রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭

সত্যি কী ? স্বপ্ন

আকাশ বিয়ে করলো পরিবার এর পছন্দ করা একটা মেয়ে। পরে দুজন দুজন কে অনেক পছন্দ করে। সুখে বসোবাস করতে লাগলো। আকাশ মেঘলাকে নিয়ে গ্রামের বাড়ি ঘুরতে যাবে। বসন্তের ছুটিতে। চিন্তা করতে করতে,,,,,,,,,,,,,,,,,,,,।
,
,
সন্ধ্যার সময় রওনা দিলো ঢাকা থেকে গ্রামের বাড়ী মঠবাড়ীয়া উপলক্ষে।
গাড়ী’তে শুধু মেঘলা আর আকাশ। আকাশ গাড়ী চালায় ।মেঘলা কথা মতই আকাশ আজকের দিন’টা যাএা শুরু করছে। তবে আকাশ বলে ছিলো কালকে গাড়ীতে যাবে কিন্তু মেঘলার জন্য আকাশ কে মোটর সাইকেল চালিয়ে যেতে হচ্ছে। রাত একটা বাজে রোড ফাঁকা কোন কিছু নেই।
,
দুজনে কথা বলছিলো।
,
মেঘলা = এই শোন, পথে যদি আমাদের গাড়ী’টা নষ্ট হয় যা। কী করবে।
,
আকাশ = আরে ভয় করছো কেন। আমি আছি তো। রোডে শুয়ে থাকবো। পারবে না শুয়ে থাকতে?
,
পারবো। তোমায় জড়িয়ে ধরে শুয়ে থাকবো। কিন্তু যদি কেহ দেখে ফেলে।
,
আরে নষ্ট হবে তার পড় দেখবো । কি করা যায়।
 ,
আমার না খুব ভয় করছে। যদি কিছু খারাপ কিছু ঘটে যায়।
,
আরে ভয় করো নাতো। আমার চেনা গ্রাম। তবে অবশ্য সেই 7 বছর আগে গ্রামে থেকে শহরে গেছিলাম আর আশা হয় নি।
,
ওহ আচ্ছা, তুমি কখনো কাউকে লাভ করছো।
,
হ্যাঁ এই গ্রামের একটা মেয়ে কে। তুমি করছো?
,
হ্যাঁ আমি যাকে করছি তাকে হারাতে দেই নি।
,
মানি
,
আরে আমি এক মাএ তোমায় ভালোবাসি আর কাউকে না।
,
ওহ, আচ্ছা আমি তোমার জীবনে প্রথম।
,
হ্যাঁ তবে তোমায় আর বেশী দিন বাঁচিয়ে রাখবো না।
,
বাঁচিয়ে রাখবে না মানি।
,
আমার ভালোবাসা তোমায় এই দুনিয়া ভুলিয়ে দিবো। আমায় ছাঁড়া আর কাউকে মনেই করবে না।
আচ্ছা ওই মেয়েটা কোথায়?
,
যানি না । তবে এখন বিয়ে হইছে মনে হয়।
,
ওহ আচ্ছা, তুমি যদি ঐ মেয়ে কে দেখ। আমায় কী ভুলে যাবে ।
,
না, আর ও ফিরবে কোথা থেকে। ওকে তো, ,,
,
আরে ফিঁরে ফিঁরে মেয়েরা বিয়ের পড় ও। মেয়েরা যাকে ভালোবাসে তার জন্য অপেক্ষা করে বিয়ের পড়ও।
,
ওহ আচ্ছা, এই দেখো দেখো কি সুন্দার ঐ বাড়ী’টা সাঁজিয়েছে , তাইনা
,
হ্যাঁ আনেক সুন্দার।
(হঠাৎ গাড়ীর অফ)
মেঘলা, কি হলো গাড়ী’টা আবার।
,
যানিনা কি হইছে ।
,
দেখছো আমি যা বলছি তাই হয়েছে।
,
তুমি একটু চুপ করবে । আমায় দেখতে দাও।
,
আচ্ছা দেখো
,
তৈল শেষ। বাকি’টা রাত’টা মনে হয় রাস্তায় কাঁটাতে হবে।
,
কী বলো? এই রাস্তায়।
,
চলে দুজনে হেঁটে ঐ বাড়ী’টার কাছে যাই দেখি ওখানে থাকা যায় কিনা ।
,
আচ্ছা চলো।
,
( বাড়ী কাছাকাছি অনেক লোক জন এর সমাগম)
,
মেঘলা, এতো মানুষ কেন?
,
আকাশ,যানি চলো দেখি ।
,
দেখ ওই একটা বৃদ্ধ লোক আঁসছে
,
দেখিছি তো, তবে এতো রাতে তাও আবার হাঁটতে পারছেনা লাঠি ভর করে হাঁটছে।
,
আকাশ- চাচা আপনি এত রাতে রাস্তায় কি করেন।
,
চাচা- না মানি আমি একটু কাজে বের হইছি। আর ওই বাড়ী'টা আমার। আর আমার মেয়ের মৃত্যু বার্ষিক।
,
ওহ তাই এতো লোক জন,
,
হ্যাঁ ওরা সবাই আপনার মতো ।
,
আমার মতো মানি।
,
আরে আপনার বয়স এর সমান।
,
ওহ আচ্ছা।
,
তোমরা কোথায় যাচ্ছা। নতুন মনে হচ্ছে এলাকায়। নতুন বিয়ে করলে নাকি।
,
হ্যা, তবে আমাদের গাড়ীটা নষ্ট হয়ে গেছে।
,
ওহ, তোমরা আমার বাসায় থাকতে পারো আপত্তি না থাকলে তোমাদের।
,
মেঘলা - এই চলোনা রাত’টা এখানে থাকি।
,
আ= আচ্ছা ভেবে নি।
,
চাচা- কি ভাবছো বাবা। আমি তোমার বাবা বয়সি।
,
আকাশ - না মানি। এখন থেকে মঠবাড়ীয়া কত দূর ?
,
চাচা - এইতো 10 কিলো।
,
আকাশ - আমরা হেঁটে চলো যাবো।
,
চাচা - আচ্ছা যাও তবে সাথে নতুন বৌ আর এই গাড়ী কেমন করে যাবে? বাবা তার চেয়ে থেকে যাও। রাত দিনে না হয় যাবে।
,
মেঘলা = চলো চাচা ঠিক বলেছে। আমি পারবো না।
,
আকাশ = আচ্ছা চলেন চাচা, তবে চাচা আপনেকে কেন যানি প্রথম থেকে চেনা চেনা লাগছে বলবো বলবো বলা হয়নি।
,
চাচা - আরে আমি তো এই গ্রামের। হয় তো তুমি দেখেছো।
আগে চলো গল্প হবে পড়ে।
( সবাই গেলো বাসার দিকে)
 আকেশ কেমন যানো অদ্ভুত লাগছে সব)
,
চাচা = এই সবাই ঘুমাওনি কেন ? এখনো পার্টি বন্ধ করো।সবাই ঘুমাতে যাও ডাক দিলে আসো।
,
আকাশ =চাচা কারো মৃত্যু তে কি পার্টি করা ঠিক।
,
চাচা = না, তবে আজ একটা সুখবর আসবে আমাদের তাই পার্টি হচ্ছে।
 ,
আকাশ = কি সুখবর,
,
মেঘলা = আগে রুমে চলো পড়ে কথা হবে।
,
চাচা= আচ্ছা পরে বলবো
, তোমার বৌ ক্লান্ত যাও এই রুম।
,
আকাশ = আমার না বাড়ীটা খুব পরিচিত মনে হচ্ছে
,
মেঘলা = তোমার সব পরিচিত লোক ,বাড়ী ,তারপর ছাদ তারপর আমি।
 ,
তুমি এমন কথা বলো কেন পরিচিত লাগতে পারেনা? আর আমি এ গ্রামের হয়তো আসছি এই বাড়ী।
মেঘলা = হ্যাঁ তুমি তো আসছো, অনেক বার আসছো।
,
আকাশ = আমার না ঘুম আসবে না চলো সারা রাত ছাদে গিয়ে গল্পেকরি।
,
মেঘলা = আমায় একটু ঘুমাতে দাও তুমি যাও।
,
আকাশ= প্লিজ চলোনা, তোমার এই অপরিচি বাড়ী ঘুম আসবে।
,
মেঘলা = কে বলেছে পরিচিত নাা , আমি সব স্থানে ঘুমাতে পারি। আচ্ছা মাএ 20 মিনিট থাকবো ।
,
আকাশ = চলো।
,
চাচা = কই যাও ছাদে যাও। নতুন বিয়ে। যাও ছাদ দেখ আমিও দেখতাম।
,
আকাশ = চাচা এই বাড়ী আগে কেহ বাস করতো।
,
চাচা = হ্যা করতো আমি, আমার এক মেয়ে আর বৌ আমার।
,
তারা কোথায়?
,
পড়ে বলবো এখন যাও।
,
আচ্ছা সকালে শুনবো।
,
মেঘলা = চলো না তারাতাড়ি আমার ঘুম পাচ্ছে।
,
আকাশ = আচ্ছা চলো, এই ছাদ টা পরিচিত।
 ((তখন বুজলো এটা আরশী দের বাড়ী, আর ওই আরশীর বাবা))।
,
মেঘলা = কেমন করে চেনা হয় বলোতো আমায়।
,
আকাশ = চলো এখানে আর থাকবো না। তোমায় পড়ে খুলে বলবো। চলো মেঘলা, চলো , চলো মেঘলা, কি হলো কথা বলো,
 ,
হা হা হা হা হা হা হা
,
আমি মেঘলা নই, আমি আরশী, তোর যম।
,
না এটা হতে পারেনা ।আমি ওকে মেরে ফেলেছি।
,
মেঘলা = কি ভয় পেলে আমি তোমায় একটু চমকে দিলাম মনে হয়।
,
তুমি নাম যানলে কি করে।
,
আরে তোমার ডাইরিতে পাইছি।
,
এই তুমি ওকে মারছো কেন?
 ,
আমি মারতে চাইনি, ও আমায় অবিশ্বাস করতো।
,
আমার মনে হয়না, তুমি আমার কাছ থেকে লুকাচ্ছো কিছু।
,
সত্যি বলো, নাইলে নাইলে আমার মনে সন্দেহ থাকবে।
,
আচ্ছা, আমি ওকে ভালোবাসতাম না, ওকে ষুধু ভোগ করতাম, কিন্তু এক দিন ওর বাবা মা আমায় বিয়ে করতে বাধ্য করে।
তাই সুযোগ বুঝে ওকে এই ছাদে এনে ধাক্কা দিয়ে ফেলেদি।
,
ওহ আমি যদি তোমায়, তোমায় ধাক্কা দিয়ে ফেলে দি এখন।
,
তুমি আমায় কখনো করবে না।
,
আমি করবো আমি মেঘলা নয় আমি আরশী।
 ,
তুমি আহহহহ চিৎকার, তুমি কোথা থেকে।
,
হ্যা আমি, মরে গেছি কিন্তু আমার ভালোবাসা বেঁচে আছে । তাই আত্মা হয়ে ফিরে এসেছি তোকে নিয়ে যাবো।
 ,
প্লিজ আমায় ছেড়ে দাও। প্লিজ আমায় ছেড়ে দাও।
 ,
তোর কাছে আমি একদিন চাইছিলাম প্রাণ ভিক্ষা দাওনি।
এই বাড়ী তে যে মানুষ দেখছো সব আত্মা তোর মত ছেলেদের যারা মেয়েদের সাথে প্রতারণা করছে।
(সব হাজির হও)
তোর সাথে যার বিয়ে হয়ে ছিলো তাকে আমি সরিয়ে আমি তোর সাথে বিয়ে বসছি তবে মারিনি, ও কোন আপরাধ করেনি। আজ তোকে শেষ করবো।
এখানে আসার সব প্লানিং আমার।
 ,
মোটর গাড়ী কিছু হয়নি। আমি তৈল এর লাইন ছুটিয়ে রাখছি।
ওই আমারা বাবা ওই মা ওই বোন সবাইকে মেরে আত্মা বানিয়ে রাখছি।
তোকে আজ আমি মরে সব প্রতারণা দূর করবো।
আর কোন ছেলে যানো প্রতারণা করতে না পাড়ে। করতে গেলে এই কাহিনি মনে পড়ে।
হাহা হা
,
আমায় বাচার সুযোগ দাও একবার।
,
তোর আর কোন সুযোগ নেই। ছাদ থেকে ধাক্কা,
,
আহহহহহহহ।
,
,
,
পানি পানি ওমা মা
,
মেঘলা= আকাশ কি হলো তোমার।
,
না কিছুনা একটা স্বপ্নে দেখছি ভয়ানক ।
,
আরে স্বপ্ন সত্যি হয় নাকি এতে ভয় পাবার কি আছে আর আমি তো আছি।
,,
,
গ্রামের বাড়ী যাবো না, পড়ে সবাই মিলে এক সাথে যাবো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন