রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭

অবশেষে মৃত্যু

আমার নাম শুভ,,,,আমি এবার ইন্টার ২য় বছর
এ পড়ি,,,,আমি একটি মেস এ থাকি,,ঢাকা,,
,
কাল সাড়া রাত অনেক কাজ করলাম,,ফেবুতে ও
অনেক সময় কাটালাম,,,তাই আজ অনেক সময়
ধরে ঘুমচ্ছি,,,
হঠাত,,আমার ফোন এ আমার প্রিয় বন্ধু নাফির
ফোন,,,,সে আমার বেস্ট ফ্রেন্ড,,, আমার রুম
মেট
আমরা একি কলেজ এ পড়ি,, যাক
অনেক সময় বাজার পর ফোন টা রিছিভ করলাম,,,
,
:---হুয়ালো,,,,কিরে কই তুই,,,(নাফি)
:----দোস্ত বাসায়,,,(শুভ)
:---কি,,,,!!শালা আমি সেই কখন আসলাম
আর তুই কিনা এখনো ঘুমিয়ে আছিস,,(নাফি)
:----হুম রে,,,,,(শুভ)
:------কি হুম? আয় এখন,, জলদি,, কলেজ এ,,(নাফি)
:----কেন?কি হইছে?(শুভ)
:---আয় তো,,,জলদি আয় আমি অপেক্ষা করছি(নাফি)
:----ওকে,,,ওয়েট কর আসছি,,,,(শুভ),,
,
,
এতক্ষণ কথা হলো আমার বন্ধু নাফির সাথে,,,
ওকে শুধু বন্ধু বললে ভুল হবে কেননা আমার সব
কিছু
ওকে বলি,,,,,যাক এবার ফ্রেস হয়ে গেলাম কলেজ
এ,,
,
:-----কই তুই,,,?(শুভ)
:-----পুকুর পারে আয়,,,,(নাফি)
:----আচ্ছা,,, (শুভ)
,
গেলাম গিয়ে ওদের সাথে আদ্দা মাড়লাম,,, অনেক
মজা
করলাম,,,,হঠাত আমার চোখ একমেয়ের উপর গিয়ে
আটকালো,,,,অনেক সুন্দর। মেয়েটি,,,,সে আমার
ফ্রেড
নাফির কাছে গিয়ে কিজেনো কথা বলছিলো,,
যাক মেয়েটি যাওয়ার পর আমি নাফিকে বললাম
,
:-----দোস্ত মেয়েটি কেরে,,,?(শুভ)
:-----ও? ওতো ইভা,,,,আমাদের কলেজ এ পরে,,
(নাফি)
:---ও কিসে পড়ে? (শুভ)
:------ইন্টার ১বছর এ,,,(নাফি)
:-----ওকে,,,,(শুভ)
,
,
অইদিন এর পর থেকে আমি মেয়েটির প্রেম এ
পরলাম,,
অনেক ভেবে একটা বুদ্ধি করলাম অরে বলবো
আমি ভালবাসি,,,
,
,
একদিন কলেজ এ জাওয়ার সময়,,,আমি অনেক
ব্যাস্ত ছিলাম,,হঠাত,,একটি মেয়ের সাথে ধাক্কা,,,
,
:-----সরি,,,,প্লিজ সরি(শুভ)
:----ঠাস,,,,,,ঠাস,,,,,(ইভা)
:----আমি দেখিনি,,(মন খারাপ করে)
:---ও,,দেখেন নি? আপনাদের মতো ছেলেদের
আমি
ভাল করেই চিনি,,সুন্দরি মেয়ে দেখলে ধাক্কা
খেতে চান আপনারা,, (ইভা)
:-----দেখুন আপনি ভুল বুজিতেছেন,, (শুভ)
:-----কি আমি ভুল বলছি?(ইভা)
,
শুভ আর কথা না বাড়িয়ে কলেজ থেকে রাগ করে
বাসায় ফিরে আসতে থাকে,,,আর ওই দিক দিয়ে ইভা
তাকে
ডেকেই যাচ্ছে,,, কিন্তু শুভ পাত্তাই দিলনা,,
রাগ করে বাসায় ফিরে আসলো,,, কি দোস
করেছে সে?
সেতো আর ইচ্ছা করে এমন করেনি,,,জাড় জন্য
থাপ্পড়
দিল সে তাকে,,,সবার সামনে,,কতই না ভালবাসতো
মেয়েটিকে আর সেকিনা এভাবে তাকে অপমান
করলো,,,এসব ভেবেই যাচ্ছে সে,,,,এর ভাবলো
আর তার
সামনে যাবেনা,,, আর ভালবাসবেনা,,,
,
এভাবে চলে গেলো ২সাপ্তা,,,,,সে কলেজ এ
যায় না,,
কেনো যাবে কার জন্য যাবে?সেতো তাকে
অপমান করেছে,,,তাই সে আর কলেজ এ যায়
না,,,কিন্তু
তার ফ্রেড এর জোরাজোরিতে সে কলেজ
যেতে
রাজি হলো,,,,,,
,
এইযে,,,, মিস্টার,,,,, এই,,,,,,
হঠাত শুভর মনে হলো কে যেন পিছন থেকে
ডাকছে,,,,,তাই সে
পিছে তাকিয়ে দেখলো,, একি,,,এতো ইভা,,,সে
সাথে সাথে চলে যেতে লাগলো,, কিন্তু পারেনি,,
ইভা যেতে দেয়নি,,,
,
,
:-----এই যে সেই কখন থেকে ডাকছি আর আপনি
তাকাচ্ছেন না...(ইভা)
:-----এমনি,,,,(শুভ)
:-----কেমন আছেন?(ইভা)
:----যেমন থাকার কথা,,,,(শুভ)
:----সরি,,, আমি সেদিন আপনাকে অনেক অপমান
করেছি,,,,নাবুঝে,,,প্লিজ আমায় ক্ষমা করে
দিন,,প্লিজ,,, (ইভা)
:-----না ওকে,,,ঠিক আছে,,,(শুভ)
:---হুম,,ধন্যবাদ,,,(ইভা)
:----বাই,,,,(শুভ)
:-----ওকে,,,,
,
,
ওইদিন এইটুকু কথা হয়েছে,,,,সে ও তাকে মাফ
করে
দিয়েছে,,,,আজ আবার তার খুশি লাগছিলো,,,,
,
পরদিন সে তার ফ্রেড নাফির সাথে শপিং এ গেলো,,
সে ওখানে গিয়ে,,পুরোই অভাক,,,,একি এতো ইভা,,
সে কি করছে এখানে,,ইভা ও তাকে দেখে
পেলেছে,,
,
,
:-----এইযে,,,, আপনি এখানে,,,(ইভা)
:-----হা,,,আপনি ও যে এখানে,,,(শুভ)
:----না আসলে বান্ধবী দের সাথে আসলাম,,,আপনি?
(ইভা)
:-----আমিও তো,,,,(শুভ)
:-----ওও,,,ভাল,,,, (ইভা)
:-----আসুন কথাও বসি,,,,(শুভ)
:----হুম ঠিক বলেছেন,,চলুন,,,(ইভা)
,
,
এভাবে আমি আর ও একটি রেস্টুরেন্ট এগিয়ে
বললাম,,
আমি আর ও পাশাপাশি বসে আছি,, ভাবতেই কেমন
যেন লাগছে,,,,,
,
:----তো আপনার নাম টাই তো বললেন না,,(ইভা)
:---ওহা,,,আমার নাম শুভ,,,আপনার?(যদিওবা জানি)
:----আমার নাম ইভা।।(ইভা)
:-----ও সুন্দর নাম,,(শুভ)
:------হুম,,,,
,
,
তো এভাবেই চলছিলো,,,, আমাদের ফ্রেড শিপ,,,
আমরা দুজন দুজনের ফেসবুক, নাম্বার নিলাম,
এখন আমাদের দিনের অনেকটা সময় ই
কথা বলে কাটতো,,,,ফোন এ ও,,,,
ও আমায় অনেক কেয়ার করতো,,, এই যেমন,,
খাবার খাওয়া,,,নামায পড়া,,,, সব কিছুতেই,,,,
আস্তে আস্তে আমরা দুজন এ দুর্বল হয়ে পরলাম,,,
তাই ভাবলাম ওকে প্রপোজ করবো,,, জেই
ভাবা সেই কাজ,,,,
,
,
:-----হুয়ালো কই তুমি,,(শুভ)
:-----আমি? আমি তো বাসায়,,,(ইভা)
:-----আচ্ছা একটু দেখা করতে পারবা প্লিজ,, (শুভ)
:-----ওকে কিন্তু কথায়?কখন?(ইভা)
:-----আজ বিকাল,, ৪টায়,,,পার্ক এ,,(শুভ)
:-----ওকে,,,,(ইভা)
,
,
আজ শুভ এর একটু টেনসন হচ্ছে,,,কি হবে
কেজানে,,,
সে কি ভালবাসবে?এসব ভাবছে,,,,সে অনেক
আগেই এসে বসে আছে,,,যাক প্রায় ৩০ মিনিট
লেট করে
আসলো,, ইভা,,,,
,
,
:-----সরি লেট হয়ে গেছে,,,,(ইভা)
:-----না না ঠিক আছে,,,,(শুভ)
:-----হুম কেনো ডেকেছো?(ইভা)
:----আসো আগে ঘুরি,,,(শুভ),,,
,
,
আমরা অনেক ঘুরলাম,,,অনেক মজা করলাম,, অনেক
সময় কাটালাম,,,,আমরা আইস্ক্রিম খেলাম,,,ফুসকা
খেলাম,,,,বাদাম খেলাম,,,দৌড়ালাম,,,,এভার জাওয়ার পালা,,,তাই
বলতে হবে,,,,
,
,
:-----এভার অনেক তো হলো,, বলো,,,কি বলবা,,
(ইভা)
:----না মানে,,, (শুভ)
:-----কি মানে মানে করছো বলোতো,,(ইভা)
:----না মানে আমি তুমায় ভালবাসি,,ইভা,,
সেই প্রথম দেখা থেকে আমি তুমায় ভালবাসি,,,
আমায় কি সেই সুজগ টা দিবা??(শুভ)
:-----হাহাহাহা,,,যাক বাবা,,,এতো দিন এ তাহলে
বলেছো,,,হাহাহ আমি ও যে তুমায় ভালবাসি,,
কিন্তু বলার সাহস পাইনি,,,,(ইবা)
:----কি??? tnx ইভা,, I lv u (শুভ)
:----হাহাহা I lv u 2 শুভ(ইভা)
,,
,
এভাবে সব ঠিকঠাক চলছিলো,, হঠাত লক্ষ করলাম যে
ইভা এখন আর আগের মতো নেই,,,সে এখন আমায়
এড়িয়ে চলে,,,ফেবুতে থাকলে ও এসএমএস
দেয়না আমি দিলে ১/২ঘণ্টা পর রিপ্লে
দেয়,,,কখনো আবার দেয়না,,
ফোন দিলে ধরে না সব সময় বিজি থাকে,,,, জানতে
চাইলে বলে তুমার কি,,, একদিন,,,
,
:---শুভ আজ একটু দেখা করো পার্ক এ,,, (ইভা)
:----ওকে,,,(শুভ)
,
,
কিছু সময় পর ইভা আলো এক বিশাল গাড়ি দিয়ে,,
একটি শারি পরে,,,গারিতে একটি ছেলে বসা,,,,
,
,
:-----কেমন আছো ইভা?(শুভ)
:-----ভাল,,,,(ইভা)
:----বসো,,,,(শুভ)
:------না,,,,শুনো তুমায় কিছু বলতে এসেছি,,
শুনো,,,আমি আর পারবো না তুমায় ভালবাস্তে,,,আমি
এতো দিন তুমার সাথে অবিনয় করেছি,,ভালবাসার,,,
আমি আমার ফ্রেড এর সাথে বাজি রেখে তুমায়
প্রেম
এর ফাদে ফেলেছি,,,সরি আমি আর পারবনা তুমায়
ভালবাস্তে,,,অই ছেলেটা যে গাড়ি তে,,ও আমার
বয়,ফ্রেড,,, ভালথেক,,,,বাই,,,(ইভা)
:-----এই মজা করোনা কি হইসে তুমার(শুভ)
:-----জা সত্যি তাই বলছি সরো,,(ইভা)
:-----আমার কি হবে(শুভ,,কেদে কেদে)
:----জানিনা,,,,বাই(ইভা)
:-----আমার জীবন টা কেনো শেষ করলা,,(শুব)
:-----সরি নতুন কেওকে লাভ করে নিও,,(ইভা)
,
,
এসব বলেই ইভা চলে গেলো,,,একবার ও
তাকালোনা
ফিরে,,,,শুভ ওই দিন অনেক কেদেছে,,,তার
ফ্রেড নাফি অনেক বুঝিয়েছে তাও কেদে
যাচ্ছে,,, পরে সে ভাবলো
এ জীবন রেখে লাব নাই,,, বেছে থাকলে অকে
গ্রিনা করতে হবে,,,সেতো তার শুখ
চেয়েছে,,সে পারেনি তাতে কি অই ছেলে
পেরেছে,,,তাই সে আত্তহত্তা করেছে আজ
শুভ অন্ধকার কবরের মাঝে শুয়ে আছে,,,
,
কিছু দিনপর,,, অই ছেলে ইভা কে ব্যাবহার করে তার
সাথে ব্রেক আপ করেছে,,, পরে ইভা তার ভুল
বুঝতে পেরেছে,,,,,আর ফিরে এসেছে,,শুভর
কাছে,,,
কিন্তু তখন ফিরে কি লাব,,,শুভ ত আর নেই,,,সেতো
সারে ৩হাত মাটির কবরে শুয়ে রয়েছে,,,জাওয়ার
আগে শুভ ইভার জন্য শেস চিঠি লিখে গেছে,,,
,
,
*****প্রিয় ইভা,,,
অনেক ভালবেসে ছিলাম তুমায়,,,,নিজ থেকে
বেশি,,
সেই প্রথম দিন থেকে,,,আমার ভালোবাসা পবিত্র
ছিলো,,,আমার ভালবাসা বাজি ছিলোনা,,,মন থেকে
ভালবেসেছি,,,,কিন্তু আমার বাজ্ঞে তা শয়নি,,,,আমি
তো তুমার শুখ চেয়েছি তা আমি পারিনি হয়তো সেই
ভাই পেরেছে যাক,,, দুয়া করি ভাল থেকো,,শুখি
হও,,,যখন
তুমি চিঠিটা পরবে তখন আমি আর থাকবো না,,,ভাল
থেকো তুমার শুভ,,,,,*******
,
,
চিঠিটা পরে ইভা হাওমাও করে কেদে দিলো আজ
সে তার ভুল বুঝতে পেরেছে,,,কিন্তু সময় নেই
আর,,,সে শুভর কবর এ মাথা রেখে শুয়ে
আছে,,,সে আজ ও বিয়ে করেনি,,, কারন সে
মনে মনে মানে তার সামি শুভ,,
আর কেওনা,,,,প্রতি দিন অর কবর এ জায় ইভা,,,
,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন