বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭

নীল নামের সেই মেয়েটি

কেমন আছেন...?
আচ্ছা আপনাকে কবে থেকে রিকয়েুষ্ট দিছি গ্রহন করেন না কেন...?
আপনি যে পেজগুলাতে লেখেন লেখাগুলা অনেক ভালো লাগে তাই রিকুয়েষ্ট দিছি......
আচ্ছা আপনি কথা বলছেন না কেন...?
আমি একাই বকবক করে যাচ্ছি.....😱
জানেন আপনার কোন লেখাটা আমার ভালো লাগছে.....
কোনটা...?
যাক এতোক্ষনে উত্তর দিলেন...
আসলে অফিসে একটু কাজে ব্যস্ত ছিলাম....
আর আমি অপিরিচিত কোন মেয়ের রিকুয়েষ্ট গ্রহন করি না....!!
জানেন তো ফ্যাক আইডির জ্বালায় মেয়েদের রিকুয়েষ্ট গ্রহন করতে ভয় লাগে....!!
আমি ফ্যাক না আপনার মোবাইল নাম্বার দেন আমি কল দেই...
পাগল না কি মেয়েটা...
আচ্ছা এই যে আমার মোবাইল নাম্বার আপনি কল দেন দেখেন আমি ফ্যাক না 01747.........
আচ্ছা রিকুয়েষ্ট গ্রহন করছি
আজব মেয়েতো এমন পাগল মেয়ে তো দেখিনি একদিনের চ্যাটিং য়েই নাম্বার দিয়ে দিলো...
আপনি তো জানতে চাইলেন না আপনার কোন লেখাটা আমার ভালো লেগেছিলো......!!
কোনটা....?
"যাদের ভালো কিছু বন্ধু আছে তাদের GF বা bf এর দরকার হয় না....!
ওও এটা...?
অনেক আগের লেখা.....
আমি তো অনেক আগেই আপনাকে রিকুয়েষ্ট দিছি কিন্তু গ্রহন করেন না....
এটা হচ্ছে নুসরাত আর শিশিরের ফেসবুকের প্রথম কথা....
এভাবেই দুজনের পরিচয় হয় এবং ভালো বন্ধত্বও হয়...

আচ্ছা আপনি এমন কেন এতো ভাব কেন আপনার....?
কি করলাম...?
আপনি মেসেজ করলেও তো আমি উত্তর দেই....।
তা বলছি না ঐ দিন নাম্বার দিলাম কিন্তু একটা ফোন দিলেন না....
ফোন দেওয়ার কি দরকার আপনার কথা শুনেই বুঝা যায় এটা রিয়েল আইডি তাই কি দরকার অযথা ফোন দেওয়ার
আজব ছেলে, এমন ছেলে তো জীবনেও দেখিনি...!!
কত ছেলে মোবাইল নাম্বার চায় কল দিবে আর উনাকে নাম্বার দিয়ে রাখছি তবুও কল দেওয়ার নাম নাই.....
ঠিক ওর লেখাগুলার মতোই ও একদম কম কথা বলে....
আজ তিন মাস হলো আমি বলছি আমরা ভালো বন্ধু হয়ে থাকি...
তাই তুমি না হয় তুই করে বলি 
বলে তার আম্মা নাকি না করছে মেয়েদের সাথে বন্ধত্ব করতে....
এতো বড় বড় গল্প লেখে মেয়েদের নিয়ে কিছু হয় না আর একটা মেয়ের সাথে ফ্রেন্ডশীপ করলে সর্বনাশ হয় যাবে....!!
জানি না এই ছেলের বৌ কোন মেয়ে হবে.....
এতো লাজুক ছেলে জীবনে দেখিনি....
নাকি এমন ভাব দেখায় কে জানে....
আচ্ছা একটা ওর ছবি চেয়ে দেখবো, মনে হয় না দিবে
যে ভাব.....

হঠাৎ রাত এগোরোটা আমি পড়ছিলাম মোবাইলটা বেজে উটলো....
আমি hlw বললাম আর ওপাশ থেকে মিষ্টি কন্ঠ বলে উঠলো আসসালামু আলাইকুম...
কেমন আছেন...?
তিন, চার দিন ফেসবুকে আসেন না তাই ভাবলাম কি হলো,
ফোন দিলাম....
একদমে অনেকগুলা কথাই বলে ফেললো....
আমি বললাম কে আপনি
ওপাশ থেকে ছোট কন্ঠে বলে উটলো আমি শিশির....
যাক লাজুক ছেলের লজ্জা ভাঙ্গলো তাহলে....?
ফোন দিলেন আপনার আম্মা বকবে না....?
আম্মাকে বলছি যে একটা মেয়ে ফ্রেন্ড হতে চায় বলছে আচ্ছা...
ও আল্লাহ কি কয়...
আচ্ছা রাখি ভালো থাকবেন
ঐ মিয়া দাড়ান ৮ মাস ধরে মোবাইল নাম্বার দিছি আজ কল দিলেন....!!
এখন থেকে তো প্রতিদিন আপনার ডিসটাব হবে...!
কেন...?
কারন প্রতিদিন আপনাকে ফোন দিবো...।
আচ্ছা আমি ঘুমাই সকাল ছয়টায় অফিস আছে....
কি যে ছেলে রে বাবা বুঝিনা...
এমন ছেলে জীবনে দেখিনি
আচ্ছা একটা মেসেজ দেই
না থাক বেচারা ঘুমাক..
যে ঘুমের পাগল...
তবে নাম্বার যখন পাইছি তখন প্রতিদিনই কল দিবো...
শিশির দেখলো মেয়েটা আবার ১৫-২০ দিন ধরে ফেসবুকে 
আসে না...
বড্ড পাগলি একটা মেয়ে এতো কথা বলে আচ্ছা ওর নাম্বারে একটা ফোন দেই....
হ্যালো কে...?
আমি শিশির...
ওও এতোদিনে মনে পড়লো আমায়...?
আসলে অফিসের কাজে অনেক ব্যস্ত ছিলাম তাই আমিই ফেসবুকে তেমন যাইনি....
তা কেমন আছেন...
আমি অসুস্হ জ্বর তাই ফেসবুকে যাইনি...।
আচ্ছা ফেসবুকে আইসেন রাখি আল্লাহ হাফেজ...
দূর এতোদিনে ফোন দিছে একটু কথা বলবে আমি কেমন আছি, ঠিক মতো ঔষধ খাচ্ছি কিনা কত কিছু জানতে চাইবে না তা না এমন ছেলে জীবনে দেখেনি......😱
এভাবেই ফেসবুকে ফোনে মাঝে মাঝে কথা হয় একসময় শিশির তার ছবি নুসরাত কে দেয়...
নীলের ভালোই লাগে শিশিরকে একদম সাধারন একটা ছেলে যেমন নুসরাত চাইছিলো....
শিশির বললো আপনার ছবি দিবেন না...?
আমাকে কিশোরগজ্ঞ এসে 
দেখে যান....
আমি কালো একটা মেয়ে আমাকে আর কি দেখবেন...?
আচ্ছা কবে আসতে কিশোরগজ্ঞ..?
কোন জায়গা...?
কিশোরগজ্ঞ, নেহাল পার্ক...
সত্যি বলতে মেয়েটাকে শিশিরেরও ভালো লাগে....
ওর পাগলামীগুলা বিশেষ করে...
আর বুঝতেই পারছেন নুসরাতের অবস্হা..।
তাই দিন তারিখ ঠিক করে একদিন দেখা করতে যায়..😱
সেই লাজুক ছেলেটি
নুসরাত তো খুশিতে আত্মহারা
জীবনের প্রথম কাউকে ভালো লাগা আর সেই মানুষটি তার সামনে আছে...💜
অবশ্য একটু লজ্জা পাচ্ছে..
নীল কালারের শাড়ি পড়ছে
আর হালকা সাজগোজ...
আপনি কোথায়..?
এই আমি আসছি...
আমি নেহালপার্ক এসে গেছি..
আচ্ছা একটু দাড়ান ৫ মিনিট লাগবে আমার আসতে...।
শিশিরের বুক ধুক ধুক করছে কোন মেয়ের সাথে কোন দিন দেখা করেনি....
এবং কোন অপরিচিত মেয়ের সাথে ভালোভাবে কথা ও বলে নি....
যাহ হবার তাই হবে...
নুসরাত যেহেতু শিশিরকে আগেই দেখেছিলো তাই দূর থেকে দেখেই বুঝতে পারলো এটাই লাজুক ছেলে...😊
কিন্তু শিশির তো আর নুসরাত কে দেখেনি তাই নুসরাত সামনে গিয়ে বলল...
এই যে মিষ্টার এখানে কি করা হচ্ছে..?
কার জন্য অপেক্ষা করা হচ্ছে...?
ইয়ে মানে...
মানে মানে রেখে তাড়াতাড়ি বলেন.....😂
একজন লোক আসবে তাই বসে আছি....
লাজুক ছেলের লাজুকতা দেখে নুসরাত আর ঠিক থাকতে না পেরে ফিক করে হেসে দিলো...
আপনি যার জন্য অপেক্ষা করছেন আমি সেই নুসরাত ..
তা মুখ নিচের দিকে রাখলে আমায় দেখবেন কেমনে...?
এতো লাজুক হলে চলে...?
চলেন ঐদিকটায় বসি...
হাটতে হাটতে শিশির বলে ফেললো তোমাকে আমার 
ভালো লাগে...💜
নুসরাত শুনেও না শোনার ভান করে...
শিশির আবার বলে তোমাকে আমার ভালো লাগে💜
নুসরাদ বলল তোমার তো অনেক সাহস হইছে দেখি...😂
দেখা করতে এসেই ভালোলেগে গেছে...
কি আর করা লাজুক ছেলেটাকে তো আমাকেই ভালোবাসতে হবে তবে যাক লাজুক ছেলেটার সাহস আছে...
তা চলো কিছু খাই...
আচ্ছা একটা কথা বলি...
একটা কেন দশটা বলো...
ভালোবাসি তোমায়
আমিও ভালোবাসি তোমায়...
কি এতো লজ্জা কই গেলো ফোন দিলেই তো কেটে দিতে ২ মিনিট বেশি কথা বলতে না...
এখন তো সারারাত কথা বলতে হবে...
এতো কথা কি বলবো..?
বুঝতে পারছি এই ছেলেকে মানুষ করতে অনেক সময় লাগবে....
চলো হাত ধরো আমার
না...
কেন...?
লজ্জা লাগে আসলে কোনদিন কোন মেয়ের হাত ধরিনি তাই..
ধরার ইচ্ছা আছে কারোটার..?
না না এইতো তোমারটাই ধরছি.....😍
পাগল ছেলে...
আচ্ছা আরেকটা কথা কই...
কও...
তোমাকে নীল শাড়িতে হেব্বি লাগছে..😊
তাই তোমাকে আমি আছ থেকে নীল বলে ডাকবো....!!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন