> ঐ মিয়া, সমস্যা কি আপনার? (সোনালী মেঘ)
এইটা আবার কে? এবাউট ঘেটে কিছু না পেয়ে রিপ্লাই দিলাম,
> রাধুনি আসছে না দুই দিন ৷ এই ছাড়া আপাতত কেন সমস্যা নেই ৷ (আমি)
> ফাজলামি করেন আমার সাথে?
> আপনি কি আমার দুলাভাই নাকি?
> দুলাভাই হতে যাবো কেন? আর মেয়ে মানুষ দুলাভাই হয় কিভাবে?
> তো মেয়ে মানুষ, আপনি তো আমার শালিকাও নন
> ধুর! আপনাকে মেসেজ দেওয়াই ভুল হয়েছে
> মনে হচ্ছে মেসেজ দেওয়ার জন্য পায়ে তেল মালিশ করা হয়েছে
> কয়েকটা কথা বলার জন্য মেসেজ দিয়েছিলাম ৷ ভালভাবে শুনলে বলি, নাহলে থাক
> আপনার ইচ্ছা
> লেখক মানেই একটু প্যাচালো জানতাম ৷ আপনি একটু বেশি
> জানি, এটাই বলতে চেয়েছিলেন?
> না, আপনার গল্পগুলো সব স্যাড এন্ড হয় কেন?
> এমনিই
> এখন থেকে গল্পের হ্যাপি এন্ড করবেন
> চেষ্টা করবো
> আর ফ্রেন্ডলিস্টে কি সব মেয়ে?
> না, কেন?
> লাইক, কমেন্ট দেখি সব মেয়েদের
> ছেলেদেরও তো আছে
> দেখেছি আমি, আপনার এত বোঝা লাগবে না, Bye
> আপনার পরিচয় দিয়ে গেলে খুশি হতাম
> মেঘা
> আর?
> আর কিছু জানার দরকার নেই, Bye
আর মেসেজ দেবো কিনা ভাবতে ভাবতেই দেখি অনলাইনে নাই আর ৷ তাই অন্য কাজে মন দিলাম ৷
:
আমার পরিচয়টা দেই একটু ৷ আমি প্রিতম, ফেসবুকে টুকটাক লেখালেখি করি ৷ তার বেশিরভাগই ছ্যাকা খাওয়া ধরনের হয়ে যায়, যদিও এমন কোন অভিজ্ঞতা এখনো হয়নি ৷
পরদিন মেয়েটাকে অনলাইনে দেখে আমি মেসেজ দিলাম,
> হ্যালো (আমি)
> আমার হ্যাপি এন্ড গল্প কই? (মেঘা)
> পরের গল্পটা হ্যাপি এন্ড করবো, হ্যাপি?
> সেটা সময়ে দেখা যাবে
> Ok
> হুম, তাহলে ফ্রেন্ডস?
> হুম
> হুম তো রিকোয়েস্ট একসেপ্ট করেন না কেন?
> দেখিনি, এখন করছি, ওয়েট...
তারপর থেকে অতিমাত্রায় কথা চলতে থাকে মেঘার সাথে ৷ আমার প্রতিটা মুহুর্তের কার্যবিবরণী তাকে জানাতে হবে ৷ ধীরে ধীরে আমার জীবনে মেঘার প্রভাব বাড়তে থাকে ৷ কেন যেন মনে হতে থাকে আমি ওকে নিয়ে অনেকটা সামনে এগিয়ে গেছি ৷ কিন্তু ওর সম্পর্কে তো কিছুই জানি না, আর ফেসবুকের সম্পর্কের উপর আস্তাও কম আমার ৷ তাই মেঘার সাথে কথা বলা কমিয়ে দিলাম ৷ আমার হটাৎ এমন পরিবর্তন দেখে মেঘাও নানান প্রশ্ন করতে থাকে ৷ তাই আইডিটা ডিএকটিভ করে রাখলাম এক সপ্তাহ মত ৷ কিন্তু তাতে নিজেরই কষ্ট বাড়তে লাগলো যেন ৷ তাই আবার একটিভ করলাম ৷ কিন্তু একি? মেঘার আইডিই ডিএকটিভ! কি করবো ভেবে পেলাম না ৷ সবসময় ফেসবুকে থাকতে লাগলাম ৷ যদি হটাৎ কখনো ফেসবুকে আসে মেঘা ৷ প্রায় একমাস এভাবে কাটলো ৷ কষ্টটা অনেকটা হালকা হয়ে গেছে ৷ তারপর একদিন অপেক্ষার প্রহর গোনা শেষ হলো ৷ না, মেঘার আইডি একটিভ হয়নি ৷ অপরিচিত একটা আইডি থেকে মেসেজ আসলো,
> Call me- 01********* (Megha)
সাথে সাথে কল দিলাম...
> হ্যালো মেঘা? (আমি)
> কে? (মেঘা)
> প্রিতম
> ওহ, কি চাই?
> চাইলেই পাবো?
> চাওয়ার কিছু থাকলে ফেসবুক থেকে চলে যাওয়ার আগে একবার চাইতে পারতে
> এখন চাইলে পাবো না?
> না চাইলেও কি পাওনি?
> হুম, আইডিতে আসবে না?
> ব্লক হয়ে গেছে
> ওহ, দেখা হবে?
> কোথায়?
> তুমি কোথায় থাকো সেটাই তো জানিনা
> গাধা, কাল ক্যাম্পাসে দেখা হবে
> মানে?
> আমরা একই কলেজের
> ওহ, কিভাবে জানলে?
> তোমার এবাউটে আছে তো
> ওহ, তাহলে কাল দেখা হচ্ছে?
> আচ্ছা
> কোথায়, কখন?
> টেক্সট করে দিচ্ছি
> ok
:
পরদিন টাইমের আগেই কলেজে চলে গেলাম ৷ নির্দিষ্ট স্থানে গিয়ে বড় করে "Love You গাধী" লিখে একটু দুরে বসে থাকলাম ৷ একটু পরেই লাল স্যলোয়ার কামিজ পরা একটি মেয়ে এসে দাড়িয়ে লেখাটা দেখতে লাগলো ৷
এই কি মেঘা?
নিজেকে কেমন যেন বেমানান মনে হলো এই পরীর পাশে ৷ মেয়েটা ফোন বের করে ফোন দিচ্ছে কাউকে ৷ ফোনের কম্পন অনুভব করে ফোন হতে নিয়ে বসে ভাবতে লাগলাম ধরবো কি না ৷ কলটা কেটে গেলো ৷ একটু পর একটা মেসেজ আসলো
> পাগল, কোথায় তুমি? (মেঘা)
> দেখা করবো না (আমি)
> কেন?
মোবাইল স্কিনে তাকিয়ে ভাবছি কি লিখবো ৷ হটাৎ কাঁধে হাতের স্পর্শ পেয়ে পেছনে তাকিয়ে দেখি মেঘা দাড়িয়ে ৷ ওর মুখের দিকে তাকিয়ে মাথা নিচু করে বসে রইলাম ৷ মেঘা পাশে বসলো ৷ তারপর আমার হাতটা হাতের মধ্যে নিয়ে বলল,
> গল্পটা হ্যাপি এন্ড করবে না?
আমি আবার ওর মুখের দিকে তাকালাম ৷ মেঘা একটু হাসি দিয়ে আমার কাঁধে মাথা রাখলো.........
এইটা আবার কে? এবাউট ঘেটে কিছু না পেয়ে রিপ্লাই দিলাম,
> রাধুনি আসছে না দুই দিন ৷ এই ছাড়া আপাতত কেন সমস্যা নেই ৷ (আমি)
> ফাজলামি করেন আমার সাথে?
> আপনি কি আমার দুলাভাই নাকি?
> দুলাভাই হতে যাবো কেন? আর মেয়ে মানুষ দুলাভাই হয় কিভাবে?
> তো মেয়ে মানুষ, আপনি তো আমার শালিকাও নন
> ধুর! আপনাকে মেসেজ দেওয়াই ভুল হয়েছে
> মনে হচ্ছে মেসেজ দেওয়ার জন্য পায়ে তেল মালিশ করা হয়েছে
> কয়েকটা কথা বলার জন্য মেসেজ দিয়েছিলাম ৷ ভালভাবে শুনলে বলি, নাহলে থাক
> আপনার ইচ্ছা
> লেখক মানেই একটু প্যাচালো জানতাম ৷ আপনি একটু বেশি
> জানি, এটাই বলতে চেয়েছিলেন?
> না, আপনার গল্পগুলো সব স্যাড এন্ড হয় কেন?
> এমনিই
> এখন থেকে গল্পের হ্যাপি এন্ড করবেন
> চেষ্টা করবো
> আর ফ্রেন্ডলিস্টে কি সব মেয়ে?
> না, কেন?
> লাইক, কমেন্ট দেখি সব মেয়েদের
> ছেলেদেরও তো আছে
> দেখেছি আমি, আপনার এত বোঝা লাগবে না, Bye
> আপনার পরিচয় দিয়ে গেলে খুশি হতাম
> মেঘা
> আর?
> আর কিছু জানার দরকার নেই, Bye
আর মেসেজ দেবো কিনা ভাবতে ভাবতেই দেখি অনলাইনে নাই আর ৷ তাই অন্য কাজে মন দিলাম ৷
:
আমার পরিচয়টা দেই একটু ৷ আমি প্রিতম, ফেসবুকে টুকটাক লেখালেখি করি ৷ তার বেশিরভাগই ছ্যাকা খাওয়া ধরনের হয়ে যায়, যদিও এমন কোন অভিজ্ঞতা এখনো হয়নি ৷
পরদিন মেয়েটাকে অনলাইনে দেখে আমি মেসেজ দিলাম,
> হ্যালো (আমি)
> আমার হ্যাপি এন্ড গল্প কই? (মেঘা)
> পরের গল্পটা হ্যাপি এন্ড করবো, হ্যাপি?
> সেটা সময়ে দেখা যাবে
> Ok
> হুম, তাহলে ফ্রেন্ডস?
> হুম
> হুম তো রিকোয়েস্ট একসেপ্ট করেন না কেন?
> দেখিনি, এখন করছি, ওয়েট...
তারপর থেকে অতিমাত্রায় কথা চলতে থাকে মেঘার সাথে ৷ আমার প্রতিটা মুহুর্তের কার্যবিবরণী তাকে জানাতে হবে ৷ ধীরে ধীরে আমার জীবনে মেঘার প্রভাব বাড়তে থাকে ৷ কেন যেন মনে হতে থাকে আমি ওকে নিয়ে অনেকটা সামনে এগিয়ে গেছি ৷ কিন্তু ওর সম্পর্কে তো কিছুই জানি না, আর ফেসবুকের সম্পর্কের উপর আস্তাও কম আমার ৷ তাই মেঘার সাথে কথা বলা কমিয়ে দিলাম ৷ আমার হটাৎ এমন পরিবর্তন দেখে মেঘাও নানান প্রশ্ন করতে থাকে ৷ তাই আইডিটা ডিএকটিভ করে রাখলাম এক সপ্তাহ মত ৷ কিন্তু তাতে নিজেরই কষ্ট বাড়তে লাগলো যেন ৷ তাই আবার একটিভ করলাম ৷ কিন্তু একি? মেঘার আইডিই ডিএকটিভ! কি করবো ভেবে পেলাম না ৷ সবসময় ফেসবুকে থাকতে লাগলাম ৷ যদি হটাৎ কখনো ফেসবুকে আসে মেঘা ৷ প্রায় একমাস এভাবে কাটলো ৷ কষ্টটা অনেকটা হালকা হয়ে গেছে ৷ তারপর একদিন অপেক্ষার প্রহর গোনা শেষ হলো ৷ না, মেঘার আইডি একটিভ হয়নি ৷ অপরিচিত একটা আইডি থেকে মেসেজ আসলো,
> Call me- 01********* (Megha)
সাথে সাথে কল দিলাম...
> হ্যালো মেঘা? (আমি)
> কে? (মেঘা)
> প্রিতম
> ওহ, কি চাই?
> চাইলেই পাবো?
> চাওয়ার কিছু থাকলে ফেসবুক থেকে চলে যাওয়ার আগে একবার চাইতে পারতে
> এখন চাইলে পাবো না?
> না চাইলেও কি পাওনি?
> হুম, আইডিতে আসবে না?
> ব্লক হয়ে গেছে
> ওহ, দেখা হবে?
> কোথায়?
> তুমি কোথায় থাকো সেটাই তো জানিনা
> গাধা, কাল ক্যাম্পাসে দেখা হবে
> মানে?
> আমরা একই কলেজের
> ওহ, কিভাবে জানলে?
> তোমার এবাউটে আছে তো
> ওহ, তাহলে কাল দেখা হচ্ছে?
> আচ্ছা
> কোথায়, কখন?
> টেক্সট করে দিচ্ছি
> ok
:
পরদিন টাইমের আগেই কলেজে চলে গেলাম ৷ নির্দিষ্ট স্থানে গিয়ে বড় করে "Love You গাধী" লিখে একটু দুরে বসে থাকলাম ৷ একটু পরেই লাল স্যলোয়ার কামিজ পরা একটি মেয়ে এসে দাড়িয়ে লেখাটা দেখতে লাগলো ৷
এই কি মেঘা?
নিজেকে কেমন যেন বেমানান মনে হলো এই পরীর পাশে ৷ মেয়েটা ফোন বের করে ফোন দিচ্ছে কাউকে ৷ ফোনের কম্পন অনুভব করে ফোন হতে নিয়ে বসে ভাবতে লাগলাম ধরবো কি না ৷ কলটা কেটে গেলো ৷ একটু পর একটা মেসেজ আসলো
> পাগল, কোথায় তুমি? (মেঘা)
> দেখা করবো না (আমি)
> কেন?
মোবাইল স্কিনে তাকিয়ে ভাবছি কি লিখবো ৷ হটাৎ কাঁধে হাতের স্পর্শ পেয়ে পেছনে তাকিয়ে দেখি মেঘা দাড়িয়ে ৷ ওর মুখের দিকে তাকিয়ে মাথা নিচু করে বসে রইলাম ৷ মেঘা পাশে বসলো ৷ তারপর আমার হাতটা হাতের মধ্যে নিয়ে বলল,
> গল্পটা হ্যাপি এন্ড করবে না?
আমি আবার ওর মুখের দিকে তাকালাম ৷ মেঘা একটু হাসি দিয়ে আমার কাঁধে মাথা রাখলো.........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন