আমি তো আমিই! কিন্তু এখন আমার একটা নাম দেওয়া হয়েছে মৃত ব্যক্তি...!! মাত্র ৫ঘন্টা ২৮ মিনিট আগে আমি মারা গেছি!! কি আশ্চর্য আমার নিশ্বাস নেওয়া লাগছে না। আমার কথা বলাও লাগেনা। একটা পিপড়া খুব কামড়াচ্ছে কিন্তু ব্যথা লাগছে না। আরও আজব বেপার আজ সবায় কাঁদছে!! আচ্ছা সবায় কাঁদছে কেন?? আমার আম্মুতো খুব কাঁদছেন। ভাইয়া যেন অস্থির হয়ে গেছেন। আব্বু পাগল এর মত কাঁদছে। এসব দেখেকি ভাল লাগে আমার?? আমাকে গোসল করানোর জন্য নিমপাতা বেল পাতা দিয়ে পানি গরম করছে.. কানের কাছে মসা টা ডাকছে কিন্তু কানে শব্দ আসছে না..!! আচ্ছা আমিতো খুব পানি খায় এখন কেন পানি না খেয়ে থাকতে পারছি?? আবার আমার জন্য কেউ কেই কবর খুঁড়তে চলে গেছেন। এখুনি আমাকে গোসল করাবে। যারা আমাকে শত্রু ভাবতো আজ তারাও আমার জন্য কাঁদছে। যাদের আমি চিনিও না তারাও কাঁদছে। আচ্ছা সবায় এত কাঁদছে কেন?? আমি মেঘ কি সত্যি মরে গেছি??
--
ফেবুতে যাদের সাথে কথা বলতাম আজ দেখি তারাও এসেছে অনেক দূর থেকে!! শেষ দেখা করতে... আর আমাকে পাবেনা বলে! আর মেঘ কে কেউ খুঁজবে না বলে। জোনাকিকে ভালবাসতাম সেও এসেছে, কিন্তু ওর চোখে জ্বল... মেয়েটা এমনি সামান্য তে ভেঙ্গে পড়ে তার উপর ওর ভালবাসার মানুষ নেই ওকি থাকতে পারবে?? আমাকে নিয়ে কত স্বপ্ন দেখত মেয়েটা আজ সব যেন শেষ হয়ে গেল মেয়েটা ভাবে আর কাদে... আম্মু সব শুনে ওকে জড়িয়ে ধরে! আর বলে জোনাকি আজ থেকে এই বাড়ির ছোট বেটার বউ!! কিন্তু আম্মু অনেক কিছুই না জেনে এমন কথা সবার সামনে বলে দিল। জোনাকি আবার আরও কাঁদছে।
---
যাদের কে আমি বোন ডাকতাম কানিজ, সুমাইয়া, ফাহমিদা, ওরাও এসেছে আমাকে ভাইয়া ভাইয়া বলে কান্নায় ফেটে পড়েছে... আমার মনে হচ্ছে আমার আপন বোন প্রান ভরে আমাকে ডাকছে! আমিও ওদের জড়িয়ে ধরি... মেয়েগুলি সত্যি বেশি বেশি পাগলামী করে। আম্মু ওদের কেউ তার মেয়ের মত করে দেখবেন বলেছেন!! আজ আম্মু ভাবছেন তার ছেলে ভাল ছিল। আপন বোন নায় তাতে কি ওরা আমার আপন বোনের চেয়ে কম কিসের??
---
যারা আমাকে ভাইয়া আর মামা ডাকত শাহরিয়ার, রাকিব, তোহিদ, আবুজার, মাসুম, আশা কাকু, সবায় এসেছে আমার দেখতে,,, সবায় বলছে নাহ ছেলেটি ভাল ছিল, ওর মন টা ফ্রেশ ছিল। ও সবায়কে হাসিখুশি রাখতো। আমি মরে গেছি শুনে সবায় কান্না করেছিল। যারা শুধু আমার পাঠক কোনদিন দেখা কথা হয়নি তারাও দেখি সে কি কান্না.... কাঁদলে যদি আমি ফিরে আসতাম তাহলে আমি হতাম সবার প্রিয় মানুষ।
-
আমার রক্ত কেমন যেন ঠান্ডা হয়ে এসেছে। আমার গোসল শেষ হল এখন প্রবিত্র লাগছে। যখন আমাকে কবর এ নেওয়ার জন্য কাধে তুলে নিল তখন সবায় খুব চিৎকার করে কাঁদছিল। মেঘ অবাক হয়ে ঘাটনির পাশে পাশে চলছে। এত মানুষ কাউকে এত ভালবাসে মেঘ দেখে আর চুপ থাকে। এত ছোট এত পিচ্ছি এত পাগল একটা ছেলে এত দুষ্টু একটা ছেলে এত ভাল?? এত মানুষের ভালবাসা পেয়েছে?? এত মানুষ ওর জন্য কাদে??
---
কবরে আমাকে রেখে আসা হল আর সবায় মোনাজাত শেষে ঘড়ে ফিরে গেলো....
---
সবায় একদিন ভুলে যাবে আমাকে। ভুলে যাবে আমার।স্মৃতি কে। ভুলে যাবে মেঘ নামের সেই ছেলেটিকে!! কবরের পাশ দিয়ে যাওয়ার সময় একবারও আমার দিকে তাকাবে না। চিনা মেঘ অচেনা হয়ে যাবে। কারন এখন আমি আর বেচে নেই। সবায় ভুলে গেলেও কিছু মানুষ কোরআন তেলাওয়াত করে প্রান ভরে আল্লাহতালা কাছে আমার জন্য দুহাত দুলে দোয়া করবে।
----
এটায় তো জীবন তায়না?? এটায় তো বাস্তবতা তায়না??
সবায়কেই তো মরতে হবে তায়না?
সবায় কেই তো সবকিছু রেখে চলে যেতে হবে তায়না??
--
ফেবুতে যাদের সাথে কথা বলতাম আজ দেখি তারাও এসেছে অনেক দূর থেকে!! শেষ দেখা করতে... আর আমাকে পাবেনা বলে! আর মেঘ কে কেউ খুঁজবে না বলে। জোনাকিকে ভালবাসতাম সেও এসেছে, কিন্তু ওর চোখে জ্বল... মেয়েটা এমনি সামান্য তে ভেঙ্গে পড়ে তার উপর ওর ভালবাসার মানুষ নেই ওকি থাকতে পারবে?? আমাকে নিয়ে কত স্বপ্ন দেখত মেয়েটা আজ সব যেন শেষ হয়ে গেল মেয়েটা ভাবে আর কাদে... আম্মু সব শুনে ওকে জড়িয়ে ধরে! আর বলে জোনাকি আজ থেকে এই বাড়ির ছোট বেটার বউ!! কিন্তু আম্মু অনেক কিছুই না জেনে এমন কথা সবার সামনে বলে দিল। জোনাকি আবার আরও কাঁদছে।
---
যাদের কে আমি বোন ডাকতাম কানিজ, সুমাইয়া, ফাহমিদা, ওরাও এসেছে আমাকে ভাইয়া ভাইয়া বলে কান্নায় ফেটে পড়েছে... আমার মনে হচ্ছে আমার আপন বোন প্রান ভরে আমাকে ডাকছে! আমিও ওদের জড়িয়ে ধরি... মেয়েগুলি সত্যি বেশি বেশি পাগলামী করে। আম্মু ওদের কেউ তার মেয়ের মত করে দেখবেন বলেছেন!! আজ আম্মু ভাবছেন তার ছেলে ভাল ছিল। আপন বোন নায় তাতে কি ওরা আমার আপন বোনের চেয়ে কম কিসের??
---
যারা আমাকে ভাইয়া আর মামা ডাকত শাহরিয়ার, রাকিব, তোহিদ, আবুজার, মাসুম, আশা কাকু, সবায় এসেছে আমার দেখতে,,, সবায় বলছে নাহ ছেলেটি ভাল ছিল, ওর মন টা ফ্রেশ ছিল। ও সবায়কে হাসিখুশি রাখতো। আমি মরে গেছি শুনে সবায় কান্না করেছিল। যারা শুধু আমার পাঠক কোনদিন দেখা কথা হয়নি তারাও দেখি সে কি কান্না.... কাঁদলে যদি আমি ফিরে আসতাম তাহলে আমি হতাম সবার প্রিয় মানুষ।
-
আমার রক্ত কেমন যেন ঠান্ডা হয়ে এসেছে। আমার গোসল শেষ হল এখন প্রবিত্র লাগছে। যখন আমাকে কবর এ নেওয়ার জন্য কাধে তুলে নিল তখন সবায় খুব চিৎকার করে কাঁদছিল। মেঘ অবাক হয়ে ঘাটনির পাশে পাশে চলছে। এত মানুষ কাউকে এত ভালবাসে মেঘ দেখে আর চুপ থাকে। এত ছোট এত পিচ্ছি এত পাগল একটা ছেলে এত দুষ্টু একটা ছেলে এত ভাল?? এত মানুষের ভালবাসা পেয়েছে?? এত মানুষ ওর জন্য কাদে??
---
কবরে আমাকে রেখে আসা হল আর সবায় মোনাজাত শেষে ঘড়ে ফিরে গেলো....
---
সবায় একদিন ভুলে যাবে আমাকে। ভুলে যাবে আমার।স্মৃতি কে। ভুলে যাবে মেঘ নামের সেই ছেলেটিকে!! কবরের পাশ দিয়ে যাওয়ার সময় একবারও আমার দিকে তাকাবে না। চিনা মেঘ অচেনা হয়ে যাবে। কারন এখন আমি আর বেচে নেই। সবায় ভুলে গেলেও কিছু মানুষ কোরআন তেলাওয়াত করে প্রান ভরে আল্লাহতালা কাছে আমার জন্য দুহাত দুলে দোয়া করবে।
----
এটায় তো জীবন তায়না?? এটায় তো বাস্তবতা তায়না??
সবায়কেই তো মরতে হবে তায়না?
সবায় কেই তো সবকিছু রেখে চলে যেতে হবে তায়না??
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন