- আপা আপনার নামটা বলবেন প্লিজ,
-- আমার নাম 'নাদিয়া সুলতানা নেহা' তবে এই নামে আমাকে কেউ চিনবে না! কারণ আমিতো ছদ্মনাম দিয়ে আইডি চালাচ্ছি।
-- ও আচ্ছা, তাহলে আমরা দর্শকরা কি জানতে পারে সেই আইডির নামটা কি?
-- Oh No! আসলে আমি এমনিতেই ম্যাসেজের যন্ত্রনায় রাতে ঘুমাতে পারিনা। আর এখন যদি এখানে পাবলিসড হয় তাহলে শতশত রিকুয়েস্ট আসবে। সেগুলা এক্সেপ্ট না করলে কমেন্টে আজেবাজে বাক্য লিখবে i am so sorry আমি নামটা বলতে চাচ্ছিনা।
-- ঠিকাছে আপা, আমরা কি এখন আমাদের মূল আলোচনা যেতে পারি?
-- অশব্যই, তবে শুনুন, আপনি প্লিজ আপা আপা না বলে আপু বলুন শুনতে ভাল লাগবে!
-- অবশ্যই! অশব্যই! আচ্ছা আপু আমরা কি এখন মূল অলোচনায় যেতে পারি।
-- Of Course, Why not!
-- Thanks আপু। প্রথমে আমরা জানতে চাইবো আপনার এই সেলিব্রেটি হওয়ার পিছনে সবচেয়ে কার বেশি অবদান রয়েছে?
-- Actually আমার সেলিব্রেটি হওয়া পিছনে কেউ কোন অবদান রাখেনি। বাধা অনেকেই দিয়েছে। তবে আমি থামিনি। যা করেছি যতটুকু করেছি সবটুকুই নিজেই নিজের জন্যে করেছি।
-- তাহলে তো বলতেই হবে আপনি একজন প্রতিভাবান ব্যক্তি!
-- হা হা হা কিছুটা আরকি!
-- আচ্ছা আপু আমরা কি আপনার শুরুর দিনগুলির কথা জানতে পারি?
-- আসলে আমি কখনো ফেসবুক ইউজ করতাম না। একদিন এক বান্ধবী কোনরকম জোড় করেই একটি আইডি খুলে দিলো। এমনকি কিভাবে চালাতে হয় সেটাও বলে দিলো। আমি যখন আইডিতে নিউজফিড দেখতাম। অনেকের স্ট্যাটাসে অনেক লাইক কমেন্ট দেখতাম। তখন আমার স্ট্যাটাসে লাইক/কমেন্ট নেই বললেই চলে।
-- আচ্ছা আপনার ঐ বান্ধবীর স্ট্যাটাসে তখন কেমন লাইক কমেন্ট আসতো?
-- ওর স্ট্যাটাসে তখন প্রায় ৩-৪ শত লাইক আসতো।
-- খুব ভাল, আচ্ছা আমরা তার পরের কথাগুলো শুনি?
-- ওদের স্ট্যাটাসে লাইক কমেন্ট দেখে খুব হিংসে লাগতো। এদিক থেকে আমাকে হিংসুটে বলতে পারেন। হা হা হা। তাই ভাবলাম ওদের মতো আমিও Unknown Friends Add করি। ঠিক তাই করে ফেললাম। তখন প্রায় ১০৫০ টা ফ্রেন্ড Add করে নিলাম। পরের স্ট্যাটাসে আমার প্রায় দের'শ like, আর ৭০ টা comment বেশি আসলো।
-- wow! তারপর?
-- তারপর থেকেই বুঝে গেলাম কি কারণে এত like/comment অন্যেরা প্রায়। তখন যে Request পাঠায় তার Request Accept করি। এভাবে আমার ৫ হাজার ফ্রেন্ড পূর্ণ হলো।
-- আচ্ছা তখন আপনার কেমন লাইক/কমেন্ট আসতো?
-- তখন প্রায় ৮শত বা ১k like, 2-3 শত comment আসতো। কোনোকোনো স্ট্যাটাসে এর চেয়ে বেশিও আসতো।
-- আচ্ছা এর মাঝে দুঃসময়টা কখন আসে সেটা কি দর্শকবৃন্দদের একটু জানাবেন?
-- আমি প্রায় 1 week পারিবারিক কিছু প্রব্লেমের কারণে ফেসবুকে আসতে পারিনি। এসে দেখলাম, আমি অনেক চেনা মানুষেরও অচেনা হয়ে গেছি। আইডিতে কোন রিসড নেই। এব্যাপারে খুব চিন্তায় ছিলাম। ভাবলাম নিজের একটা pic upload দেই অন্তত সেখানে কিছু হলেও লাইক, কমেন্ট আসবে। তাই করলাম। নিজের খুব পছন্দের একটি pic upload করে দিলাম। সত্যিই ফ্রেন্ডসদের এতোটা সাড়া পাবো ভাবতেই পারিনি। প্রায় 1.7k like আর 500 কমেন্ট 30 টা শেয়ার আসলো। দেখে অবাক হয়ে গিয়েছিলাম সেদিন।
-- তারপর থেকে কিভাবে আসলেন এই উব্দি পর্যন্ত?
-- হঠাৎ একদিন একটি মেয়ের আইডিতে চোখ পরলো। দেখে মনে হলো কোন একটা পেইজ হবে। পরে দেখলাম আইডি। মেয়েটির পিকটাতে প্রায় 21k লাইক, আর 3k কমেন্ট, 3k শেয়ার দেখে অবাক হয়ে গেলাম। সেটা দেখেই সিদ্ধান্ত নিলাম আমিও তার মতো হবো। কিন্তু friends, followers কম থাকার কারণে তেমন সাড়া আসতোনা। হঠাৎ একদিন ফেসবুকের লাইক কমেন্ট নিয়ে বান্ধবীদের সাথে কথা হচ্ছিলো। এক বান্ধবী কথায় কথায় বললো, "লাইক কমেন্ট উঠানো কোন ব্যাপারই না! কিছু অর্ধ নগ্ন পিক, ম্যাসেজে অথবা গ্রুপে কিছু অশ্লীল কথাবার্তা বললেই সব ফিদা হয়ে যাবে।
-- তারপর?
-- ওর ঐ কথাটা তখন আমার মাথায় শুধু ঘুরপাক খাচ্ছিলো। নিজের তেমন কিছু pic upload করলাম। ম্যাসেজেও মাঝে মাঝে নোংরা, অশ্লীল কথাবার্তা শুরু করেদিলাম। গ্রুপে তো যা মন চাচ্ছে তাই বলি। লক্ষ্য করলাম প্রথম দিনেই আমার ২০০+ রিকুয়েস্ট আসলো। কমেন্টের রিপ্লাই দিতে পারা খুব কঠিন হয়ে গেল। 4k লাইক আসলো একটা পিকে। কমেন্ট 1.2k শেয়ার সমানসমান।
-- wow সত্যিই আপু আপনি অনেক সুন্দর। আপনি আমার সাথে Add থাকলে হয়তো আরো ১টা লাইক কমেন্ট বেশি আসতো!
-- হা হা হা TnX
-- আচ্ছা আপু এর মাঝে আপনি কি পেয়েছেন আর হারিয়েছেন?
-- পাওয়ার মাঝে মানুষের অনেক প্রশংসা পেয়েছে। আর হারানোর একটি ছেলেকে আমি খুব ভালবাসতাম। কিন্তু ও এসব আমাকে নিষেধ করতো পছন্দ করতোনা এতোটা এভাবে pic upload করা। আমি শুনিনি বলে আমাকে আর গ্রহণ করেনি।
-- আচ্ছা আপু শুনলাম আপনার বিবাহের বিচ্ছেদের পিছনেও এই ফেসবুক দায়ী। এই কথাটা কতটুকু সত্য?
-- হ্যা কথাটা পুরোটাই সত্য! আমার স্বামীও এগুলা পছন্দ করতোনা। হুজুর টাইপের মানুষ উনি। সারা পর্দা করতো বলতো। কারো সাথে বেশি কথা বলতে দিতোনা প্রয়োজন ছাড়া। এগুলো নিয়েই একপর্যায় ভুল বোঝাবুঝি হয়ে ডিভোর্স হয়েছে। আপনিই বলেন ফেসবুকে এমন করলে কি এমন হয়!
-- so sad, এখন কিভাবে কাটাচ্ছেন আপনার জীবন?
-- এইতো বন্ধুদের নিয়ে চলছে ভালোই।
-- আচ্ছা রিসেন্ট কোন ঘটে যাওয়া একটা ঘটনা শুনতে চাচ্ছি। যেটা আপনার মন কে নাড়া দিয়েছে?
-- 2 week আগে আমার একটা খুব ভাল পরিবার থেকে সম্বন্ধ এসেছিল। বিয়ের কথাবার্তা পাকাপাকি। কিন্তু পুরানো শত্রুতার জের ধরে কে জেন আমার pic Edited করে সম্পূর্ণ নগ্ন একটি pic তার হাতে দিয়েছে। অতঃপর বিয়েটা ভেঙ্গেই গেছে।
-- oh কে দিয়েছে সেটা আর জানতে পারেন নি?
-- নাহ!
-- সাধারণের উদ্দেশ্যে কিছু বলুন?
-- বলার মতো কিছুই নেই আর। যে ঘটনা গুলো আমার সাথে ঘটেছে। সতর্কতা হোন যেন আপনার সাথে এমন কিছু না ঘটে। কথিত একটা প্রচলিত কথা আছে, "শত্রু যখন আপনার সাথে না পারবে, তখন আপনার কদু (লাউ) গাছ কাটবে" সুতরাং আপনার দুর্বলতার যেন কেউ সুযোগ না নেয় সে দিকে খেয়াল রাখবেন।
-- ধন্যবাদ আপু আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্যে।
-- জ্বি আপনাদের সবাইকে ধন্যবাদ এমন একটি আলোচনীয় অনুষ্ঠানের মধ্যেমে শিক্ষার ব্যবস্থা করার জন্য।
.
সুধী দর্শকবৃন্দ এতক্ষণ যে মেয়েটির কথা শুনলেন সে সর্বহারা এক ফেসবুক সেলিব্রেটি। প্রত্যেকটা গল্পে কিছু শেখার থাকে। আলোচনায় কিছু বোঝার থাকে। হাঁসি কান্নার মধ্যে দিয়েই সেটা বুঝে নিতে হয়। জীবনে চলতে গেলে অনেক হিসেব কষে চলতে হয়। আর একজন নারী, একজন মেয়ের বেলায় সেটা আরও কঠোরতা আকার ধারণ করে। সুতরাং নিজেকে শুধরে চলুন। এমন কিছুকে বজর্ন করুন যেটা আপনার যে কোন সময় ক্ষতিসাধন করতে পারে।
-- আমার নাম 'নাদিয়া সুলতানা নেহা' তবে এই নামে আমাকে কেউ চিনবে না! কারণ আমিতো ছদ্মনাম দিয়ে আইডি চালাচ্ছি।
-- ও আচ্ছা, তাহলে আমরা দর্শকরা কি জানতে পারে সেই আইডির নামটা কি?
-- Oh No! আসলে আমি এমনিতেই ম্যাসেজের যন্ত্রনায় রাতে ঘুমাতে পারিনা। আর এখন যদি এখানে পাবলিসড হয় তাহলে শতশত রিকুয়েস্ট আসবে। সেগুলা এক্সেপ্ট না করলে কমেন্টে আজেবাজে বাক্য লিখবে i am so sorry আমি নামটা বলতে চাচ্ছিনা।
-- ঠিকাছে আপা, আমরা কি এখন আমাদের মূল আলোচনা যেতে পারি?
-- অশব্যই, তবে শুনুন, আপনি প্লিজ আপা আপা না বলে আপু বলুন শুনতে ভাল লাগবে!
-- অবশ্যই! অশব্যই! আচ্ছা আপু আমরা কি এখন মূল অলোচনায় যেতে পারি।
-- Of Course, Why not!
-- Thanks আপু। প্রথমে আমরা জানতে চাইবো আপনার এই সেলিব্রেটি হওয়ার পিছনে সবচেয়ে কার বেশি অবদান রয়েছে?
-- Actually আমার সেলিব্রেটি হওয়া পিছনে কেউ কোন অবদান রাখেনি। বাধা অনেকেই দিয়েছে। তবে আমি থামিনি। যা করেছি যতটুকু করেছি সবটুকুই নিজেই নিজের জন্যে করেছি।
-- তাহলে তো বলতেই হবে আপনি একজন প্রতিভাবান ব্যক্তি!
-- হা হা হা কিছুটা আরকি!
-- আচ্ছা আপু আমরা কি আপনার শুরুর দিনগুলির কথা জানতে পারি?
-- আসলে আমি কখনো ফেসবুক ইউজ করতাম না। একদিন এক বান্ধবী কোনরকম জোড় করেই একটি আইডি খুলে দিলো। এমনকি কিভাবে চালাতে হয় সেটাও বলে দিলো। আমি যখন আইডিতে নিউজফিড দেখতাম। অনেকের স্ট্যাটাসে অনেক লাইক কমেন্ট দেখতাম। তখন আমার স্ট্যাটাসে লাইক/কমেন্ট নেই বললেই চলে।
-- আচ্ছা আপনার ঐ বান্ধবীর স্ট্যাটাসে তখন কেমন লাইক কমেন্ট আসতো?
-- ওর স্ট্যাটাসে তখন প্রায় ৩-৪ শত লাইক আসতো।
-- খুব ভাল, আচ্ছা আমরা তার পরের কথাগুলো শুনি?
-- ওদের স্ট্যাটাসে লাইক কমেন্ট দেখে খুব হিংসে লাগতো। এদিক থেকে আমাকে হিংসুটে বলতে পারেন। হা হা হা। তাই ভাবলাম ওদের মতো আমিও Unknown Friends Add করি। ঠিক তাই করে ফেললাম। তখন প্রায় ১০৫০ টা ফ্রেন্ড Add করে নিলাম। পরের স্ট্যাটাসে আমার প্রায় দের'শ like, আর ৭০ টা comment বেশি আসলো।
-- wow! তারপর?
-- তারপর থেকেই বুঝে গেলাম কি কারণে এত like/comment অন্যেরা প্রায়। তখন যে Request পাঠায় তার Request Accept করি। এভাবে আমার ৫ হাজার ফ্রেন্ড পূর্ণ হলো।
-- আচ্ছা তখন আপনার কেমন লাইক/কমেন্ট আসতো?
-- তখন প্রায় ৮শত বা ১k like, 2-3 শত comment আসতো। কোনোকোনো স্ট্যাটাসে এর চেয়ে বেশিও আসতো।
-- আচ্ছা এর মাঝে দুঃসময়টা কখন আসে সেটা কি দর্শকবৃন্দদের একটু জানাবেন?
-- আমি প্রায় 1 week পারিবারিক কিছু প্রব্লেমের কারণে ফেসবুকে আসতে পারিনি। এসে দেখলাম, আমি অনেক চেনা মানুষেরও অচেনা হয়ে গেছি। আইডিতে কোন রিসড নেই। এব্যাপারে খুব চিন্তায় ছিলাম। ভাবলাম নিজের একটা pic upload দেই অন্তত সেখানে কিছু হলেও লাইক, কমেন্ট আসবে। তাই করলাম। নিজের খুব পছন্দের একটি pic upload করে দিলাম। সত্যিই ফ্রেন্ডসদের এতোটা সাড়া পাবো ভাবতেই পারিনি। প্রায় 1.7k like আর 500 কমেন্ট 30 টা শেয়ার আসলো। দেখে অবাক হয়ে গিয়েছিলাম সেদিন।
-- তারপর থেকে কিভাবে আসলেন এই উব্দি পর্যন্ত?
-- হঠাৎ একদিন একটি মেয়ের আইডিতে চোখ পরলো। দেখে মনে হলো কোন একটা পেইজ হবে। পরে দেখলাম আইডি। মেয়েটির পিকটাতে প্রায় 21k লাইক, আর 3k কমেন্ট, 3k শেয়ার দেখে অবাক হয়ে গেলাম। সেটা দেখেই সিদ্ধান্ত নিলাম আমিও তার মতো হবো। কিন্তু friends, followers কম থাকার কারণে তেমন সাড়া আসতোনা। হঠাৎ একদিন ফেসবুকের লাইক কমেন্ট নিয়ে বান্ধবীদের সাথে কথা হচ্ছিলো। এক বান্ধবী কথায় কথায় বললো, "লাইক কমেন্ট উঠানো কোন ব্যাপারই না! কিছু অর্ধ নগ্ন পিক, ম্যাসেজে অথবা গ্রুপে কিছু অশ্লীল কথাবার্তা বললেই সব ফিদা হয়ে যাবে।
-- তারপর?
-- ওর ঐ কথাটা তখন আমার মাথায় শুধু ঘুরপাক খাচ্ছিলো। নিজের তেমন কিছু pic upload করলাম। ম্যাসেজেও মাঝে মাঝে নোংরা, অশ্লীল কথাবার্তা শুরু করেদিলাম। গ্রুপে তো যা মন চাচ্ছে তাই বলি। লক্ষ্য করলাম প্রথম দিনেই আমার ২০০+ রিকুয়েস্ট আসলো। কমেন্টের রিপ্লাই দিতে পারা খুব কঠিন হয়ে গেল। 4k লাইক আসলো একটা পিকে। কমেন্ট 1.2k শেয়ার সমানসমান।
-- wow সত্যিই আপু আপনি অনেক সুন্দর। আপনি আমার সাথে Add থাকলে হয়তো আরো ১টা লাইক কমেন্ট বেশি আসতো!
-- হা হা হা TnX
-- আচ্ছা আপু এর মাঝে আপনি কি পেয়েছেন আর হারিয়েছেন?
-- পাওয়ার মাঝে মানুষের অনেক প্রশংসা পেয়েছে। আর হারানোর একটি ছেলেকে আমি খুব ভালবাসতাম। কিন্তু ও এসব আমাকে নিষেধ করতো পছন্দ করতোনা এতোটা এভাবে pic upload করা। আমি শুনিনি বলে আমাকে আর গ্রহণ করেনি।
-- আচ্ছা আপু শুনলাম আপনার বিবাহের বিচ্ছেদের পিছনেও এই ফেসবুক দায়ী। এই কথাটা কতটুকু সত্য?
-- হ্যা কথাটা পুরোটাই সত্য! আমার স্বামীও এগুলা পছন্দ করতোনা। হুজুর টাইপের মানুষ উনি। সারা পর্দা করতো বলতো। কারো সাথে বেশি কথা বলতে দিতোনা প্রয়োজন ছাড়া। এগুলো নিয়েই একপর্যায় ভুল বোঝাবুঝি হয়ে ডিভোর্স হয়েছে। আপনিই বলেন ফেসবুকে এমন করলে কি এমন হয়!
-- so sad, এখন কিভাবে কাটাচ্ছেন আপনার জীবন?
-- এইতো বন্ধুদের নিয়ে চলছে ভালোই।
-- আচ্ছা রিসেন্ট কোন ঘটে যাওয়া একটা ঘটনা শুনতে চাচ্ছি। যেটা আপনার মন কে নাড়া দিয়েছে?
-- 2 week আগে আমার একটা খুব ভাল পরিবার থেকে সম্বন্ধ এসেছিল। বিয়ের কথাবার্তা পাকাপাকি। কিন্তু পুরানো শত্রুতার জের ধরে কে জেন আমার pic Edited করে সম্পূর্ণ নগ্ন একটি pic তার হাতে দিয়েছে। অতঃপর বিয়েটা ভেঙ্গেই গেছে।
-- oh কে দিয়েছে সেটা আর জানতে পারেন নি?
-- নাহ!
-- সাধারণের উদ্দেশ্যে কিছু বলুন?
-- বলার মতো কিছুই নেই আর। যে ঘটনা গুলো আমার সাথে ঘটেছে। সতর্কতা হোন যেন আপনার সাথে এমন কিছু না ঘটে। কথিত একটা প্রচলিত কথা আছে, "শত্রু যখন আপনার সাথে না পারবে, তখন আপনার কদু (লাউ) গাছ কাটবে" সুতরাং আপনার দুর্বলতার যেন কেউ সুযোগ না নেয় সে দিকে খেয়াল রাখবেন।
-- ধন্যবাদ আপু আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্যে।
-- জ্বি আপনাদের সবাইকে ধন্যবাদ এমন একটি আলোচনীয় অনুষ্ঠানের মধ্যেমে শিক্ষার ব্যবস্থা করার জন্য।
.
সুধী দর্শকবৃন্দ এতক্ষণ যে মেয়েটির কথা শুনলেন সে সর্বহারা এক ফেসবুক সেলিব্রেটি। প্রত্যেকটা গল্পে কিছু শেখার থাকে। আলোচনায় কিছু বোঝার থাকে। হাঁসি কান্নার মধ্যে দিয়েই সেটা বুঝে নিতে হয়। জীবনে চলতে গেলে অনেক হিসেব কষে চলতে হয়। আর একজন নারী, একজন মেয়ের বেলায় সেটা আরও কঠোরতা আকার ধারণ করে। সুতরাং নিজেকে শুধরে চলুন। এমন কিছুকে বজর্ন করুন যেটা আপনার যে কোন সময় ক্ষতিসাধন করতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন