সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭

মধ্য রাতের চাঁদ

রাত বেড়েই চলেছে।পাখির
কোলাহল অনেক আগেই থেমে
গেছে।রাস্তার মধ্য গাড়ির শো
শো আওয়াজ আর দুই একটা
কুকুরের ঘেউ ঘেউ শব্দ
আসতেছে।নিস্তব্ধ এই রাতে আমি
ছাদের উপরে দাড়িয়ে দূর আকাশের
ঐ চাঁদ টার দিকে এক মনে তাকিয়ে
আছি।ভাবতেছি জীবন টা এমন
কেনো।যা আসে সব একসাথে
আসে যা চলে যাই সবকিছু একসাথে
নিয়ে যাই।পুরোনো কথা মনে
পড়লে খুব কষ্ট লাগে।এখনো
কষ্ট লাগতেছে।হঠাৎ দরজা খুলার
আওয়াজে পিছনে তাকলাম দেখলাম
আমার বন্ধু আদি এসেছে।
-কিরে তোর এতক্ষন লাগে
আসতে?
-আর বলিস না জীনিস আনতে দেরি
হয়ে গেলো?
অাদি ব্যাগ থেকে একটা বোতল
আর চিকেন বের করলো?
--আদি তোকে চিকেন আনতে
কে বললো।
-তুই তো দেখছি খাওয়ার নিয়ম
জানোস না!আজকে খেয়ে দেখ
কেমন লাগে?
-রাত অনেক হয়েছে এবার এই
কুখাদ্য গুলো খেয়ে ঘুমিয়ে পড়।
আদি চিকেন গুলো আমার দিকে
বাড়িয়ে দিলো আর আদি
বোতলের চিপিটা খুলে গ্লাসে
ডালতে লাগলো। চিকেন মূখে
দিলাম আর গ্লাস ভর্তি লাল পানি টুকু
খাচ্ছি।
-আদি চিকেন সাথে লাল পানি খেতে
হেব্বি টেস্ট লাগছে?
-টেস্ট তো হতেই হবে বোতল
টা সী'বিজ থেকে এনেছি দুপুরে
জাহাজে থেকে আনছে!একদম
খাঁটি জীনিস কোনো বেজাল নাই!
আর চিকেন গুলো নামীদামী
রেস্টুরেন্ট থেকে আনছি।
আদি দেখ চাঁদের আলোয় পানি
গুলো চিকচিক করতেছে?
তোর কি একগ্লাসে মাথা ধরে
গেছে সূর্যের আলোয় পানি
চিকচিক করে চাঁদের আলোয় না?
কি জানি তা আমি জানি না।
-আচ্ছা রনি আমাকে একটা সত্যি কথা
বলতো?
-কি কথা!
-তোকে কোনো দিন জোর
করে আমার বাসায় আনতে পারলাম না
আর তুই কিনা আজকে কোনো
খবর না দিয়ে হঠাৎ করে চলে
আসলি?
-কেনো তোর বাসায় আসা নিষেধ
আছে নাকি?
-আমি কিন্তু তা বলি নাই।
তাইলে শুন কিছু দিন আগের কথা..!
.
আজকে খুব আনন্দ লাগছে!আজ
আমার ছোট মামার বিয়ে ঠিক
হয়েছে!
অনেক আগে থেকে পাত্রি
দেখতেছে। কিন্তু মামার মন মতো
একটা মেয়ে ও পছন্দ হচ্ছে না।যাক
অবঃশেষে বিয়ে ঠিক হলো।আমি
তখন থেকে মার্কেটিং করা শুরু
করে দিলাম।প্রায় ৫থেকে ছয় হাজার
টাকার প্যান্ট শার্ট কিনে ফেলেছি।
কিন্তু দুঃখের বিষয় আমার খুশিটা বিয়ে
পর্যন্ত এগোলো না।কালকে হঠাৎ
করে কিছু একটা মনে পড়লো।
আমার কথা থামিয়ে আদি বললো?
-এতোদিন খুশি ছিলে ৬থেকে
৭হাজার টাকা খরছ ও করে
ফেলেছো,হটাৎ কি এমন মনে
পড়লো তোর,যে খুশির সময় হঠাৎ
করে দুঃখে পড়ে গেলি?
-ঐ তুই আমাকে পুরো কথা শেষ
করতে তো দিবি।
-আচ্ছা বল !
-একটা মেয়ে,একটা স্বপ্ন,একটা
গল্প,মনে পড়ে গেলো!একটা
মেয়ের সাথে সম্পর্ক ছিলো
প্রায় তিন চার বছরের মতো। প্রথম
প্রেম,প্রথম ভালোবাসা,প্রথম
অনুভূতি তখন ফেতে লাগলাম।
মেয়েটা কে নিয়ে অনেক স্বপ্ন
ছিলো। কিন্তু মাঝ পথে এসে
সেই স্বপ্ন টা বেঙ্গে গেলো।
খুব বেশি কারণ ছিলো না।সামান্য তুচ্ছ
কারণে সম্পর্কটা বেঙ্গে
গেলো।সে সম্পর্কটা এখন গল্প
পরিনত হলো।সেই গল্পটা মনে
পড়ে ই সব আনন্দ মাটি হয়ে
গেলো।সে গল্পটা এখন একবুক
কষ্টে পরিনত হলো।
--আচ্ছা আমি তোর খুব কাছের
বন্ধু ! তুই যে প্রেমে পড়েছিলি
প্রেম করতি কখনো এই কথা বলিস
নাই ! আর মেয়েটির সাথে বিয়ের
পার্থক্য কি?
-ঐখানে তো সমস্যা !
মেয়েটি ছিলো আমাদের
আত্নীয় ! আমার সাথে যে ওর
সম্পর্ক ছিলো তা কেউ জানে না।
শুধু সাক্ষী হিসাবে ছিলো প্রেম
তলার ঐ বড় বড় গাছ গুলো।
সেখানে জড়িয়ে আছে হাজারো
স্মৃতি হাজারো কষ্ট মানঅভিমান।
.
" আর আজকে জানলি তুই আর ওই
মধ্য রাতের ঐ চাঁদ টা।আমি যদি
বিয়েতে যাই তাহলে আমার খুব কষ্ট
হবে।
.
-কষ্ট কেনো হবে তোর সাথে
এখন আর মেয়েটার সম্পর্ক নাই!
তুই তো এখন মেয়েটাকে ঘৃণা
করিছ ?
-তোকে কে বলেছে আমি
তাকে ঘৃণা করি।শুন যাকে ভালোবাসা
যাই তাকে ঘৃণা করা যাই না। অনেক
চেষ্টা করেছি তাকে ঘৃণা করার, কিন্তু
পারি নি আমি তাকে ঘৃণা করতে।
-তাহলে তুই যাবি না কেনো?
-আসলে ঐ খানে গেলে আমার
খুব কষ্ট হবে।আমি নিজেকে ঠিক
রাখতে পারবো না।
.
কিছু দিন আগে ওকে মেলায়
দেখলাম।সম্পর্ক শেষ হওয়ার পর
তাকে এই প্রথম দেখলাম।আমার
দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ছিলো!
তার সাথে একটি ছেলেকে
দেখলাম। সম্ভবত ছেলেটা তার
বয়ফ্রেন্ড। তখন আমার বুকের মধ্য
ধড়ফড় করতেছে। খুব যন্ত্রণা
হচ্ছে!মনে হচ্ছে দেহ থেকে
প্রাণ টা চলে যাবে। তারপর দুই তিন
সপ্তাহ লেগেছে নিজেকে ঠিক
রাখতে । এখন আমি যদি ঐখানে যাই
তাহলে তার সাথে দেখা হবে।আর
দেখা হাওয়া মানে কষ্ট পাওয়া।আমি
চাইনা আর তার সামনে যেতে। আর
কষ্ট ফেতে চাইনা।তাই আজকে
ওইখানে না গিয়ে সোজা তোর
বাসায় চলে আসলাম।
.
-দোস্ত আরেকটা চিকেন নে?
-হুম দে।আরেকটু পানি ডাল খেতে
খুব টেষ্ট লাগছে।
.
-আচ্ছা দোস্ত অাজকে অনেক
খেয়েছিস আর খেতে হবে না
রাত অনেক হয়েছে চল এবার
ঘুমাবি?
-আরে আদি আমি কি অরজিনিয়াল নেশা
খোর নাকি! আরেকটু দে আর কখন
খাবো তা জানি না!দোস্ত আজকে
ঘরে যাবো না।আজকে এখানে
থাকবো।দেখ চাঁদ আলোয় শহর
টাকে খুব সুন্দর লাগছে।
.
আদি জানিস ভালোবাসা মানে কষ্ট
পাওয়া।
জীবনে কখনো কোনো
আত্নীয় মেয়ের সাথে সম্পর্ক
ঝড়াবি না। সম্পর্ক করে যদি
ভেঙ্গে যাই তাহলে শুধু কষ্ট পাবি।
আর আগের মতো আত্নীয়
সম্পর্কটা ও থাকবে না!সবকিছু
ভাঙ্গতে শুরু করবে।
.
চোখে ঘুম আসতেছে ঘুমে
তলিয়ে যেতে হবে!নয়তো
কষ্ট গুলা ভুলা যাবে না। কালকে
হয়তো আরেকটি নতুন সকাল! নতুন
স্বপ্ন!নতুন গল্প!অপেক্ষা করছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন