শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭

তোর মাঝেই হারিয়েছি মন

সনি' হলে বন্ধুদের সাথে নাইট শোতে একটা সিনেমা দেখে রাত প্রায় ২টা বাজে বাসায় আসছি, আম্মু বাসায় নেই সেই জন্যই এত রাত করা।
বাসায় এখন ভাইয়া আর ভাবি ছাড়া আর কেউ নেই।
.
২টা বাজে আমি বাসায় এসে ঘুমাইয়া গেছি, সেই জন্য আজ সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই ভাবি এসে আমায় কান ধরে ঘুম থেকে জাগিয়ে দিল, আমি উঠে ভাবির উপর খুব রেগে গেলাম,
- কি হইছে যোদ্ধে যেতে হবে নাকি? (আমি)
- না ভাই তোমাকে যুদ্ধে যেতে হবে না (ভাবি)
- তো কান ধরে এমন হির হির করে টানছো যে!
- হুম টানবই তো! কয়টা বাজে হিসাব আছে তোর?
- কয়টা বাজে?
- ১১ টা বাজে!
- তো কি হইছে?
- কি হইছে মানে! নাস্তা করে বাজার যেতে হবে!
- কেন ভাইয়া কই?
- তোর ভাইয়া অফিসের কাজে গাজিপুর গেছে সকালে।
- হুম ভাবছিলাম আজকে আম্মু নেই তাই একটু মনের সুখে ঘুমাবো,
আর তুমি এসে কান ধরে আমার ঘুমটায় ভেংগে দিলে...
- মন খারাপ করছিস তাইনা?
- চুপপ!!!
- হুম জানি তুই আমার উপর মন খারাপ করেছিস, আমি তোর মা নই তো, সেই জন্য তোর কান ধরে তোর ঘুম ভাংগাতে পারবো না।
- না ভাবি আমি কিন্তু এমন টা বলিনি! আমি তোমাকেউ অনেক ভালবাসি আর তুমিও তো ছোট থেকেই আমাকে অনেক আদর করেছো।
আর আমি সেই জন্যই তোমাকেউ অনেক ভালবাসি।
তুমি মন খারাপ করনা ভাবি প্লিজ!
- হুম এখন আয় নাস্তা করে তাড়াতাড়ি একটু বাজার এনে দে...
- হুম...!
.
ঘুম থেকে উঠে একটু রেগে গেছিলাম ভাবির উপর কিন্তু ভাবিকে আমি আম্মুর মতই ভালবাসি।
আর আমি সব নারীকেই সম্মান দিই, নারী হচ্ছে মায়ের জাত।
.
আমি নাস্তা করে বাজার গেলাম, শাহঅলি মাঝারের কাছেই বাজার।
আমি সেখান থেকে বাজার করতেছি, ভাবিকে আমি রাগিয়ে দেওয়ার জন্য কিছু ছোট মাছ কিনলাম।
কারন এগুলো পরিষ্কার করতে ভাবি অনেক বিরক্ত বোধ করে, তাই নিলাম কিছু ছোট মাছ।
.
আমি বাজার করে বাসায় এসে ভাবিকে বাজারের ব্যাগ দিয়ে বললাম,
- এই নাও বাজার!
- কি এনেছিস?
- তুমি দেখে নাও, আর ৫০ টাকা ফেরত আনছি।
এই ৫০ টাকা নিয়ে তুমি আমাকে ২০০ টাকা দাও,
- কেন?
- আজকে ক্রিকেট খেলা আছে সেই জন্য!!
- হুম দিচ্ছি, আগে বাজার গুলো দেখে নিই।
- আচ্ছা ঠিক আছে!
.
আমি রুমে গিয়ে বসলাম আর একটি পরেই ভাবি আমাকে ডাকছে, আমি ভাবলাম এই যা এইবার সেরেছে!
তাই রুম থেকেই কি হয়েছে ভাবি?
এই দিকে আয়, কাছে গিয়ে-
- কি হইছে ভাবি?
- ছোট মাছ কিনছিস কেন?
- এমনি ভাবি বড় মাছ পাইনি তো!
- তাই?
- হুম!
- তুই এগুলো পরিষ্কার করে দে আমাকে,
- হুম দিচ্ছি! (ভাবি রেগে ফায়ার) কিন্তু তোমাকেউ পরিষ্কার করতে হবে?
- হুম করছি...
.
আমি ভাবির সাথে ছোট মাছ পরিষ্কার করে দিচ্ছি আর ভাবছি যে খাল খনন করে সেই খালে পরে, আর আমার অবস্থা একই হলো।
আমি ভাবিকে রেগে দেওয়ার জন্য ছোট মাছ কিনে এখন নিজেই পরিষ্কার করতে হচ্ছে, আমি ভাবির সাথে মাছ পরিষ্কার করে দিয়ে দুপুরের খাবার রান্না করার জন্য সব কিছু রেডি করে দিলাম।
তার আমি গোসল করে রুমে গিয়ে ঘুমিয়ে পরলাম, বিকাল ৩টায় উঠে ভাত খেয়ে আমি ভাবিকে টাকার কথা বললাম,
- ভাবি...???
- কি?
- টাকা?
- হুম! এই নে...
.
টাকা নিয়ে আমি গোলারটেক মাঠে গেলাম, বন্ধুদের সাথে আজ ক্রিকেট খেলা আছে।
ক্রিকেট খেলে আমি বাসায় আসছি সন্ধ্যা ৬টায়।
এসে ফ্রেস হয়ে ল্যাপটপ নিয়ে ব্যাস্ত।
বন্ধুদের সাথে চ্যাটিং দুষ্টুমি আরও অনেক কিছু...
এসব করতে করতে রাত প্রায় ৩টা বেজে গেছে, হা তুলে ঘুমে গেলাম...
.
পরের দিন সকালে...
ভাবি আজকে আর আমাকে কান ধরে ডাকে নি, কানের কাছে মুখ নিয়ে ধিরে ধিরে বলছে রাজ উঠে পর বাজারে যেতে হবে,
ঘুম থেকে উঠে ভাবলাম ভাইয়া হয়তো আজকেও অফিসের কাজের জন্য, বাহিরেই গেছে আর সেই জন্যই হয়তো আমাকে ডাকছে ভাবি।
.
আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে বাজারে যাওয়ার পথে ভাবি বলছে,
- শোন রাজ!
- হুম কি?
- আজকে আমার জন্য এক জোরা সেন্ডেল আনবি,
- কিন্তু ভাবি! মাপ?
- মাপ ছাড়া কি সেন্ডেল কেনা যায় না?
- হুম যায় তবুও!
- দেখ আমার আগের সেন্ডেল এর সাইজ কত?
- হুম ঠিক আছে...
.
আমি ভাবির সেন্ডেল এর সাইজ দেখে বাজার গেলাম, বাজার করে আসার পথে...
রাস্তার এক সাইটে কিছু ছেলে আড্ডা দিচ্ছে, শহরের ছেলেরা একটু বখাটে টাইপের হয়।
আমিও শহরের ছেলে কিন্তু ততটা খারাপ না, আমি নারীদের কে যথেষ্ট সম্মান করি।
.
আমি যে রাস্তায় ঠিক একই রাস্তার অপাশে একটা মেয়ে দারিয়ে আছে, আমি একটু দেরি করে দেখলাম মেয়েটি ছেলেগুলোকে দেখে সামনে যাইতেছে না।
আমি মেয়েটির কাছে গিয়ে বললাম,
- যদি কিছু মনে না করেন, তাহলে একটা কথা বলব?
- কিছুক্ষণ চুপ থেকে, হুম বলেন!
- আপনে এখানে দারিয়ে আছেন কেন?
- চুপপ!
- কি ব্যাপার কথা বলছেন না কেন?
- চুপপ!!
- কিছু বলছেন না যে...?
- আসলে আমার বলার মত কিছুই নেই,
সামনে কিছু অভদ্র ছেলে, আমার সেন্ডেল টাও ছিরে গেল! সেই জন্য খালি পায়ে সামনে জাইতে পারছি না!
- আমি একটা কথা বলব?
- হ্যা বলেন?
- আসলে যদি কিছু মনে না করেন তাহলে বলতে পারি!
- হ্যা বলেন??
- আমার এই ব্যাগে একজোড়া সেন্ডেল আছে সেঠা আপনে পরতে পারেন।
- মানে???
- আসলে আমি বাজার আসার সময় ভাবি একজোড়া সেন্ডেল কিনতে বলেছিল,
আর সেই জন্যই ভাবির জন্য একজোরা সেন্ডেল কিনছি।
হুম আপনে নিতে পারেন...
- কিন্তু!!!
- কোনো কিন্তু নয়, নিতে পারেন...!
- হ্যা নিবো!!!
.
আমি মেয়েটাকে সেন্ডেল দিয়ে আমার সাথে করেই নিয়ে আসলাম, মেয়েটা থাকে মিরপুর 'সি' ব্লক, আর আমি থাকি 'ডি' ব্লক।
তাকে সি ব্লক এ দিয়ে আমি ডি ব্লক এ আসলাম।
বাজার ব্যাগ ভাবিকে দিয়ে,
- কিরে সেন্ডেল এনেছিস?
- হুম!
- কই?
- ভাবি মানে?
- কি হইছে বল,
আমি মেয়েটার কথা বলে ভাবিকে মানিয়ে নিলাম ভাবি বলল...
- কি রে মেয়েটা দেখতে কি রকম?
- ভাল করে দেখিনি ভাবি, কিন্তু মেয়েটা সি ব্লক এ থাকে।
- হুম এইবার যদি দেখা হয় তাহলে ভাল করে দেখে নিবো আর কি রকম দেখতে সেই দিনি তোমাকে বলবো।
- হুম ঠিক ভুলিস না যেন!
- ঠিক আছে ভাবি!
.
পরের দিন...
রাস্তায় মেয়েটির সাথে আমার দেখা হল, মেয়েটি আমার কাছে এসে বলল,
- কেমন আছেন?
- হুম ভাল!!!
- আমাকে চিনতে পারছেন?
- হুম পারছি, আপনে কেমন আছেন?
- হ্যা আমিও ভাল আছি, একটা কথা বলব?
- হুম বলেন!
- আপনার নাম কি?
- আমার নাম রাজ, আপনার???
- আমার নাম রেশমা।
যদি কিছু মনে না করেন আর একটা কথা বলবো?
- হুম বলেন!
- আপনার ফোন নাম্বার দিবেন প্লিজ!
- হুম শিওর, নেন...
০১৭০৮****৫৩ এটা আমার নাম্বার।
- থ্যাংকস,
- অয়েল্কাম,,
- আপনে কই থাকেন?
- এইতো আমি ডি বল্ক এ থাকি,
- অ তাহলে তো পাশাপাশি ই...
- হুম,
- আচ্ছা আপনে কি করেন?
- তেমন কিছু করিনা শুধু লেখা পড়া ছাড়া।
- ভালো,
- আপনে?
- আমিও শুধু লেখা পড়া।
- হুম, আচ্ছা ঠিক আছে আজকে গেলাম।
- হুম ঠিক আছে...
.
রাতে রেশমা আমাকে ফোন করেছে, আমি তার সাথে কথা বললাম,
সে আমার পরিবারের সবার খবর নিল।
আর ভাল মন্দ জিজ্ঞেস করেই ফোনটা কেটে দিল।
.
এভাবে প্রায় রেশমা নিজে থেকেই আমাকে ফোন করে, আর আমরা আসতে আসতে অনেক ক্লোজ ফ্রেন্ড হলাম।
আমি তার কথা বার্তায় নিজেকে কখন যে হারিয়ে ফেলেছি, সেঠা নিজেও জানিনা...
.
আমি আসতে আসতে তার প্রেমে পরে গেলাম।
আমরা এই ভাবে ক্লজ ফ্রেন্ড হওয়ার পর একি সাথে অনেক জায়গায় ঘুরতে যেতাম।
.
একদিন আমি...
- রেশমা একটা কথা বলবো?
- হুম বল?
- আমি তোমাকে ভালবাসি!!
- চুপপ!
- কিরে কিছু বলছো না কেন...?
আমাকে তোমার পছন্দ হয় নি তাইনা??
- চুপপ!!
- তুমি কিছু বলছ না যে, আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে বলতে পারো!
আমি ভালবাসার দাবি নিয়ে আর কোনো দিন তোমার সামনে আসবো না...
- এমন করে বল না, আমিও তোমাকে অনেক ভালবাসি, কিন্তু বলার সাহস পাইনি,
আমিও তোমাকে ভালবাসি রাজ অনেক ভালবাসি...
.
আমি রেশমাকে বুকে জরিয়ে ধরলাম।
সেও আমাকে অনেক শক্ত করে জরিয়ে ধরে তার মুখ টা আমার কানের কাছে এনে বলছে,
- চিরদিন এই ভাবে জরিয়ে রাখবে তো?
- হুম! আমি সারাটা জীবন তোমাকে এই ভাবে আগলে রাখতে চাই।
- হুম রাজ আমিও তোমার এই বুকেই সারাটা জীবন কাটাতে চাই...
.
আর এই হচ্ছে আমার প্রথম প্রেম, যার নাম রেশমা, আমার জীবন আমার মরন শুধুই রেশমা...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন