বুধবার, ১২ এপ্রিল, ২০১৭

রুবিময়...

রুবি:নাজিম শোন.
আমি:হুম,বল.
-আজকে ট্রিট দিবার কথা ছিল কিন্তু.
-নাই,ভাগ.
-কোনদিন থাকে?
-আমারেই নি ট্রিট ভেবে.
-হুহ, বয়েই গেছে.
-কত ভালবাসি,তারপরও নিস না ক্যান?
-তোর তো আবার হৃদয় অনেকবড়.
-বড় বলেই তো তোর জন্য ফিদা.
-যা ভাগ তোর নতুন গফ এর কাছে যা.
-যামুই তো,তুই না থাকলে কি করব!
-যা.
-হুম.
পিছন ঘুড়ে হাটা দিলাম,আর ইনি আমার বিশিষ্ট দোস্ত।প্রায় তিন বছরের পরিচয় আমাদের।সেদিন থেকে অাজ পর্যন্ত যা যা করছি তার সবগুলা এনার অজানা নয়।আমি জানি রুবি আমায় ভালবাসে তবে সেটা তার অন্তরালে
কিন্তু আমিও ভালবাসি অনেকবেশি,অনেক,অনেক।আমার চাওয়ায় রুবি,নিঃশ্বাসে রুবি,ভালবাসায় রুবি।
.
প্রতিদিন ট্রিটের জন্য জ্বালায়।অাসলে,আমার যতগুলা গার্লফ্রেন্ড জোটে,প্রতিটার জন্য এনাকে ট্রিট দিতে হয়,তবে এবার নিজের পকেট ই ফাকা, কি করে দেব!
ঠিক এক মিনিট পর, পিছন থেকে ডাক..
রুবি:এই শোন শোন.
অামি:হুম, বল.
-ট্রিট আর কি দিবি তুই,নিজে খা.
-কি খাওয়াবি রে.
-চল,ফুচকা খাব.
-দুর, তোরা তো ফুচকা ছাড়া তো কিছু খেতে পারিস না.
-খেলে খা,নইলে ভাগ.
-হুম,ফ্রিতে পাইতাছি,খামু না তা হবে না।অর্ডার কর.
অতপর ফুচকা খেতে খেতে..
রুবি:নাজিম তুই ভাল হবি না?
আমি:ভালই তো আছি.
-হুহ.
-রাগিস ক্যান?
-এগুলা বাদ দিয়ে,জীবনের দিকে তাকা.
-কোনগুলা?
-এই যে মেয়েদের সাথে তোর প্রিতি আর.
-প্রিতি করলে তোর ফাটে ক্যা?"আর" এর মানে কি?
-ফ্রেন্ড বলে বলছি,আর কিছু না।ওকে.
-ভাল,আমার তো মনেহয়......
-কি মনেহয়?
-তুই আমায় ভালবাসিস.
-বেশি বুঝিস.
-হুম,পূর্ণ অভিজ্ঞতা আছে.
-অভিজ্ঞতা নিয়েই থাক.
-বল না,ভালবাসিস.
-বাসি না সয়তান,ভাগ.
-হুম,পরে ডাকবি না.
-ওকে.
ফুচকা শেষ হবার আগেই আবার ঝগরা,কেমন মজা তাই না?প্রতিদিনই এমন মজা হয়।আমি জানি কিছুক্ষণ পর আবার ডাক পড়বে নয়তো এবার কানটানা খেতে হবে।কারণ,এই পাগলীটা আমার পিছ ছাড়ে না,আর এনার জন্যই আমার পাকাপোক্ত ব্রেকাপ হয়।হবে নাই বা কেন?ইনি ছাড়া আমিও থাকতে পারি না,আবার এনার সাথে কথা বলার জন্য নয়তো এনার পাগলামীতেই বালিকারা ব্রেকাপ করতে বাধ্য হয়।সে যাই হোক,এবার কানটানা পড়ছে আমার..
.
অামি:ওই কান টানলি ক্যান?
রুবি:ইচ্ছা হইছে তাই.
-ক্যান হবে?আমি তোর কে?
-কেউ না?(আবেগের স্বর)
-তুই বল,টানছিস তুই.
-চুপ থাক.(পুরা আবেগ)
-হুহ্, কান টানবি না.
-হুম.
-তবে.......
-কি?
-ভালবাসবি.
-সয়তান,মানুষ হবি না.
-বাসিস ই তো,বলতে পারিস না.
-কে বলছে ভালবাসি?
-তোর চোখ,তোর আবেগের দিক,তোর ইচ্ছা.
-কি কি বলে শুনি!
-তোর চোখে আমার প্রতিচ্ছবি ভাসে,চায় আমায় আরো কাছে।তোর আবেগ,আমায় হারাতে চায় না,সারাজীবন বাঁধা দিতে চায়।তোর ইচ্ছা, আমার সাথে সারাজীবন কাটাবার।সব চায়, আমায় পেতে,আমার সাথে কাটাতে।
-ভাল.
-কি ভাল?বল না.
-তো বুঝিস সব,তারপরও এত প্রিতি করিস?
-তোকে জ্বালাতে,তোর মুখে "ভালবাসি"শুনতে.
-আর করবি?
-হুম.
-যা ভাগ.
-কার সাথে করব,তা তো জানতে চাইলি না!
-নাজিম,ভালো হয়ে যা.
-কি কর?
-তুই জানিস.
-আমায় তোর করে নে.
-ভালহয়ে আসিস.
-ওকে,আই লাভ ইউ রুবি.(চিৎকার করে).
-থাম, থাম.
-এবার তো বল,সবাই জানছে।কেউ আর করবে না.
-হুম.
-কি হুম?বলতে পারিস না?
-হুম,আমিও.
-পুরোটা বল.
-আই লাভ ইউ টু,হইছে?
-হুম,বুকে আয়.
-পারব না,হুহ্.
-না পারলে, আবার প্রিতি করুম কিন্তু.
-যা কর.
-ওকে.
.
পিছন থেকে এবার টেনে বুকে নিয়ে নিল,অতপর..
অামি:নিলি ক্যান?
রুবি:কই যাবি?
-প্রিত করতে,ছাড় আমারে.
-ছাড়লে তো.
-কি গুন্ডা রে.
-হ,ডাকাত।তোরে বুকে বেঁধে রাঁখবো.
-রাখ,মানা করছি?
আমার স্বাধীনতা গেলো রে!!(গুণগুণিয়ে).
-কি বললি?
-কিছু না.
-আবার বল.
-আই লাভ ইউ.
-বাঁচলি.
-কি করতি?
-তোরে মেরে ফেলতাম।আমি তোর স্বাধীনতা, আমি তোর সব।মাথায় রাখবি?
-হুম.
.
অতপর পথচলা,আমার আর রুবির।শেষ হল প্রতিক্ষার,শুরু হল ভালবাসার।
.
কেউ তো ফ্রিতে দোয়া করবেন না জানি,এবার না হয় করেন।আমি তো রুবির চাপায় চিপায় পড়ছি।
.
রুবিময়..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন