বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭

সেই মেয়েটি (অব্যাক্ত ভালোবাসা)

ঢাকা শহর,,,কত কিছুই না হই এই শহরে,,,অনেক ঘটনাই অজানা রয়ে যায়,,,,অনেক ভালবাসাই অস্মপূন্ রয়ে 
যায়।।।।।
"""""""""
প্রতিদিন এর মত আজকেও শুভ্র দাঁড়িয়ে আছে,বাস এর জন্য,কিন্তু বাস আচ্ছে না,তার মেজাজ খারাপ হচ্ছে কিন্তু কিছু করার নাই।
একটু পরেই বাস আসলো,,বেস্ত মানুষদের মত শুভ্র ও বাস এ উঠার জন্য চেষ্টা করছে,,এমন সময় ই এক রমনী এর আগমন,,
তাকে দেকতেই শুভ্র,,,, ((আমাদের বর্তমান ছেলেদের ভাষায় ক্রাশড)),,,পরে আর কি মেয়েটিকে বাস এ তুলতে গিয়ে নিজেই বাস মিস করল সে।।।।((একেই বলে প্রেম এর side effect))।।। তো পরে আর কি,,শুভ্র অর সেইদিন আর অফিসে যাওয়া হল না।বাকী দিনটা তার ভাল মত ই গেল,কিন্তু সমস্যা হল রাতে।রাতে সে সেই মেয়েটিকে সপ্ন এ দেখে।।।।।।
পরেরদিন ৩০ মিনিট আগেই শুভ্র বাস স্ট্যান্ড এ হাজির,,,,,( কেন তা আশা করি সবাই ই বুঝেছেন)...
কিন্তু সেইদিন আর বাস এ দেখা যাই নী মেয়েটিকে।বাকি দিন টা শুভ্র একটু মন খারাপ করেই কাজ করেছে,কারন তার মন তো এখন আর তার নেই,অন্য কার কাছে চলে গেছে।
পরের দিন ও শুভ্র অপেক্ষা করছে,আজ তার অপেক্ষা সফল ও হয়েছে,সেই রমনী টি আজ শুভ্র এর পাসেই অপেক্ষা করছে বাস এর জন্য।বাস আসার পর যে যার মত বাস এ করে চলে যাই।।
একই ঘটনা চলে ৩ মাস পর্যন্ত,কিন্তু আমাদের শুভ্র ভাই এখন ও মেয়েটিকে হায় পর্যন্ত বলতে পারে নি।(একেই বলে ভালোবাসা)
"""""""""""""""
অপেক্ষার সেই প্রহর সেস হয় ৪ মাস ৭ দিন পর।সেইদিন বৃষ্টী হচ্ছিল অনেক,আর আমাদের শুভ্র ভাই ছাতা আনতে ভুলে গেছেন,,,আর এমন সময় এ শুরু হল যা হওয়ার,,,শুভ্র এখন কি করবে বুজতে পারতেসেনা,,,তখন ই সেই মেয়েটির কথা,,,, এই যে চাইলে না ভিজে আমার ছাতার নিচে
আস্তে পারেন,,,,শুভ্র কি কানে কম শুনেছে নাকি বুজতে পারছে না,,,যাই হক বাধ্য ছেলেদের মত সে ছাতার নিচে গিয়ে দারায়।।।
চারদিকে নিরবতা,,,কেও কোনো কথা বলছে না,,,মেয়েটিই সর্ব প্রথম,,তাকে বললো আপনার বৃষ্টী ভাল লাগে,,শুভ্র কনো কথা বলে না সুধু মাথা নাড়ায়।।।।মেয়েটি তাকে বলে আপ্নে কি আমার সাথে ভিজভেন,,শুভ্র কিছু না বলে সুধু বৃষ্টী তে চলে যাই,,,,, মেয়েটি সেইসময় একদম বাচ্চাদের মত একটি অমলিন হাসি দেই,,যার বর্ণনা দেওয়ার মত ভষা আমার নেই।।।।
৪ বছর পর,,,,,,,,,,,,,,,,,,
আজকে আমাদের শুভ্র ভাইএর বিবাহ,,,,
তবে সেই মেয়েটির সাথে নই,,,,মেয়েটি তার মার পছন্দ করা।।
ভাবছেন সেই মেয়েটির কি হয়েছে,,,বৃষ্টী তে বিজে শুভ্র এর জর আসে আর তারপর ৩ দিন বিছানে তে ছিল,,,,আর তার পর সেই মেয়েটিকে আর কখন ও দেখে নেই শুভ্র।।।
আর আজ পর্যন্ত সেই মেয়েটির নাম জানতে পারল না সে,,,,,,,,
বাইরে বৃষ্টী হচ্ছে,,, আর আমাদের শুভ্র ভাই তা দেকছে এবং গান গাইছে
"""সেই মেয়েটি,,,, কোথাই হারিয়ে গেল""""

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন