শনিবার, ৬ মে, ২০১৭

নিষিদ্ধ স্টাটাস-৩১

ফেসবুকে "বাংলা চটি" লিখে সার্চ মারলেই অনেকগুলো পেজ পাওয়া যায়।যাতে ২০-২৫ হাজারেরও উর্ধে লাইক থাকে।
আচ্ছা এই লোকগুলো কারা?
এই পেজগুলোর এডমিন কারা?
এই যে ২০ হাজার লোকের সামনে এডমিনগন একটা চটি গল্প পোষ্ট করছে মানুষকে নষ্ট করছে এটা কি মহান একটা কাজ?
তারা শিক্ষা দিচ্ছে কিভাবে খালা,মামি,কাকি,ফুফু,কাজের মেয়ে,খালাতো বোন,মামাতো বোন,পাশের বাসার আন্টি,টিচারদের সাথে কিভাবে যৌন সঙ্গম করা যায়( নাউজুবিল্লাহ্) ।
.
এটা তো ছোটখাটো ব্যাপার।এর চেয়ে বড় কথা লোকগুলো এমন গল্প লিখতে লিখতে নিজের মা ও বোনের সাথে কিভাবে যৌন সঙ্গম করা যায় এই গল্পও লিখছে।আচ্ছা এই লোকগুলো যে এই গল্প লিখছে তাদের চোখ থেকে কি তার মা আর বোন আসলেও নিরাপদ?
নিজের মা বোনের সাথে কিভাবে যৌন সঙ্গম করা যায় ব্যাপারটা কি এমনিতেই মাথায় এসে গেল?
ভাবতে পারেন কি অবাক ব্যাপার যে মায়ের যৌনাঙ্গ দিয়ে সে এই দুনিয়াতে এসেছে আজ তার প্রতিই লোভ চড়ে গেছে।যেই মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছে তাই আজ আকর্ষণীয় লাগছে।নিজের ছোটবোন যাকে শিশুকালে কোলে নেওয়ার পর প্রশাব করে দিয়েছিল আজ সেটার প্রতিই নজর গেছে।কি আজিব ব্যাপার?কিভাবে ওরা এমন জিনিসে যৌনতা খুঁজে?
পর্ণ সাইটগুলোতে সবচেয়ে বেশি সার্চ করা হয় "মাই হট মম আর মাই হট সিস"এই টপিক বাংগালিদের প্রিয়।কিছুদিন আগে কার যেন লাইকের সুবাদে আমার হোমপেজে একটা পোষ্ট এসেছিল "কিভাবে নিজের বোনকে চু*বেন" লিখা ছিল সময় পেলেই বোনের সামনে যৌনাঙ্গ হাতাবেন আরো অনেক কিছু।আমি লোকটাকে ব্লক দেই।আচ্ছা এই যে মা ও বোনের প্রতি তাদের নেশা এটা কি দাবিয়ে রাখার মতো?
ঘরের ভিতর মেয়ে ও মায়েরা অসচেতন থাকে কারন তারা ভাবে এটা নিজের আপন ঘর এখানে খারাপ বলার কিছুই নেই।কিন্তু তারা এটা জানে না বর্তমানে তাদের এমন অসচেতনতা তার নিজের ছেলেকেই কামলিলায় ভাসিয়ে দিচ্ছে।
বিজ্ঞান বলে পড়া জিনিসগুলো মস্তিষ্কে ধরে বেশি।আর চটি পড়তে পড়তে অবস্থা এমন পর্যায়ে যায় যে মস্তিষ্ক বিকল হয়ে যায়।কাকে রেখে কাকে খাবে ভেবে না পেয়ে তারা ছোট বাচ্চাদের ভিতরেও যৌন সুখ খুঁজে নেয়।তারা জানে শিশুরা অবুঝ চকলেট বিস্কুট জাতীয় কিছু কিনার বাহানা করে এদের দিয়ে যৌনকার্য করা যেতে পারে।এরাই কিন্তু একদিন বাবা হয় আর এদের হাত থেকে তার মেয়েরাও রক্ষা পায় না।
অনেকদিন আগে একটা খবর পড়েছিলাম বাবার ধর্ষণের ফলে মেয়ের পেটে বাচ্চা জন্মায়।কি অদ্ভুদ ব্যাপার?
দুঃখের সহিত বলছি কোন ঘর কোন মহল্লা কোন জেলা কোন বিভাগ আজ বাংলাদেশে নিরাপদ না।ধর্ষণ হবে না কেন নিজের ঘরেই আপনি ধর্ষক পালছেন যা আপনার উপর যেকোন সময় ঝাঁপিয়ে পরতে পারে।
সর্বপরি বলতে চাচ্ছি অনেক তাতি মার্কা স্পামার আছেন যারা নিজেকে হেন তেন বলে দাবি করেন।তারা নাস্তিক নিধন করেন বলে দাবি করেন।আচ্ছা আপনারা কি চটি পেজগুলো খেয়ে দিতে পারেন না?নাকি আপনারাই এর প্রতিষ্ঠাতা?
মনে রাখুন দেশের অধিকাংশ লোকেরাই এখন ফেসবুক চালায় আর এখানে এসে যৌনতা খুঁজে তারা পরিবেশকে নষ্ট করে।আপনারা যদি চান দেশ ধর্ষক মুক্ত থাকুক তাহলে প্লিজ চটি পেজগুলোকে রিমুভ করে মানুষের মস্তিষ্ক নিট এন্ড ক্লিন রাখুন।
.
ফেসবুক খারাপ জিনিস না এতে শিক্ষার অনেক কিছুই আছে।যারা চটি পেজ চালায় তাদের ওয়ার্নিং দেওয়া উচিত তাদের বিরুদ্ধে যাওয়া উচিত।ফেসবুক যৌনতার জিনিস না।এটার দায়িত্ব আমাদের স্পামার ভাইদের নিতে হবে।আজ আপনার মা, বোনও হয়ত ফেসবুক চালায় তাদের সামনে চটি পেজের গল্প আসলে কিভাবে আপনি তা মেনে নিবেন আমার বুঝে আসছে না।
আপনার মা আর বোনকে সুরক্ষিত রাখুন সাথে আমাদেরও।

1 টি মন্তব্য:

  1. আমি আপনার কথায় এক মত । আমাদের উচিত এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা। আমি অবশ্য চেষ্টা করবো। but কিভাবে আরভ্য করব বুঝতে পারছি না।

    উত্তরমুছুন