ঘড়িতে সময় রাত ২টা বেজে ০৫মিনিট ৩০সেকেন্ড। মাথার মাঝে একটা আজাইরা ভাবনা ঘুরতাছে তবে ভাবনার বিষয়টা ওতোটাও আজাইরা না যতটা ভাবছি। এই ভাবনাটা আমার রাতে ঘুম হতে দিবো না শিউর তাই ঘুমটাকে বিছানাতে রেখে ওঠে পরলাম। ভাবনাটা হচ্ছে কিছু ভালো মানুষের মুখোশে লুকিয়ে থাকা লুচ্চা আর লুলামিদের নিয়ে। যদিও এটা আমার ভাবার বিষয়ে পরে না তবুও ভাবছি আমি,,,,,,,
জুকার বার্গের এই নীল সাদা দুনিয়াতে আমারও একটা ছোট ঠিকানা আছে। তবে আমি বেশি সময় খাকি না কারণ আমি ভুক্ত ভোগী। ভুক্ত ভোগী বুঝেন??
ভুক্ত ভোগী হচ্ছে যারা একদিন কাজ না করলে বাড়ির সবাই না খেয়ে থাকবে। আবার একদিন কাজে না গেলে মাস শেষে বেতনের টাকা থেকে একদিনের বেতন কেটে দেওয়া হবে তাদেরকেই ভুক্ত ভোগী বলে।
জোকার দুনিয়াতে আমার ছোট ঠিকানার যত গুলা ফ্রেন্ড আছে তার মাঝে ৯০% লেখক। এদের মাঝে কেউ দক্ষ রাইটার আবার কেউ মাএ সেদিন শুরু করছে।
,
আসলে সবাই রাইটার হোক আর না হোক তাতে আমার কোনো সমস্যা নেই তবে বর্তমানে রাইটাদের ভালো মানুষের মুখটার পিছনে চলছে যত খারাপ কাজ। বলতে গেলে অনেকটটা "ঘোমটার নিচে খেমটার নাচ" সেই রকমই আরকি।
হয় তো ভাবছেন মনে মনে "আপনি কি রাইটার না?? "।আমি কখনও আমার নামের আগে রাইটার বা লেখক শব্দটা ব্যবহার করি না কারণ এর মর্ম এখনও আমি বুঝি না। রাইটার বা লেখক হওয়া অতটাও সহজ না এর জন্য কঠিন তপস্যা করতে হয় অনেক কাঠ খড় পোড়াতে হয় তারপর সকলের মন জয় করতে পারলে আপনি আপনার নামের আগে রাইটার শব্দটা ব্যবহার করতে পারবেন,,,,,
ভুক্ত ভোগী হচ্ছে যারা একদিন কাজ না করলে বাড়ির সবাই না খেয়ে থাকবে। আবার একদিন কাজে না গেলে মাস শেষে বেতনের টাকা থেকে একদিনের বেতন কেটে দেওয়া হবে তাদেরকেই ভুক্ত ভোগী বলে।
জোকার দুনিয়াতে আমার ছোট ঠিকানার যত গুলা ফ্রেন্ড আছে তার মাঝে ৯০% লেখক। এদের মাঝে কেউ দক্ষ রাইটার আবার কেউ মাএ সেদিন শুরু করছে।
,
আসলে সবাই রাইটার হোক আর না হোক তাতে আমার কোনো সমস্যা নেই তবে বর্তমানে রাইটাদের ভালো মানুষের মুখটার পিছনে চলছে যত খারাপ কাজ। বলতে গেলে অনেকটটা "ঘোমটার নিচে খেমটার নাচ" সেই রকমই আরকি।
হয় তো ভাবছেন মনে মনে "আপনি কি রাইটার না?? "।আমি কখনও আমার নামের আগে রাইটার বা লেখক শব্দটা ব্যবহার করি না কারণ এর মর্ম এখনও আমি বুঝি না। রাইটার বা লেখক হওয়া অতটাও সহজ না এর জন্য কঠিন তপস্যা করতে হয় অনেক কাঠ খড় পোড়াতে হয় তারপর সকলের মন জয় করতে পারলে আপনি আপনার নামের আগে রাইটার শব্দটা ব্যবহার করতে পারবেন,,,,,
গত দুইদিন আগে আমার লিষ্টের একজন বড় করে একখান পোষ্ট দিলো আরেকজন রাইটারকে নিয়ে। ওনার মতামত অনুযায়ী তিনি একজন লুচ্চা এবং বক্সে মেয়েদের সাথে লুলামি আর লুচ্চামি করে। এতে অবিশ্বাসের কিছু নেই বিশ্বাস যোগ্য আর যদি তিনি এসব না করে থাকে তাহলেও সবাই বিশ্বাস করবে। কারণ এটা আমাতের স্বাভাব, পাশে একজন দৌড় দিলো আর বললো "চিলে আমার কান নিয়া গেছে "ব্যস হয়ে গেলো কার আগে কেডা দৌড়াইবো সেই প্রতিযোগিতা। অথচ নিজের কানে হাত দেওয়ার কথা মনেই নাই।
চিলে কান নিয়া গেছে ঠিকাছে কান থেকে তো রক্ত পড়ছে নাকি? আগে কানে হাত দিন তারপর দৌড়ান নাহ ওনাদের কথা আগে দৌড়া তারপর কানে হাত দিমু,,,,,
যে ব্যক্তি পোষ্ট দিছে সে নিজেও একজন রাইটার তাও বড় মাপের। একটা গল্প বা কোনো কিছু পোষ্ট করলেই লাইক কমেন্টের বন্যা। দেখলে মনে হয় আবার বুঝি ১৯৮৮সালের বন্যা হচ্ছে,,,,,
,
যে ব্যক্তি অন্য আরেক জনকে বলছে "অান্নে মেয়েগো বক্সে লুলামি লুচ্চামি করেন ভালা কথা বলতাছি ভালা হইয়া যান না হলে ফল ভালো হবে না। সব শর্ট ফাস কইরা দিমু ব্লা ব্লা "।
এই যে বড় গলায় কইলেন হেতে লুচ্চামি করে লুলামি করে মাইনা নিলাম তবে আন্নে নিজে কি??
নাকি সতিনের পোলা মোডা দেইখা হেতেই চোখে পরলো নিজেরটা চোখে পরলো না কোনটা?? আরে ভাই তুই নিজেই তো মাইয়া বক্সে গিয়া কস "পিক দেন আন্নেরে দেখমু "।কয়েক জন মেয়ে এরিয়ে যায় আবার কয়েক জন মনে মনে এটা ভাবে " ইস কত বড় রাইটার আমার কাছে পিক চাইছে দুইটা প্রতিবন্ধি রোগির মতো তুলা পিক দিয়া দেই "।ব্যাস লও বাশ পিক গেছেগা এবার ফোন নাম্বার কিছু দিন পর ভিডিও চ্যাট তারপর কালা মেইল।
চিলে কান নিয়া গেছে ঠিকাছে কান থেকে তো রক্ত পড়ছে নাকি? আগে কানে হাত দিন তারপর দৌড়ান নাহ ওনাদের কথা আগে দৌড়া তারপর কানে হাত দিমু,,,,,
যে ব্যক্তি পোষ্ট দিছে সে নিজেও একজন রাইটার তাও বড় মাপের। একটা গল্প বা কোনো কিছু পোষ্ট করলেই লাইক কমেন্টের বন্যা। দেখলে মনে হয় আবার বুঝি ১৯৮৮সালের বন্যা হচ্ছে,,,,,
,
যে ব্যক্তি অন্য আরেক জনকে বলছে "অান্নে মেয়েগো বক্সে লুলামি লুচ্চামি করেন ভালা কথা বলতাছি ভালা হইয়া যান না হলে ফল ভালো হবে না। সব শর্ট ফাস কইরা দিমু ব্লা ব্লা "।
এই যে বড় গলায় কইলেন হেতে লুচ্চামি করে লুলামি করে মাইনা নিলাম তবে আন্নে নিজে কি??
নাকি সতিনের পোলা মোডা দেইখা হেতেই চোখে পরলো নিজেরটা চোখে পরলো না কোনটা?? আরে ভাই তুই নিজেই তো মাইয়া বক্সে গিয়া কস "পিক দেন আন্নেরে দেখমু "।কয়েক জন মেয়ে এরিয়ে যায় আবার কয়েক জন মনে মনে এটা ভাবে " ইস কত বড় রাইটার আমার কাছে পিক চাইছে দুইটা প্রতিবন্ধি রোগির মতো তুলা পিক দিয়া দেই "।ব্যাস লও বাশ পিক গেছেগা এবার ফোন নাম্বার কিছু দিন পর ভিডিও চ্যাট তারপর কালা মেইল।
এমন বহুত দেখছি আবার বহুত হচ্ছেও দিন দিন আরও হবে সামনে শুধু দেখেন চাইয়া চাইয়া।ওয়ালে বড় কইরা পোষ্ট মারে "যে সব রাইটার আপনাদের সাথে বেয়াদবি করবো তাদের শর্ট গুলা আমারে ইনবক্সে দিন। উচিত শিক্ষা দিমু "।
বাহ কি এক ডায়লগ দিলি ভাই মন প্রাণ সব ভইরা উওলায় পড়তাছে । একখান বাটিদে তোরে একটু উওলাইয়া পরা পানি দেই খা,,,,,
আরে ভাই সব মেয়ে তো এক না কিছু কিছু যায় তোর সাথে কথা বলতে আবার কিছু কিছু কৌতুহলের বসে তোরে নক দেয় আর তুই পারলে মোবাইলের ভিতরে ঢুইকা যাস চ্যাট করতে করতে।
,
একবার ভাবছোস তোর এই শর্ট গুলা যদি বাইর হয় তোর কি অবস্থা হইবো?? ঐ হেতেরে যেমন তেল ছাড়া বাশ দিছোস তোরেও তেল ছাড়াই দেওয়া হবে। তবে তোর লগে আমার জায়গা জমি বা ক্ষেএের আইল নিয়া ঝামেলা নাই তাই তোর পাছায় বাশ দেওয়ার আমার অত স্বাদ নাই। তবে তোর কিছু শর্ট দেইখা মন চাইছিলো তোরে একটা পুরষ্কার দিতে তবে মাসের মাঝামাঝি তাই পকেটের অবস্থা করুণ। মানিব্যাগের দিকে লজ্জায় চাইতে পারি না যদিও ভুল ক্রমে চাই তাহলে মনে হয় আমি এই পৃথিবীর শেষ্ঠ ফকিরদের মাঝে একজন,,,,,,
বাহ কি এক ডায়লগ দিলি ভাই মন প্রাণ সব ভইরা উওলায় পড়তাছে । একখান বাটিদে তোরে একটু উওলাইয়া পরা পানি দেই খা,,,,,
আরে ভাই সব মেয়ে তো এক না কিছু কিছু যায় তোর সাথে কথা বলতে আবার কিছু কিছু কৌতুহলের বসে তোরে নক দেয় আর তুই পারলে মোবাইলের ভিতরে ঢুইকা যাস চ্যাট করতে করতে।
,
একবার ভাবছোস তোর এই শর্ট গুলা যদি বাইর হয় তোর কি অবস্থা হইবো?? ঐ হেতেরে যেমন তেল ছাড়া বাশ দিছোস তোরেও তেল ছাড়াই দেওয়া হবে। তবে তোর লগে আমার জায়গা জমি বা ক্ষেএের আইল নিয়া ঝামেলা নাই তাই তোর পাছায় বাশ দেওয়ার আমার অত স্বাদ নাই। তবে তোর কিছু শর্ট দেইখা মন চাইছিলো তোরে একটা পুরষ্কার দিতে তবে মাসের মাঝামাঝি তাই পকেটের অবস্থা করুণ। মানিব্যাগের দিকে লজ্জায় চাইতে পারি না যদিও ভুল ক্রমে চাই তাহলে মনে হয় আমি এই পৃথিবীর শেষ্ঠ ফকিরদের মাঝে একজন,,,,,,
বাহ কি সুন্দর কইরা মাইয়ার কাছে পিক চাইলি তোর চাওয়ার সিষ্টেম দেখে আমি মুগ্ধ। আজ পর্যন্ত কোনো সুন্দরি মাইয়া দেইখাও এতটা মুগ্ধ হয় নাই তোর চাওয়ার দক্ষতা দেখে যতটা হইছি।আচ্ছা ভাই তুই কি ইন্টার ন্যাশনাল লুচ্চা নাকি? নাকি ট্রেনিং প্রাপ্ত কোনটা??
নাহ মাথা কাজ করতাছে না তোরে নিয়া আর ভাবতে পারমু না কারণ তোর হাত ইয়া লম্বা। যেমন সোমবারে গরু হাটে ডাইকা বেচে "১২হাত দড়ি ২০হাত দড়ি " আমার মনে হয় তোর হাতের লম্বাটা ২০হাতের উপরে হবে। তবে আমার কাছে এটা তেমন লম্বা না তারপরেও নিজের খাইয়া তোর পিছে সময় নষ্ট করার মত সময় আমার একদমই নাই,,,,,,
,
বর্তমান ভার্চুয়ালে এদের মত কিছু রাইটারদের কারণে আজ সবাইকে " লাইটার "বলে। এই নামটা মেয়েরা সব চাইতে বেশি ব্যবহার করে কারণ তাদেরকেই বেশি জ্বালাচ্ছে কিছু সুনাম ধন্য " লাইটার "।
জানেন লাইটার কাদের বলে,??? যারা নিজের নাম লিখতে গিয়া তিনটা কলম ভাঙ্গে তাদের। ভার্চুয়ালে আইয়া দুইটা গল্প লিখে পরের দিন লিষ্টের মেয়েদের সাথে হাই হ্যালো শুরু করে দেয়,,,,,
,
,
বি : দ্রি : আমার লিষ্টে এমন অনেক রাইটার আছে যারা উপর দিয়ে ভালো মানুষের মুখোশ পড়ে রাখে ভিতর দিয়ে পুরাই সদর ঘাট। সদর ঘাটও ভালা পানি তো আছে?? কিন্তু এদের ভিতর পানিও নাই যদি থাকতো তাহলে একটু হলেও মান সম্মানের ভয় থাকো।
নাহ মাথা কাজ করতাছে না তোরে নিয়া আর ভাবতে পারমু না কারণ তোর হাত ইয়া লম্বা। যেমন সোমবারে গরু হাটে ডাইকা বেচে "১২হাত দড়ি ২০হাত দড়ি " আমার মনে হয় তোর হাতের লম্বাটা ২০হাতের উপরে হবে। তবে আমার কাছে এটা তেমন লম্বা না তারপরেও নিজের খাইয়া তোর পিছে সময় নষ্ট করার মত সময় আমার একদমই নাই,,,,,,
,
বর্তমান ভার্চুয়ালে এদের মত কিছু রাইটারদের কারণে আজ সবাইকে " লাইটার "বলে। এই নামটা মেয়েরা সব চাইতে বেশি ব্যবহার করে কারণ তাদেরকেই বেশি জ্বালাচ্ছে কিছু সুনাম ধন্য " লাইটার "।
জানেন লাইটার কাদের বলে,??? যারা নিজের নাম লিখতে গিয়া তিনটা কলম ভাঙ্গে তাদের। ভার্চুয়ালে আইয়া দুইটা গল্প লিখে পরের দিন লিষ্টের মেয়েদের সাথে হাই হ্যালো শুরু করে দেয়,,,,,
,
,
বি : দ্রি : আমার লিষ্টে এমন অনেক রাইটার আছে যারা উপর দিয়ে ভালো মানুষের মুখোশ পড়ে রাখে ভিতর দিয়ে পুরাই সদর ঘাট। সদর ঘাটও ভালা পানি তো আছে?? কিন্তু এদের ভিতর পানিও নাই যদি থাকতো তাহলে একটু হলেও মান সম্মানের ভয় থাকো।
এমন অনেক মেয়ে প্রতিদিন অনেক শর্ট দেয় বক্সে আর বলে "ভাইয়া আপনারা রাইটাররা কি এমন?? "।শর্ট গুলা দেখলে মন চায় ভার্চুয়াল ছাইড়া দেই আবার হাসিও পায় প্রচুর,,,,,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন