সোমবার, ১৫ মে, ২০১৭

ব্রেকাপ আফটার সেভেন ইয়ার্স

আজকে ২০২১ সাল আর এখন ঠিক বিকাল, আমি আপন মনে বসে বসে বাদাম ছুলে খাচ্ছি আর ফেলছি, কারন মনোযোগ দিয়ে খাওয়ার কোন ইচ্ছা আমার ভেতর এ বিন্দুমাত্র খুঁজে পেলাম না.. আমি মেঘ কিছুদিন হল অনার্স শেষ করে একটা ছোটখাটো জব পেয়েছি || মামা খালু নেই বলেই ৪মাস ভবঘুরে ছিলাম। একদিন এক ভদ্রলোক বিপদে পড়েছিল আমার বিনয়ী আচরণ আর মার্জিত কথা শুনেই তার অফিসে জব দিলেন...।। এখন জব শুত্র ধরে ঢাকাতে আছি, আর আব্বু-আম্মু_ভাইয়া সবায় গ্রামে|| ভাইয়া ছুটিছে এসেছেন মাত্র ১০দিনের| এসেই আমাকে যেতে বলেছিল কিন্তু আমি আগ্রহ দেখায়নি। ভাইয়ার উপর আমি রেগে আছি তায়। যদিও তার পিছনের যুক্তিটা অতটা মজবুত না, তবুও আমি রেগে আছি। তার জন্য আমার সেই ৭বছর আগেই ………→↓
___
পাগলী টাকে হারিয়েছি! কোন কালবৈশাখী ঝড়ে না। কোন ভূমিকম্প, বা অপ্রাকৃতিক কারনেও না। নিহাত একটা অজুহাতে মাত্র। যাক সেসব পুরোন কথা যতোয় মনে আসবে ততোটায় মুড খারাপ হবে তারচেয়ে ভাল বাদাম খাওয়ার বেপার নিয়েই ভাবি……
_____
পার্কের একদিকে চুপ হয়ে বসে চোখ বন্ধ করে নিশ্বাস নিলে বিজ্ঞান বলে তাতে শরির মন দুটোয় হাল্কা হয়ে যায়। যদিও আমরা এখন জাতী হিসাবে পুরোটায় বিজ্ঞানের উপর নির্ভরশীল। তেমনি আমি নিশ্বাস আর কার্বনডাইওক্সাইড এর হেতু নিয়ে ব্যকুল ছিলাম.... যদিনা চেনা একটা ডাকে আমার ঘোর কাটতো.....
__
বেশ একটু দুরর একটা খুব বেশি চিরচেনা কন্ঠ #মেঘ বলে ডেকে উঠলো। ডাকার ভঙ্গি আর সুর আমার খুব চেনা। আমার শ্রবণ শক্তি প্রখর বুঝে নিতে মাত্র কয়েক সেকেন্ড দেরি হল।। তাতেই আমার ভেতরে কম্পন আর উত্থাল পাতালেও শব্দ শোনা গেল... বুঝতে দেরি হল না! কে ছিল এই সুরের মালিনী। কে ছিল এই ডাকের মায়াবিনী।নিমিষের বুঝতে হল আমাকে" আমার শিরা উপশিরা তন্মদ্ধ্যে হিম থেমে হিম হতে শুরু করল। চোখের পলক কয়েক বার মিস করেছে! হ্নিদস্পন্দন কয়েক্টা পালস রেখে গিয়েছে || তারপরেও সবকিছুর অবশান ঘটিয়ে ঘটনার সামনাসামনি বসে গেলাম....||
____
মেয়েটার নাম বৃষ্টি আমার ৭ বছর আগের প্রিয়তমা। আর মেঘ ছিল আমার নাম। এখন মেঘ তবে কাল মেঘ। আগে কাল কে খুব ঘৃনা করতাম! এটা দেখে বিধাতা আমাকেই কাল বানিয়ে দিয়েছে,, রোদে পুড়ে পুড়ে পুরা কাল হয়েছি।। মুখ ভর্তি চাপ দাড়ি আর এলোমেলো চুল!! 
বৃষ্টি ওর ছোট্ট ছেলেকেই ডাক দিল|| বৃষ্টি আমাকে বলেছিল ওর ছেলে হলে মেঘ নাম রাখবে। মেয়েটা আমাকে অনেক ভালবাসত। কিন্তু ততদিনে অন্যকেউ এসে ওকে বুক টা উজার করে ভালবাসা দিয়ে বেধে রাখল। 
__
আমি সেদিকে একদৃষ্টি তে তাকিয়ে আছি.. বৃষ্টি আগের মত আর মোটা নেই! চোখের নিচে কাল, মুখে সেই কমলতা নেই! ওর হাত গুলিও কেমন যেন শুকিয়ে গেছে! ওর ছেলে মেঘ একটু হাটা শিখেছে আরকি! ওর হাজবেন্ড একটু দূরে দারিয়ে কার সাথে যেন গল্প করছিল!! আমি ওকে দেখেই চমকে যায়!! আমার সেই বৃষ্টি আর আজকের এই বৃষ্টি কতটা আলাদা! মাত্র ৭ বছর কি এমন সময়? তাতেই এতকিছু চোখের সামনে দেখলাম খুব ভাল লাগল। আমাকে দেখলেও চিনবে না, কারন আমি এখন অনেক চেঞ্জড। বুঝেগেলাম চোখটা খুব ভেজা জামা পর্যন্ত ভিজে গেছে! বুঝতে পারলাম না! এটা সুখের নাকি দুঃখের? ইচ্ছা হচ্ছিল ওর ছেলেকে জড়িয়ে ধরে পাগলের মত চিৎকার করে কাদি|| অনেক ভালবাসি মেঘ কে|| আমার সেই ৭ বছর আগেই এই একটু একটু করে হাটতে পারা ছেলেটির মাঝে আমি দিব্যি দেখতে পেলাম। আমি আমার সেই দুষ্টুমি আর রাগ, সেই অভিমান, সেই জিদ, সেই ভালবাসা সবকিছু এই মেঘের ভেতর খুঁজে পেলাম!! এখনো বিয়ে করিনি। আর করব বলে মনেও হয়না..
___
ভবঘুরে জীবনে একটা আলাদা মজা আছে! কোন শাষন আর নীতির বেড়াজালে জীবন তখন আটকে থাকেনা... সব কিছু আপন আর নিজের মত লাগে। মনে হয় বিশ্বনিখিল সবকিছু আমাকে লিখেপড়ে দিয়েছে!! বৃষ্টি চলে গেল ওর জামায় আর ছেলেকে নিয়ে... আমি সেদিকে হা করে তাকিয়ে ছিলাম। শেষবিকাল, সন্ধা, রাত, এখন তো ২ টা বাজে কি আজব আমি এখনো এখানেই শুয়ে আছি? ঘুম নেই চোখে শুধু হাসি পাচ্ছে!! পাগলের মত হয়ে যাচ্ছি আমি! আমার সবকিছু অন্যরকম হয়ে যাচ্ছে... ৭ বছর আগের সেই হলুদ মেঘ হয়ে শাদা বৃষ্টিকে কাছে পেতে ইচ্ছা করছে!! টাকা আর ধন_সম্পদ যার জন্য নাকি অন্যকিছু জন্য আমি হারালাম? জানিনা কিছুই আর জানতে চায় ও না শুধু আমি আমার জীবনেও সেই সোনালী ৭ টা বছর ফিরে পেতে চায়...!! ফিরে পেতে চায় বৃষ্টিকে...!! হতে চায় আজকের মেঘের বাবা...!! যাকে নিয়ে দুজনি স্বপ্ন দেখতাম খুব! যাকে নিয়ে ভেবে খুনসুটি করেই দিন যেত আমার মেতে থাকতাম আমরা....!! সামান্য ৭ বছর!! সামান্য ৭ বছর বলতে বলতে আমি ঘুমিয়ে গেলাম...!!
___
ঘুম ভেঙ্গে সবায় নিজনিজ কাজে মন দিলেও আমি পারলাম না! আমি হারিয়ে গেলাম একটা অজানা স্রতে...!! আর এভাবেই কাটুক আমার দিন...!! আমি এখন ভবঘুরে?? নাকি সন্নাসি?? দেবদাস?? নাকি হিমু?? অন্য কোন নাম আছেকি আমার??

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন