শনিবার, ১৩ মে, ২০১৭

'''না বলা ভালোবাসা''

আমি তহিদুল
অসম্পূর্ণতা না থাকলে মনে হয় আমি থাকতাম না।
আমার ছায়া আমার পিছু ছাড়লেও অসম্পূর্ণতা আমার পিছু ছাড়ে না।
রাত ৩টা আমি এখনো জেগে আছি।
প্রায় এক বছর ধরেই নির্ঘুম রাত কাটছে আমার।
নিজের অস্তিত্ব কে হারিয়ে ফেলেছি তাই আর ঘুম আসে না।
মেসেজ টুং করে বেজে উঠলো আমার ভাবনায় একটা ছেদ পড়লো।
অনেক দিন ধরে চাঁদনীর সাথে কথা হয় না।
মেয়েটির মেসেজের রিপ্লাই দিতে গেলে বুকটা ফেটে যায়।
খুব বেশি ভালবাসি তো তাই।
আজ থেকে ঠিক ২ বছর আগে চাঁদনীর সাথে আমার পরিচয় হয়।
স্কুলে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলি।
সেই থেকে ও ছিলো আমার সবচেয়ে কাছের একজন।
প্রতিটা মুহূর্ত শুধু ওর জন্য রেখেছিলাম।
তবে কখনো বলিনি যে ভালোবাসি ,ভয় পেতাম যদি হারিয়ে ফেলি তাই।
একদিন ওকে জিজ্ঞাসা করেছিলাম কাউকে ভালোবাসে নাকি, ওর সোজাসাপ্টা উত্তর ছিলো হ্যা আমি একজনকে ভালোবাসি ওর নাম তুষার।
চাঁদনীর এই কথা শুনে খুব বেশি কষ্ট পেয়েছিলাম।
আমি আর কিছু বলিনি ওকে ,কিন্তু সহ্য করতে না পেরে এই বৈশাখে বলবো ভেবেছিলাম কিন্তু ওর চেহারাটাও দেখার ভাগ্য হল না, নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে অসহায় মনে হচ্ছিলো।
সারারাত ঘুমাইনি।
এখন বুঝি অসম্পূর্ণতা আমার আজীবন থেকেই যাবে।
এক বছর আগের কথা - আজ মে মাসের ১২ তারিখ আজকের দিনেই আমার আর চাঁদনীর পরিচয় হয়েছিলো আর আজকের এই দিনে আমাদের পরিচয় হওয়ার এক বছর উপলক্ষে আমি তাকে আমার ভালোবাসার কথা বলতে চেয়েছিলাম।
কিন্তু সেটা আর সম্পূর্ণতা পেয়ে ছিল না।
চাঁদনীর হয়তো মনে নেই আজকের দিনের কথা যদিও ও বলত যে তার মনে থাকবে।
আর তার সাথে এই বিষয় নিয়ে আর কথাও বলিনি।
চাপা কষ্ট নিয়ে হাসি মুখ করে স্বাভাবিক ভাবে কথা বলি চাঁদনীর সাথে।
কষ্ট গুলো শুধু কাছের বন্ধুরাই দেখেছিলো।
কিন্তু কেউ সান্তনা দেওয়ার মত ভাষা খুঁজে পাইনি।
ফোনের উচ্চ আওয়াজে আমার ঘোর কাটলো।
তুষার ফোন দিয়েছে(আমার বেস্ট ফেন্ড ছিল কিন্তু আমার থেকে অনেক বড় চাচা বলে ডাকি তুষার কে)।
কখন যে ভোর পাঁচটা বেজে গিয়েছে টেরই পাইনি
চাচা কি বেপার এতো সকাল ফোন দিলি যে?
তহিদুল :তুই তো ঘুমাসনি তাই ফোন দিলাম।
সকাল আটটার মধ্যে আমার চেম্বারের সামনে চলে আসিস।
আমি:আচ্ছা
ভোরের আলো ফুটেছে আর আমি রুম থেকে নেমে বাহিরে যাচ্ছিলাম।
নতুন সকাল শুরু হলেও আমি আর নতুন করে শুরু করতে পারিনি কন কিছু।
কারণ খুব সহজে কাউকে ভোলা কঠিন।
চাঁদনী আমার মন থেকে চলে যাবে কিনা জানিনা,আমি আর চাঁদনী এখন বেস্ট ফ্রেন্ড হিসেবেই আছি।
ঠিক যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায়।
থাকলো না হয় কিছু না পাওয়ার আক্ষেপা,থাকলো কিছু অসম্পূর্ণতা।
আর আমি না হয় সেগুলো আকড়ে ধরেই বেঁচে থাকলাম
পৃথিবীর বেশিরভাগ ভালোবাসায় এইভাবে ঝরে যায়।
মানুষ ও বদলায়,কিন্তু ফেলে যায় তাদের স্মৃতি।
যেগুলি কাঁটার মতো মানুষের হৃদয় টাকে ছিন্ন-ভিন্ন করে।
কিছু দিন আগে চাঁদনীর বিবাহ হয়ে যাই অন্য একটা সেলের সাথে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন