---(চুপ)। (অদৃতা)
---এই যে হ্যালো!
---(চুপ)।
---এই যে আপনি কি কানে শুনতে পান না??
---(এবারেও চুপ)।
---এই যে ম্যাডাম আপনাকে বলছি হ্যালো!
---আসসালামু আলাইকুম।
---ওলাইকুম আসসালাম।
---কেমন আছেন?
---জ্বী ভাল।
---আপনাকে যে এতক্ষণ ধরে ডাকতেছি, আপনি কি সত্যি শুনতে পান নি?
---জ্বী শুনেছি।
---তাহলে কথা বলেননি কেন?
---জ্বী, এমনি।
---ভালো।
-----------------
---তা আপনার নাম টা কি জানতে পারি?
---কেনো?
---হা,হা,হা। মানুষ নাম কেনো জানতে চাই?
---জানি না।
---আমি কি আপনার সাথে পরিচিত হতে পারি?
---জ্বী, বলেন।
---আমি অভি। আপনার নাম?
---অদৃতা।
---ও তার মানে অভদ্রতা(হা,হা,হা,হা,)
---মানে?
---কিছু না। তা আপনি কিসে পড়েন?
---ইন্টার সেকেন্ড ইয়ার।
---ওয়াও খুব ভালো। আমিও আপনার সাথে আছি।
---মানে?
---হা,হা,হা,! আপনিও সেকেন্ড ইয়ার আমিও সেকেন্ড ইয়ার! তাই বললাম।
---ও।
---আপনি কোন্ গ্রুপ?
---সাইন্স। আপনি?
---ও ম জি। আমিও সাইন্স।
---তা আপনার ফোন নাম্বার টা কি দেওয়া যাবে?
---জ্বী না। দুঃখিত।
---আচ্ছা ওকে।
---আপনি কি সবসময় খুব কম কথাই বলেন?
---হতে পারে সেরকম।
---তবে আপনি কিন্তুু সত্যি খুব সুন্দর!
---আচ্ছা ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
---আরে! আরে! কোথায় যাচ্ছেন? এই যে ম্যাডাম প্লিজ আরেকটু কথা বলি?
-----------------
-
এতক্ষণ ধরে কথা হচ্ছিল অভি আর অদৃতার সাথে এক বিয়ের অনুষ্ঠানে।
আজ সিয়াম আর ইতির বিয়ে। লাভ ম্যারেজ। অদৃতা হল সিয়াম এর মামাতো বোন। আর অভি হল ইতির খালাতো ভাই।
-
-
---এই যে ম্যাডাম, আমি কিন্তুু আপনাকে চিনি।(অভি)
---আবারও আপনি আমার এখানে?(একটু চমকিত হয়ে)
---হ্যা অবশ্যই!
---আচ্ছা আপনার কি লজ্জা সরম বলতে কিছুই নেই?
---আছে তো। থাকবে না কেনো?
---তো থাকলে বারবার আপনি আমার পিছু নিচ্ছেন কেনো?
---আসলে সত্যি বলতে কি,,, আপনার সাথে বারবার কথা বলতে কেনো জানি ইচ্ছে করতেছে তাই।
---ও আচ্ছা। আমি কিন্তুু ইতি ভাবি কে বলে দিবো আপনার এই বেসরম কান্ডগুলোর কথা।
---হায় হায়!!! বলেন কি? এটা করতে গেলে কিন্তুু আপনি নিজেই লজ্জায় পড়বেন।(হা,হা,হা,হা)
---আমি কেনো লজ্জায় পড়বো?
---সেটা না হয় ফোনে বলবো।
---আমি আপনাকে আমার নাম্বার দিতে পারবো না।
---হা,হা,হা,হা!!! তা আর আপনাকে দিতে হবে না। আপনার নাম্বার আমি পেয়েগেছি।
-------------------
ক্রিং ক্রিং ক্রিং ক্রিং
---এটা হলো আমার নাম্বার।
---আপনি আমার নাম্বার কোথায় পেলেন?
---সেটা তো এখন বলবো না ম্যাডাম।
---আপনি একটা বেসরম, নির্লজ্জ, ফাজিল ছেলে।(রাগ করে)
---হা,হা,হা,হা!
---------------
এভাবেই প্রথম পরিচয় হয় অভি আর অদৃতার।
অভি দেখতে খুব স্মার্ট। আর খুব সুন্দর। তবে একটু চিকনা টাইপের।
অপরদিকে,,, অদৃতাও খুব সুন্দর দেখতে। খুব মায়াবী একটা মেয়ে। যে কেউ দেখলেই তার ওপর খুব মায়ায় পড়ে যাবে।
অভি দেখতে খুব স্মার্ট। আর খুব সুন্দর। তবে একটু চিকনা টাইপের।
অপরদিকে,,, অদৃতাও খুব সুন্দর দেখতে। খুব মায়াবী একটা মেয়ে। যে কেউ দেখলেই তার ওপর খুব মায়ায় পড়ে যাবে।
তবে ও একটু পরহেজগারি। যদিও সে কলেজ পড়ুয়া একটা মেয়ে,,, তারপরও সবসময় বাইরে বের হওয়ার সময় বোরকা আর নেকাব পড়ে।
তবে আজ সবার অনুরোধে(তার আপনজনের বিয়ে বলে) সে নেকাব পড়েনি।
-
-
অভির বাড়ী হলো চিটাগাং।
কিন্তুু ও পড়ালেখা ঢাকা চিটি কলেজেই।
আর অদৃতার বাড়ী হলো কক্সবাজার।
আর ও ককক্সবাজার মহিলা কলেজেই পড়ে।
-
-
অভি প্রতিদিন অদৃতাকে ফোন দিত। আর অদৃতাও কাথা বলতো। এভাবেই প্রতিদিন ওদের কথা চলতে থাকে। আর ওদের মাঝে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়। একদিন বিকেলে ওদের ফোনআলাপের সময়------
-
-
অভির বাড়ী হলো চিটাগাং।
কিন্তুু ও পড়ালেখা ঢাকা চিটি কলেজেই।
আর অদৃতার বাড়ী হলো কক্সবাজার।
আর ও ককক্সবাজার মহিলা কলেজেই পড়ে।
-
-
অভি প্রতিদিন অদৃতাকে ফোন দিত। আর অদৃতাও কাথা বলতো। এভাবেই প্রতিদিন ওদের কথা চলতে থাকে। আর ওদের মাঝে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়। একদিন বিকেলে ওদের ফোনআলাপের সময়------
---আচ্ছা অদৃতা, তুমি কি কাউকে ভালোবাসো?
---না। কেনো বলোতো?
---সত্যি কি কাউকে ভালোবাসো না?
---বললাম তো না।(একটু রাগ করে)
---আচ্ছা, এই যাবৎ কেউ কি তোমাকে কখনও প্রপোজ করে নি?
---জানি না।
---প্লিজ বলো না।
---হ্যা করেছে।
---তো তুমি এক্সেপ্ট কর নি কেনো?
---জানি না।
---আচ্ছা এখন যদি কেউ তোমাকে প্রপোজ করে তুমি কি তাকে এক্সেপ্ট করবা?
---জানি না।
(অদৃতাও মনে মনে অভিকে পছন্দ করতো। আর সে এটাও জানতো যে, প্রপোজটা অভিই করবে)
-
-
আর অপছন্দ করার মত কোনো ছেলে নয় অভি। যে কোনো মেয়েই তাকে দেখলে পছন্দ করবে। আর সবদিক দিয়ে অভি অদৃতার উপযুক্ত। যদিও তারা বয়স এবং পড়াশুনার দিক দিয়ে সমান।
---না। কেনো বলোতো?
---সত্যি কি কাউকে ভালোবাসো না?
---বললাম তো না।(একটু রাগ করে)
---আচ্ছা, এই যাবৎ কেউ কি তোমাকে কখনও প্রপোজ করে নি?
---জানি না।
---প্লিজ বলো না।
---হ্যা করেছে।
---তো তুমি এক্সেপ্ট কর নি কেনো?
---জানি না।
---আচ্ছা এখন যদি কেউ তোমাকে প্রপোজ করে তুমি কি তাকে এক্সেপ্ট করবা?
---জানি না।
(অদৃতাও মনে মনে অভিকে পছন্দ করতো। আর সে এটাও জানতো যে, প্রপোজটা অভিই করবে)
-
-
আর অপছন্দ করার মত কোনো ছেলে নয় অভি। যে কোনো মেয়েই তাকে দেখলে পছন্দ করবে। আর সবদিক দিয়ে অভি অদৃতার উপযুক্ত। যদিও তারা বয়স এবং পড়াশুনার দিক দিয়ে সমান।
------------------
---অদৃতা,,, আই লাভ ইউ!
---(চুপ)।
---কি হলো! কথা বলো?
---(চুপ)।
---প্লিজ অদৃতা চুপ করে থেকো না। আমার কথাটির উওর দাও।
---আমি তোমার ভালোবাসাটা এক্সেপ্ট করতে পারি তিনটা শর্তে।
---হুম বলো তোমার শর্ত। শুধু তিনটি কেনো, তোমার হাজার শর্ত রাখতে আমি রাজি।
---সত্যি তুমি আমার শর্তগুলো রাখবে তো?
---হ্যা অবশ্যই রাখবো। তুমি শুধু বলো।
---ওকে! প্রথম শর্ত--,,,
তোমাকে প্রতিদিন অবশ্যই মসজিদে জামায়াতের সাথে ঠিকমত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এমনকি ফজরের নামাজ কখনই বাদ দেওয়া/কাযা করা যাবে না।
---(চুপ)।
---কি হলো! কথা বলো?
---(চুপ)।
---প্লিজ অদৃতা চুপ করে থেকো না। আমার কথাটির উওর দাও।
---আমি তোমার ভালোবাসাটা এক্সেপ্ট করতে পারি তিনটা শর্তে।
---হুম বলো তোমার শর্ত। শুধু তিনটি কেনো, তোমার হাজার শর্ত রাখতে আমি রাজি।
---সত্যি তুমি আমার শর্তগুলো রাখবে তো?
---হ্যা অবশ্যই রাখবো। তুমি শুধু বলো।
---ওকে! প্রথম শর্ত--,,,
তোমাকে প্রতিদিন অবশ্যই মসজিদে জামায়াতের সাথে ঠিকমত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এমনকি ফজরের নামাজ কখনই বাদ দেওয়া/কাযা করা যাবে না।
---ঠিক আছে। আমি রাজি। দ্বিতীয় শর্তটা বলো।
---দ্বিতীয় শর্ত--,,,
তোমাকে অবশ্যই প্রত্যেক দিন সকালে কোরআন তিলাওয়াত করতে হবে।
---যদি প্রতিদিন পড়তে না পারি?
---তাহলে সপ্তাহে অন্তত তিনবার করে পড়তে হবে। শুক্রবার, বৃহস্পতিবার এবং সোমবার।
---ঠিক আছে। আমি প্রতিদিন পড়ার জন্য যথাসাধ্য চেষ্টা করবো। আর যদি প্রতিদিন পড়তে নাও পারি,,,, এই তিনদিন অবশ্যই পড়বো।
---আলহামদুলিল্লাহ্। শুনে খুশী হলাম।
---জ্বী হ্যা ম্যাডাম। তৃতীয় শর্তটা বলো।
---ওকে! তৃতীয় শর্ত--,,,
কোনো আজেবাজে ছেলের সাথে মিশবেনা, উঠাবসা করবেনা, আড্ডা দিবে না, তাদের সাথে কোনোরকম বন্ধুত্ব করবে না। এবং রাত জেগে বাইরে সময় কাটাবেনা আর কোনো খারাপ নেশায় নিজেকে জড়াবে না।
---জ্বী হ্যা মেডাম আমি এগুলো অবশ্যই যথাযথ মেনে চলবো।
---থ্যাংক ইউ।
---ওয়েলকাম ম্যাডাম।
----------------
---দ্বিতীয় শর্ত--,,,
তোমাকে অবশ্যই প্রত্যেক দিন সকালে কোরআন তিলাওয়াত করতে হবে।
---যদি প্রতিদিন পড়তে না পারি?
---তাহলে সপ্তাহে অন্তত তিনবার করে পড়তে হবে। শুক্রবার, বৃহস্পতিবার এবং সোমবার।
---ঠিক আছে। আমি প্রতিদিন পড়ার জন্য যথাসাধ্য চেষ্টা করবো। আর যদি প্রতিদিন পড়তে নাও পারি,,,, এই তিনদিন অবশ্যই পড়বো।
---আলহামদুলিল্লাহ্। শুনে খুশী হলাম।
---জ্বী হ্যা ম্যাডাম। তৃতীয় শর্তটা বলো।
---ওকে! তৃতীয় শর্ত--,,,
কোনো আজেবাজে ছেলের সাথে মিশবেনা, উঠাবসা করবেনা, আড্ডা দিবে না, তাদের সাথে কোনোরকম বন্ধুত্ব করবে না। এবং রাত জেগে বাইরে সময় কাটাবেনা আর কোনো খারাপ নেশায় নিজেকে জড়াবে না।
---জ্বী হ্যা মেডাম আমি এগুলো অবশ্যই যথাযথ মেনে চলবো।
---থ্যাংক ইউ।
---ওয়েলকাম ম্যাডাম।
----------------
---একটা কথা বলি অভি?
---হুম বলো।
---আসলে, নামাজ পড়তে বলা কোরআন পড়তে বলা,এসব কিন্তুু শর্তসাপেক্ষে হয় না। আর এসবে শর্ত দেওয়াটাও অনুচিত। কারণ, এটা প্রত্যেক মুসলিম নর-নারীর উপর ফরজ। আর এগুলো যথাযথভাবে আমাদের ফরজ কাজগুলো আদায় করা উচিত।
তুমি যাতে এই ফরজ কাজ ঠিকভাবে আদায় করো, আর ভালো পথে চলো, সবসময় ভালো কিছু করো, তার জন্যই আমি তোমাকে শর্ত হিসেবে দিয়েছি। তবে আল্লাহ যেন আমাকে মাফ করুক।
---থ্যাংক ইউ অদৃতা। আমি তোমার কথাগুলো শুনে বিমুগ্ধ হয়ে গেলাম।
----ওয়েলকাম।
---তবে আমারও ছোট্ট একটা শর্ত আছে।
---জ্বী বলো কি শর্ত।
---তুমি প্রতিদিন আমাকে ফজরের সময় ফোন করে জাগিয়ে দিবে। কি পারবে তো এই শর্তটা রাখতে?
---জ্বী ইনশাআল্লাহ। অবশ্যই ডেকে দিবো।
---খুব খুশী হলাম ম্যাডাম।
---আমিও।
---আই লাভ ইউ।
---হু
---আই লাভ ইউ
---হু
---আই লাভ ইউ মিস অভদ্রতা ম্যাডাম
---আই লাভ ইউ টু মিস্টার বেসরম, নির্লজ্জ, ফাজিল, অবাধ্য।(হা,হা,হা,হা)
---জ্বী মহারাণী,,, রাজকন্যা।
---জ্বী মহারাজ,,, রাজপুত্র।
---------------------
---হুম বলো।
---আসলে, নামাজ পড়তে বলা কোরআন পড়তে বলা,এসব কিন্তুু শর্তসাপেক্ষে হয় না। আর এসবে শর্ত দেওয়াটাও অনুচিত। কারণ, এটা প্রত্যেক মুসলিম নর-নারীর উপর ফরজ। আর এগুলো যথাযথভাবে আমাদের ফরজ কাজগুলো আদায় করা উচিত।
তুমি যাতে এই ফরজ কাজ ঠিকভাবে আদায় করো, আর ভালো পথে চলো, সবসময় ভালো কিছু করো, তার জন্যই আমি তোমাকে শর্ত হিসেবে দিয়েছি। তবে আল্লাহ যেন আমাকে মাফ করুক।
---থ্যাংক ইউ অদৃতা। আমি তোমার কথাগুলো শুনে বিমুগ্ধ হয়ে গেলাম।
----ওয়েলকাম।
---তবে আমারও ছোট্ট একটা শর্ত আছে।
---জ্বী বলো কি শর্ত।
---তুমি প্রতিদিন আমাকে ফজরের সময় ফোন করে জাগিয়ে দিবে। কি পারবে তো এই শর্তটা রাখতে?
---জ্বী ইনশাআল্লাহ। অবশ্যই ডেকে দিবো।
---খুব খুশী হলাম ম্যাডাম।
---আমিও।
---আই লাভ ইউ।
---হু
---আই লাভ ইউ
---হু
---আই লাভ ইউ মিস অভদ্রতা ম্যাডাম
---আই লাভ ইউ টু মিস্টার বেসরম, নির্লজ্জ, ফাজিল, অবাধ্য।(হা,হা,হা,হা)
---জ্বী মহারাণী,,, রাজকন্যা।
---জ্বী মহারাজ,,, রাজপুত্র।
---------------------
এভাবেই বন্ধুত্বের সম্পর্ক থেকেই শুরু হয় অভি আর অদৃতার ভালোবাসার সম্পর্ক। কখনও ঝগড়া, কখনও রাগ-অভিমান, কখনও ছোট বাচ্চাদের মতো দুষ্টুমি, আর এক অফুরন্ত ভালবাসা।
-
-
প্রতিদিন ফজরের আজানের সাথে সাথে অদৃতা অভিকে ফোন করে জাগিয়ে দেই।
আর কয়েক মিনিট ফোনে কথা বলে যে যার মতো নামাজ পড়ে নেয় আর নামাজ শেষে অভি প্রতিদিন কোরআন (সূরা ইয়াসিন,,, সূরা আর-রাহমান) তিলাওয়াত করে।
অপরদিকে,,, অদৃতা কোরআন এর একশত আয়াতেরও বেশী পড়ার পর সেও সূরা ইয়াসিন,,, সূরা আর-রাহমান পড়ে তিলাওয়াত শেষ করে।
-
-
এভাবেই প্রতিদিন নামাজ আর কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়েই দুজনের সুন্দর সকাল আর দিন শুরু হয়।
-
-
প্রতিদিন ফজরের আজানের সাথে সাথে অদৃতা অভিকে ফোন করে জাগিয়ে দেই।
আর কয়েক মিনিট ফোনে কথা বলে যে যার মতো নামাজ পড়ে নেয় আর নামাজ শেষে অভি প্রতিদিন কোরআন (সূরা ইয়াসিন,,, সূরা আর-রাহমান) তিলাওয়াত করে।
অপরদিকে,,, অদৃতা কোরআন এর একশত আয়াতেরও বেশী পড়ার পর সেও সূরা ইয়াসিন,,, সূরা আর-রাহমান পড়ে তিলাওয়াত শেষ করে।
-
-
এভাবেই প্রতিদিন নামাজ আর কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়েই দুজনের সুন্দর সকাল আর দিন শুরু হয়।
এরপর সারাদিন যে যার মতো কলেজ আর পড়াশুনা নিয়ে ব্যস্ত হয়ে যায়। বিকেলে আবার তাদের ফোনআলাপ হয়।
এরপর মাগরিবের আজানের আগে কথা শেষ করে, যে যার মতো নামাজ আদায় করে(অদৃতা আবার মাগরিবের নামাজের পরেও কোরআন তিলাওয়াত করে)।
রাতের খাবার খেয়ে ঘুমানোর আগে আবার ফোনে কিছুক্ষণ কথা বলে তারপর যে যার মতো ঘুমিয়ে যায়।
-
-
কিছুদিন পর তাদের দুজনের এইচ এস সি পরীক্ষা শুরু হয়।
আর তাই আগের চেয়েও কথা কম হয় তাদের মাঝে।
তবে ম্যাসেজ এর মাধ্যমেই বেশী কথা হয়।
রাতের খাবার খেয়ে ঘুমানোর আগে আবার ফোনে কিছুক্ষণ কথা বলে তারপর যে যার মতো ঘুমিয়ে যায়।
-
-
কিছুদিন পর তাদের দুজনের এইচ এস সি পরীক্ষা শুরু হয়।
আর তাই আগের চেয়েও কথা কম হয় তাদের মাঝে।
তবে ম্যাসেজ এর মাধ্যমেই বেশী কথা হয়।
তবে এখন আর আগের মতো অভিকে অদৃতার ফোন করে জাগিয়ে দিতে হয় না ফজরের সময়।
কারণ, অভি নিজ থেকেই এখন ঠিক ফজরের আজানের সময়েই উঠতে পারে। আর উঠেই মাএ অদৃতাকে একটা ম্যাসেজ করে।
-
-
আর কিছুদিন পর তাদের পরীক্ষা শেষ হয়।
তাই দুজনেই খুব খুশী।
একদিন সকালে ফোনআলাপের সময়----,,,
কারণ, অভি নিজ থেকেই এখন ঠিক ফজরের আজানের সময়েই উঠতে পারে। আর উঠেই মাএ অদৃতাকে একটা ম্যাসেজ করে।
-
-
আর কিছুদিন পর তাদের পরীক্ষা শেষ হয়।
তাই দুজনেই খুব খুশী।
একদিন সকালে ফোনআলাপের সময়----,,,
---আমি আগামীকাল বাড়ি আসবো।
---ভালোই তো। সাবধানে আসিও।
---আমি কিন্তুু কক্সবাজার সিয়াম ভাইয়ার বাসায় আসবো। আর সাথে তোমাকেও দেখবো।
---আমাকে কি করে দেখবে?
---আমি জানি না। তোমাকে আমি দেখবোই দেখবো। যেভাবে হোক। অনেকদিন তো হয়ে গেলো তোমাকে দেখতেছি না।
---আচ্ছা ঠিক আছে।
---কি ঠিক আছে?
---তুমি আমাকে দেখবা আর কি!
---কিন্তুু কিভাবে?
---সামনের ঈদে সিয়াম ভাইয়া, ইতি ভাবি আর ফুপা-ফুপিরা আমার বাসায় আসবে।আর তখন তুমি ওদের সাথে আসবে।
---আমার সাথে কি একা বাইরে একটু ঘুরতে বের হওয়া যায়না??
---না।
---আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি যেটাতে খুশী এবং আপনি যেটায় বলেন আমি সেটা মানতে রাজি।
---আলহামদুলিল্লাহ্। খুব ভালো লাগলো&খুব খুশী হলাম।
---আই লাভ ইউ।
---আই লাভ ইউ টু।
------------------
---ভালোই তো। সাবধানে আসিও।
---আমি কিন্তুু কক্সবাজার সিয়াম ভাইয়ার বাসায় আসবো। আর সাথে তোমাকেও দেখবো।
---আমাকে কি করে দেখবে?
---আমি জানি না। তোমাকে আমি দেখবোই দেখবো। যেভাবে হোক। অনেকদিন তো হয়ে গেলো তোমাকে দেখতেছি না।
---আচ্ছা ঠিক আছে।
---কি ঠিক আছে?
---তুমি আমাকে দেখবা আর কি!
---কিন্তুু কিভাবে?
---সামনের ঈদে সিয়াম ভাইয়া, ইতি ভাবি আর ফুপা-ফুপিরা আমার বাসায় আসবে।আর তখন তুমি ওদের সাথে আসবে।
---আমার সাথে কি একা বাইরে একটু ঘুরতে বের হওয়া যায়না??
---না।
---আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি যেটাতে খুশী এবং আপনি যেটায় বলেন আমি সেটা মানতে রাজি।
---আলহামদুলিল্লাহ্। খুব ভালো লাগলো&খুব খুশী হলাম।
---আই লাভ ইউ।
---আই লাভ ইউ টু।
------------------
এর কিছুদিন পর রমজান শুরু হয়।
অদৃতার অনুরোধে অভি রোজার প্রথম দিন থেকেই মধ্যে রাতে উঠে সেহরি খাওয়ার আধ-ঘন্টা আগে তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করে।
অদৃতার অনুরোধে অভি রোজার প্রথম দিন থেকেই মধ্যে রাতে উঠে সেহরি খাওয়ার আধ-ঘন্টা আগে তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করে।
অপরদিকে, অদৃতাও ঠিক সময়ে তাহাজ্জুদ নামাজ আদায় করে।
প্রতিদিন মধ্যেরাতে(রমজানের সময়) অদৃতা অভিকে, আর না হয় অভি অদৃতাকে ফোন করে জাগিয়ে দেই তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য।
-
-
[এর মাঝে আপনাদের কিছু কথা জানিয়ে দিই-
অভি আগে নামাজের প্রতি খুব উদাসীন ছিল। ঠিক মতো কখনই নামাজ পড়তো না। সপ্তাহে দু'একবার পড়তো, তাও ইচ্ছে হলে। মাসেও পর্যন্ত কোরআন তিলাওয়াত করতো না। আর বেশীর ভাগ সময় বন্ধুদের সাথে আড্ডা দিতো।
আর এই সব কিছু অদৃতা জানতে পারছে অভির খালাতো বোন ইতির কাছ থেকে।
আর তাই সে জন্য অভিকে এসব শর্ত জুড়ে দেয় অদৃতা।]
-
-
যে অভি আগে কখনই সহজে মসজিদের ধারে কাছেও যেতো না,,,
এখন সেই অভি ঠিক মতো মসজিদে গিয়ে জামায়াতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে। নামাজ সহজেই কাযা করে না।
প্রতিদিন মধ্যেরাতে(রমজানের সময়) অদৃতা অভিকে, আর না হয় অভি অদৃতাকে ফোন করে জাগিয়ে দেই তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য।
-
-
[এর মাঝে আপনাদের কিছু কথা জানিয়ে দিই-
অভি আগে নামাজের প্রতি খুব উদাসীন ছিল। ঠিক মতো কখনই নামাজ পড়তো না। সপ্তাহে দু'একবার পড়তো, তাও ইচ্ছে হলে। মাসেও পর্যন্ত কোরআন তিলাওয়াত করতো না। আর বেশীর ভাগ সময় বন্ধুদের সাথে আড্ডা দিতো।
আর এই সব কিছু অদৃতা জানতে পারছে অভির খালাতো বোন ইতির কাছ থেকে।
আর তাই সে জন্য অভিকে এসব শর্ত জুড়ে দেয় অদৃতা।]
-
-
যে অভি আগে কখনই সহজে মসজিদের ধারে কাছেও যেতো না,,,
এখন সেই অভি ঠিক মতো মসজিদে গিয়ে জামায়াতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে। নামাজ সহজেই কাযা করে না।
যদিও কোনো কারণেই কাযা হয়েও যায়, তা পরবর্তীতে আদায় করে দেই।
আগে যে অভি কখনই সকাল নয়টা কিংবা দশটার আগে ঘুম থেকে জেগে উঠতো না,,
এখন সেই অভি আর কখনই ফজরের নামাজ না পড়ে থাকে না।
এখন সেই অভি আর কখনই ফজরের নামাজ না পড়ে থাকে না।
এখন তার প্রতিটা সকাল শুরু হয় ফজরের নামাজ, কোরআন তিলাওয়াত আর অদৃতার সাথে কথা বলে।
-
-
এভাবেই অদৃতা আর অভির প্রতিদিন ঠিকমত নামাজ,কোরআন,তাহাজ্জুদ আর সুন্দর ইবাদতের মধ্যে দিয়েই,,, শেষ হয় রমজান।
-
-
এভাবেই অদৃতা আর অভির প্রতিদিন ঠিকমত নামাজ,কোরআন,তাহাজ্জুদ আর সুন্দর ইবাদতের মধ্যে দিয়েই,,, শেষ হয় রমজান।
ঈদের সময়,,,
অভি,সিয়াম,ইতি আর অদৃতার ফুপা-ফুফিরা ওদের বাসায় আসে।
অভি,সিয়াম,ইতি আর অদৃতার ফুপা-ফুফিরা ওদের বাসায় আসে।
আর অভি অদৃতাকে একটা হিজাব- একটা নিকাব, একটা হাতঘড়ি আর একটা ইসলামিক বই উপহার দেই।
(অদৃতা যেহেতু ইসলামিক বই পড়ে, হাতে ঘড়ি পড়ে, আর হিজাব-নিকাব পড়ে সেহেতু)....
(অদৃতা যেহেতু ইসলামিক বই পড়ে, হাতে ঘড়ি পড়ে, আর হিজাব-নিকাব পড়ে সেহেতু)....
অদৃতা অভিকে একটা হাতঘড়ি আর একটা পারফিউম উপহার দেয়।
(যেহেতু অভি হাতে ঘড়ি পড়তে পছন্দ করে আর পারফিউম পছন্দ করে সেহেতু).....
-
-
এর কিছুদিন পর ওদের দুজনের পরীক্ষার রেজাল্ট বের হয়।
দুজনেই ভালো পয়েন্ট নিয়েই পাস করে।
(যেহেতু অভি হাতে ঘড়ি পড়তে পছন্দ করে আর পারফিউম পছন্দ করে সেহেতু).....
-
-
এর কিছুদিন পর ওদের দুজনের পরীক্ষার রেজাল্ট বের হয়।
দুজনেই ভালো পয়েন্ট নিয়েই পাস করে।
অভি চান্স পেয়ে ভর্তি হয় ঢাকা ভার্সিটিতে।
আর অদৃতা চান্স পেয়ে ভর্তি হয়ে যায় চিটাগাং কলেজে।
আর অদৃতা চান্স পেয়ে ভর্তি হয়ে যায় চিটাগাং কলেজে।
এর মাঝে অবশ্য অদৃতার পরিবার তাদের সম্পর্কের কথাটি জেনে যায়।
তবে তেমন কোনো সমস্যা হয় নি। অভিকে এবং অভির পরিবারকেও অদৃতার পরিবার ভালোই জানে এবং তাদের পছন্দও হয়।
তবে তেমন কোনো সমস্যা হয় নি। অভিকে এবং অভির পরিবারকেও অদৃতার পরিবার ভালোই জানে এবং তাদের পছন্দও হয়।
আর অদৃতাকেও অভির মা ইতির বিয়ের দিন প্রথম দেখাতেই খুব পছন্দ করেছিলেন। সেই সুবাধে অভির পরিবারও অদৃতাকে বউ হিসেবে ঘরে তুলতে চাই।
আর তাই পরে ইতি(অভির কাজিন)
আর সিয়াম(অদৃতার কাজিন)
মিলে উভয় পরিবার তাদের দুজনের সম্পর্ক মেনে নেয়।
আর তাদের দুজনের পড়ালেখা শেষ হলেই এবং অভি বাইরে থেকে গ্রেজুয়েশন কমপ্লিট করে আসলেই তাদের বিয়ের ব্যবস্থা করা হবে।
-
-
-
আর এভাবেই ওদের সম্পর্ক আরো বেশী মজবুত হয়ে ওঠে। দুজন দুজনকে আরো বেশী কেয়ার করে।
হয়তো একদিন অভি আর অদৃতার এই পবিএ ভালোবাসার সম্পর্ক সংসারের স্বামী-স্ত্রীর আরেক সুন্দর-মধুর-পবিএ এক সম্পর্কে আবদ্ধ হবে।
-
-
আপনারা সবাই অভি আর অদৃতার জন্য দোওয়া করবেন। তারা যেন একজন আরেকজনকে জীবনসাথী হিসেবে সারাজীবনের জন্য কাছে এবং পাশে পাই।
আর সিয়াম(অদৃতার কাজিন)
মিলে উভয় পরিবার তাদের দুজনের সম্পর্ক মেনে নেয়।
আর তাদের দুজনের পড়ালেখা শেষ হলেই এবং অভি বাইরে থেকে গ্রেজুয়েশন কমপ্লিট করে আসলেই তাদের বিয়ের ব্যবস্থা করা হবে।
-
-
-
আর এভাবেই ওদের সম্পর্ক আরো বেশী মজবুত হয়ে ওঠে। দুজন দুজনকে আরো বেশী কেয়ার করে।
হয়তো একদিন অভি আর অদৃতার এই পবিএ ভালোবাসার সম্পর্ক সংসারের স্বামী-স্ত্রীর আরেক সুন্দর-মধুর-পবিএ এক সম্পর্কে আবদ্ধ হবে।
-
-
আপনারা সবাই অভি আর অদৃতার জন্য দোওয়া করবেন। তারা যেন একজন আরেকজনকে জীবনসাথী হিসেবে সারাজীবনের জন্য কাছে এবং পাশে পাই।
[অভি আর অদৃতার কখনই হাতে হাত রেখে, কাধে কাধ রেখে অন্য দশজন প্রেমিক-প্রেমিকার মতো একসাথে/পাশাপাশি হাটাও হয়নি, বসাও হয়নি, কোথাও দুজন মিলে বসে চটপটি/ফুসকা খাওয়া হয়নি, কিংবা রিক্সা নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয়নি।]
সত্যিকারের ভালোবাসা এমনটাই হওয়া চাই।
শুধু দেখা-সাক্ষাত করা, একসাথে খাওয়া, একসাথে ঘুরতে যাওয়া, ঠুটে চুমো খাওয়া, দেহ স্পর্শ করা,,, এসবকিছু কে প্রাধান্য না দিয়ে---
ঠিকমত পাঁচ ওয়াক্ত নামাজ, কোরআন তিলাওয়াত আর ভাল কিছু করার এবং অপবিএের ছায়া যাতে না পড়ে, তার জন্য দুজন দুজনের প্রতি এবং দুজনের এসব বিষয়ে আগ্রহ ও উৎসাহ-উদ্দীপনা থাকা দরকার।
আর এগুলোকেই প্রাধান্য দেওয়া উচিত।
আর তাতেই একটা ভালোবাসার সম্পর্ক সুন্দর ও পবিএ থাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন