বুধবার, ১২ এপ্রিল, ২০১৭

কাছে আসার গল্প

রাখির বয়স যখন ১১ বছর ছিল তখন থেকে একটি পিচ্চি মেয়েকে ভালোবাসত।
সে যেমন পিচ্চি ছিল তেমনি তার মন মানসিকতাও ছোট আকারের ছিল।
সে শুধু বলত যে মেয়েটাকে, আপনি আমার একজন ভালো বন্ধু। আপনি আমাকে কোনো দিন একা করে চলে যাবেন না কিন্তু।
চলে গেল আপনিও কষ্ট পাবেন আমিও কষ্ট পাব।
আর মেয়েটা শুধু মুচকি মুচকি হাসি দিত।
আর ছেলেটার পাগলামি বড়া কাণ্ড দেখত।
রাখি একটু চঞ্চল টাইপের ছিল। সারাদিন মেয়েটাকে শুধু রাগানোর চেষ্টা করত।কিন্তু তার চেয়ে বেশি মেয়েটাকে ভালোবাসত।
রাখির বাবা একটি সরকারি কোম্পানিতে চাকরি করতেন।
কিন্তু রাখির বাবার চাকরি অন্য এক জায়গায় বদলি হয়ে যায়।
তাই তাদের পরিবারের সকল সদস্য তার বাবার সাথে ঢাকায় চলে আসে। আর মেয়েটি রয়ে যায় রংপুরে।
রাখি তার বাবার মায়ের সাথে চলে আসার সময় মেয়েটাকে বলে আসতে পারি নি কিছু। কারণ মেয়েটি ছিল তার নানু বাড়িতে। রাখি মেয়েটাকে কিছু বলে আসতে না পাড়ায় অনেক কষ্ট পেয়েছে।
আর মেয়েটি নানু বাড়ি থেকে আসার পর যখন সময় জানতে পারল রাখি ঢাকায় চলে এসেছে তখন থেকে তার মনে রাখির জন্য এক ধরণের পাগলামি ভরা ভালোবাসা অনুভূতি সৃষ্টি হয়ে ছিল।
কিন্তু তাদের দু'জনের বিশ্বাস ছিল তাদের একদিন হলে একদিন দেখা হবে।
[]
[]
এখন রাখি বয়স ২২ বছর আর মেয়েটির বয়স ১৯ বছর

দুজনে ঢাকার একটি ভার্সিটিতে লেখাপড়া করে।
কিন্তু মজার বিষয় হল কেউ কাউকে চিনে না।
একদিন মেয়েটি তার বন্ধুদের সাথে বসে আছে মাঠের একপাশে।
আর মনের সুখে মেয়েটি গল্প করছিল। গল্প যখন জমে যায় তখন সময় কিছু মনে থাকে না।গল্পের দেশে হারিয়ে যায় যে কেউ।
আর রাখি তাদের বন্ধুদের নিয়ে
ভলিবল খেলতাছে মাঠের অন্য পাশে। কিন্তু রাখির ভুল করে মেয়েটির দিকে ফেলে দেয় ভলিবল টি।
আর মেয়েটি রেগে গিয়ে একেবারে রাক্ষসীর মতো হয়ে যায়। মনে হচ্ছে তাকে একবারে খেয়ে ফেলবে।
আর রাখিও কিন্তু কম না সেও একরকম ভাব নিয়ে বলে সরি।আপনাকে দেখি নি। বলটা দেন।
>>যদি না দেই কি করবেন?
>>আরে এমন ভাবে কথা বলছেন যেন বলট আপনার।
>>বলটা এখন কার হাতে আছে হে?
>>আপনার হাতে।
>>এইতো লাইনে আইছেন।
বল দিব না যান।
যা খুশি করার কইরেন।
[]
[]
>>এই যে এ দিকে কি করেন?
জুনিয়র হয়ে সিনিয়রদের ক্লাস রুমে দিকে কেন?
>>কেন আমি যা ইচ্ছা তা করব।
তাতে আপনার কি?
ক্লাসরুমের দিকে ঘুরাঘুরি সাথে জুনিয়র সিনিয়রের সম্পর্ক কি?
>>আমার অনেক কিছু।
এইটা আমাদের ক্লাসরুমের সামন।
আপনি আমাদের জুনিয়র হয়ে এ দিকে ঘুরাঘুরি করেন কেন?
>>শুনেন শুনেন এতো চাপা মাইরেন না।
দু'দিন আগ পর এই রুম আমাদের হবে।
আর তখন সময় এতো চাপাবাজি কথা বলতে পারবেন না।
>>আপনি তো দেখি ভালা ঝগড়াটে মেয়ে।
আপনার নাম কি?
>>আরে আকাশে মেঘ ছাড়া বৃষ্টি এসেছে বুঝি?
>>কেন বলুন তো।
>>আপনি আমার সাথে এতক্ষণ কিভাবে কথা বলছিলেন?
খুব তো চাপাবাজি করছিলেন।
আপনি আমাদের জুনিয়ার হয়ে এ দিকে আসেন কেন।
এখন কোথায় গেল আপনার সেই কথা বার্তা।
>>আরে রাখেন তো এ সব কথা।
>>কেন রাখব এসব কথা।
.
তারপর মেয়েটি চলে গেল।আর রাখি মেয়েটির পরিচয় জানতে মনটা কেমন যেন একটা টান টান উত্তেজনা করছে। কিন্তু মেয়েটি এখন তো কোনো পাত্তাই দিচ্ছে না।কি করবে ভাবতে পারছে না।
[]
[]
>>শুনেন না।
(রাখি)
>>আচ্ছা আপনার মতলব কি?
>>আপনার নাম কি?
>>আমার নাম শুনে আপনি কি করবেন?
>>আচ্ছা বললে কি হয়েছে?
>>আমার নাম বৃষ্টি।
.
নামটা শুনেই রাখির মনট আনন্দে ভরে গেল।কারণ তার ভালোবাসার নাম ছিল বৃষ্টি।
সেই ছোট বেলার বন্ধু। বৃষ্টির মধ্যে ছোট বেলার কিছু আকৃতি আছে। তাই যেন রাখির চিনাচিনা লাগছিল মেয়েটিকে।
রাখি চিনতে পারছে কিন্তু মেয়েটি চিনতে পারি নি।
তাই রাখি পরিচয় গোপন রাখে। আর মেয়েটির সাথে বন্ধুত্ব করার প্রস্তাব দেয়।
কিন্তু মেয়েটি থাকে না করে দেয় বন্ধুত্ব করবে না।
এতে রাখি খুশি। কিন্তু এতোটা খুশি নয়।সে ভাবছে বৃষ্টি অন্য কোনো ছেলেকে ভালোবাসে কিনা। তাই সে বৃষ্টি কে পরীক্ষা করতে চায়।
[]
[]
>>এই যে বৃষ্টি একট শুনবেন কি?
>>কি শুনব হে।
আপনি কিন্তু খুব বেশি করে ফেলতাছেন মনে হয় না আপনার।
>>আসলে আমি তোমাকে ভালোবাসি।
তুমি কি আমাকে ভালোবাস?
>>কি!
আমি আপনাকে ভালোবাসতে যাব কেন?
>>তাইলে আপনি কি কাউকে ভালোবাসেন?
>>তা আপনাকে বলব কেন?
>>আরে যদি কাউকে ভালো নাই বা বাসেন তাইলে আমাকে ভালোবাসতে সমস্যা কি?
>>জ্বী।
আমি একজন কে ভালোবাসি।
সে আমার সব ।
আমার ছোট বেলার সাথী।
>>আপনি ছোট বেলা থেকে প্রেম করতেন।
বাপরে বাপ।
>>এই যে এইটা আমার ব্যাপার।
আপনার সমস্যা কি?
>>না কোনো সমস্যা নাই।
তো ছেলেটির নাম কি?
>>রাখি।
>>নামটা কেমন পিচ্চি পিচ্চি লাগে না।
>>নামের সাথে মানুষের সম্পর্ক কি?
আসল হল তার মন।
আচ্ছা এখন তো জানলেন।
আর আমাকে ডিস্টার্ব করবেন না।
[]
[]
>>আন্টি আপনি?
>>কে মা তুমি?
>>আরে আন্টি আমি বৃষ্টি।
>>আরে মা তুমি তো অনেক বড় হয়েগেছ।
তুমি এখন কোথায় থাক।
>>আন্টি আমি এখানে থেকে লেখাপড়া করি।
>>ও।
>>আন্টি আপনারা কোথায় থাকেন?
>>ঢাকায় থাকি।
>>আচ্ছা আন্টি রাখি কোথায়?
>>কেন?
(রাখি)
আমি এখানে।
>>এই আপনার সমস্যা কি।
যেখানে সেখানে পিছু নেন।
>>হি হি হি।
আমার মা বাবা।
>>কি!
>>ও রে মা।
আমাদের রাখি।
>>সত্যি মা।
আপনি আমার সাথে এ রকম করতে পারলেন।
>>না দেখলাম আমাকে ভুলছেন কি না।
>>আরে আপনাকে আমি ভুলতে যাব কেন?
>>মনে পড়ে সেই ছোট বেলার কথা।
>>হুম পড়ে তো।
তাই তো তোমাকে আজও ভালোবাসি।
[]
[]
>>আচ্ছা আপনি কি আজ আমাকে ঘুরতে নিয়ে যাবেন?
(বৃষ্টি)
>>আচ্ছা বৃষ্টি আমি ভাবতাম কি জান?
আমি ভাবতাম তোমার আমার দেখা হবেই একদিন হলে একদিন।
তা আজ বাস্তবায়ন হল।
>>আমিও ভাবতাম আর আপনাকে কল্পনা করতাম।
>>হুম।
আচ্ছা চল না এখন দু'জন হারিয়ে যাই এক অজানা শহরে।
>>না এখন সম্ভব না।
কারণ আমি আমার স্বপ্নের মানুষকে খুজে পেয়েছি।
আর অজানা শহরে গেলে শহর টা চিনতে চিনতে আপনি আমি একবারে.....
>>কি?
>>বুঝে নেও।
>>হি হি হি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন