শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

প্রিয়তমেষু

প্রিয়তমেষু,
আমার স্বপ্নের নিঝুম বালিকা,জানি না এখন কোথায় আছো..?
তবে আশা করি যেখানেই আছো ভালো আছো..!
তোমাকে অনেক চিঠি লিখেছি,একটা চিঠিরও উত্তর দাও নি..!
আজকের চিঠাটাই শেষ লেখা,তোমার ঠিকানা হয়তো জানি না..!তবুও পোষ্ট অফিসে পোষ্ট করে দেবো,হয়তো তোমার কাছে একদিন পৌছালেও পৌছাতে পারে..!
.
প্রতিবারের মত এবারও হয়তো অনেক তেপান্তর পারি দিয়ে চিঠিটা তোমার কাছে পৌছাবে..!
কোন এক পড়ন্ত বিকালের গোধূলি বেলায় অথবা বৃষ্টিস্নাতক জোৎস্না রাতে একা একা বসে আমার লেখা চিঠিটা পড়বে..!
হয়তো আমার লেখা প্রতিটা শব্দ চিৎকার করে আমার বুকের ভেতরে জমে থাকা আর্তনাদের কথা বলবে..!তুমি কি তখন শুনতে পারবে আমার অব্যক্ত কথাগুলো ..?
.
নিঝুম বালিকা তুমি যখন দু হাত দিয়ে আমার চিঠিটা ধরে সাদা কাগজে লেখা কালো কালির প্রতিটা আবেগ মিশ্রিত কথাগুলো পড়বে,তোমার চোখে যদি জল আসে,যদি তুমি নিজেকে সামলাতে না পারও..!তবে তোমার চোখের অশ্রুর ফোটাগুলো আমার চিঠির ওপর ফেলো...!আমার চিঠিটা তোমার চোখের জলগুলোকে শেষ মূহর্ত পর্যন্ত ধরে রাখবে..!
মাটিতে পরতে দেবে না,এক ফোটা জলও নষ্ট হতে দেবে না..!কথা দিলাম...!
.
আমার ভালবাসার আবেগে মিশ্রিত লেখাগুলো যদি তোমার হৃদয় স্পর্শ করতে পারে,একবার হলেও আমার জন্য একফোটা চোখের অশ্রু ফেলো..!আমি তাতেই ধন্য হবো..!
আমি তোমাকে হারিয়ে যে আগুনে জ্বলছি,তা নিভাতে একটু হলেও কাজে আসবে..!
আমার ভেতরটা তো পুড়তে পুড়তে কয়লা হয়ে গেছে,যদি ক্ষমতা থাকতো বুকের ভেতরটা চিরে তোমার সামনে মেলে ধরতাম..!
দেখো তোমাকে ছাড়া আমি কত ভালো আছি...?
মিথ্যে ভালো থাকার অভিনয় করতে করতে আজ আমি ক্লান্ত হয়ে গেছি..!
তুমি বিহনে আজ আমি হাসতে ভুলে গেছি,,,!
যে আমার মুখে সব সময় ছোট্র মিষ্টি হাসি থাকতো,সেটা আজ হারিয়ে গেছে..!
আমি অবশ্য সে জন্য তোমাকে কোন দোষ দেই না,দোষতো সব আমার...!
.
শুরু থেকেই তো সব ভুল ছিলো আমার,আমি তার সবগুলো অকপটে স্বীকার করেছি,আজও করি...!
আমার অনিশ্চিত জিবনের সাথে তোমাকে জরানো,তোমাকে নিয়ে স্বপ্ন দেখা..!সব কিছুই কি ভুল ছিলো...?
সে প্রশ্নের উত্তর আজও অজানাই রয়ে গেলো...!
.
তোমাকে নিয়ে ভাবতে ভাবতে এতোটা তোমার প্রতি দুর্বল হয়ে পরেছি যে,তুমি ছাড়া কিছুই ভাল লাগে না..!সেই তুমি হয়তো আমাকে ভুলে অন্য কাউকে নিয়ে ব্যস্ত,অন্য কাউকে নিয়ে ভাবছো ...!
তুমি কি জানো,তুমি চলে যাওয়ার পর আমার আকাশে আর চাঁদ ওঠেনি..!হয়তো কোন দিন উঠবেও না..!
আমার আকাশের চাদ তো ছিলে তুমি..!সে তুমি পূর্ব আকাশে অস্তগেছো..!
আজ হয়তো অন্য কাউকে আলো দিতে ব্যস্ত হয়ে পরেছো..!শত ব্যস্ততার মাঝে আমাকে ভুলে গেছো...!
.
তোমাকে ভালবাসতে বাসতে,এতটাই ভালবেসে ফেলেছি যে,তুমি ছাড়া কিছুই চিন্তা করতে পারি না...!
ভালবাসারও যে সীমা থাকা দরকার,,,
মনে পড়ে তোমার সেদিনের কথা?
যেদিন প্রথম সকালে তোমার সাথে আমার কথা হয়েছিল, তুমি বলেছিলে কোন দিন আমায় ছেড়ে যাবে না!
তুমি হয়তো ভুলে গেছো..!
কিন্তুু আমার আজও মনে আছে,
মনে আছে ততোমার সেই হাসি গুলো যা এখনও কানে বাজছে...!
আমি বলেছিলাম আমাকে সময় দিতে,পড়ালেখা শেষ করে তোমাকে বিয়ে করবো,তুমি বলেছিলে আমার অপেক্ষায় থাকবে!কিন্তুু না এই মাত্র ছয় মাসেই আমাকে তুমি ঘৃণা করতে শুরু করেছো,,,বাকিটা জিবন তাহলে কি করতে...?
তুমি এতোটা বদলে গেছো,ঠিক যেমন দিন বদলে রাত হয়!আমি তো আমার কথা রেখেছি,তবে ভালবেসে তুমি কেন বদলে গেলে?
আজ আমার আচরনে তুমি বিরক্ত হও,আমার সাথে কথা বলতে তার ঘৃণা হয়!আমার সব কিছু যে এতো সহজে তোমার কাছে ঘৃণার পাত্র হবে কল্পনাও করিনি!আমার রাগ আর অভিমান গুলোতো কবেই ঝেড়ে ফেলেছি,এক সময় রাগ করতাম না বলে, আমায় রাগ করতে বলতে!তোমার কথায় নিজেকে এতোটা বদলে ফেলেছি যে নিজেকে চিনতে নিজেরি কষ্ট হয়!
.
এখন হয়তো আমি তোমার কাছে ঘৃণার পাত্র হয়েগেছি..!তুমি হয়তো অন্য কারও হৃদয়ে বাসা বেধেছো..!
ভালবাসারও যে একটা সীমা থাকা দরকার,সেটা শেষ পর্যন্ত হৃদয়ে আঘাত দিয়েই প্রমাণ করেছো.!আসলে তুমি আমার পরিবর্তন চাওনি..!আমার থেকে মুক্তি পাওয়ার জন্য ছিলো একটা অজুহাত! তাইতো আমার অতিরিক্ত ভালবাসাকে তুমি ঘৃণা স্বরূপ দেখলে..!আমি জানি আমি তোমার যোগ্য নয়,কোন দিন হয়তো ছিলামও না..!
তাতো খুব সহজে আমার সাথে এমনটা করলে...!
তাতে আমার কোনো দুঃখ নেই..!ইচ্ছে ছিল তোমার পাশে বসে দুচোখ ভরে দেখবো তোমায়..!দুঃখ করিনা,তুমি যে বদলে গেছো,তা আমি সয়ে নিয়েছি বাধ্য হয়ে!ব্যর্থ হয়েছি তোমাকে খুশি করে ধরে রাখতে..!সত্যি আমি কোন দিন ব্যর্থ হতে শিখিনি..!
সেই আমি আজ তোমার ঘৃণার পাত্র..!আমি যে জঘন্য নিচু মনের মানুষ সেটা তুমি প্রমাণ করলে...!
আফসোস নেই,,তেলে আর জলে তো কোন দিন এক হয়না.!
তোমার মত এতো ভালো মনের মেয়ে আমি কোন দিন দেখিনি..!শুরু থেকে তুমি কেমন ছিলে,মাঝে মাঝে কেমন করতে...?
শেষ মূহর্তে এসে যেটা করলে সেটা কোন দিন ভুলতে পারবো না..!সত্যি বলছি হাজার চেষ্টা করলেওনা...!.
.
তোমার দেওয়া সব আঘাত সহ্য করেছি,কিছু কিছু অবহেলা গুলো হৃদয়ে ক্ষত সৃষ্টি করেছে..!তা হয়তো ঠিক হয়ে যাবে, তবে সময় লাগবে...!
কিন্তুু তুমি আমায় ঘৃনা করো,আমার সাথে কথা বলতে তোমার ঘৃণা লাগে,চারটা বকা দিয়েছো...!
শপথ করে বলছি কোন দিনও ভুলতে পারবোনা..!
তোমার ঐ কথাগুলো হৃদয়ের বামপাশে দাগ কেটে গেছে,,"শত চেষ্টা করলেও মুছতে পারবোনা...!
,
আজ থেকে হয়তো,আমাদের পথ চলা এক সাথে না গিয়ে আলাদা হয়ে গেলো..!নতুনের ডাকে আমাকে সরিয়ে দিলে,আমি অচেনা পথিকের মত আগন্তক তোমার দৃষ্টিতে!তোমাকে কখনও দোষ দেবো না!তোমার ভালবাসাকে শ্রদ্ধা জানাই!আমি জানি ভালবাসা কি..!তোমাকে ভালবেসেই তো শিখেছি..!
আমি আর লিখতে পারছি,চোখ দুটো কথা শুনছে না..!
আমি একটু তোমার বুকে মাথে রেখে চিৎকার করে কান্না করতে চাই,!!
জিবনের শেষ মূহর্তে, শেষ বারের মত বলতে চাই "নিঝুম বালিকা আমি তোমাকে ভালবাসি "
সেটা হয়তো আর কোন দিন সত্যি হবে না...!
তোমার স্মৃতি আর স্বপ্ন নিয়ে বাকিটা জিবন কাটিয়ে দেবো...!
যদি কখনও পারো আমাকে ক্ষমা করে দিও....!
তুমি ভালো থেকো,সুখে থেকো...!!!
.
ইতি
তোমার ঘৃণারপাত্র

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন