ওয়াও দোস্ত কি নামরে ওর।(শুভ)
__কার নাম?(অভি)
__আরে ঐটা দেখ না চিনস কি না?
__হুম আমাদের পাড়ায় থাকে আন্টির নামটা মনে নাই? .
__শালা আমি তরে ঐ নীল ড্রেস পড়া মেয়েটির কথা বলছি আর তুই আন্টির নাম বলছিস।
__উফফ আস্তে মার সব ভুলে যাব তো?
__কি ভুলবি তুই চল আমার সাথে মেয়েটাকে খুঁজতে হবে তো?
__কোথাও যেতে হবে না,,যে মহিলার কথা বলেছি উনি আমাদের পাড়াতেই থাকে আর ওর নাম নিধি আন্টির মেয়ে।
__ওয়াও Tnq dst ummnmmmah..
__দূর ছাড় আমাকে চল আমার সাথে।
.,.
(অতঃপর শুভ প্রতিদিন অভিদের মাঠে খেলতে যায় উদ্দেশ্য মেয়েটাকে একটু হলেও দেখতে পাওয়া।প্রতিদিন মেয়েটা জানালার কাছে আসে,শুভকেও প্রতিদিন দেখা যায় ঐ মাঠে খেলতে।কিন্তু নিধি একদিনও শুভর মুখের দিকে তাকায় না।শুভর বন্ধুরা প্রায় বলে যে মেয়েটা তর মুখটাই দেখতে চায় না তার জন্য প্রতিদিন এইভাবে সময় নষ্ট করার কি মানে।আরও কত ভালো ভালো মেয়ে আছে ওর মতো এত ভাবওয়ালি না।শুভ রেগে গিয়ে ঝগড়া করতে চাইলে বন্ধুরা সামলে নিয়ে বলে একটা বুন্ধি করলে কেমন হয়।শুভ তার হাতে একটা ট্যেটু করলে মেয়েটা হয়ত সেটা দেখার জন্য একবার হলেও শুভর দিকে তাকাবে।সবার কথাতে শুভ হাতে ট্যেটু করতে রাজি হয়।পরের দিন শুভ হাতে ট্যেটু নিয়ে দাড়িয়ে থাকে মেয়েটি জানালার কাছে আসে এবং হাতে আঁকা ট্যেটুটা দেখে।ওয়াও দোস্তে আমার দিকে তাকিয়েছে।তর মুখের দিকে তাকায় নি।শুভর মনটা আবারও খারাপ হয়ে যায়।
তারকিছু দিন পর মেয়েটাকে রাস্তায় পেয়ে তার সামনে যায়।
__ঐ হ্যালো দাড়াও এখানে?(শুভ)
__জ্বি বলুন।(নিধি)
(মেয়েটি শুভর দিকে না তাকিয়ে হাটছে আর কথা বলছে)
__থামতে বলছি থামুন,আর আমার দিকে তাকিয়ে কথা বল।
(মেয়েটা প্রথম ঐদিন শুভর মুখের দিকে তাকায়)
__তোমার কি কোন ভয় নেই?
__আমি তোমাকে ভালোবাসি এটা বলতে আমার কোন ভয় নেই।তুমি আমাকে ভালোবাস কি না বল।
__পরে বলব।তুমি এবার এখান থেকে যাও Plz.
__না আগে আমার কথার জবাব দাও।
__আমার ভাইয়া পেছনে আসছে যদি জানে তুমি আমার পিছু নিয়েছ এখনেই তোমার লাশ পরে যাবে প্লিজ যাও এখান থেকে।
__আমাকে ভালোবাস কি না বলো নয়ত এখন থেকে আমি কোথাও যাব না।
__এই নিধি কে রে এই ছেলেটা।(নিধির ভাই)
__আমার ফ্রেন্ড?
__ফ্রেন্ড তো এখন কি হয়ছে কলেজে যা।
.
(নিধির জন্য অনেক সময় দাড়িয়ে আছে শুভ।কখন যে আসবে মেয়েটা এত দেড়ি হচ্ছে কেন?কিছুটা চিন্তায় পড়ে যায় কিছু হয় নি তো আবার।নিধির কলেজে যায়।নিধি ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছে শুভকে দেখতে পেয়ে)
__তুমি আবারও আমার পিছু নিয়েছ?
__তোমার দেড়ি হচ্ছে তাই দেখতে আসলাম।
__তোমার কি নিজের কোন ভয় নেই।
__আমি তোমাকে ভালোবাসি নিধি খুব ভালোবাসি তোমায়।
__ঠিক আছে আমিও ভালোবাসব তোমায় কিন্তু একটা শর্তে?
__কি বল আমি রাজি?
__তুমি কখনও আমার সামনে আসবে না?আমার ফেসবুক আইডি আছে রিকুয়েষ্ট দিও ঐখানেই কথা হবে আমাদের।
__ঠিক আছে।
.
(শুভ এখানে বলতে পারত আমি এই শর্ত মানি না।কারণ ভালোবাসা শর্ত দিয়ে হয় না।কিন্তু শুভর বিশ্বাস নিধিও তাকে একদিন খুব ভালোবাসবে তখন সে তাদের মধ্যে থাকা শর্তটাকে ভুলে যাবে।এই বিশ্বাস নিয়ে নিধির শর্তে সে রাজি হয়।কিছু দিন পর নিধির Birthday শুভ কিভাবে Wish করবে ভাবছে সামনে না গিয়ে দূর থেকে একটু স্পেশাল ভাবে Wish করবে।একটা Doll ওর্ডার দিয়ে বানিয়েছে।নিধি Doll খুব পচন্দ করে।অতঃপর নিধির বান্ধবীকে
দিয়ে Gift পাঠিয়ে দেয় শুভ।বন্ধু বান্ধব সবাই অনেক দামি দামি উপহার দিয়েছে কিন্তু শুভর দেওয়া Gift খুব ভালো লাগে নিধির।রাতে Doll টা নিয়ে একটু খেলছিল হাঠাৎ করে Doll টা থেকে চিকন সুরে আওয়াজ আসে Happy birthday to you nidhi!!happy birthday to you.
.
এরপর থেকে নিধি খুজতে থাকে কে তাকে এত সুন্দর একটা উপহার দিল দেখতে হবে কে সে?কেন তার পরিচয় দিল না।বান্ধবিকে জিজ্ঞেস করে। সে বলে আমি নাম বলতে পারব না নিষেধ আছে। Gift box এর ভিতরে একটা ছোট্ট চিরকুট আছে দেখে নিস।নিধি চিরকুট টা দেখে তাতে লেখা "তোমার তুমি কে খুজে নিও তুমি??
রাত্রে শুভর সাথে এই বিষয় নিয়ে কথা হচ্ছে।
__জানো শুভ যে আমাকে এত সুন্দর একটা উপহার দিল ঐ লোকটা কি ফাজিল তার পরিচয়টা আমাকে দিল না?
__দেয় নি তাহলে বুঝবে কি করে কে সে?
__জানি সে আসবে আমার সামনে?তবে আগে তাকে খুঁজতে হবে আমায়।
__কি করে খুঁজবে কিছু বলেছে সে।
__কঠিন একটা কথা বলেছে।তোমার তুমিকে খুঁজে নিও তুমি।
__তাহলে খুঁজে বের করে নাও।
__এখন ঘুমাব শুভ রাত্রি।
__শুভ রাত্রি।
.
(পরের দিন বান্ধবিরা সবাই মিলে আড্ডা দিচ্ছে এমন সময় একটা পিচ্ছি ছেলে নিধিকে দুইটা গোলাপ ফুল আর সাথে একটা চিরকুট দিয়েই একটা দৌড় দেয়।
এই পিচ্ছি দাড়া দাড়া বলে কোন লাভ হয়নি তার আগেই পিচ্ছিটা পালিয়েছে।বান্ধবিরা সবাই বলছে দেখি তো কি আছে এটাতে খুল।
চিরকুট খুলতে ইচ্ছে করছে না কি জানি কি লেখা আছে তাতে?
তবুও বন্ধবীদের চাপে পড়ে খুলতে হয়।
চিরকুটে লেখা::
.
"তোমাকে খুব সুন্দর লাগছে তুমায়।নীল ড্রেস নীল ওড়না পরে আছ।দেখে মনে হচ্ছে পরির দেশ থেকে একটা নীল পরি পথ ভুল করে পৃথিবীতে নেমে এসেছে।তুমি তো আমার জন্য এসেছ পরি তবে কেন তোমার তুমিকে আজ এত দূরে সরিয়ে রেখেছ?ভালোবেসে একবার ডাকতে পার তো আমায়।আর আমার নীল পরী তোমাকে এতগুলো সরিই তোমাকে দূর থেকে দেখছি তোমরা সবাই এখন মিলে আমার দেওয়া চিঠিটা পড়ছ।তোমার বন্ধবিরা কিন্তু এখন হিংসা করছে কেন জানো?ওরা একেকটা পেত্নির মতো দেখেতে।এখন আমি যাই সময় হলে আবার আসব।
.
(চিরকুট পড়া শেষ হলে সবাই খুজে ছেলেটাকে হয়ত আশেপাশেই আছে ছেলেটা।না ছেলেটা আশেপাশে কোথাও নেই কোথায় যেন হাওয়া হয়ে গেছে সে।
.
"তোমার তুমি কে খুজে নিও তুমি"এই কথার মানে কি কিছুই বুঝতে পারছে না নিধি।
এফবিতে কথা হচ্ছে এই বিষয়টা নিয়ে শুভর সাথে।
.
__আচ্ছা শুভ ছেলেটা আমার সামনে আসছে না কেন?
__তুমি আমাকে না ঐ ছেলেটাকে ভালোবাস সত্যি করে বল?
__আমি তোমাকে না ঐছেলেটাকে ভালোবাসি।তোমাকে সেই দিন বাঁচানোর জন্য মিথ্যা বলেছিলাম ভালোবাসি সরিই শুভ আমাকে ক্ষমা করে দিও।
__ঠিক আছে মায়াবতী আমার।আমিও চাই তুমি ভালো থাক যাকে ভালোবাসো তাকে নেই সারাজীবন সূখে থাক।
__তুমি খুব ভালো।আমাকে ঐছেলেটা কে খুঁজে বের করতে Help করবে শুভ।
__ছেলেটি বলেছে তো ভালোবেসে তুমি তাকে ডাক দিতে।ডাক দাও তাহলেই তো তাকে পেয়ে যাবে তুমি?
__হুম বলেছে তুমি জানলে কি করে?
__না জানার কি আছে প্রতিটা মানুষ ঐ চায় তার প্রিয় মানুষট তাকে ভালোবেসে কাছে ডাকুক।বুঝলে মায়াবতী।
__না আমি মায়াবতী না।
__সরিই নীল পরী।
__কি বললে।
__কিছুই না এখন যাই ঘুমাব।
__শুভ শোন?
__হুম বল।
__আমার প্রতিটা কথা কি তুমি বিশ্বাস কর?
__হুম।
__কেন কর আমি তো মিথ্যা ও তোমার কাছে বলতে পারি।
__তোমার বলা মিথ্যা আর সত্য দুটুই আমি বঝতে পারি।
__আচ্ছা এখন ঘুমাও।
__Hmm good Night.
.
(পরের দিন আবার ২টা গোলাপ আর একটা চিঠি পায় নিধি।
"আমি চলে যাচ্ছি নিধি তোমার থেকে দূরে।তুমি তো আর ভালোবেসে কাছে ডাকবে না আমায়।
"চিঠিটা পরেই নিধির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে।এই পিচ্ছি ভাই আমার বল না রে ছেলেটা কোন দিকে গেছে।ঐদিকে গেছে আপু।নিধি আর দেরি না করে
দৌড়ের পিচ্ছি ছেলেটার দেখানো পথে চলে যায়।
.
__এই ছেলে দাড়াও বলছি।
(শুভ এবার আস্তে আস্তে হাঁটছে)
__বলছি তো দাড়াতে দাড়াও এখানে।(ধমকের সুরে)
.
(শুভ এবার থেমে গেল।নিধি শুভর পিছনে দাড়িয়ে আছে।কিন্তু শুভ পিছন ফিরে দেখছে না নিধিকে।তাই নিধি কেঁদে কেঁদেই বলছে)
.
__আমি আগেই বুঝেছি আমার জন্য সবকিছু তুমিই করেছ।আমাকে Doll তুমি Gift করেছ।আমাকে প্রতিবার গোলাপ আর চিরকুট তুমিই দিয়েছ।আমার বিশ্বাস ছিল এটা আমার শুভর ঐ কাজ তাই তো তোমার কাছে সব Share করতাম।
.
তুমি বলেছিলে আমার বলা কথা কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তুমি বুঝতে পার।
আমি যে তোমাকেই ভালোবাসি কেন বুঝলে না তুমি??আমার বলা মিথ্যে কে সত্যি মনে করে আজ আমাকে ছেড়ে যাচ্ছ।
.
তুমি কি শুভ।।। যাকে এত ভালোবাস আজ তাকেই একা করে ফেলে যাচ্ছ।
.
এবার শুভ নিধির দিকে তাকায়।সত্যি মেয়েটা কাঁদছে।
__এই এই আমার নীল পরীটা কাঁদে না তোমাকে ফেলে কোথাও যাব না আমি।
__ছাড়ো এত মায়ার দরকার নাই।আমাকে কাদিয়ে আবার চোখের পানি মুছা হচ্ছে।
__Ok ছাড়লাম তুমি কাদলে খুব মায়া মায়া লাগে।এই জন্যই বলি তুমি আমার মায়াবতী।
__তাহলে আবার কাঁদি।
__না না তুমি এখন আমার নীল পরি।
__হুম।
__কি হুম?আমি তোমায় সত্যি ভালোবাসি নিধি।
--আমিও এত্তগুলা ভালবাসি তুমায়।
---এখন ভয় হচ্ছে না আমার পাশে এসে।
---ভালবেসে কেন ভয় পাব আর তুমি ত আছই আমার সাথে কি আছ না।।।
---হুমম সব সময় থাকব।
__কার নাম?(অভি)
__আরে ঐটা দেখ না চিনস কি না?
__হুম আমাদের পাড়ায় থাকে আন্টির নামটা মনে নাই? .
__শালা আমি তরে ঐ নীল ড্রেস পড়া মেয়েটির কথা বলছি আর তুই আন্টির নাম বলছিস।
__উফফ আস্তে মার সব ভুলে যাব তো?
__কি ভুলবি তুই চল আমার সাথে মেয়েটাকে খুঁজতে হবে তো?
__কোথাও যেতে হবে না,,যে মহিলার কথা বলেছি উনি আমাদের পাড়াতেই থাকে আর ওর নাম নিধি আন্টির মেয়ে।
__ওয়াও Tnq dst ummnmmmah..
__দূর ছাড় আমাকে চল আমার সাথে।
.,.
(অতঃপর শুভ প্রতিদিন অভিদের মাঠে খেলতে যায় উদ্দেশ্য মেয়েটাকে একটু হলেও দেখতে পাওয়া।প্রতিদিন মেয়েটা জানালার কাছে আসে,শুভকেও প্রতিদিন দেখা যায় ঐ মাঠে খেলতে।কিন্তু নিধি একদিনও শুভর মুখের দিকে তাকায় না।শুভর বন্ধুরা প্রায় বলে যে মেয়েটা তর মুখটাই দেখতে চায় না তার জন্য প্রতিদিন এইভাবে সময় নষ্ট করার কি মানে।আরও কত ভালো ভালো মেয়ে আছে ওর মতো এত ভাবওয়ালি না।শুভ রেগে গিয়ে ঝগড়া করতে চাইলে বন্ধুরা সামলে নিয়ে বলে একটা বুন্ধি করলে কেমন হয়।শুভ তার হাতে একটা ট্যেটু করলে মেয়েটা হয়ত সেটা দেখার জন্য একবার হলেও শুভর দিকে তাকাবে।সবার কথাতে শুভ হাতে ট্যেটু করতে রাজি হয়।পরের দিন শুভ হাতে ট্যেটু নিয়ে দাড়িয়ে থাকে মেয়েটি জানালার কাছে আসে এবং হাতে আঁকা ট্যেটুটা দেখে।ওয়াও দোস্তে আমার দিকে তাকিয়েছে।তর মুখের দিকে তাকায় নি।শুভর মনটা আবারও খারাপ হয়ে যায়।
তারকিছু দিন পর মেয়েটাকে রাস্তায় পেয়ে তার সামনে যায়।
__ঐ হ্যালো দাড়াও এখানে?(শুভ)
__জ্বি বলুন।(নিধি)
(মেয়েটি শুভর দিকে না তাকিয়ে হাটছে আর কথা বলছে)
__থামতে বলছি থামুন,আর আমার দিকে তাকিয়ে কথা বল।
(মেয়েটা প্রথম ঐদিন শুভর মুখের দিকে তাকায়)
__তোমার কি কোন ভয় নেই?
__আমি তোমাকে ভালোবাসি এটা বলতে আমার কোন ভয় নেই।তুমি আমাকে ভালোবাস কি না বল।
__পরে বলব।তুমি এবার এখান থেকে যাও Plz.
__না আগে আমার কথার জবাব দাও।
__আমার ভাইয়া পেছনে আসছে যদি জানে তুমি আমার পিছু নিয়েছ এখনেই তোমার লাশ পরে যাবে প্লিজ যাও এখান থেকে।
__আমাকে ভালোবাস কি না বলো নয়ত এখন থেকে আমি কোথাও যাব না।
__এই নিধি কে রে এই ছেলেটা।(নিধির ভাই)
__আমার ফ্রেন্ড?
__ফ্রেন্ড তো এখন কি হয়ছে কলেজে যা।
.
(নিধির জন্য অনেক সময় দাড়িয়ে আছে শুভ।কখন যে আসবে মেয়েটা এত দেড়ি হচ্ছে কেন?কিছুটা চিন্তায় পড়ে যায় কিছু হয় নি তো আবার।নিধির কলেজে যায়।নিধি ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছে শুভকে দেখতে পেয়ে)
__তুমি আবারও আমার পিছু নিয়েছ?
__তোমার দেড়ি হচ্ছে তাই দেখতে আসলাম।
__তোমার কি নিজের কোন ভয় নেই।
__আমি তোমাকে ভালোবাসি নিধি খুব ভালোবাসি তোমায়।
__ঠিক আছে আমিও ভালোবাসব তোমায় কিন্তু একটা শর্তে?
__কি বল আমি রাজি?
__তুমি কখনও আমার সামনে আসবে না?আমার ফেসবুক আইডি আছে রিকুয়েষ্ট দিও ঐখানেই কথা হবে আমাদের।
__ঠিক আছে।
.
(শুভ এখানে বলতে পারত আমি এই শর্ত মানি না।কারণ ভালোবাসা শর্ত দিয়ে হয় না।কিন্তু শুভর বিশ্বাস নিধিও তাকে একদিন খুব ভালোবাসবে তখন সে তাদের মধ্যে থাকা শর্তটাকে ভুলে যাবে।এই বিশ্বাস নিয়ে নিধির শর্তে সে রাজি হয়।কিছু দিন পর নিধির Birthday শুভ কিভাবে Wish করবে ভাবছে সামনে না গিয়ে দূর থেকে একটু স্পেশাল ভাবে Wish করবে।একটা Doll ওর্ডার দিয়ে বানিয়েছে।নিধি Doll খুব পচন্দ করে।অতঃপর নিধির বান্ধবীকে
দিয়ে Gift পাঠিয়ে দেয় শুভ।বন্ধু বান্ধব সবাই অনেক দামি দামি উপহার দিয়েছে কিন্তু শুভর দেওয়া Gift খুব ভালো লাগে নিধির।রাতে Doll টা নিয়ে একটু খেলছিল হাঠাৎ করে Doll টা থেকে চিকন সুরে আওয়াজ আসে Happy birthday to you nidhi!!happy birthday to you.
.
এরপর থেকে নিধি খুজতে থাকে কে তাকে এত সুন্দর একটা উপহার দিল দেখতে হবে কে সে?কেন তার পরিচয় দিল না।বান্ধবিকে জিজ্ঞেস করে। সে বলে আমি নাম বলতে পারব না নিষেধ আছে। Gift box এর ভিতরে একটা ছোট্ট চিরকুট আছে দেখে নিস।নিধি চিরকুট টা দেখে তাতে লেখা "তোমার তুমি কে খুজে নিও তুমি??
রাত্রে শুভর সাথে এই বিষয় নিয়ে কথা হচ্ছে।
__জানো শুভ যে আমাকে এত সুন্দর একটা উপহার দিল ঐ লোকটা কি ফাজিল তার পরিচয়টা আমাকে দিল না?
__দেয় নি তাহলে বুঝবে কি করে কে সে?
__জানি সে আসবে আমার সামনে?তবে আগে তাকে খুঁজতে হবে আমায়।
__কি করে খুঁজবে কিছু বলেছে সে।
__কঠিন একটা কথা বলেছে।তোমার তুমিকে খুঁজে নিও তুমি।
__তাহলে খুঁজে বের করে নাও।
__এখন ঘুমাব শুভ রাত্রি।
__শুভ রাত্রি।
.
(পরের দিন বান্ধবিরা সবাই মিলে আড্ডা দিচ্ছে এমন সময় একটা পিচ্ছি ছেলে নিধিকে দুইটা গোলাপ ফুল আর সাথে একটা চিরকুট দিয়েই একটা দৌড় দেয়।
এই পিচ্ছি দাড়া দাড়া বলে কোন লাভ হয়নি তার আগেই পিচ্ছিটা পালিয়েছে।বান্ধবিরা সবাই বলছে দেখি তো কি আছে এটাতে খুল।
চিরকুট খুলতে ইচ্ছে করছে না কি জানি কি লেখা আছে তাতে?
তবুও বন্ধবীদের চাপে পড়ে খুলতে হয়।
চিরকুটে লেখা::
.
"তোমাকে খুব সুন্দর লাগছে তুমায়।নীল ড্রেস নীল ওড়না পরে আছ।দেখে মনে হচ্ছে পরির দেশ থেকে একটা নীল পরি পথ ভুল করে পৃথিবীতে নেমে এসেছে।তুমি তো আমার জন্য এসেছ পরি তবে কেন তোমার তুমিকে আজ এত দূরে সরিয়ে রেখেছ?ভালোবেসে একবার ডাকতে পার তো আমায়।আর আমার নীল পরী তোমাকে এতগুলো সরিই তোমাকে দূর থেকে দেখছি তোমরা সবাই এখন মিলে আমার দেওয়া চিঠিটা পড়ছ।তোমার বন্ধবিরা কিন্তু এখন হিংসা করছে কেন জানো?ওরা একেকটা পেত্নির মতো দেখেতে।এখন আমি যাই সময় হলে আবার আসব।
.
(চিরকুট পড়া শেষ হলে সবাই খুজে ছেলেটাকে হয়ত আশেপাশেই আছে ছেলেটা।না ছেলেটা আশেপাশে কোথাও নেই কোথায় যেন হাওয়া হয়ে গেছে সে।
.
"তোমার তুমি কে খুজে নিও তুমি"এই কথার মানে কি কিছুই বুঝতে পারছে না নিধি।
এফবিতে কথা হচ্ছে এই বিষয়টা নিয়ে শুভর সাথে।
.
__আচ্ছা শুভ ছেলেটা আমার সামনে আসছে না কেন?
__তুমি আমাকে না ঐ ছেলেটাকে ভালোবাস সত্যি করে বল?
__আমি তোমাকে না ঐছেলেটাকে ভালোবাসি।তোমাকে সেই দিন বাঁচানোর জন্য মিথ্যা বলেছিলাম ভালোবাসি সরিই শুভ আমাকে ক্ষমা করে দিও।
__ঠিক আছে মায়াবতী আমার।আমিও চাই তুমি ভালো থাক যাকে ভালোবাসো তাকে নেই সারাজীবন সূখে থাক।
__তুমি খুব ভালো।আমাকে ঐছেলেটা কে খুঁজে বের করতে Help করবে শুভ।
__ছেলেটি বলেছে তো ভালোবেসে তুমি তাকে ডাক দিতে।ডাক দাও তাহলেই তো তাকে পেয়ে যাবে তুমি?
__হুম বলেছে তুমি জানলে কি করে?
__না জানার কি আছে প্রতিটা মানুষ ঐ চায় তার প্রিয় মানুষট তাকে ভালোবেসে কাছে ডাকুক।বুঝলে মায়াবতী।
__না আমি মায়াবতী না।
__সরিই নীল পরী।
__কি বললে।
__কিছুই না এখন যাই ঘুমাব।
__শুভ শোন?
__হুম বল।
__আমার প্রতিটা কথা কি তুমি বিশ্বাস কর?
__হুম।
__কেন কর আমি তো মিথ্যা ও তোমার কাছে বলতে পারি।
__তোমার বলা মিথ্যা আর সত্য দুটুই আমি বঝতে পারি।
__আচ্ছা এখন ঘুমাও।
__Hmm good Night.
.
(পরের দিন আবার ২টা গোলাপ আর একটা চিঠি পায় নিধি।
"আমি চলে যাচ্ছি নিধি তোমার থেকে দূরে।তুমি তো আর ভালোবেসে কাছে ডাকবে না আমায়।
"চিঠিটা পরেই নিধির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে।এই পিচ্ছি ভাই আমার বল না রে ছেলেটা কোন দিকে গেছে।ঐদিকে গেছে আপু।নিধি আর দেরি না করে
দৌড়ের পিচ্ছি ছেলেটার দেখানো পথে চলে যায়।
.
__এই ছেলে দাড়াও বলছি।
(শুভ এবার আস্তে আস্তে হাঁটছে)
__বলছি তো দাড়াতে দাড়াও এখানে।(ধমকের সুরে)
.
(শুভ এবার থেমে গেল।নিধি শুভর পিছনে দাড়িয়ে আছে।কিন্তু শুভ পিছন ফিরে দেখছে না নিধিকে।তাই নিধি কেঁদে কেঁদেই বলছে)
.
__আমি আগেই বুঝেছি আমার জন্য সবকিছু তুমিই করেছ।আমাকে Doll তুমি Gift করেছ।আমাকে প্রতিবার গোলাপ আর চিরকুট তুমিই দিয়েছ।আমার বিশ্বাস ছিল এটা আমার শুভর ঐ কাজ তাই তো তোমার কাছে সব Share করতাম।
.
তুমি বলেছিলে আমার বলা কথা কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তুমি বুঝতে পার।
আমি যে তোমাকেই ভালোবাসি কেন বুঝলে না তুমি??আমার বলা মিথ্যে কে সত্যি মনে করে আজ আমাকে ছেড়ে যাচ্ছ।
.
তুমি কি শুভ।।। যাকে এত ভালোবাস আজ তাকেই একা করে ফেলে যাচ্ছ।
.
এবার শুভ নিধির দিকে তাকায়।সত্যি মেয়েটা কাঁদছে।
__এই এই আমার নীল পরীটা কাঁদে না তোমাকে ফেলে কোথাও যাব না আমি।
__ছাড়ো এত মায়ার দরকার নাই।আমাকে কাদিয়ে আবার চোখের পানি মুছা হচ্ছে।
__Ok ছাড়লাম তুমি কাদলে খুব মায়া মায়া লাগে।এই জন্যই বলি তুমি আমার মায়াবতী।
__তাহলে আবার কাঁদি।
__না না তুমি এখন আমার নীল পরি।
__হুম।
__কি হুম?আমি তোমায় সত্যি ভালোবাসি নিধি।
--আমিও এত্তগুলা ভালবাসি তুমায়।
---এখন ভয় হচ্ছে না আমার পাশে এসে।
---ভালবেসে কেন ভয় পাব আর তুমি ত আছই আমার সাথে কি আছ না।।।
---হুমম সব সময় থাকব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন