একগুচ্ছ স্বপ্নের জম্ম হয় শুধু একটা মুঠো ফোনে,এভাবেই শুরু হয় "স্বপ্নসিঁড়ি sent you a friend request" দিয়ে একটা সম্পর্ক তৈরি হয়। সাথে সাথে প্রোফাইল চেক করে এক্সেপ্ট করে Hi,Hlw, দিয়েই শুরু।সময় বাড়ে ঘনিষ্ঠতা বাড়ে,আপনি থেকে তুমি দু'এক বার ভুলে চলে আসে।এরপর কোন এক বিভোর মগ্নে তুমি কথাটা বলার অধিকার চেয়ে বসে।..
.
.
আর এই তুমি থেকেই ভালো লাগার পাখি উড়তে থাকে,পুরো আকাশ জুড়ে পাখিটা অনবিরত উড়তে উড়তে এসে মস্তিষ্কে খোঁচা মেরে বলে তুই তো "তুমি" টা ভালোবেসে ফেলেছিস.......!!
.
.
আর এই ভালোবাসা প্রথমে খুব একটা নিয়ন্ত্রনে থাকে।নিয়ন্ত্রনে থেকে টেক কেয়ারের পাখিকে knock করে বলে।আজ থেকে আমার কথা শুনতে হবে,রাত জেগে ফেসবুক চালাতে পারবে না।যাকে তাকে ফ্রেন্ড লিস্টে রাখবা না!!আস্তে আস্তে অপর প্রান্তের মানুষটা কে কবজা করার ছবি আঁকে।
.
.
অপর প্রান্তের মানুষ টা খুব করে নিজের ভালোবাসা টা যত্নে রাখার আপ্রাণ চেষ্টায় মগ্ন থাকে।এইভাবে চলে দু'টা ফেসবুক একাউন্টের ভালোবাসার লেনদেন।একটু একটু করে শুরু হয় সবুজ বাতির উপর নির্ভরশীলতা।এই সবুজ বাতি টা প্রতিটা মুহূর্তে ক্রেডিট কার্ড হয়ে দুইটা ফেসবুক একাউন্টে ভালোবাসার লেনদেন ঘটায়।...
.
.
একে পরের সাথে একটা স্বপ্নসিড়ির প্রাসাদ গড়ে তোলে।প্রতিটি মুহূর্ত মুগ্ধতায় কাটে।আস্তে আস্তে সম্পর্কের গভীরতা বাড়ে।যে কোন একজন খুব গভীর ভাবে অপর প্রান্তের মানুষের উপর depend হয়ে পরে।প্রতিটা মুহূর্ত তাকে ছাড়া নিঃসঙ্গ লাগে।জীবনের প্রতিটি ক্ষন শুধু এই সবুজ বাতির মধ্যে সীমাবদ্ধ থাকে।ভালো থাকাটাও গ্রাস করে ফেলে ওই সবুজ বাতিটা।...
.
.
প্রতিদিনের মতো আজও অপেক্ষা সবুজ বাতি কখন দেখা যাবে।কিন্তু আজ সময়টা খুব স্বার্থপর দুটো মানুষের সময় এক না।এক জন যেখানে বিভোর অপেক্ষায় অপর জন সেখানে রিলেক্স মুড নিয়ে ক্ল্যাশ অব ক্ল্যান এ মগ্ন।..
.
.
আজ সময় পরিবর্তিত প্রথম দিন।অপেক্ষারত মানুষটার একগুচ্ছ অভিমান।কিন্তু এই অভিমান কার উপর??...নিশ্চয় অপর প্রান্তের "প্রিয়"/প্রিয়সী" র উপর তাই না..??......!!
.
.
আর এই তুমি থেকেই ভালো লাগার পাখি উড়তে থাকে,পুরো আকাশ জুড়ে পাখিটা অনবিরত উড়তে উড়তে এসে মস্তিষ্কে খোঁচা মেরে বলে তুই তো "তুমি" টা ভালোবেসে ফেলেছিস.......!!
.
.
আর এই ভালোবাসা প্রথমে খুব একটা নিয়ন্ত্রনে থাকে।নিয়ন্ত্রনে থেকে টেক কেয়ারের পাখিকে knock করে বলে।আজ থেকে আমার কথা শুনতে হবে,রাত জেগে ফেসবুক চালাতে পারবে না।যাকে তাকে ফ্রেন্ড লিস্টে রাখবা না!!আস্তে আস্তে অপর প্রান্তের মানুষটা কে কবজা করার ছবি আঁকে।
.
.
অপর প্রান্তের মানুষ টা খুব করে নিজের ভালোবাসা টা যত্নে রাখার আপ্রাণ চেষ্টায় মগ্ন থাকে।এইভাবে চলে দু'টা ফেসবুক একাউন্টের ভালোবাসার লেনদেন।একটু একটু করে শুরু হয় সবুজ বাতির উপর নির্ভরশীলতা।এই সবুজ বাতি টা প্রতিটা মুহূর্তে ক্রেডিট কার্ড হয়ে দুইটা ফেসবুক একাউন্টে ভালোবাসার লেনদেন ঘটায়।...
.
.
একে পরের সাথে একটা স্বপ্নসিড়ির প্রাসাদ গড়ে তোলে।প্রতিটি মুহূর্ত মুগ্ধতায় কাটে।আস্তে আস্তে সম্পর্কের গভীরতা বাড়ে।যে কোন একজন খুব গভীর ভাবে অপর প্রান্তের মানুষের উপর depend হয়ে পরে।প্রতিটা মুহূর্ত তাকে ছাড়া নিঃসঙ্গ লাগে।জীবনের প্রতিটি ক্ষন শুধু এই সবুজ বাতির মধ্যে সীমাবদ্ধ থাকে।ভালো থাকাটাও গ্রাস করে ফেলে ওই সবুজ বাতিটা।...
.
.
প্রতিদিনের মতো আজও অপেক্ষা সবুজ বাতি কখন দেখা যাবে।কিন্তু আজ সময়টা খুব স্বার্থপর দুটো মানুষের সময় এক না।এক জন যেখানে বিভোর অপেক্ষায় অপর জন সেখানে রিলেক্স মুড নিয়ে ক্ল্যাশ অব ক্ল্যান এ মগ্ন।..
.
.
আজ সময় পরিবর্তিত প্রথম দিন।অপেক্ষারত মানুষটার একগুচ্ছ অভিমান।কিন্তু এই অভিমান কার উপর??...নিশ্চয় অপর প্রান্তের "প্রিয়"/প্রিয়সী" র উপর তাই না..??......!!
-আর আমি বলবো:-
...না তুমি তো কোন পিয়/প্রিয়সীকে ভালোবাসেনি!তুমি ভালোবেসেছো একটা অনিশ্চিত মুহূর্তের আকাশ ভাঙা বৃষ্টিকে যা মেঘ ভেঙ্গে গেলে বৃষ্টিও কেটে যাবে।তুমি তো একটা সবুজ বাতিকে ভালোবেসে এসেছো সে যেকোন মুহূর্তে নিবে যাবে।আর তোমার গুচ্ছ ধরা অভিমান দিন দিন পর্বতের ন্যায় রূপ ধারন করবে।
.
.
দিন যায় রাত আসে সময়ের সাথে সাপ্তাহ গুলোও পূর্ণ হয়ে আসে।কিন্তু আগের মতো সে মানুষটা তোমার জীবনে গল্প,দুষ্টামি,কেয়ার নিয়ে আসে না।সত্যি বলতে কি জানো?সে মানুষটা যেভাবে তোমার জীবনে অলৌকিক ভাবে এসেছে ঠিক একদিন অলৌকিক ভাবে চলে যাবে।
.
.
তুমি যেভাবে তাকে ঘিরে ধরেছো,সে মানুষটি এক ছিটে ফোটাও তা ধরেনি।তুমি যাকে বিশ্বাসে মুকুট পড়িয়ে রাজত্ব করতে চেয়েছো,সে কখনো বিশ্বাসের ডায়রির পাতাও খোলেনি।সে তোমার মতো করে একটা চ্যাট বক্সে তাকে জমা রাখেনি।তোমার মতো করে অসংখ্য কাউকে সঙ্গ দিয়েছে।
.
.
সে তার জায়গায় ঠিক আছে।শুধু তুমি টা,হুম তুমি নামের তুমি টা তাকে নিয়ে উড়তে গিয়ে ডানা ভেঙ্গে ছিটকে পরে আছো।এটা ভার্চুয়াল লাইফ এখানে প্রত্যেকে সেলেব্রিটি।এখানে বাস্তবতার বিন্দুমাত্র ও লেস নেই।সবাই এখানে যে যার মতো করে পারফরমেন্স করতে আসে।দিন শেষে যা যার নীড়ে আভাস তোলে।আর সেই তুমি এসেছো এখানে ভালোবাসা খুঁজতে..!!
.
.
হুম! তুমি সত্যি মহান আমার চোখে।কারন তুমি এই জগতের প্রত্যেক শাখায় অপরিচিত।তাই তো তোমাকে পরিচিত করতে এমন কিছু মানুষের সঙ্গ নিয়ে নিজেকে ধুকড়ে ধুকড়ে মরার চান্স পেয়েছো।তুমি যতোটা অভিমান নিয়ে খোলা আকাশের নিচে বসে আছো ওই মানুষটার জন্য।তুমি বিশ্বাস করো সেই মানুষটার তাতে কিছুই যায় আসে না।তোমাকে নিয়ে ভাবনার সময় তার ঘড়িতে বিন্দু মাত্রও নেই।আর সে তুমি কার জন্য শত অভিমানের পর ভালোবাসা লুকিয়ে রেখেছো..??তুমি সত্যি মহান বোকা..
.
.
তুমি তার জন্য যতোটা সময় ফিক্সড করে রেখেছো তার এক ফোটাও সে তোমাকে দিবে না।তুমি যতোটা সময় ধরে তার প্রোফাইল ঘুরে ঘুরে লাইক দিয়ে যাচ্ছো।সে তখন অন্য কাউকে নিয়ে ব্যস্ত।তুমি তার হাজার গল্পের আড়ালে চাপা পড়ে ধুকড়ে মরছো।
.
.
আস্তে আস্তে তোমার এই ভালোবাসা তার জীবনে বিষাক্ত লাগবে।তুমি যতোই তাকে অমৃত ভেবে ভালোবাসতে যাবে সে ততোটুকুই তোমার থেকে স্রেফ থাকতে চাইবে।তুমি যার কথা ভেবে কেঁদে বালিশ ভেজাচ্ছো সে অন্য কাউকে নিয়ে খুশিতে ভীষন ব্যস্ত।আর এটাই তোমার জন্য অপ্রিয় সত্য।যে জগতে তুমি তার আগে প্রবেশ করোনি।
.
.
এভাবে একদিন হঠাৎ করেই দেখতে পাবে তোমার জন্য তার জগতে প্রবেশ নিষেধ নামক সাইনবোর্ড ঝুলছে ঠিক এমনটি...
you can't reply to this conversation.Learn More
...না তুমি তো কোন পিয়/প্রিয়সীকে ভালোবাসেনি!তুমি ভালোবেসেছো একটা অনিশ্চিত মুহূর্তের আকাশ ভাঙা বৃষ্টিকে যা মেঘ ভেঙ্গে গেলে বৃষ্টিও কেটে যাবে।তুমি তো একটা সবুজ বাতিকে ভালোবেসে এসেছো সে যেকোন মুহূর্তে নিবে যাবে।আর তোমার গুচ্ছ ধরা অভিমান দিন দিন পর্বতের ন্যায় রূপ ধারন করবে।
.
.
দিন যায় রাত আসে সময়ের সাথে সাপ্তাহ গুলোও পূর্ণ হয়ে আসে।কিন্তু আগের মতো সে মানুষটা তোমার জীবনে গল্প,দুষ্টামি,কেয়ার নিয়ে আসে না।সত্যি বলতে কি জানো?সে মানুষটা যেভাবে তোমার জীবনে অলৌকিক ভাবে এসেছে ঠিক একদিন অলৌকিক ভাবে চলে যাবে।
.
.
তুমি যেভাবে তাকে ঘিরে ধরেছো,সে মানুষটি এক ছিটে ফোটাও তা ধরেনি।তুমি যাকে বিশ্বাসে মুকুট পড়িয়ে রাজত্ব করতে চেয়েছো,সে কখনো বিশ্বাসের ডায়রির পাতাও খোলেনি।সে তোমার মতো করে একটা চ্যাট বক্সে তাকে জমা রাখেনি।তোমার মতো করে অসংখ্য কাউকে সঙ্গ দিয়েছে।
.
.
সে তার জায়গায় ঠিক আছে।শুধু তুমি টা,হুম তুমি নামের তুমি টা তাকে নিয়ে উড়তে গিয়ে ডানা ভেঙ্গে ছিটকে পরে আছো।এটা ভার্চুয়াল লাইফ এখানে প্রত্যেকে সেলেব্রিটি।এখানে বাস্তবতার বিন্দুমাত্র ও লেস নেই।সবাই এখানে যে যার মতো করে পারফরমেন্স করতে আসে।দিন শেষে যা যার নীড়ে আভাস তোলে।আর সেই তুমি এসেছো এখানে ভালোবাসা খুঁজতে..!!
.
.
হুম! তুমি সত্যি মহান আমার চোখে।কারন তুমি এই জগতের প্রত্যেক শাখায় অপরিচিত।তাই তো তোমাকে পরিচিত করতে এমন কিছু মানুষের সঙ্গ নিয়ে নিজেকে ধুকড়ে ধুকড়ে মরার চান্স পেয়েছো।তুমি যতোটা অভিমান নিয়ে খোলা আকাশের নিচে বসে আছো ওই মানুষটার জন্য।তুমি বিশ্বাস করো সেই মানুষটার তাতে কিছুই যায় আসে না।তোমাকে নিয়ে ভাবনার সময় তার ঘড়িতে বিন্দু মাত্রও নেই।আর সে তুমি কার জন্য শত অভিমানের পর ভালোবাসা লুকিয়ে রেখেছো..??তুমি সত্যি মহান বোকা..
.
.
তুমি তার জন্য যতোটা সময় ফিক্সড করে রেখেছো তার এক ফোটাও সে তোমাকে দিবে না।তুমি যতোটা সময় ধরে তার প্রোফাইল ঘুরে ঘুরে লাইক দিয়ে যাচ্ছো।সে তখন অন্য কাউকে নিয়ে ব্যস্ত।তুমি তার হাজার গল্পের আড়ালে চাপা পড়ে ধুকড়ে মরছো।
.
.
আস্তে আস্তে তোমার এই ভালোবাসা তার জীবনে বিষাক্ত লাগবে।তুমি যতোই তাকে অমৃত ভেবে ভালোবাসতে যাবে সে ততোটুকুই তোমার থেকে স্রেফ থাকতে চাইবে।তুমি যার কথা ভেবে কেঁদে বালিশ ভেজাচ্ছো সে অন্য কাউকে নিয়ে খুশিতে ভীষন ব্যস্ত।আর এটাই তোমার জন্য অপ্রিয় সত্য।যে জগতে তুমি তার আগে প্রবেশ করোনি।
.
.
এভাবে একদিন হঠাৎ করেই দেখতে পাবে তোমার জন্য তার জগতে প্রবেশ নিষেধ নামক সাইনবোর্ড ঝুলছে ঠিক এমনটি...
you can't reply to this conversation.Learn More
এভাবেই প্রতিদিন চাপা পড়ছে হাজারো ভার্চুয়াল রিলেশন।এখানে সত্যিকারে ভালোবাসা খুঁজে নিজেকে কষ্ট দেওয়ার কোন অধিকার তোমার নেই...!... হুম তোমাকেই বলছি "তুমি নামের"যে তুমি কল্পনার মুখোশ পড়ে আছো বিভোর মগ্নে...।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন