রাস্তার ধারে ১ ঘণ্টা থেকে বসে আছি, ভাবছি যাবো কি না? ভাইয়া, আরেক কাপ চা দেন তো।
দোকানদারঃ ভাই, আবার ও কি লেবু চা দিবো?
আমি- হ্যাঁ দেন ভাই।
দোকানদার- একটা কথা বলবো ভাই?
আমি- বলেন।
।।
দোকানদার- এক ঘণ্টা থেকে এভাবেই বসে আছেন, কিছু একটা তো ভাবছেন, কি হয়েছে ভাই?
আমি- সামনে এই অফিস দেখছেন?
দোকানদার- হ্যাঁ, দেখবো না কেন? ১৫ বছর থেকে এখানে চা বিক্রি করি।
আমি- আজ ভাইবা আছে।
দোকানদার- ভালো কথা তো, তো ভাই আপনার বাপ কি মুক্তিযোদ্ধা? বা টাকা দিয়ে সিস্টেম করেছেন?
আমি- না ভাই।
।।
দোকানদার- তাহলে চাকুরী হবে না মনে হয়। তারপর ও চেষ্টা করেন, আমার কথায় কিছু ভুল থাকলে ক্ষমা করবেন, কিন্তু এই কিছু বছর থেকে সেটায় দেখছি।
আমি- না, আপনি সত্যি বলছেন।
।।
হটাৎ একটা ফোন আসলো,
আমি- কি খবর বন্ধু?
সোহেল- তুই কোথায়? আজ আসবি না নাকি?
আমি- না আমি চাকুরীর ভাইবা টা দিতে এসেছি।
সোহেল- তুই পাগল নাকি? জানিস যে তোর চাকুরী হবে না, তারপর ও ইউনিভার্সিটির পরীক্ষা বাদ দিয়ে তুই ঐ ভাইবা দিতে গেছিস?
।।
আমি- আমি জানি আমার চাকুরী হবে না, কিন্তু আজ আমি আমার জন্য আসি নি, এসেছি আমার মতো হাজার ছেলের জন্য।
সোহেল- স্যার আজ নাম্বার না দিলে বুঝবি, তখন আবার ১ বছর তোকে অপেক্ষা করতে হবে, তখন ঐ হাজার ছেলে আসবে না ভাই। এখন ও সময় আছে, তুই আয়।
আমি- না রে। তুই পরীক্ষা দে, আচ্ছা রাখি, আমার ও সময় হচ্ছে।
।।
ফোন টা রেখে আমি অফিসে প্রবেশ করলাম।
।।
এক ঘণ্টা পর আমার রোল নাম্বার ডাকা হলো।
আমি- আসসালামুআলাইকুম.........
পরীক্ষক- ওলাইকুম- আসসালাম। বসেন
আমি- জি ধন্যবাদ।
পরীক্ষক ১- আপনার নাম?
আমি- মোঃ ইমরান আহমেদ।
পরীক্ষক২ - আপনি কোন পোস্টের জন্য আবেদন করেছেন?
আমি- কম্পিউটার অপারেটর
।।
পরীক্ষক৩- আচ্ছা তাহলে বলেন, কম্পিউটার কি?
আমি- কম্পিউটার একটা গণনাকারী যন্ত্র!
পরীক্ষক ২- Tell me, the application software is used for calculation?
আমি- Microsoft Excel.
পরীক্ষক১- আচ্ছা বিট আর বাইট এর মধ্যে পার্থক্য কি?
আমি- বিট বলতে 0 বা 1 কম্পিউটারের ভাষায় একটা অক্ষর মাত্র আর এই রকম ৮ বিট নিয়ে ১ বাইট।
।।
পরীক্ষক২ - E-mail এর পূর্ণ নাম কি?
আমি-E-mail এর পূর্ণ নাম, Electronic mail…
পরীক্ষক২ - আমাদের জাতীয় কবি কতো সালে মৃত্যু বরন করেন?
আমি- আগস্ট ২৯, ১৯৭৬ সাল।
।।
পরীক্ষক৩ - ঠিক আছে, আচ্ছা কিছু আন্তর্জাতিক সংস্থার নাম বলেন।
আমি- জাতিসংঘ, সার্ক, ন্যাটো, ইইউ
পরীক্ষক১- সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?
আমি- আফগানিস্থান।
।।
পরীক্ষক১ - RAM ও ROM এর মধ্যে মূল পার্থক্য কি?
আমি- ram এর অর্থ, random access memory, আর ROM মানে read only memory , ram-এ আমারা কিছু ডাটা কিছু সময়ের জন্য সংরক্ষণ করতে পারি, আর rom শুধু পড়ার জন্য ওখানে কিছু insart বা delete করতে পারি না।
।।
পরীক্ষক ১ - ৫ টাকায় ৮ টা কলা বিক্রি করলে ২৫% ক্ষতি হয়, প্রতি ডজন কলার ক্রয় মূল্য কতো? (আপনি চাইলে খাতা ব্যাবহার করতে পারেন)
আমি- ধন্যবাদ স্যার! স্যার, ১০ টাকা।
পরীক্ষক২ - ৯৯০ এর বর্গ কতো?
আমি- ৯৮০১০০
পরীক্ষক ৩ - ক্যালকুলেটর ছাড়া এতো তাড়াতাড়ি কীভাবে করলেন?
আমি- স্যার, (a-〖b)〗^2 সূত্র ব্যাবহার করে।
।।
পরীক্ষক১ - কারক করতো প্রকার?
আমি- ৬ প্রকার।
পরীক্ষক২ - ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেলো, এটা translate করেন
আমি- the patient had died died before the doctor
পরীক্ষক ৩- WWW এর পূর্ণ নাম?
আমি- world Wide Web
পরীক্ষক১- IP মানে?
আমি- Internet protocol
।।
পরীক্ষক ২- আচ্ছা ভূগোল শব্দের অর্থ কি?
আমি- ভু- অর্থ পৃথিবী, আর গোল অর্থ গোলাকার, এর পুরো অর্থ হল, পৃথিবী গোলাকার
পরীক্ষক২ - পদ্মা নদী কয় দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়।
আমি- চার দেশে।
পরীক্ষক ১- অপটিক্যাল ফাইবার কি?
আমি- অপটিক্যাল ফাইবার এক ধরণের পাতলা, স্বচ্ছ তন্তু বিশেষ, যা সাধারণত কাঁচ বা প্লাস্টিক দিয়ে বানানো, যা আলো পরিবহন করে।
।।
পরীক্ষক৩ - পানির PH মান কতো হলে সেটা বিশুদ্ধ বা ভালো বলা যায়?
আমি- ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির পি.এইচ ৭ যাকে পি.এইচ স্কেলের নিরপেক্ষ মান হিসেবে ধরা হয়। যাদের পি.এইচ ৭ এর নিচে তাদের অম্ল এবং যাদের পি.এইচ ৭ এর ওপরে তাদের ক্ষারক বলা হয়
পরীক্ষক ৩- Aluminum atomic number?
।।
আমি- স্যার! আমি জানি আমার চাকুরী হবে না, এজন্য আপনারা আমাকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছেন, কম্পিউটার অপারেটর পদের জন্য আপনারা রসায়ন আর পদার্থ আর ভূগোলের প্রশ্ন করছেন। এই পদের জন্য, ১৫ টি আসন রয়েছে, আমার জানার ভুল না হলে, এর মধ্যে ১৩ টি মুক্তিযোদ্ধার জন্য, আর বাকী ২ টি টাকার বিনিময়ে আগেই চাকুরী হয়ে গেছে, আজ আমার ইউনিভার্সিটির ফাইনাল একটা পরীক্ষা আছে, এই পরীক্ষা না দিলে আমি ১ বছর পিছিয়ে যাবো, তারপর ও আমি পরীক্ষা বাদ দিয়ে এখানে এসেছি।
।।
হয়তো ভাব্বেন, আমি বোকা এজন্য এখানে জানি যে চাকুরী হবে না তাও এসেছি, আমি আজ আমার জন্য আসিনি এসেছি, আমার মতো আরও হাজার ছেলের জন্য, আপনাদের কিছু কথা বলতে এসেছি, আমার কাছে মুক্তিযোদ্ধার কোটা নাই, এজন্য আমার চাকুরী হবে না, কিন্তু আপনারা বিজ্ঞপ্তিতে তো এটা উল্লেখ করেন নি যে কোটা ছাড়া চাকুরী হবে না।
।।
শেখ মজিবুর সাহেব তিনি কি এই জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করতে চেয়েছিলেন? তখন পাকিস্থানিরা কোটার নামে বাঙ্গালীদের ন্যায্য অধিকার দিতো না, আজ আপনারা দিচ্ছেন না। আমি জানি মুক্তিযোদ্ধার ১৫% কোটা আছে ভালো কথা, কিন্তু ১৫ পদের জন্য ১৩ টা মুক্তিযোদ্ধার কোটা, এটা কোন ধরণের বিচার? এভাবে আর কতো দিন? আমার বাবা বা নানা-দাদা মুক্তিযোদ্ধা না বা আমার বাবার অনেক টাকা নাই এজন্য আমার যোগ্যতা থাকা সত্তেও আমি চাকুরী পাবো না, এটা কোন ধরণের নিয়ম?
।।
এই স্যার! আমারা বাঙালী, যারা ভাষার জন্য জীবন দিয়েছি, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমারা এখন ও স্বাধীন না স্যার। স্যার আপনারা তো অনেক শিক্ষিত মানুষ, এই পৃথিবীর পর ও যে আরেকটা যায়গা আছে, ওটা মনে আছে তো? স্যার আমারা ১৪ এপ্রিলে শাড়ী আর পাঞ্জাবী পরে সাজি বাঙালী, আর শবে-বরাতের রাতে সাজি মুসলিম। শুক্রবারের নামায টা ঠিক ভাবে আদায় করি না, আর ২৭-এ রমযানে রাত জাগার জন্য, জিলেপি আর মুড়ির বস্তা কিনে মসজিদে দান করি।
স্যার! এটাই বাস্তবতা।
দোকানদারঃ ভাই, আবার ও কি লেবু চা দিবো?
আমি- হ্যাঁ দেন ভাই।
দোকানদার- একটা কথা বলবো ভাই?
আমি- বলেন।
।।
দোকানদার- এক ঘণ্টা থেকে এভাবেই বসে আছেন, কিছু একটা তো ভাবছেন, কি হয়েছে ভাই?
আমি- সামনে এই অফিস দেখছেন?
দোকানদার- হ্যাঁ, দেখবো না কেন? ১৫ বছর থেকে এখানে চা বিক্রি করি।
আমি- আজ ভাইবা আছে।
দোকানদার- ভালো কথা তো, তো ভাই আপনার বাপ কি মুক্তিযোদ্ধা? বা টাকা দিয়ে সিস্টেম করেছেন?
আমি- না ভাই।
।।
দোকানদার- তাহলে চাকুরী হবে না মনে হয়। তারপর ও চেষ্টা করেন, আমার কথায় কিছু ভুল থাকলে ক্ষমা করবেন, কিন্তু এই কিছু বছর থেকে সেটায় দেখছি।
আমি- না, আপনি সত্যি বলছেন।
।।
হটাৎ একটা ফোন আসলো,
আমি- কি খবর বন্ধু?
সোহেল- তুই কোথায়? আজ আসবি না নাকি?
আমি- না আমি চাকুরীর ভাইবা টা দিতে এসেছি।
সোহেল- তুই পাগল নাকি? জানিস যে তোর চাকুরী হবে না, তারপর ও ইউনিভার্সিটির পরীক্ষা বাদ দিয়ে তুই ঐ ভাইবা দিতে গেছিস?
।।
আমি- আমি জানি আমার চাকুরী হবে না, কিন্তু আজ আমি আমার জন্য আসি নি, এসেছি আমার মতো হাজার ছেলের জন্য।
সোহেল- স্যার আজ নাম্বার না দিলে বুঝবি, তখন আবার ১ বছর তোকে অপেক্ষা করতে হবে, তখন ঐ হাজার ছেলে আসবে না ভাই। এখন ও সময় আছে, তুই আয়।
আমি- না রে। তুই পরীক্ষা দে, আচ্ছা রাখি, আমার ও সময় হচ্ছে।
।।
ফোন টা রেখে আমি অফিসে প্রবেশ করলাম।
।।
এক ঘণ্টা পর আমার রোল নাম্বার ডাকা হলো।
আমি- আসসালামুআলাইকুম.........
পরীক্ষক- ওলাইকুম- আসসালাম। বসেন
আমি- জি ধন্যবাদ।
পরীক্ষক ১- আপনার নাম?
আমি- মোঃ ইমরান আহমেদ।
পরীক্ষক২ - আপনি কোন পোস্টের জন্য আবেদন করেছেন?
আমি- কম্পিউটার অপারেটর
।।
পরীক্ষক৩- আচ্ছা তাহলে বলেন, কম্পিউটার কি?
আমি- কম্পিউটার একটা গণনাকারী যন্ত্র!
পরীক্ষক ২- Tell me, the application software is used for calculation?
আমি- Microsoft Excel.
পরীক্ষক১- আচ্ছা বিট আর বাইট এর মধ্যে পার্থক্য কি?
আমি- বিট বলতে 0 বা 1 কম্পিউটারের ভাষায় একটা অক্ষর মাত্র আর এই রকম ৮ বিট নিয়ে ১ বাইট।
।।
পরীক্ষক২ - E-mail এর পূর্ণ নাম কি?
আমি-E-mail এর পূর্ণ নাম, Electronic mail…
পরীক্ষক২ - আমাদের জাতীয় কবি কতো সালে মৃত্যু বরন করেন?
আমি- আগস্ট ২৯, ১৯৭৬ সাল।
।।
পরীক্ষক৩ - ঠিক আছে, আচ্ছা কিছু আন্তর্জাতিক সংস্থার নাম বলেন।
আমি- জাতিসংঘ, সার্ক, ন্যাটো, ইইউ
পরীক্ষক১- সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?
আমি- আফগানিস্থান।
।।
পরীক্ষক১ - RAM ও ROM এর মধ্যে মূল পার্থক্য কি?
আমি- ram এর অর্থ, random access memory, আর ROM মানে read only memory , ram-এ আমারা কিছু ডাটা কিছু সময়ের জন্য সংরক্ষণ করতে পারি, আর rom শুধু পড়ার জন্য ওখানে কিছু insart বা delete করতে পারি না।
।।
পরীক্ষক ১ - ৫ টাকায় ৮ টা কলা বিক্রি করলে ২৫% ক্ষতি হয়, প্রতি ডজন কলার ক্রয় মূল্য কতো? (আপনি চাইলে খাতা ব্যাবহার করতে পারেন)
আমি- ধন্যবাদ স্যার! স্যার, ১০ টাকা।
পরীক্ষক২ - ৯৯০ এর বর্গ কতো?
আমি- ৯৮০১০০
পরীক্ষক ৩ - ক্যালকুলেটর ছাড়া এতো তাড়াতাড়ি কীভাবে করলেন?
আমি- স্যার, (a-〖b)〗^2 সূত্র ব্যাবহার করে।
।।
পরীক্ষক১ - কারক করতো প্রকার?
আমি- ৬ প্রকার।
পরীক্ষক২ - ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেলো, এটা translate করেন
আমি- the patient had died died before the doctor
পরীক্ষক ৩- WWW এর পূর্ণ নাম?
আমি- world Wide Web
পরীক্ষক১- IP মানে?
আমি- Internet protocol
।।
পরীক্ষক ২- আচ্ছা ভূগোল শব্দের অর্থ কি?
আমি- ভু- অর্থ পৃথিবী, আর গোল অর্থ গোলাকার, এর পুরো অর্থ হল, পৃথিবী গোলাকার
পরীক্ষক২ - পদ্মা নদী কয় দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়।
আমি- চার দেশে।
পরীক্ষক ১- অপটিক্যাল ফাইবার কি?
আমি- অপটিক্যাল ফাইবার এক ধরণের পাতলা, স্বচ্ছ তন্তু বিশেষ, যা সাধারণত কাঁচ বা প্লাস্টিক দিয়ে বানানো, যা আলো পরিবহন করে।
।।
পরীক্ষক৩ - পানির PH মান কতো হলে সেটা বিশুদ্ধ বা ভালো বলা যায়?
আমি- ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির পি.এইচ ৭ যাকে পি.এইচ স্কেলের নিরপেক্ষ মান হিসেবে ধরা হয়। যাদের পি.এইচ ৭ এর নিচে তাদের অম্ল এবং যাদের পি.এইচ ৭ এর ওপরে তাদের ক্ষারক বলা হয়
পরীক্ষক ৩- Aluminum atomic number?
।।
আমি- স্যার! আমি জানি আমার চাকুরী হবে না, এজন্য আপনারা আমাকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছেন, কম্পিউটার অপারেটর পদের জন্য আপনারা রসায়ন আর পদার্থ আর ভূগোলের প্রশ্ন করছেন। এই পদের জন্য, ১৫ টি আসন রয়েছে, আমার জানার ভুল না হলে, এর মধ্যে ১৩ টি মুক্তিযোদ্ধার জন্য, আর বাকী ২ টি টাকার বিনিময়ে আগেই চাকুরী হয়ে গেছে, আজ আমার ইউনিভার্সিটির ফাইনাল একটা পরীক্ষা আছে, এই পরীক্ষা না দিলে আমি ১ বছর পিছিয়ে যাবো, তারপর ও আমি পরীক্ষা বাদ দিয়ে এখানে এসেছি।
।।
হয়তো ভাব্বেন, আমি বোকা এজন্য এখানে জানি যে চাকুরী হবে না তাও এসেছি, আমি আজ আমার জন্য আসিনি এসেছি, আমার মতো আরও হাজার ছেলের জন্য, আপনাদের কিছু কথা বলতে এসেছি, আমার কাছে মুক্তিযোদ্ধার কোটা নাই, এজন্য আমার চাকুরী হবে না, কিন্তু আপনারা বিজ্ঞপ্তিতে তো এটা উল্লেখ করেন নি যে কোটা ছাড়া চাকুরী হবে না।
।।
শেখ মজিবুর সাহেব তিনি কি এই জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করতে চেয়েছিলেন? তখন পাকিস্থানিরা কোটার নামে বাঙ্গালীদের ন্যায্য অধিকার দিতো না, আজ আপনারা দিচ্ছেন না। আমি জানি মুক্তিযোদ্ধার ১৫% কোটা আছে ভালো কথা, কিন্তু ১৫ পদের জন্য ১৩ টা মুক্তিযোদ্ধার কোটা, এটা কোন ধরণের বিচার? এভাবে আর কতো দিন? আমার বাবা বা নানা-দাদা মুক্তিযোদ্ধা না বা আমার বাবার অনেক টাকা নাই এজন্য আমার যোগ্যতা থাকা সত্তেও আমি চাকুরী পাবো না, এটা কোন ধরণের নিয়ম?
।।
এই স্যার! আমারা বাঙালী, যারা ভাষার জন্য জীবন দিয়েছি, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমারা এখন ও স্বাধীন না স্যার। স্যার আপনারা তো অনেক শিক্ষিত মানুষ, এই পৃথিবীর পর ও যে আরেকটা যায়গা আছে, ওটা মনে আছে তো? স্যার আমারা ১৪ এপ্রিলে শাড়ী আর পাঞ্জাবী পরে সাজি বাঙালী, আর শবে-বরাতের রাতে সাজি মুসলিম। শুক্রবারের নামায টা ঠিক ভাবে আদায় করি না, আর ২৭-এ রমযানে রাত জাগার জন্য, জিলেপি আর মুড়ির বস্তা কিনে মসজিদে দান করি।
স্যার! এটাই বাস্তবতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন