আমি আপনার টাকার জন্য আপনাকে ভালোবাসি,,,,,,,
,
বাহ তাও তো আমার কিছু একটা আপনাকে মুগ্ধ করেছে আমাকে ভালোবাসার জন্য,,,,,
,
কিছুটা সেই রকমই ভাবতে পারেন,,,,,,
তো আপনি আমাকে কেনো ভালোবাসেন,,,???
,
আমার শারিরিক চাহিদা মেটানোর জন্য,,,,,
,
বাহ আপনি তো দেখছি আমার চাইতেও ফাষ্ট,,,,
,
কি করবো বলুন ডিজিটাল বাংলাদেশে আন ডিজিটাল পোলা কেমন দেখায় না,,,,???
,
তা অবশ্য ঠিকই বলেছেন,,,,,
,
হুম। তো বলুন আমার চাহিদা মেটানোর জন্য আপনাকে কত টাকা দিতে হবে,,,,??
,
আপনি ভুল ভাবছেন আমি সেইরকম মেয়ে না,,,,,
,
তাহলে কোন রকম মেয়ে,,,,??
,
আপনি বললেই আমি আপনার সাথে বিছানাতে শুয়ে পরবো এটা আপনার ভুল ধারণা,,,,,
,
হাহাহা এই তো বললেন আপনি আমাকে টাকার জন্য ভালোবাসেন তাহলে টাকা তো আমি এমনি দিবো না তার জন্য আপনাকেও কিছু দিতে হবে আমায়,,,,,,
,
মেয়েটা চুপ করে আমার সামনে দাড়িয়ে আছে।আমি একটু পর পর ঘড়ির দিকে তাকাচ্ছি আর মেয়েটা ঠিক কতো মিনিট যাবত চুপ করে আছে সেটাই দেখছি। আসলে মেয়েটার নাম হচ্ছে মৌমিতা এই তো মাএ সেদিনই তার সাথে পরিচয়। তাও রাস্তা পার হতে গিয়ে আমি রাস্তা পার হচ্ছি এমন সময় আমার অপর পাশ থেকে দ্রুত গতিতে একটা বাস ছুটে আসছিলো।ঠিক তখনই মেয়েটা আমাকে বাচালো তারপরই তার নাম জানতে পারলাম,,,,,,
,
বাহ তাও তো আমার কিছু একটা আপনাকে মুগ্ধ করেছে আমাকে ভালোবাসার জন্য,,,,,
,
কিছুটা সেই রকমই ভাবতে পারেন,,,,,,
তো আপনি আমাকে কেনো ভালোবাসেন,,,???
,
আমার শারিরিক চাহিদা মেটানোর জন্য,,,,,
,
বাহ আপনি তো দেখছি আমার চাইতেও ফাষ্ট,,,,
,
কি করবো বলুন ডিজিটাল বাংলাদেশে আন ডিজিটাল পোলা কেমন দেখায় না,,,,???
,
তা অবশ্য ঠিকই বলেছেন,,,,,
,
হুম। তো বলুন আমার চাহিদা মেটানোর জন্য আপনাকে কত টাকা দিতে হবে,,,,??
,
আপনি ভুল ভাবছেন আমি সেইরকম মেয়ে না,,,,,
,
তাহলে কোন রকম মেয়ে,,,,??
,
আপনি বললেই আমি আপনার সাথে বিছানাতে শুয়ে পরবো এটা আপনার ভুল ধারণা,,,,,
,
হাহাহা এই তো বললেন আপনি আমাকে টাকার জন্য ভালোবাসেন তাহলে টাকা তো আমি এমনি দিবো না তার জন্য আপনাকেও কিছু দিতে হবে আমায়,,,,,,
,
মেয়েটা চুপ করে আমার সামনে দাড়িয়ে আছে।আমি একটু পর পর ঘড়ির দিকে তাকাচ্ছি আর মেয়েটা ঠিক কতো মিনিট যাবত চুপ করে আছে সেটাই দেখছি। আসলে মেয়েটার নাম হচ্ছে মৌমিতা এই তো মাএ সেদিনই তার সাথে পরিচয়। তাও রাস্তা পার হতে গিয়ে আমি রাস্তা পার হচ্ছি এমন সময় আমার অপর পাশ থেকে দ্রুত গতিতে একটা বাস ছুটে আসছিলো।ঠিক তখনই মেয়েটা আমাকে বাচালো তারপরই তার নাম জানতে পারলাম,,,,,,
মেয়েটা বেশ কিছুখন যাবত মাথাটা নিচু করে দাড়িয়ে আছে আমার সামনে। ডান হাত দিয়ে বাম হাতের বুড়া আঙ্গুলটা একটু পর পর টান টানছে। মনে হচ্ছে মেয়েটার চোখ থেকে কিছু একটা বেড়িয়ে আসলো। মেয়েটা কেদে দিলো মনে হচ্ছে,,,,,,
চোখের পানিটা মুছে মাথা উচু করে আমার দিকে তাকালো,,,,
,
আমি রাজি,,,,,
,
কিসে রাজি,,??
,
আপনার চাহিদা মিটাতে,,,,,
,
তাহলে বসুন গাড়িতে আমার বাড়িতে নিয়ে যাই সেখাইনেই আমরা না হয় আজকে রাতটা কাটাবো,,,,,
,
হ্যাঁ চলুন,,,,
,
গাড়ি চলছে মেয়েটা গাড়ির কালো গ্লাসের ভেতর দিয়ে রাতের রাস্তাটা দেখছে। আসলে দেখছে বললে ভুল হবে মেয়েটা কাদছে। আমার সামনে কাদতে তার হয় তো সংকোচ বোধ হচ্ছে তাই পাশ ফিরে কাদছে। ল্যামপোস্টের নিয়ন আলোয় পরিবেশটা অসাধারণ লাগছে। যদি এই মুহূর্ত্বে মেয়েটা সাথে না থাকতো তাহলে গাড়িটা রাস্তার পাশে রেখে এতোক্ষনে আমি আনমনা রাস্তার পাশ দিয়ে হেটে চলতাম,,,,,,
চোখের পানিটা মুছে মাথা উচু করে আমার দিকে তাকালো,,,,
,
আমি রাজি,,,,,
,
কিসে রাজি,,??
,
আপনার চাহিদা মিটাতে,,,,,
,
তাহলে বসুন গাড়িতে আমার বাড়িতে নিয়ে যাই সেখাইনেই আমরা না হয় আজকে রাতটা কাটাবো,,,,,
,
হ্যাঁ চলুন,,,,
,
গাড়ি চলছে মেয়েটা গাড়ির কালো গ্লাসের ভেতর দিয়ে রাতের রাস্তাটা দেখছে। আসলে দেখছে বললে ভুল হবে মেয়েটা কাদছে। আমার সামনে কাদতে তার হয় তো সংকোচ বোধ হচ্ছে তাই পাশ ফিরে কাদছে। ল্যামপোস্টের নিয়ন আলোয় পরিবেশটা অসাধারণ লাগছে। যদি এই মুহূর্ত্বে মেয়েটা সাথে না থাকতো তাহলে গাড়িটা রাস্তার পাশে রেখে এতোক্ষনে আমি আনমনা রাস্তার পাশ দিয়ে হেটে চলতাম,,,,,,
ওহ আমার পরিচয়ই তো দেওয়া হয় নি আমি আবির। এই শহরের কর্মরত মানুষদের মাঝে আমি একজন সারাদিন কাজের মাঝে ডুবে থাকাই আমার কাজ। বাবার এতোগুলা ব্যবসার দেখাশুনা আমি নিজেই করি। বয়স মোটামোটি হয়েছে তবে দেখলে ওতোটা বুঝা যায় না তাই সবাই মনে করে আমি অবিবাহিত। এই মেয়েটাও তাই মনে করছে তাই গত ১৫দিন যাবত আমাকে বিভিন্ন ভাবে আমার পিছু নিচ্ছে। কখনও ফোন করছে আবার কখনও রাস্তার মাঝে গাড়ির সামনে দাড়িয়ে পড়ছে।
,
এখনও বাসায় যাচ্ছিলাম হঠাৎ করে মেয়েটা গাড়ির সামনে এসে হাজির। তারপরের কথোপোকথন তো শুনলেনই আর কি বলবো। আসলে মেয়েটা ঐ টাইপের মেয়ে না ওর টাকার দরকার এটা ঠিক। তবে টাকাটা নিজের জন্য না সে তার মাকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে এই আজ এমনটা করছে।
আসলে মৌমিতার মা গত ৬মাস যাবত ব্লাড ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে ঢাকার একটা স্বনামধন্য হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
,
এখনও বাসায় যাচ্ছিলাম হঠাৎ করে মেয়েটা গাড়ির সামনে এসে হাজির। তারপরের কথোপোকথন তো শুনলেনই আর কি বলবো। আসলে মেয়েটা ঐ টাইপের মেয়ে না ওর টাকার দরকার এটা ঠিক। তবে টাকাটা নিজের জন্য না সে তার মাকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে এই আজ এমনটা করছে।
আসলে মৌমিতার মা গত ৬মাস যাবত ব্লাড ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে ঢাকার একটা স্বনামধন্য হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ওনার চিকিৎসা খরচ থেকে শুরু করে যাবতিয় যতো খরচা আছে সব কিছু একটা মেয়ের পক্ষে বহন করা সম্ভব না। মৌমিতার বাবা ভাই বোন কেউ নাই বাবা ছোট বেলা মারা গেছে আর সে তার মায়ে এক মাএ সন্তান। কিছু দিন যাবত মৌমিতা শহরের মস্ত বড় ধনীদের সাথে ফ্লার্ট করে টাকা হাতানোর চেষ্টা করছে। তবে সেই টাকাটা সে নিজের জন্য না তার মায়ের চিকিৎসার জন্য নিচ্ছে। আমার সাথেও এমনটাই করার জন্য ভাবছিলো তবে আমি তাকে তেমন কোনো সুযোগ দেইনি।
,
গত পরশু যখন আমাকে ফোনে ভালোবাসি বলছিলো সাথে কান্না করছিলো তখন আমিও তাকে ভালোবাসি কথাটা বলেছিলাম যাতে আজ তাকে কথার প্যাচে ফেলে বাসায় নিয়ে যেতে পারি। মৌমিতাকে বাসায় নিয়ে যাবার একটাই কারণ তাকে আমার অর্ধাঙ্গিনীর সাথে পরিচয় করিয়ে দেওয়া।
আমার ম্যাডাম জানে যে আমার সাথে মৌমিতা আসছে কারণ যখন মৌমিতার সাথে কথা বলছিলাম তখন ম্যাডাম ফোনের লাইনে ছিলো,,,,
,
গত পরশু যখন আমাকে ফোনে ভালোবাসি বলছিলো সাথে কান্না করছিলো তখন আমিও তাকে ভালোবাসি কথাটা বলেছিলাম যাতে আজ তাকে কথার প্যাচে ফেলে বাসায় নিয়ে যেতে পারি। মৌমিতাকে বাসায় নিয়ে যাবার একটাই কারণ তাকে আমার অর্ধাঙ্গিনীর সাথে পরিচয় করিয়ে দেওয়া।
আমার ম্যাডাম জানে যে আমার সাথে মৌমিতা আসছে কারণ যখন মৌমিতার সাথে কথা বলছিলাম তখন ম্যাডাম ফোনের লাইনে ছিলো,,,,
সোডিয়ামের হলুদ আলোটা গাড়ির কাচ ভেদ করে মেয়েটার মুখের উপর পড়ছে। হলুদ আলোয় মেয়েটা চোখের পানি গুলা হলুদ বর্ণ ধারণ করছে। আমি একটু একটু আড় চোখে দেখছি তবে তাকে বুঝতে দিচ্ছি না।
ব্যস্ত নগরি এখন শান্ত রাস্তাঘাট একদম নীরব মাঝে মাঝে রাস্তার বুক চিরে কিছু গাড়ি শা শা করে ছুটে চলছে। গাড়ির কাঁচটা নামিয়ে দিলাম। একটু প্রকৃতির ঠান্ডা বাতাস উপভোগ করার জন্য। যদিও গাড়িতে এসি চলছিলো,,,,,
বাসার গেটের ভিতর ঢুকতেই মৌমিতা চোখ দুটা বড় করে একবার আমার দিকে একবার বাড়ির দিকে তাকাচ্ছে।
,
বাড়ির সদর দরজার সামনে গাড়িটা থামাতেই মৌমিতা হাতপা গুটিয়ে বসে রইলো গাড়ির ভেতরে। তার মনে একটা ভয় আর কিছু প্রশ্নের জন্ম নিচ্ছে জন্ম নেওয়াটাই স্বাভাবিক তারপরেও। একটা মেয়ের জীবনের প্রশ্ন সে তার মাকে বাঁচাতে গিয়ে নিজের শরীর বিলিয়ে দিতে যাচ্ছে,,,,,,,
,
কি হলো নামুন গাড়ি থেকে,,,,,??
,
হ্যাঁ নামছি,,,,,,
,
মাথাটা নিচু করে আমার পিছু পিছু বাড়ির ভিতর আসতে শুরু করলো। বাড়ির সদর দরজায় আমার ম্যাডাম দাড়িয়ে আছে আমার অপেক্ষায়। এটা তার প্রতিদিনের কাজ যতোক্ষন না আমি বাসায় আসবো সে ততোক্ষন বাড়ির দরজায় এভাবেই দাড়িয়ে থাকবে। যদি বলি " দাড়িয়ে থাকার কি আছে আমি আসলে তো তোমাকে ডাকবো "। তার একটাই উওর " আমি দাড়িয়ে থাকলে তোমার কোনো সমস্যা,,?? আর আমি অপেক্ষা না করলে কে করবে শুনি,,??"।
ব্যস্ত নগরি এখন শান্ত রাস্তাঘাট একদম নীরব মাঝে মাঝে রাস্তার বুক চিরে কিছু গাড়ি শা শা করে ছুটে চলছে। গাড়ির কাঁচটা নামিয়ে দিলাম। একটু প্রকৃতির ঠান্ডা বাতাস উপভোগ করার জন্য। যদিও গাড়িতে এসি চলছিলো,,,,,
বাসার গেটের ভিতর ঢুকতেই মৌমিতা চোখ দুটা বড় করে একবার আমার দিকে একবার বাড়ির দিকে তাকাচ্ছে।
,
বাড়ির সদর দরজার সামনে গাড়িটা থামাতেই মৌমিতা হাতপা গুটিয়ে বসে রইলো গাড়ির ভেতরে। তার মনে একটা ভয় আর কিছু প্রশ্নের জন্ম নিচ্ছে জন্ম নেওয়াটাই স্বাভাবিক তারপরেও। একটা মেয়ের জীবনের প্রশ্ন সে তার মাকে বাঁচাতে গিয়ে নিজের শরীর বিলিয়ে দিতে যাচ্ছে,,,,,,,
,
কি হলো নামুন গাড়ি থেকে,,,,,??
,
হ্যাঁ নামছি,,,,,,
,
মাথাটা নিচু করে আমার পিছু পিছু বাড়ির ভিতর আসতে শুরু করলো। বাড়ির সদর দরজায় আমার ম্যাডাম দাড়িয়ে আছে আমার অপেক্ষায়। এটা তার প্রতিদিনের কাজ যতোক্ষন না আমি বাসায় আসবো সে ততোক্ষন বাড়ির দরজায় এভাবেই দাড়িয়ে থাকবে। যদি বলি " দাড়িয়ে থাকার কি আছে আমি আসলে তো তোমাকে ডাকবো "। তার একটাই উওর " আমি দাড়িয়ে থাকলে তোমার কোনো সমস্যা,,?? আর আমি অপেক্ষা না করলে কে করবে শুনি,,??"।
কথা গুলার মাঝে কপট রাগ আর কপট অভিমান জড়িত থাকে। আমি ফিক করে একটা বলদ মার্কা হাসি দেই আর মহারাণী হাসিটা দেখে একটা ভূবন ভুলানো হাসি দিয়ে বলে ওঠে " এই বলদ মার্কা হাসি দেও কেন হাসতে হাসতে আমার গাল ব্যথা করে "।
তারপর দুজনেই হাসতে শুরু করি আমি হাসির ফাকে মহারাণীর হাসি মাখা মুখের দিকে তাকিয়ে থাকি আর তার ঠোটেঁর গভীরে হারিয়ে যাই।
,
কি ব্যাপার ভিতরে আসুন,,,,,
,
হ্যাঁ আসছি,,,,,,
কিন্তু ওনিকে,,,??
,
হাহাহা ভেতরে আসুন তারপর জানতে পারবেন,,,,,
,
মেয়েটা অনেকটা চমকে গেছে আমার বউকে দেখে আসলে চমকে যাবারই কথা। সে তো ভেবেছিলো আমি অবিবাহিত,,,,,,,
,
আপনার সাথে পরিচয় করিয়ে দেই উনি হচ্ছে আমার অর্ধাঙ্গীনি,,,,,
,
আপনি বিবাহিত,,,,??
,
হ্যাঁ বিবাহিত,,,,,,
,
তাহলে আমাকে বাসায় নিয়ে আসলেন কেনো,,,??
,
বলছি,,,,,,
আপনার সম্পর্কে আমার ম্যাডাম সব কিছু জানে আর আমি এটাও জানি কেনো আপনি আজ এই পথে,,,,,
,
কি বলছেন,,?? ( অনেকটা চমকে গিয়ে)
,
হ্যাঁ। চিন্তা করবেন না আপনার মায়ের চিকিৎসার সকল খরচ দিয়ে দেওয়া হয়েছে আশা করি আপনার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে,,,,,
,
মেয়েটা কিছু বলতে পারছে না তার চোখ থেকে অশ্রু গুলো গড় গড় করে গড়িয়ে পড়ছে,,,,,
,
এই মেয়ে কাদছো কেন,,,???
একদম কাদবা না,,,,, ( ম্যাডাম ) (মানে আমার বউ)
,
আসলে কি বলবো আপনাকে ঠিক বুঝতে পারছি না,,,,,
,
কিচ্ছু বলতে হবে না যাও ফ্রেশ হও তারপর খাওয়া দাওয়া করও,,,,,,,
কাল সকালে আমরা সবাই তোমার মাকে দেখতে যাবো,,,,,, (মেডাম)
,
সত্যি যাবেন আপনারা,,,?? ( চোখের পানির সাথে এক চিতলে হাসি ফুটে উঠলো মেয়েটার মুখে)
,
হ্যাঁ সত্যি যাব,,,,,,,,, ( ম্যাডাম )
,
মেয়েটা আবারও খুশিতে কেদে দিলো। আমার ম্যাডাম আমার দিকে আড় চোখে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। মেয়েটা সামনে থেকে চলে যেতেই ম্যাডামের প্রশ্ন,,,
,
তুমি ঐ মেয়েটার সামনেও আমাকে ম্যাডাম বলে ডাকলা কেন,,,?
,
কি করব তুমি তো জানোই তোমাকে নাম ধরে ডাকতে আমার ভালোলাগে না,,,
,
তাই বলে অপরিচিত কারও সামনেও ম্যাডাম বলে ডাকবা,,,,,??
,
হু ডাকব,,,,,
,
আমার ভালোলাগে না,,,,,
,
তাহলে অন্য কাউকে ম্যাডাম বলে ডাকব নে,,,??
,
কিহহহহহ খুন করে ফেলব একবারে,,,,,,,
,
কাকে,,??
,
যাকে ম্যাডাম বলে ডাকবা তাকে আর সাথে তোমাকেও,,,,,,,
,
থাক ম্যাডাম খুন করতে হবে না আপনাকেই ম্যাডাম বলে ডাকবো এবার খুশি,,,,,,,??
,
ম্যাডাম মুচকি একটা হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরলো।
তারপর দুজনেই হাসতে শুরু করি আমি হাসির ফাকে মহারাণীর হাসি মাখা মুখের দিকে তাকিয়ে থাকি আর তার ঠোটেঁর গভীরে হারিয়ে যাই।
,
কি ব্যাপার ভিতরে আসুন,,,,,
,
হ্যাঁ আসছি,,,,,,
কিন্তু ওনিকে,,,??
,
হাহাহা ভেতরে আসুন তারপর জানতে পারবেন,,,,,
,
মেয়েটা অনেকটা চমকে গেছে আমার বউকে দেখে আসলে চমকে যাবারই কথা। সে তো ভেবেছিলো আমি অবিবাহিত,,,,,,,
,
আপনার সাথে পরিচয় করিয়ে দেই উনি হচ্ছে আমার অর্ধাঙ্গীনি,,,,,
,
আপনি বিবাহিত,,,,??
,
হ্যাঁ বিবাহিত,,,,,,
,
তাহলে আমাকে বাসায় নিয়ে আসলেন কেনো,,,??
,
বলছি,,,,,,
আপনার সম্পর্কে আমার ম্যাডাম সব কিছু জানে আর আমি এটাও জানি কেনো আপনি আজ এই পথে,,,,,
,
কি বলছেন,,?? ( অনেকটা চমকে গিয়ে)
,
হ্যাঁ। চিন্তা করবেন না আপনার মায়ের চিকিৎসার সকল খরচ দিয়ে দেওয়া হয়েছে আশা করি আপনার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে,,,,,
,
মেয়েটা কিছু বলতে পারছে না তার চোখ থেকে অশ্রু গুলো গড় গড় করে গড়িয়ে পড়ছে,,,,,
,
এই মেয়ে কাদছো কেন,,,???
একদম কাদবা না,,,,, ( ম্যাডাম ) (মানে আমার বউ)
,
আসলে কি বলবো আপনাকে ঠিক বুঝতে পারছি না,,,,,
,
কিচ্ছু বলতে হবে না যাও ফ্রেশ হও তারপর খাওয়া দাওয়া করও,,,,,,,
কাল সকালে আমরা সবাই তোমার মাকে দেখতে যাবো,,,,,, (মেডাম)
,
সত্যি যাবেন আপনারা,,,?? ( চোখের পানির সাথে এক চিতলে হাসি ফুটে উঠলো মেয়েটার মুখে)
,
হ্যাঁ সত্যি যাব,,,,,,,,, ( ম্যাডাম )
,
মেয়েটা আবারও খুশিতে কেদে দিলো। আমার ম্যাডাম আমার দিকে আড় চোখে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। মেয়েটা সামনে থেকে চলে যেতেই ম্যাডামের প্রশ্ন,,,
,
তুমি ঐ মেয়েটার সামনেও আমাকে ম্যাডাম বলে ডাকলা কেন,,,?
,
কি করব তুমি তো জানোই তোমাকে নাম ধরে ডাকতে আমার ভালোলাগে না,,,
,
তাই বলে অপরিচিত কারও সামনেও ম্যাডাম বলে ডাকবা,,,,,??
,
হু ডাকব,,,,,
,
আমার ভালোলাগে না,,,,,
,
তাহলে অন্য কাউকে ম্যাডাম বলে ডাকব নে,,,??
,
কিহহহহহ খুন করে ফেলব একবারে,,,,,,,
,
কাকে,,??
,
যাকে ম্যাডাম বলে ডাকবা তাকে আর সাথে তোমাকেও,,,,,,,
,
থাক ম্যাডাম খুন করতে হবে না আপনাকেই ম্যাডাম বলে ডাকবো এবার খুশি,,,,,,,??
,
ম্যাডাম মুচকি একটা হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরলো।
বর্তমান সমাজে মৌমিতার মত এমন অনেক মেয়ে আছে যারা নিজের ইচ্ছায় নয় পরিস্থিতি তাদের বাধ্য করছে এই পেশায় নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য। কেউ মুখ বুঝে সহ্য করে যাচ্ছে আবার কেউ সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিচ্ছে,,,,,,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন