বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭

বউ

বিয়ের আগে দাদা বলছিল ওরে নাতি বউ হল আজব প্রাণী। তার কাছে প্রশ্ন ছিল
কেমনে কি দাদা। দাদা উত্তর দিল, বউয়ের কাছে দুইটা যায়গায় ঠিক থাকতে হয় একটা হল মাঠ আর অপর টা হল খাট, একটায় একটু খারাপ করলে শুরু করে দিবে কলের গান যা শুনতে শুনতে তোর বাকি জীবন যাবে।
,
সেদিন দাদার কথায় কান না দিয়ে করলাম বিয়ে। শুনেছিলাম বিয়ে অনেক মজা খালি খাওন আর খাওন আসল খাওন আর খাওন। বিয়ে শেষে আস্ত একটা খাশি আর কয়েকটা মুরগি দেখেই জিবে জল।। আমি কি আর খাব খাইল আমার
দুলাভাই গুলা আর হারামী মার্কা বন্ধু গুলা।
.
বিয়ের প্রথম রাত
,
এই যে শুনুন ঘুমাব এক সাথে কিন্তু শর্ত আছে?
,
নিজের বউয়ের কাছে শুয়ে থাকতেও শর্ত।
মনে পরে গেলো দাদুর কথা খাট আর মাঠের কথা। মনে মনে ভাবলাম। নিশ্চয় আজ খাটে ভাল পারফরমেন্স করতে হবে। হাসি মুখে বললাম হ্যা বল কি তোমার শর্ত।
,
দেখো আমি আগে কারো সাথে এক খাটে ঘুমাইনি।
,
বউয়ের কথায় মনে হল আমি কয়েক জনের সাথে ঘুমাইছি।
,
তাই আমার থেকে দুরত্ব বজায় রেখে ঘুমাবে। আর নাক ডাকা যাবে না, আমাদের মাঝ খানে কোল বালিশ থাকবে আর ভুলেও কোল বালিশের এ পারে আসবে না।
,
বিয়ের প্রথম দিনেই দুরত্ব, নাক তো ভুলেও ডাকি না আর বিয়ের আগে কোল বালিশ ছিল বন্ধু আজ শত্রু।
বেশি কিছু না ভেবে শুয়েই পরলাম কিন্তু কিছু ক্ষন পর একটা শর্ত ভঙ্গ করলাম।
,
ভোরে ঘুম থেকে উঠে গোসল করে তোয়ালা টা বিচানায় রেখে আয়নায় মুখ টা দেখতে গেলাম পিছন থেকে একটা ছোট খাটো গর্জনের শব্দ শুনতে পেলাম।
,
এই এটা কি বিচানায় রাখার যায়গা। আর হ্যা আজ থেকে একদম ঘরটা ঠিক রাখবাএই এটা কি বিচানায় রাখার যায়গা। আর হ্যা আজ থেকে একদম ঘরটা ঠিক রাখবা।
,
কিছু না বলে চুপ চাপ নাস্তা করতে গেলাম।
,
২য় দিন,
,
রাতে ঘুম না হওয়ায় দুপুরে খেয়ে ঘুমাতে যাব,
এমন সময় বউ বলল তাকে নিয়ে ঘুরতে যেতে হবে, এখন আর ঘুমানো যাবে না।
,
তার কথা শুনে মেজাস টা ৪২০ ভোল্টে গরম হয়ে গেলো ...
নতুন বউ বলে মুচকি হেসে বললাম আচ্ছা রেডি
হয়ে নাও।
,
বাহিরে যাব তখন দাদুর মুখামুখি,
কি নাতি প্রথম দিনের পারর্ফামেন্স কেমনকি নাতি প্রথম দিনের পারর্ফামেন্স কেমন ছিল?
,
মাথা নিছু করে দাঁড়িয়ে রইলাম।
,
বুঝি বুঝি নাতি, এই সময় টা আমিও পার করে আসছি। মনে তো হয় ভালই পারছো তা না হলে ঘারে কি আর দাগ পড়ে।
,
মনে মনে বললাম বুইড়ার বয়স হল কিন্তু নজর কমল না।
,
নাতি আজ হবে নাকি একটা ইনিংস।
,
বুঝলাম দাদু সুবিধার কথা বলবে না তাই চলে যেতে লাগলাম। আসল বউ। দাদু আরো মহা খুশি। বউ দেখি দাদুর পাশে গিয়ে বসল। তারা খোশ গল্পে মেতে উঠল আমি চুপ চাপ দেখলাম।
,
৩য় দিন
,
বিয়ের ৩য় দিনে নাকি শশুর বাড়ি যেতে হয়,
আদর্শ স্বামীর মত চলে গেলাম, গিয়া শালি ছাড়া বউ আর খুজে পাই না। রাতে অবশ্যয় পেয়েছিলাম।,
,
৭ম দিন
,
অফিস শেষে বাসায় আসছি মাত্র এসেই প্যানপ্যানানি শুনতে হচ্ছে। শার্ট খুলে বিচানায় রেখে ওয়াশ রুমে গেছি মাত্র এই হল তার কির্অফিস শেষে বাসায় আসছি মাত্র এসেই প্যানপ্যানানি শুনতে হচ্ছে। শার্ট খুলে বিচানায় রেখে ওয়াশ রুমে গেছি মাত্র এই হল তার কির্তন
কাহিনী। বিয়ার ২য় দিন খাটে শার্ট রাখার অপরাধে নতুন বউয়ের কড়া ধমক খেয়েকাহিনী। বিয়ার ২য় দিন খাটে শার্ট রাখার অপরাধে নতুন বউয়ের কড়া ধমক খেয়েছি,
আজ ও তার রক্ষা হল না। তার সাথে জরিত হল শার্টে নাকি কয়েকটা বড় বড় চুল পেয়েছে।
,
-তোমার শার্টে মেয়ে মানুষের চুল কেনো-তোমার শার্টে মেয়ে মানুষের চুল কেনো?
-জানি না।
-জানি না নাকি অফিসের সুন্দরী মেয়েটার সাথে ডেটিং ছিল।
,
মনে মনে বলাম বিয়ের আগে করলাম না ডেটিং ফিটিং আর এখন করব ডেটিংমনে মনে বলাম বিয়ের আগে করলাম না ডেটিং ফিটিং আর এখন করব ডেটিং,।
,
-ধুর কি যে বল না।
গাড়িতে পাশে একটা আন্টি বসে ছিল তার চুল হবে হয়ত।
,
সে কথা না শুনে শার্টে পারফিউমের গন্

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন