মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭

একটা স্ট্যাটাস

কি অদ্ভুত রকমের একটা ব্যাপার, সেদিন আমার চোঁখে পরলো একটি মেয়ে তার আইডিতে একটা স্ট্যাটাস দিয়েছে,,,,সেটিতে লেখা ছিলো,,,,, 
 ,
""উফফ আর ভালো লাগে না,অপেক্ষা বাড়লো আরো একটা দিন""
,
লেখাটা ছিলো খুব ছোট কিন্তু যার ব্যাপার তার কাছে কারণটা হলে ও হতে পারে বিশাল বা বিশেষ কোন ব্যাপার তাই সে সেটা প্রকাশ করেছে, আর সেই মেয়েটা হয়তো অধির আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে কখন আসবে তার সেই অপেক্ষারত সময়,,,,
,
কিন্তু সেখান থেকে তখন আমি বুঝলাম যে যেই মেয়েটা ওই স্ট্যাটাসটা দিয়েছে তার ওই ব্যাপারটা নিয়ে তার থেকে ও বেশি টেনশনে আছে অন্য কিছু মানুষ,, মানে তার ফেসবুকের বন্ধুরা,, লেখাটিতে লাইক আর কমেন্ট পড়েছে প্রায় সমান,, লাইক দিয়েছে ১২২ জন আর সেই সাথে কমেন্ট করেছে ১০২ জন,,মেয়েটা তো ভাবতে পারে বাকি ২০ জন কি তাহলে তার বন্ধু না,,? না তারা হয়তো লজ্জায় কমেন্ট করতে পারেনি,,,,, যাই হোক এই রকম একটা ব্যাপার তাই কমেন্ট গুলা দেখার বা পড়ার লোভ আমি সামলাতে পারলাম না বা তার ক্ষমতা তখন আমি হারিয়ে ফেলেছিলাম,,,,
,
মেয়েটার ওই ছোট্ট স্ট্যাটাসটি পড়তে পড়তে আমার মনে হতে থাকলো যে মেয়েটির হয়তো ফেসবুকে কোন মেয়ে বন্ধু নাই,আর আমার এই রকম মনে হতেই পারে কারন মেয়েটির পোস্টে সব গুলি কমেন্ট ছিলো ছেলেদের আর সেদিন আমি ওই স্ট্যাটাসটি না পরলে খুব মিস করতাম আর বুঝতে পারতাম না যে মানুষের জন্য মানুষের ভালোবাসা যে এখনো বেঁচে আছে হোক চেনা বা অচেনা,,,,
,
তার স্ট্যাটাসের কিছু কমেন্ট ছিলো এই রকম,,,,,
,
"আমি কি জানতে পারি কি হয়েছে তোমার,,?
,
"যদি বন্ধু ভাবো তাহলে বলতে পারো তোমার সব মনের লুকানো কথা,,
,
"প্লিজ আমাকে একটিবার বলো কি হয়েছে তোমার,,?
,
"বুঝতে পেরেছি কাল হয়তো তোমাকে দেখতে আসবে বিয়ের জন্য,তুমি রাজি না থাকলে বলো আমি আছি,,
,
"মন খারাপে পাশে না থাকলে কেমন বন্ধু,,? বলেন কি হয়েছে,,?
,
"কি হবে প্লিজ বলো না,,?
,
"আমার কি জানার অধিকার নাই কাল কি হতে পারে,,?
,
"তোমার মোবাইল নাম্বারটা দাও কি হবে কল করে শুনবো,,?
,
"কাল মনে হয় তোমার ব্রেক আপ হতে যাচ্ছে, ভয় নাই আমি তো আছি,,?
,
"যদি বন্ধু ভাবো তাহলে ( ০১.......... ) নাম্বারে মিস দিয়ো,অপেক্ষায় থাকবো কিন্তু,,
,
"যদি পারতাম তাহলে তোমার সেই অপেক্ষায় থাকা কারনটা আমি হোতাম পাবো কি সে সুযোগ,,,,?
,
আরেকজনের কমেন্ট পড়ে সত্যি সেদিন আমি কিছুটা ইমোশনাল হয়ে পড়েছিলাম,,,,,,সে লিখেছিলো
,
"তোমার সেই অপেক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি পানি ও মুখে দিবো না,,,, ""
,
কমেন্টের মানুষ গুলির আন্তকিতা তখন আমাকে মুগ্ধ করেছে, কোন কোন টা আবার ছুয়ে দিয়েছে হূদয়,,,,কিন্তু তখন খুব অবাক হয়েছি যখন দেখতে পেলাম এই অসাধারণ কমেন্ট গুলার একটার ও কোন রিপ্লাই দেইনি মেয়েটা,,,,প্রশ্ন করতে ইচ্ছা করছিলো তাই মেয়েটার কাছে যে যদি রিপ্লাইই দিতে না পারবেন তাহলে পোস্ট দিয়ে এই মানুষ গুলির সাথে তা ভাগ করার কি কারন,,? কিন্তু আমি তো আর কমেন্ট করতে পারব না তাই আর তার কাছে জানা হলো না,,,,,""
,
সেদিনই আমার চোঁখে পরলো একটি ভাইয়ের একটা স্ট্যাটাস সেটি ছিলো হেল্প পোস্ট,না ভাইটি টাকা পয়সা চাইছে না,সে ছোট একটা বাচ্চার জন্য রক্তের প্রয়োজনে সেই পোস্টটি করেছে,,,,কিন্তু আমি খুব অবাক সেই সাথে হতাশ হয়েছি যখন দেখেছি উল্টা চিত্র,মানে সকালের মেয়েটার বেলায় যখন দেখলাম লাইক কমেন্ট প্রায় সমান তখন ওই ভাইয়ের পোস্টে লাইক আছে কিন্তু কমেন্ট নাই,,,,,,, তাহলে তখনের ওই কমেন্ট গুলা তো আন্তরিকতা না,তাহলে ওগুলো কি ছিলো,,? তাদের ওই কমেন্ট গুলা ছিলো সব সময়ের মতো কোন গতী করার জন্য কোন এক আপ্রাণ চেস্টা,,,,,, আর তাদের এই বোকামি গুলা তখন হাঁসতে হাঁসতে দেখছিলো কিছু মানুষ,,সাথে পোস্ট দাতা,,,,,,,,""
,
তাদের কাছে আমার অনুরোধ ভাই এই ভাবে কিছু হয় না বা হতে পারে না,আপনি খুবই ভালো মানুষ তাই ভালো থাকুন, এগুলো ছাড়া ও অনেক ভাবে অনেক বেশি ভালো থাকা যায়,ফেসবুক খারাপ না,ফেসবুক ব্যাবহার করা ও খারাপ না,ফেবসুকে ও অনেক সময় অনেক ভালো ভালো কাজ করা যায় সেগুলো করুন, আর তাতে যদি একটা মানুষে একটু ও উপাকার হয় আর তার জন্য যদি তার মুখে হাঁসি ফুটে তাহলে সেটা হবে আপনার জন্য আপনার জীবনের জন্য চাওয়ার থেকে ও বেশি পাওয়া,,,,,,,""

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন