আশা করি নাম টা শুনেই বুঝতে পারছেন লেখাটা
কেমন হবে। হুম, আমি বোরকা সম্পর্কেই কথা
বলছি।
.
আমরা সবাই জানি যে, মহিলারা কেন বোরকা
ব্যবহার করে, তারা বেগানা পুরুষ থেকে নিজেদের
কে আড়াল করে রাখার জন্যই মূলত বোরকা
ব্যবহার করে। বোরকা পর্দার একটা অংশ,
যেহেতু বোরকার মাধ্যমে পর্দা করা হয় সেহেতু
বোরকা কে অবশ্যই বোরকার মতই হতে হবে...।
.
অর্থাৎ, আপনাকে শালীন এবং ঢিলে ঢালা বোরকা
ব্যবহার করতে হবে, এমন বোরকা ব্যবহার
করতে হবে যাতে আপনার দিকে বেগানা পুরুষদের
নজর না পড়ে....।
.
একটা কথা চিরন্তন সত্য যে, বোরকা পরা
মহিলাদের
কে সবাই সম্মান করে। এমন কি বখাটে ছেলেরা ও
যারা কিনা রাস্তাঘাটে মেয়েদের কে উত্তক্ত
করে তারাও বোরকা পরা মেয়েদের কে সম্মান
করে......।
.
কেউ কেউ আমার এই কথা টা কে ভুল ভাববেন
এবং বলবেন যে, বর্তমানে বখাটে ছেলেদের হাত
থেকে বোরকা পরা মেয়েরাও রেহাই পায় না,
আপনি যদি এমন ভেবে থাকেন তাহলে আমি
আপনাকেই বলছি, আপনার কথাও ঠিক যে,
বর্তমানে বোরকা পরা মেয়েরাও বখাটেদের হাত
থেকে রেহাই পায় না।
.
কেন জানেন, তারা যেটা পরছে সেটা বোরকা না,
বোরকা যদি বোরকার মত হত তাহলে বখাটেরাও
তাদের কে সম্মান করতে বাধ্য।
.
বর্তমানে আমি এবং আপনি রাস্তাঘাটে মেয়েদের
পরনে যে বোরকা দেখছি সেটাকে আদৌ বোরকা
বলা যাবে কিনা আমার জানা নেই। এগুলোর অন্য
কোনো নাম আছে কিনা সেটাও জানি না। এগুলো
দেখতে কিছুটা বোরকার মত হলেও আসলে
বোরকা না।
.
যদি সত্যি সত্যিই এগুলো বোরকা হত তাহলে
অবশ্যই শালীন এবং ঢিলে ঢালা হত। বোরকা
ব্যবহার করা হয় নিজেদের কে পর পুরুষ থেকে
আড়াল করার জন্য, কিন্তু বর্তমানে বোরকারর
নামে যেগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো দিয়ে
ভুলেও পর পুরুষ থেকে আড়াল হওয়া সম্ভব নয়।
.
এতদিনে আপনারা নিশ্চয় দেখে ফেলেছেন যে,
বর্তমানের বোরকা গুলো কিভাবে তৈরী হচ্ছে,
বোরকার মধ্যে বিভিন্ন কালারের কাপড় ব্যবহার
হচ্ছে, শরীরের সাথে ফিটিং করে বোরকা
বানানো হচ্ছে, পুরুষদের কে আকর্ষণ করার মত
আরো অনেক কিছুই বোরকায় ব্যবহার করা
হচ্ছে যেগুলোরর নাম আমি নিজেও জানি না।
.
আমি সকল মেয়েদের কাছে একটা প্রশ্ন
রাখছি.....>
.
আচ্ছা আপনারা বোরকা পরছেন কেন..? নিজেদের
কে পুরুষ থেকে আড়াল করার জন্য নয় কি....?
তাহলে বোরকার মধ্যে এমন জিনিস কেন
ব্যবহার করছেন যেগুলো পুরুষদের কে আকর্ষণ
করে......!
কেন বোরকাকে শরীরের সাথে ফিটিং করে তৈরী
করছেন....? ( উত্তর আশা করছি )
.
আপনি হয়তো ভাবছেন যে, এই ধরনের বোরকার
মাধ্যমে আপনি নিজেকে পুরুষদের থেকে আড়াল
করতে পেরেছেন, কিন্তু না, আপনি পারেন নি,
আপনার ভাবনা সম্পুর্ণ ভুল। পর্দা রক্ষা করা
তো দূরে থাক আপনি এমন বোরকা পরে কিছুতেই
নিজেকে আড়াল করতে পারবেন না বরং আপনি
নিজেই নিজেকে পুরুষদের মাঝে প্রকাশ করে
দিচ্ছেন।
.
ভাবুন আপনি আরো ৫০ জন মেয়ের সাথে একটা
জায়গায় আছেন, চারদিকে অনেক পুরুষ, আর
আপনার সাথে যে মেয়েগুলো আছে সবাই শালীন
এবং ঢিলেঢালা বোরকা পরে আছে কিন্তু আপনি
এমন বোরকা পরেছেন যেটা বিভিন্ন কালারের
কাপড় দিয়ে তৈরী, যেটার মাধ্যমে আপনার দেহের
অবয়ব সম্পুর্ণ বুঝা যাচ্ছে। ঠিক তখনি দেখবেন
যে, চারপাশের সব পুরুষগুলো আপনার সাথের
বাকি ৫০ জন মেয়ের দিকে না তাকিয়ে শুধু মাত্র
আপনার দিকেই তাকিয়ে আছে।
.
আপনি কি পেরেছেন নিজেকে আড়াল করতে....?
.
না, আপনি পারেন নি, আর দোষ টা আপনারই।
সবাই বাকি ৫০ জনের দিকে না তাকিয়ে আপনার
দিকে কেন তাকালো সেটার উত্তর নিশ্চয়
পেয়েগেছেন।
.
এমন বোরকা কেন তৈরী করবেন, কেন এমন
বোরকা ব্যবহার করবেন যেটা আপনাকে আড়াল
করার পরিবর্তে প্রকাশ করে দিবে.......?
.
আপনি যদি এই বিভিন্ন কালারের বোরকা টা
ফেলে দিয়ে শালীন, ঢিলেঢালা একটা বোরকা পরে
রাস্তায় বের হন, তাহলে দেখবেন আপনি নিজেকে
রাস্তার সেই পুরুষ গুলো থেকে, সেই বখাটে ছেলে
গুলো থেকে আড়াল করতে পেরেছেন,
রক্ষা করতে পেরেছেন নিজেকে
।
.
আমি জানি, আমার এই কথা গুলো বিভিন্ন
কালারের কাপড় যুক্ত অশালীন, টাইট ফিটিং
বোরকা পরেন এমন অনেক মেয়ের গায়েই
লেগেছে।
.
সরি, আমার সম্পর্কে কারো কোনো অভিযোগ
থাকলে সরাসরি আমার ইনবক্সে হামলা করতে
পারেন, এই "তাজরীদ সাহেব" এর ইনবক্স
আপনাদের জন্য সবসময় খোলা........!
.
আর আপনাদেরকেই বলছি, ছেড়ে দেন না এই
বোরকা গুলো, দয়া করে শালীন, ঢিলেঢালা
বোরকারর দ্বারা নিজেদের কে আড়াল করে
পুরুষদের কে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে
এগিয়ে আসুন.......।
.
কেন আপনি আপনার সৌন্দর্য রাস্তাঘাটের
বেগানা পুরুষদের নিকট প্রকাশ করবেন......?
আল্লাহ তো আপনার জন্য একজন কে সৃষ্টি
করেছেন, আপনার সৌন্দর্য গুলো প্রকাশ না
করে রেখে দিন না আপনার সেই মানুষটার
জন্য.........।
কেমন হবে। হুম, আমি বোরকা সম্পর্কেই কথা
বলছি।
.
আমরা সবাই জানি যে, মহিলারা কেন বোরকা
ব্যবহার করে, তারা বেগানা পুরুষ থেকে নিজেদের
কে আড়াল করে রাখার জন্যই মূলত বোরকা
ব্যবহার করে। বোরকা পর্দার একটা অংশ,
যেহেতু বোরকার মাধ্যমে পর্দা করা হয় সেহেতু
বোরকা কে অবশ্যই বোরকার মতই হতে হবে...।
.
অর্থাৎ, আপনাকে শালীন এবং ঢিলে ঢালা বোরকা
ব্যবহার করতে হবে, এমন বোরকা ব্যবহার
করতে হবে যাতে আপনার দিকে বেগানা পুরুষদের
নজর না পড়ে....।
.
একটা কথা চিরন্তন সত্য যে, বোরকা পরা
মহিলাদের
কে সবাই সম্মান করে। এমন কি বখাটে ছেলেরা ও
যারা কিনা রাস্তাঘাটে মেয়েদের কে উত্তক্ত
করে তারাও বোরকা পরা মেয়েদের কে সম্মান
করে......।
.
কেউ কেউ আমার এই কথা টা কে ভুল ভাববেন
এবং বলবেন যে, বর্তমানে বখাটে ছেলেদের হাত
থেকে বোরকা পরা মেয়েরাও রেহাই পায় না,
আপনি যদি এমন ভেবে থাকেন তাহলে আমি
আপনাকেই বলছি, আপনার কথাও ঠিক যে,
বর্তমানে বোরকা পরা মেয়েরাও বখাটেদের হাত
থেকে রেহাই পায় না।
.
কেন জানেন, তারা যেটা পরছে সেটা বোরকা না,
বোরকা যদি বোরকার মত হত তাহলে বখাটেরাও
তাদের কে সম্মান করতে বাধ্য।
.
বর্তমানে আমি এবং আপনি রাস্তাঘাটে মেয়েদের
পরনে যে বোরকা দেখছি সেটাকে আদৌ বোরকা
বলা যাবে কিনা আমার জানা নেই। এগুলোর অন্য
কোনো নাম আছে কিনা সেটাও জানি না। এগুলো
দেখতে কিছুটা বোরকার মত হলেও আসলে
বোরকা না।
.
যদি সত্যি সত্যিই এগুলো বোরকা হত তাহলে
অবশ্যই শালীন এবং ঢিলে ঢালা হত। বোরকা
ব্যবহার করা হয় নিজেদের কে পর পুরুষ থেকে
আড়াল করার জন্য, কিন্তু বর্তমানে বোরকারর
নামে যেগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো দিয়ে
ভুলেও পর পুরুষ থেকে আড়াল হওয়া সম্ভব নয়।
.
এতদিনে আপনারা নিশ্চয় দেখে ফেলেছেন যে,
বর্তমানের বোরকা গুলো কিভাবে তৈরী হচ্ছে,
বোরকার মধ্যে বিভিন্ন কালারের কাপড় ব্যবহার
হচ্ছে, শরীরের সাথে ফিটিং করে বোরকা
বানানো হচ্ছে, পুরুষদের কে আকর্ষণ করার মত
আরো অনেক কিছুই বোরকায় ব্যবহার করা
হচ্ছে যেগুলোরর নাম আমি নিজেও জানি না।
.
আমি সকল মেয়েদের কাছে একটা প্রশ্ন
রাখছি.....>
.
আচ্ছা আপনারা বোরকা পরছেন কেন..? নিজেদের
কে পুরুষ থেকে আড়াল করার জন্য নয় কি....?
তাহলে বোরকার মধ্যে এমন জিনিস কেন
ব্যবহার করছেন যেগুলো পুরুষদের কে আকর্ষণ
করে......!
কেন বোরকাকে শরীরের সাথে ফিটিং করে তৈরী
করছেন....? ( উত্তর আশা করছি )
.
আপনি হয়তো ভাবছেন যে, এই ধরনের বোরকার
মাধ্যমে আপনি নিজেকে পুরুষদের থেকে আড়াল
করতে পেরেছেন, কিন্তু না, আপনি পারেন নি,
আপনার ভাবনা সম্পুর্ণ ভুল। পর্দা রক্ষা করা
তো দূরে থাক আপনি এমন বোরকা পরে কিছুতেই
নিজেকে আড়াল করতে পারবেন না বরং আপনি
নিজেই নিজেকে পুরুষদের মাঝে প্রকাশ করে
দিচ্ছেন।
.
ভাবুন আপনি আরো ৫০ জন মেয়ের সাথে একটা
জায়গায় আছেন, চারদিকে অনেক পুরুষ, আর
আপনার সাথে যে মেয়েগুলো আছে সবাই শালীন
এবং ঢিলেঢালা বোরকা পরে আছে কিন্তু আপনি
এমন বোরকা পরেছেন যেটা বিভিন্ন কালারের
কাপড় দিয়ে তৈরী, যেটার মাধ্যমে আপনার দেহের
অবয়ব সম্পুর্ণ বুঝা যাচ্ছে। ঠিক তখনি দেখবেন
যে, চারপাশের সব পুরুষগুলো আপনার সাথের
বাকি ৫০ জন মেয়ের দিকে না তাকিয়ে শুধু মাত্র
আপনার দিকেই তাকিয়ে আছে।
.
আপনি কি পেরেছেন নিজেকে আড়াল করতে....?
.
না, আপনি পারেন নি, আর দোষ টা আপনারই।
সবাই বাকি ৫০ জনের দিকে না তাকিয়ে আপনার
দিকে কেন তাকালো সেটার উত্তর নিশ্চয়
পেয়েগেছেন।
.
এমন বোরকা কেন তৈরী করবেন, কেন এমন
বোরকা ব্যবহার করবেন যেটা আপনাকে আড়াল
করার পরিবর্তে প্রকাশ করে দিবে.......?
.
আপনি যদি এই বিভিন্ন কালারের বোরকা টা
ফেলে দিয়ে শালীন, ঢিলেঢালা একটা বোরকা পরে
রাস্তায় বের হন, তাহলে দেখবেন আপনি নিজেকে
রাস্তার সেই পুরুষ গুলো থেকে, সেই বখাটে ছেলে
গুলো থেকে আড়াল করতে পেরেছেন,
রক্ষা করতে পেরেছেন নিজেকে
।
.
আমি জানি, আমার এই কথা গুলো বিভিন্ন
কালারের কাপড় যুক্ত অশালীন, টাইট ফিটিং
বোরকা পরেন এমন অনেক মেয়ের গায়েই
লেগেছে।
.
সরি, আমার সম্পর্কে কারো কোনো অভিযোগ
থাকলে সরাসরি আমার ইনবক্সে হামলা করতে
পারেন, এই "তাজরীদ সাহেব" এর ইনবক্স
আপনাদের জন্য সবসময় খোলা........!
.
আর আপনাদেরকেই বলছি, ছেড়ে দেন না এই
বোরকা গুলো, দয়া করে শালীন, ঢিলেঢালা
বোরকারর দ্বারা নিজেদের কে আড়াল করে
পুরুষদের কে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে
এগিয়ে আসুন.......।
.
কেন আপনি আপনার সৌন্দর্য রাস্তাঘাটের
বেগানা পুরুষদের নিকট প্রকাশ করবেন......?
আল্লাহ তো আপনার জন্য একজন কে সৃষ্টি
করেছেন, আপনার সৌন্দর্য গুলো প্রকাশ না
করে রেখে দিন না আপনার সেই মানুষটার
জন্য.........।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন