শনিবার, ৬ মে, ২০১৭

মিষ্টি হাঁসি

 বিন্দু - এই যে,,
~ পিয়াস- ()
~ হ্যালো,,হ্যা আপনাকেই বলছি,,
~ জ্বি বলেন,,,,
~ বাইক থেকে নেমে এদিকে আসেন,,
~ জ্বি আসলাম,,,,
~ মাথা উঁচু করে আমার দিকে তাকান,,
~ জ্বি তাকালাম,,,,
~ যে ভদ্রতা আপনি আমার সামনে এখন দেখাচ্ছেন আপনি মোটে ও এরকম না,,
~ মানে,,,,?
~ এই লাইনে কতোদিন,,?
~ সরি বুঝলাম না,,,,
~ বুঝেও না বোঝার অভিনয় করছেন আপনি,,
~ সত্যিই আমি বুঝিনি,,,,
~ মেয়েদের পিছে ঘুরে পটাতে চেষ্টা করার লাইনে কতোদিন,,?
~ ছি,,কি সব ফালতু কথা বলছেন,,,,
~ ফালতু কথা,,?
~ হ্যা,,,,
~ তো কাল বিকালে যে মেয়েটাকে বাইকে নিয়ে ঘুরতেছিলেন সে কে,,? আপনার কিছুদিন ঘোড়ার পরের ভালো ফলাফল তাই না,,?
~ আপনি দেখলেন কোথা থেকে,,,,?
~ আপনি আমার বাসার সামনে থেকে যাচ্ছিলেন,আর আমি তখন ছাদে ছিলাম,,
~ ও আমার ছোট বোন আমি অফিস থেকে ফেরার পথে ওকে কোচিং থেকে নিয়ে ফিরি প্রতিদিন,,,,
~ হা,হা,হা,,
~ হাঁসছেন কেনো,,,,
~ সত্যিই খুব সুন্দর ভাবে মিথ্যা বলতে পারার এক অসাধারণ গুন আপনার আছে,,
~ বিশ্বাস করেন ও আমার আপন ছোট বোন,,,,
~ বিশ্বাস করব না,,
,
মোবাইলটা বের করে বিন্দুর দিকে বাড়িয়ে দিয়ে পিয়াস,,,,
,
~ এই দেখুন আমাদের ফ্যামিলি ফটো,,,,
~ বিন্দু - সরি,,
~ একটা কথা বলার আগে ভালো করে ভেবে বুঝে তার পর বলবেন,,,,
~ না মানে আসলে আপনার মতো ছেলেদের বিশ্বাস করা খুব কঠিন,,
~ আমার মতো ছেলেদের মানে,,? আর হ্যা আপনি তখন আমাকে বলেছেন আমি মেয়েদের পিছে ঘুরে তাদের পটাতে চেষ্টা করি,,এটা একদম ভুল,,,,
~ না ভুল না,,আপনি তো আমার পিছে ও ঘুরেন,,আজ নিয়ে ১৬৭ দিন,,
~ ১৬৭ না ১৬৮ দিন হবে,,,,
~ কিভাবে,,
~ আপনি যেদিন থেকে দেখেছেন আমি তার একদিন আগে থেকে আপনাকে দেখি,,,,
~ বুঝলাম না,,
~ আমার বন্ধু (সাব্বিরের) আর আপনার বান্ধবির বিয়েতে আমি আপনাকে প্রথম দেখি,,,,
~ কই (আনিকার) বিয়েতে তো আমি আপনাকে দেখিনি,,
~ দেখবেন কিভাবে আপনি তো আপনার বান্ধবীদের নিয়ে ব্যাস্ত ছিলেন,,,,
~ ওহ,হুম তাই তো,,
~ হুম,,,,
~ আচ্ছা একটা কথা বলি,,?
~ জ্বি বলেন,,,,
~ কিছুদিন আগে আপনিই তো আনিকার একটা বান্ধবীকে রক্ত দিয়েছিলেন তাই না,,?
~ হ্যা কেনো বলেন তো,,,,
~ আসলে আপনি যাকে রক্ত দিয়েছিলেন সেই মেয়েটা আমি,,
~ কি অদ্ভুত কথা,,,,
~ হ্যা,,
~ তখন তো আমি আপনাকে আর আপনি আমাকে দেখেননি,তাহলে চিনলেন কিভাবে,,,,?
~ আমি ঠিকই যে আমাকে রক্ত দিয়েছিলো তাকে দেখতে চেয়েছিলাম,কিন্তু তখন তার নাকি খুব ব্যস্ততা ছিলো তাই দেখতে পারিনি,পরে যখন শুনি যে আনিকার বয়ফ্রেন্ড সাব্বিরের এক বন্ধু আমাকে রক্ত দিয়েছে তখন আনিকার কাছ থেকে আপনার ছবি দেখেছিলাম,,
~ তার মানে কি,,?আমি যে আপনার পিছে এতোদিন ঘুরতেছি আপনি কি আমাকে চিনতে পারেননি,,,,
~ হ্যা চিনেছি আর সেজন্যই তো কিছু বলতাম না,,
~ হা,হা,হা,,কি খারাপ মানুষ আপনি আর কিছু নাই হোক একটা ধন্যবাদ তো পেতে পারতাম আপনার কাছ থেকে আমি,,,,
~ হ্যা সেটা ঠিক,কিন্তু তাহলে তো আর আমার পিছে আপনি রোজ সকালে এই ভাবে থাকতেন না,,
~ সাংঘাতিক ব্যাপার,,,,
~ হুম,,
~ আসলে ভাগ্য ভালো যে আমার অফিস টাইমে আপনি ও কলেজে যান আর তাই দেখাটা ও হয়ে যায়,,আর যেদিন ছুটি থাকে সেদিন ও কিন্তু দেখে আশি,,,,
~ কিভাবে,,
~ আপনার বাসার সামনে বিকালে দাঁড়িয়ে থাকলে ছাদে আপনার দেখা পাওয়া যায়,,,,
~ ওহ হ্যা আমি তো বলতে ভুলেই গেছি আমি বেশ কয়েকবার আপনাকে আমার বাসার সামনে দেখেছি,,,,শেষ পরসু ও,ঠিক কিনা,,?
~ হ্যা ঠিক,, তবে আগের শুক্রবার আমার অনেক কষ্ট হয়েছে,সারা বিকাল দাঁড়িয়ে থেকে ও আপনার দেখা পাইনি,আমি ও হাল ছাড়ার পাত্র না,দাঁড়িয়ে ছিলাম ৮ টা পর্যন্ত আর যখন ফুসকা ওয়ালা আসলো ঠিক তখন আপনি একটা পিচ্চিকে নিয়ে নিচে এসে ফুসকা নিলেন,,,,
~ হা,হা,হা,সেদিন বিকালে ঘুমিয়ে পড়েছিলাম,,,
~ জানেন সেদিন অনেক রিক্স নিয়ে আপনাকে দেখেছি,,যদি আপনি দেখে ফেলতেন তাহলে কি না কি ভাবতেন সে ভয়টা আমার ছিলো,,তবে ভাগ্য ভালো আপনি দেখেন নাই তবে আমি দেখেছি,,তবে একটা দেখেছি আরেকটা দেখতে পারিনি অন্ধকার ছিলো সে জন্য,,,,
~ বুঝলাম না,,
~ আপনার হাঁসিটা দেখেছিলাম কিন্তু,,,,
~ কিন্তু কি,,?
~ নাকের ঠিক মাঝখানের ওই তিলটা দেখতে পারিনি,,আপনি নিজে ও জানেন না কি কিউট আপনার ওই তিলটা,,
~ আনিকা আপনাকে নিয়ে বেশি কিছু জানে না,ওর কাছে শোনার চেষ্টা করে ও জানতে পারিনি আপনাকে নিয়ে বেশি কিছু,,তবে নিজে যতোটুকু বুঝেছিলাম খুব অদ্ভুত মানুষ আপনি আর আজ তা বুঝলাম,,
~ অদ্ভুতের কি দেখলে আপনি আমার মধ্যে,,,,?
~ অদ্ভুত বা ছাগল মার্কা না হলে কি কেউ যাকে রক্ত দিলো তাকে ক্লিনিক থেকে না দেখে চলে যায়,,
~ না,দেখেন ওইদিন ছিলো শুক্রবার অফিস বন্ধ থাকায় সকালে আপনাকে দেখা হয়নি,,আর তাই এখান থেকে তাড়াহুড়ো করে যেয়ে আপনার বাসার সামনেই ছিলাম কিন্তু,,,,
~ কিন্তু ওইদিন আমাকে দেখা হয়নি তাই তো,,?
~ জ্বি,,আমি তো আপনাকে দেখার জন্যই আপনাকে ক্লিনিকে না দেখে চলে গিয়েছিলাম,,,,
~ এবার বুঝলেন কতো বড় গাধা আপনি,,?
~ না,আমি গাধা না,,সেদিন ক্লিনিকে দেখিনি একদিক থেকে ভালোই হয়েছে,,,,
~ যেমন,,? 
~ আমি যদি ওখানে আপনাকে দেখতাম তাহলে ও আমার আপনাকে ভালো লেগে যেতো আর তখন আপনি বা সবাই ভাবতো আমি রক্ত দিয়ে তার বিনিয়মে সুযোগ খুজছি বা আমার আপনার ব্যাপারে সাব্বির আর আনিকার হেল্প লাগতো তাতে ওরা ও ভাবতো যে পিয়াস ও অন্য সব ছেলের মতো,,,,
~ বাহ অসাধারণ সব চিন্তা তো আপনার,,
~ অসাধারণ কিনা জানি না,তবে যদি সেদিন আপনাকে আমি দেখতাম ও তাহলে হয়তো আমার ভালো লাগা সেখানেই শেষ হয়ে যেতো কারণ আমি কারো হেল্প নিতে পারতাম না,,আর পারি ও না,,,,
~ হা,হা,হা,,,,তার মানে আপনি আমাকে পছন্দ করেন বা আমার ব্যাপারে কি কিছুই জানে না সাব্বির আর আনিকা,,?
~ না,,,,
~ এখন যদি আমি ওদের বলে দিই যে আপনি আমাকে বিরক্ত করেন,,
~ মানে কি আমি আপনাকে বিরক্ত করি,,,,?
~ যদি বলি হ্যা,,
~ আপনি বললেই হবে নাতো,,কারণ আমি তো শুধু আপনাকে দূর থেকে দেখি এর বেশি কিছুই না,,
~ কেনো দেখবেন আপনি আমাকে হুম,,??
~ জানি না,,,,
~ আমি যদি বলি আপনি আমাকে আর দেখবেন না,,
~ পারব না,,,,
~ কেনো,,?
~ আমার চোঁখ থেকে আমি আমার ভালোলাগা দেখব এটাতে আপনি মানা করতে পারেন না,,,,
~ বুঝলাম,আচ্ছা আপনি এতো সুন্দর ভাবে কি করে কথা বলেন,,?
~ জানি না,,,,
~ আচ্ছা কি করা হয়,,
~ একটা প্রাইভেট ব্যাংকে চাকুরী,,আপনি তো অনার্স পড়ছেন তাই না,,,,?
~ হ্যা,,আচ্ছা আপনি কি চান আমার কাছে,,?
~ আপনার হাঁসি আর তিলটা,যদি আমার সাথে কথা না ও বলেন প্লিজ এদুটো একবার হলে ও প্রতিদিন দেখতে দিয়েন,,,,
~ ওহ আচ্ছা,,আর হ্যা এর বিনিময়ে আমি কি পাবো,,?
~ যা চাইবেন,,,,
~ যা চাইবো তাই,,
~ জ্বি,,,,
~ ফুল আমার অনেক প্রিয়,,
~ আচ্ছা প্রতিদিন আমি আপনাকে ফুল দিবো,,,,
~ না প্রতিদিন না,একদিন পর একদিন,,
~ ঠিক আছে,,,,
,
সেদিনের পর পিয়াস আর বিন্দুর বন্ধুক্তটা আস্তে আস্তে একটা সময় ভালোবাসায় যেয়ে পুর্ণতা পায়,,ভালো থাকুক তারা ভালো থাকুক তাদের ভালোবাসা,তাদের দুজনের মাঝে বিশ্বাস তার সব টুকু শক্তি নিয়ে বেঁচে থাকুক আজীবন,,,, প্রতিটি ভালবাসার বন্ধন টিকে থাকুক যুগ যুগ,সব সত্যিকারের ভালোবাসা গুলি শক্তিশালী হয়ে তা রূপ নিক পূর্ণতায়,,,,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন