সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭

স্টার জলসার সিরিয়াল

আজ একটি সমালোচনা করব। আর সেটি হচ্ছে স্টার জলসার সিরিয়াল নিয়ে। বিগত কয়েকবছরে বাংলাদেশের নারীদের মন কেড়ে নিয়েছে স্টার জলসা নামক ইন্ডিয়ান একটি চ্যানেল। এই চ্যানেলে সব সময় সিরিয়াল চলে। সিরিয়ালগুলো পরিবার, হিন্দু শাস্ত্র এবং পরকীয়া প্রেম নিয়ে গঠিত।
এবার আসল জিনিসে আসা যাক। স্টার জলসার বর্তমান যে সিরিয়াল গুলো আছে সেগুলো ধারাবাহিক ভাবে দেখানো হলো....
প্রথমেই আসি "মেমবউ" নামক সিরিয়ালে। এখানে নায়িকা বিদেশী, নায়ক দেশী। নায়িকা নতুন পরিবারে এসে অনেক কষ্ট সহ্য করে পরবর্তীতে পরিবারের সাথে খাপ খাইয়ে নেয়। নায়ক এর বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এসব গাঁজাখুরি গল্প ছাড়া আর কি হতে পারে!!!
এরপর আসি নতুন নাটক "প্রেমের কাহিনী" তে। এখানে নায়ক নায়িকার হঠাৎ দেখা হওয়ায় ঘটে তাদের প্রেম। তবে আবার নায়ক বলে তোমাকে বিয়ে না করলে বেশি খুশি হব। আবার নায়িকাও সেটি বলে। আজাইরা যত্তসব।
এরপর পুরান সিরিয়াল "ইচ্ছে নদী"। এটি তে তো আবার সেই গল্প। লুল। নায়িকা হইল কুড়ানি (কুড়ায় পাওয়া)..... বিয়ে করছে সেই ছেলেকে যার তার দিদির সাথে বিয়ে হওয়ার কথা ছিল। এরপর মেয়ে মেয়ে মারামারি। মানে হিংসুটে কারবার। নায়ক নায়িকার ঝগড়াতে দুজনেই আলাদা হয়। এরপর নায়ক আরো একজন রে বিয়া করতে বসে। যত্তসব দুনিয়া খারাপ করার বুদ্ধি।
এবার আসতেছি নতুন সিরিয়াল "দেবীপক্ষ" তে। এখানে আবার আরেক হাস্যকর কাহিনী। বাড়ির কর্ত্রী যা বলবে তাই সবাইকে করতে হবে। পরে ছেলের বউ এসে তাকে পরাজিত করে মিলেমিশে থাকবে। মানে সবকিছু মেয়েরাই করে। ছেলেরা অকম্মার ঢেঁকি।
এরপর "পটল কুমার গানওয়ালা"। এখানে পটল নাকি মেয়ে। সে আবার ছেলেরও পার্ট নিয়েছিল। তাই বাঙালির ভাষায় সে হিজড়া। সে গান গেয়ে তার বাবাকে ফিরে পায়। তখন তার বাপের আরেক স্ত্রীর সাথে গ্যাঞ্জাম বাঁধে। যত্তসব আজাইরা গল্প।
এরপর আসি "কুসুম দোলা" তে। এখানেও বাড়ির বড়রা যা বলত সবাই তা শুনতো। এখন নতুন বউ এসে তাদের কে তোয়াক্কা না করে নিজের মত চলে এবং তার বাগে আনার চেষ্টা করে। সবার মিল সে লাগায় দেয়। কি আজব!!!
এরপর "কে আপন কে পর" নামক সিরিয়ালে আসা যাক। নায়িকা হইল কাজের মেয়ে আর নায়ক হইল বাড়ির ছোট ছেলে। পুরাই চ* গল্প। আর সেই কাজের মেয়ে যদি বাড়ির ছোট বউ হয় তাহলে তো বড় দুই বউ এর এমনিই ফাটবে। ঠিক সেটিই হইছে। তারা হলো ছোট বউর শত্রু। আরো অনেক কাহিনী ঘটতে দেখা যায়। বাড়ির কারো বিপদ হলে সে সব সমাধান করে দেয়। তবে এখন আবার সব অপমান সহ্য করে না। চালাক হয়ে গেছে। পুরাই গাঁজাখোর ডিরেকশন।
এরপর "অগ্নিজল" এ আসা যাক। এই সিরিয়াল একটি গল্পের আলোকে নির্মিত। তবে ইন্ডিয়ান ডিরেক্টর এটি বাড়াতে বাড়াতে কলকাতা থেকে কাশ্মীর নিয়ে গেছে। যতদিন সেটি চীন পর্যন্ত যাবে না মনে হয় না শেষ হবে। লুল।
এরপর নতুন সিরিয়াল "স্বপ্ন উড়ান"। যার মধ্যে নায়ক সাংঘাতিক দুঃখিত সাংবাদিক এবং নায়িকা পুলিশ। নায়কের বড় ভাই এর আদেশে মারা হয় নায়িকার ভাই কে। কিন্তু কেউ কিছু জানে না। এদিকে যখন তাদের বিয়ে হয় তখন নায়ক কে করা হয় কিডন্যাপ। সেখান থেকে আবার ফিরে আনে সেই নায়িকা। সব কিছুতেই নায়িকার অবদান। এরপরের কাহিনী আরো দীর্ঘায়ত হবে মনে হয়।
এবার আসা যাক "মিলন তিথী" নামক সিরিয়ালে। এটি হলো স্টার জলসার রেসলিং গেম। তবে এখানে মারামারি হয় না। হয় ঝগড়া। মেয়ে এবং মেয়ের মধ্যে ঝগড়া। ভাবতেই হাসি বের হয়। যদি মারামারি হত তাহলে কি হত!! চুল ছেঁড়াছিঁড়ি। একের পর এক সমস্যা লেগেই থাকে ঐ সিরিয়ালে। বাংলাদেশের নায়ক জসিম এর ছবি আর এই সিরিয়ালের কাহিনী প্রায় এক। সেটি হচ্ছে সমস্যা। যাইহোক, তারা আরো সমস্যায় পড়ুক এটিই চায় বাংলার নারীরা। কেননা, ঝামেলা না লাগলে তাড়াতাড়িই শেষ হবে সিরিয়ালটি। পুরাই লুলের ডিব্বা।
এবারে আসি "পূণ্যি পুকুর" সিরিয়ালে। এখানে নায়িকা আর নায়কের বারবার ঝামেলা হয়। নায়কের আবার যমজ ভাই আছে। নায়কের বাবার আবার দুইটি বিয়া। মানে এই সিরিয়ালে তুলকালাম ঘটে। যত্তসব মহিলা/মেয়েদের এমন মনোভাব তৈরির চেষ্টা।
এরপর আসা যাক "রাখি বন্ধন" সিরিয়ালে। যেই সিরিয়ালকে অতিদ্রুত কিরণমালার আসনে বসায় দিয়েছে। এখানে নাকি সব বাচ্চারাই করে। আর রাখি যা শুনে সব মনে রাখতে পারে। দুজনই আবার অনাথ এবং তারা ভাইবোন। যাইহোক, ভালোই। তবে বাড়াবাড়ি বেশি।
এবার "খোকাবাবু" তে আসি। এখানকার খোকা হইল মেয়েলি। হালারপু ফুলশয্যা মানে কি তা জানে না। রোম্যান্স কি তা জানে না। আসলে তো ডিরেক্টরই গাঁজাখোর। ডিরেক্টর হয়তবা জানে না এখনকার ক্লাস 4/5 এর বাচ্চারাও এসব জানে। আরো অনেক হাস্যকর জিনিস এখানে ফ্রিতে দেখানো হয়। পারলে দেখতে পারেন। এখানেও বউমা সব লড়াই করে।
এরপর "ভক্তের ভগবান শ্রী কৃষ্ণ"। এ বিষয়ে আমি বলব না। তারা যা মান্য সে বিষয়ের আলোকে এটি নির্মিত। তবে কোনো মুসলমানের এই সিরিয়াল দেখা উচিৎ না।
.
আসুন সবাই ইন্ডিয়ান সিরিয়াল দেখা ত্যাগ করি। বাংলাদেশের টিভি/চ্যানেলে অনেক ভালো কিছু দেখায়। তবে আমরা তা না দেখে বিরতির অভিযোগ দিয়ে উড়িয়ে দেই। আসলে একবার দেখা শুরু করুন। তাহলেই বুঝবেন। তবে সবার কাছে এক না লাগতেও পারে। আর এই যে স্টার জলসার সিরিয়াল নিয়ে লিখেছি। এগুলা কিন্তু না দেখে লিখি নি। আমি দেখেছি, বুঝেছি এবং তারপরই লিখলাম। আসুন ইন্ডিয়ান সিরিয়াল কে "না" বলি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন