রবিবার, ৯ এপ্রিল, ২০১৭

রাস্তায় যদি কোনো রিক্সাওয়ালা একটা মেয়েকে এক্সিডেন্ট করে সবাই রিক্সাওয়ালাকে কোনো কথার সুযোগ না দিয়েই চোখ বন্ধ করে রিক্সাওয়ালেকে দোষ দিয়ে দেয়।হয়তো ঘটনার গভীরে গেলে দেখা যেতো দোষটা মেয়েটার ই।বিভিন্ন এফএম এ যখন মেয়েরা তাদের লাভ স্টোরিগুলো করুণভাবে শেয়ার করে,তখন ও আমরা চোখ বন্ধ করে মেয়েটার লাভারকে একচেটিয়াভাবে দোষ দেই।কিন্তু আসলেই কি সব দোষ ছেলেদের?প্রতিটা মেয়েই রিলেশনের ক্ষেত্রে তার বিএফ থেকে কিছুটা যৌনতা এক্সপেক্ট করে।তাই প্রথম দিন লেটা যখন মেয়েটার হাত ধরে,মেয়েটা কিছু বলে না।পরদিন জড়িয়ে ধরলেও খুব একটা রিএ্যাক্ট করে না।তৃতীয় দিন মেয়েটার ঠোঁট ঠোঁট রেখে ছেলেটা ব্যারিকেড সৃষ্টি করলেও মেয়েটা হয়তো কিঞ্চিৎ বাধা দেয়,তবে সে বাধাটা খুব ই নাজুক।আচ্ছা মেয়ে! তুমি কি তোমার মাঝে কোনো পরিবর্তন মার্ক করতে পারছো?পারছোনা এইতো? তাহলে আজ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে,তখন দু'চোখ বন্ধ করে শরীরের প্রতিটা শিরা-উপশিরা সজাগ রেখে নিজের পরিবর্তনগুলো চিহ্নত করতে ট্রাই করো।যে মেয়ে তুমি কোনো ছেলেকে মুখে "আই লাভ ইউ" বলতেও বুক কাঁপতো,আজ সে মেয়ে তুমি ই দিচ্ছ একটা ছেলেকে লিপকিস করতে!যে তুমি কোনো ছেলেকে দেখলেই মাথায় ঘোমটা টানতে,সে তুমি ই আজ নিজকে নগ্ন করে অন্যকে পিক দিচ্ছ।ভাবছো কি এ আর এমন কি?এতে তো ও সুখ পাচ্ছে মাঝখানে বোনাস হিসেবে আমিওতো এ্যানজয় করছি।আর ভুলটা এখানেই।কি করে?হুম,বলছি।আসলে মূল কথা হচ্ছে এই ছোট ছোট যৌনতাগুলোই তোমাকে নিষিদ্ধ-অবৈধ যৌনতায় অভ্যস্ত করে তুলছে।তাই কিছুদিন পর ছেলেটা যখন তোমাকে বিছানায় ডাকবে,তোমার অবচেতন মন বিদ্রোহ করতে ভুলে যাবে।আর বিষয়টা তোমার কাছে তখন আট-দশটা কাজের মতো স্বাভাবিক ই মনে হবে।আর যে ছেলে একবার তোমাকে ব্যবহার করবে সে স্বেচ্ছায় তোমাকে বিয়ে করবে এই আশা শুধুই অলীক কল্পনা তোমার।কারণ যাকে বিশ্বাস করে তোমার সব ওর হাতে তুলে দিলে দু'দিন পর সেই তোমাকে নষ্টা মেয়ে বলবে ছুঁড়ে ফেলবে।এখন কোয়েশ্চেনটা থেকেই যাচ্ছে যে,মেয়েটার দোষ কোথায় এখানে?ছেলেটা কি না কি ভুলবাল বুঝিয়ে মেয়েটাকে কি করছে তাতে এই অবলা-বোকা নারীর দোষ কোথায়?
.
মেয়েরা বোকা?হাসালে ম্যান! যে মেয়ে ফ্যামিলি,সমাজ,ধর্মের অনুশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিনের পর দিন পার্কে,রাস্তার মোড়ে,দামী রেষ্টুরেন্ট এর আলো-আঁধারিতে বিএফ এর সাথে ডেটিং চালিয়ে যেতে পারে সে মেয়ে বোকা? যে মেয়ে নিজকে অনেক আগেই বিলিয়ে দিয়ে নিঁখুত সতিত্বের অভীনয় করে চলতে পারে সে মেয়ে বোকা?আই কান্ট বিলিভ ইট।একটা রিলেশন এর ক্ষেত্রে মেয়েরা সব সময় প্রেমিকের তুলনায় নিজকে চালাক ভাবে প্রবলেম টা এখানেই।স্থান-কাল-পাত্রভেদে অনেক কিছুই করতে হয়।নিজকে কঠোর করো।যেদিন তোমার বিএফ তোমার শুধু লিপ এর পিক চাইবে সেদিন ই তাকে এভোয়েড করো,ওকে বোঝাও।যেদিন আর ও গভীর এ যাবে সেদিন থেকে সব যোগাযোগ ই স্টপ করে দাও।জানি কয়দিন কাঁদবে তুমি।খুব কাঁদবে।রাতের পর রাত তোমার ঘুম হবে না।খাওয়ায় যতোটাসম্ভব অরুচি হবে।তাহোক!তবুওতো তোমার সবচেয়ে দামী সম্পদ সতীত্ব রক্ষা পাবে।আর তা না করলে দু'টোই হারাবে।তো কোনটা বেস্ট?সতীত্ব রেখে ওকে হারানো?নাকি দু'টোই হারানো?কারণ যার ভালোবাসার প্রতি সামান্য রেসপেক্ট থাকবে সে কখনোই নিষিদ্ধ যৌনতা চাইবে না।যে যাবে তাকে হাজার বার সতীত্ব দিলেও সে যাবেই।সো নিজকে সচেতন করো।তুমিও যে হাজার সাধনার বস্তু তা প্রমাণ করো।বুঝিয়ে দাও চাইলেই তোমাকে পাওয়া যায় না।তুমি সময়ের প্রয়োজনে ব্যবহৃত সস্তা টিস্যু পেপার নয়।তুমি রক্তে-মাংসে গড়া নারী।ছোট ছোট যৌনতাগুলোকে কখনোই প্রশ্রয় দিবে না।দেখবে দিনশেষে তাকে না পেলেও তুমি তৃপ্ত।চরম তৃপ্ত!কারণ সতীত্ব রক্ষার গৌরবে আর যাই হোক তখন তুমি অন্তত নিজকে ক্ষমা করতে পারবে।কি তাইতো????

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন