সোমবার, ১০ এপ্রিল, ২০১৭

স্বপ্ন

ঘুমানোর আগে যাকে নিয়া খুব বেশি ভাবেন সেই নাকি স্বপ্নে আসে।কথাটি খুব পুরোনো কিন্তু এটা মাঝে মাঝে সত্যি হয় আবার মাঝে মাঝে এর বিপরীতও ঘটে।আবার কিছু কিছু স্বপ্ন আছে যেটা ঘুম ভেংগে যাওয়ার পর মনে হয়। ঘুমটা এত তারাতারি ভেংগে না গেলেই ভাল হতো।ঠিক ঐ রকম কোনো এক স্বপ্ন নিয়েই এই গল্পটি।
.
প্রিয় মানুষটিকে খুব মনে করছিলাম চোখ বুঝে।প্রতিরাতেই ঘুমানোর আগে এই কাজটাই হতো। কিন্তু ঐ রাত একটু বেশি মনে হচ্ছিলো তার কথা। ফেসবুকে কারো ছবি চোখে পড়ে যায়। সেই ছবির মানুষটির মতোই আমার প্রিয় মানুষটি দেখতে।বেশ খানিকটা একই রকম লাগছিলো দেখতে।ঐ ছবিটা দেখেই একটু বেশি মনে পড়ে যায় তাকে।
.
জীবনের প্রথম ক্রাশ ছিলো সে।যাকে প্রথম দেখা হয় স্কুলে।প্রথম দেখেই ক্রাশ খাই তার উপর।তখন ছিলাম পিচ্ছি আচার আচরণ ও ছিলো পিচ্ছিদের মতোই। কিন্তু ভালবাসা কি সেটা খুব ভাল করেই জানা ছিলো আমার।জানার কারন ভালবাসার গল্প পড়া এবং শোনা।৬ষ্ঠ শ্রেণী থেকে ভালবাসার প্রোগ্রাম গুলো শুনতাম রেডিও তে।ঐ খান থেকেই বুঝতে পারা ভালবাসা।
.
যেদিন প্রথম দেখি সেদিন থেকেই তার পিছু নেয়া, তার সাথে একটু কথা বলা নিয়ে অনেক ইচ্ছে ছিলো। পিছু নিতে পেরেছিলাম কিন্তু কখন কথা বলার সাহস টুকু ছিলো না। কিন্তু সেটা স্বপ্নে খুব ভাল ভাবে শুনা হয়েছে।তাই এই স্বপ্নের কথা গুলো সবার কাছে শেয়ার করলাম।
.
স্কুল থেকে পিকনিকে যাই। সারাটি পথ তার দিকে তাকিয়ে তাকিয়ে যাওয়া হলো। সেও তাকাচ্ছে মাঝে মাঝে। কিন্তু সে যখন তাকাচ্ছে তখন আর আমি তার চোখের দিকে তাকাতে পারছি না।হয়তো বা ভয়েই এরকমটা হচ্ছিলো আমার।তবে সত্যি কথা বলতে তাকে খুব বেশি ভয় পেতাম।তার সামনে গেলে আমার শরীর ঘামতে থাকতো। হার্টবিট ধুব ধুব করতো।
.
যেটা দেখে সে অনেক হাসতো। আমি তার হাসি মাখা মুখটাকে অনেক পছন্দ করতাম।
""তুমি হাসলে ঐ আকাশে
মেঘেরা বেসে যেতো
""তুমি রাগলে ঐ আকাশে
রৌদের খুব উত্তাপ হতো।
""তুমি তাকালে ঐ আকাশে
পাখিরা একসাথে উড়ে বেড়াতো
""আর তুমি কথা বললে ঐ আকাশে
বাতাসে বলে যেতো আমাকে।
.
এই ভাবে চলছিল কিছুটা পথ যাওয়া। সে যেদিকে যাচ্ছে আমিও তার পিছু পিছু যাচ্ছিলাম। সে মিটিমিটি হাসছিল আমাকে দেখে।কিন্তু তখন পর্যন্ত কোনো কথা বলা হয় নি।এভাবে তার পিছু পিছু বেশ খানিকটা পথ ঘুরলাম। ঘুরতে ঘুরতে প্রায়ই সন্ধ্যা নেমে আসলো। এসে পড়ছিলাম তখনই কয়েকটা বাজে লোক আমাদের আটকালো।বুঝতেই পেরেছিলাম লোক গুলো অনেক খারাপ।
.
আমাদের একটা জায়গায় আটকে রেখেদিল। আমি আর আমার পাশে আমার প্রিয় মানুষটি।সে খুব বেশি ভয় পাচ্ছে। তার ভয় পাওয়া দেখে আমারও আরো বেশি ভয় পেয়ে গেলো।কিন্তু কি করবো তখন বুঝতে পারছিলামনা। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলো। তারা সবাই ঘুম যা করার আমাদের এখুনি করতে হবে।
.
>>শোনো আমাদের এখুনি এখান থেকে পালাতে হবে।(আমি)
>>কিন্তু কি কিভাবে? (সে)
>>সেটা তোমাকে ভাবতে হবে না।আর শোনো কান্না বন্দ করো। এভাবে কান্না করলে কিন্তু খুব খারাপ লাগে।(আমি)
>>এখন কি করবো তাহলে?? (সে)
>>চলো আমার সাথে।(আমি)
.
তারা সব গুলো ঘুমাচ্ছে। আর রাত তখন ২ টা বাজে।আর এটাও জানি তাদের এত সহজে এখন ঘুম ভাংবে না।তাই আমাদের পালাতেও কোনো সমস্যা হবে না।কিন্তু ভয় করছে এত রাতে কিভাবে যাবো। রাস্তাঘাট চিনবো কিভাবে। কিন্তু তার দিকে তাকালেই যেনো সেই সব কথা ভুলে যাই।শুধু মনে হয় তাকে নিয়ে পালাতেই হবে।
.
কোনো ভাবে সেইখান থেকে বের হয়েছি।এখন ঐ খান থেকে দূরে চলে যাওয়াটাই সবচেয়ে নিরাপদ। আমি তার হাত ধরে দৌড়ালাম। বেশ খানিকটা চলে এসেছি দুজনেই খুব ক্লান্ত এবং ভেতরে ভয় কাজ করছিলো খুব।খানিকটা পথ আসার পর আর পারছিনা হাটতে।এখন একটু বসতে হবেই আর সকাল ছাড়াও বাসায় যেতে পারবো না।
.
>>বাসায় যাবো (সে)
>>সকাল ছাড়া যাওয়া যাবে না(আমি)
>>তো এখন কি করবো? (সে)
>>বসে থাকো আর অপেক্ষা করো সকাল না হওয়া পর্যন্ত । (আমি)
>>সব দোষ আপনার? (সে)
>>আমি কি করলাম? (আমি)
>>আপনার জন্যই তো এমন হলো (সে)
>>আরে আমার জন্য এরকম হলো মানে? আমি আবার কি করলাম(আমি)
>>না কিছু করেন নাই।(সে)
>>একটা জিনিষ খুব ভালই লাগছে?(আমি)
>>কোনটা? (সে)
>>কখনো ভাবিনি তোমার সাথে এভাবে কথা বলতে পারবো, তোমার এতটা কাছে বসবো। (আমি)
>>আপনি আছেন আপনার আজাইরা কথা নিয়া।(সে)
>>এটা আজাইরা কথা মনে হলো তোমার? (আমি)
>>আজাইরাই তো।(সে)
>>আই লভ ইউ। কখনো সরাসরি বলা হয়নি আজই সেটা বলার সময় হলো। (আমি)
>>ভাল হইছে এখন চুপ কইরা বইসা থাকেন।(সে)
>>আচ্ছা। ভুত আসলে পরে আমাকে আর ডেকো না।(আমি)
>>কি সব বলেন আপনি? ভুত আসবে কেনো? (সে)
>>হাহা ভীতু একটা।(আমি)
.
অবশেষে সকাল হলো পরে তাকে নিয়ে বাসায় রওয়ানা দিলাম। এই ফাকে তার সাথে অনেক কথা বলা হলো। তাকে কিছুটা চিন্তামুক্ত মনে হচ্ছিলো তখন।তাই সে আগের কথা গুলো বলছে আর হাসছিল। আমি নাকি কত ভীতু ছিলাম। তাকে আবার বললাম সে না বলা কথাটি। তখন তার অনুমতি পেলাম তাকে ভালবাসার।
.
একটু পর
>>চাচ্চু চাচ্চু
>>________
>>থাস করে বল দিয়ে আমার মাথায় ডিল মারলো।
>>কি।
>>উঠো উঠো
.
ভাতিজা বল দিয়ে ডিল দিয়ে ঘুম ভাংগিয়ে দিলো।স্বপ্নটা জোশ ছিলো কেনো যে ঘুমটা ভেংগে গেলো এত তারাতারি। আসলেই এইসব ঘটনা স্বপ্নেই ভাল মানায়।সত্যি যেনো না হয়।সত্যি তার সাথে সরাসরি কথা বলার মতো সাহস আমার নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন