কতদিন আমি আমাদের ওখানে যাইনি। কতদিন সবাইকে দেখিনি। খুব মিস করতেছি সবাইকে। ইচ্ছে করতেছে এই সবকিছু ফেলেই এক দৌড়ে যেন চলে যাই। আমি আবার আগের মতো আমার নিজের ঘরে নিজের মতো করে হেসে খেলে ভাইয়াদের সাথে দিন কাটাই। এই ভাইয়ারাই আমার জীবনের সব ছিল, আইমিন এখনো। ভাইয়া যতবারই ফোন করে ততবারই বলে, বোন আয় না একবার কতদিন তুকে দেখিনি কতদিন তুকে হাতে ছুঁয়ে আদর করিনি, কতদিন তুকে পাশে বসে খাওয়াইনি, জানিস এখনো হঠাৎ করে করে তুর সেই উচ্ছসিত আওয়াজ শুনতে পাই, এখনো পুরো ঘরময় তুর ছায়া চোখে ভাসে আর তুর চলার ছোট্ট সেই চেনা ছন্দে যেন চমকে উঠি। উঠোন পুকুর ঘাট পুকুর পাড় সবকিছু তুর শুণ্যতায় যেন খাঁ খাঁ করে। আচ্ছা এভাবে বললে কি আর থাকা যায়? মনকে আর ধরে রাখা যায়? আর তাই কত্ত করে বলছিলাম ওকে। রাজিও তো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এটা কি হলো?
ওকে বলছি, আমাকে শুধু একবার যেতে দাওনা ওখানে আমার প্রিয় মানুষ গুলার কাছে যারা আমার হৃদয়ের স্পন্দন, যাদেরকে আমি প্রতিটি মুহুর্তে হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে অনুভব করি আর যাদের আদর ভালবাসায় আজ আমি এত বড় হতে পারছি বলে তোমার হতে পারছি,,,,,,,,। তুমি জাননা যে, ওদের সবাইকে আমি কত্ত মিস করতেছি,,,,, এত কিছু শুনার পর ও বলল, তুমি একটা কাজ করনা তুমি সবাইকে এখানে আসতে বলো। আচ্ছা এটা একটা কথা হয়?
তারপর বললাম, আমার সেই ঘর, ঘরের দরজা জানালা, আসবাব পত্র থেকে শুরু করে ওখানকার সব কিছুতে আমার সেই শিশু কিশোর বেলার কত শত স্মৃতি জড়িয়ে আছে, তুমি জান? আমি শুধু একবার গিয়ে আমার স্মৃতি গুলোকে একটু ছুঁয়ে আসব। যেতে দাওনা প্লিজ,,,,,,,,,,,,। এবার বলল এভাবে ,,,,,, ওরকম করে কেন বলতেছো?, ঐ সবকিছুর ছবি দেখলেই তো হয়,,,,,। আচ্ছা ছবি দিয়ে কি সব হয়?
আমিও নাছোড় বান্দা আবার বললাম, দেখো ওখানকার আলো বাতাশ প্রকৃতি যে গুলো আমাকে ছোট থেকে বড় করেছে আমাকে বাঁচিয়েছে আমি এখনো ঐসব কিছুকে আমার ভাল থাকার, সুস্থ থাকার, এমন কি বেঁচে থাকার উপাদান মনে করি, যা তুমি বুঝছোনা,, আমি শুধু কদিন গিয়ে আমার সেই চির চেনা প্রকৃতির সাথে একটু মিশে আসব, দেখবা আমি যেন আরো হাজার বছর তোমার হাতে হাত রেখে বাঁচার অনুপ্রেরনা পাব। দেখি এবার নিশ্চুপ,,, কিরে চুপ করে আছো কেন? কিছু তো একটা বলো,,,, প্লিজ,,,,,,,।
এবার খুব ক্ষীন স্বরে বলল,, ওকে যাও তাহলে, দু/তিনদিন থেকে আসো। ওয়াও! এবার তো খুশিতে আমার নাচতে ইচ্ছে করতেছে। ভাইয়াকে ফোন করলাম, বললাম ও আমাকে যেতে দেবে বলছে কাউকে নিতে পাঠাও,,, কত তোড় জোড়, ব্যাগ গুছানো এই সেই কত প্রস্তুতি,,,,, আমি তো খুবই এক্সাইটেড রাতে ঘুম আসতেছেনা,,,,,,, অবশেষে সেই কাংখিত মুহুর্ত,, ভাইয়া আমাকে নিতে আসছে, বার বার তাড়া দিচ্ছে দেরি হয়ে যাচ্ছে বলে, আর ওদিকে বড় ভাইয়া নাখেয়ে বসে আছে আমি সহ গেলে একসাথে খাব বলে, তাই বার বার ফোন দিচ্ছে,,,,,, একটু পর গাড়িতে উঠবো,,,,,
ঠিক সেই মুহুর্তে ও আমাকে ডাকলো, বললো যাওয়ার আগে একটা প্রমিস করবে? কি বলনা,,,,, না, আগে প্রমিস করো তারপর বলব, তুমি চাইলে প্রমিস রাখতে পারবে। ভাবলাম কি আর হবে, হয়ত বলবে তাড়াতাড়ি চলে আসতে বা নিয়মিত ফোন করতে, আমার তো আবার ওখানে গেলে ফোনের সাথে রিলেশান ঠিক থাকেনা ফোন কই আর আমি কই,,,,,,। তাই এত সাত পাঁচ নাভেবে বললাম আচ্ছা প্রমিস,,,, বলো এবার কি বলবে,,, ও বলল, তুমি যাবেনা, আমি তোমাকে একদিনের জন্যও যেতে দেবনা,, তুমি চলে গেলে আমি বড্ড একা হয়ে যাই,,,,,,।
কিন্তু তুমি ভাইয়াদের বলবে আমি যেতে দিচ্ছি, তুমি ইচ্ছে করে যাচ্ছো না,,,,,,,। এক বার চিন্তা করেন ইমোশ্যনালি ব্লাক মেইল আর কাকে বলে????????? একদিকে প্রাণের মানুষ গুলোর প্রাণের টান আর অন্যদিকে ইমোশ্যনালি ব্লাক মেইল নাকি ভালবাসার টান,,,,,, এবার আমি কোন দিকে যাই!!!!!!
কিন্তু তুমি ভাইয়াদের বলবে আমি যেতে দিচ্ছি, তুমি ইচ্ছে করে যাচ্ছো না,,,,,,,। এক বার চিন্তা করেন ইমোশ্যনালি ব্লাক মেইল আর কাকে বলে????????? একদিকে প্রাণের মানুষ গুলোর প্রাণের টান আর অন্যদিকে ইমোশ্যনালি ব্লাক মেইল নাকি ভালবাসার টান,,,,,, এবার আমি কোন দিকে যাই!!!!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন