আরিফ সে ছিলো এলাকার একজন টপ মাস্তান।
সবাই ওকে চিনে এবং ভয় পায়।
এলাকায় সব সময় মারামারি করে সে।
ওর বাবা-মা ওরে অনেক বুঝায় এসব ছেড়ে দিতে কিন্তু সে এসব ছেড়ে দেয়না।
একদিন এলাকায় একটা মেয়েকে দেখে।
এবং সেই মেয়েটার প্রতি সে ক্রাশ খায়।
তারপর সে খোজ খবর নিয়ে জানতে পারে মেয়েটা এলাকায় নতুন আসছে। নাম নিদি।
তাদের পরিবার এখানে বাসা বাড়া নিয়েছে।
এবং মেয়েটা আরিফের কলেজে এডমিশন নিয়েছে। এসব কিছু জানলো এই কয়দিনে।
আরিফ আগে কলেজে যেতো না শুধু পরীক্ষা আসলে পরীক্ষা দিতে যেতো।
জানলো মেয়েটা ওদের কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে।
আর আরিফ পড়ে ৩য় বর্ষে।
এই থেকে আরিফ নিদিকে দেখতে প্রতিদিন কলেজে যায়।
তারপর নিদিকে সব সময় ফলো করে চলে।
সেটা নিদি ও একটু বুঝতে পারে যে একটা ছেলে থাকে ফলো করে প্রতিদিন।
তারপর সে খবর নিয়ে জানতে পারে ছেলেটার নাম আরিফ।
আরিফ এলাকায় মাস্তানি-মারামারি এসব করে বেড়ায়।
তারপর নিদি এসব পাত্তা না দিয়ে চলতে থাকে নিজের মতো করে।
এইভাবে কেটে যায় ৩ মাস।
-
নিদি কলেজে এরি মাঝে কয়েকজন ভাল বন্ধু পেয়ে যায়।
এভাবে চলে যাচ্ছে নিদির দিন গুলো।
-
আরিফ শুধু এখন নিদি নিয়েই বিজি হয়ে গেছে কিভাবে নিদিকে মনের কথা বলবে।
একদিন আরিফ প্লান করে জারা কে দিয়ে বলবে আরিফ নিদিকে ভালবাসে এই কথা .(জারা নিদির ফ্রেন্ড আরিফের পরিচিত)
এবং একদিন আরিফ জারার সাথে কথা বলে।
-
আরিফ-জারা তোমার সাথে একটু কথা ছিলো
জারা-জি ভাইয়া বলুন কি বলবেন
আরিফ-আসলে আমি তোমার ফ্রেন্ড নিদিকে ভালবাসি।
জারা-আচ্ছা এখন আমি কি করতে পারি ভাইয়া
আরিফ-তুমি যদি এইটা নিদি কে বলে আমাকে একটু হেল্প করতে
জারা-আচ্ছা ভাইয়া আমি বলে দেখবো। এখন আমি যাই
আরিফ-আচ্ছা যাও ভাল থেক।
কয়েকদিন পরে জারা আর নিদি বসে আছে কলেজের মাঠে।
জারা-নিদি তোকে কিছু কথা বলার ছিলো
নিদি-হুম বল কি কথা
জারা-আমাদের এলাকার আরিফ ভাই কে চিনিস
নিদি-ওই মাস্তান ছেলেটা নাকি
জারা-হুম ওনি তোকে ভালবাসেন আমাকে এইটা বলতে বলছেন
নিদি-কি ওর মত ছেলেকে আমি ভালবাসবো তুই ভাবলি কি করে
জারা-এখন তুই কি করবি সেটা তোর বিষয়।
নিদি-হুম
-
এর পরেরদিন কলেজে আরিফের সাথে নিদির দেখা হয়।
আরিফ-নিদি তোমাকে জারা কিছু বলছে
নিদি-হুম বলছে
আরিফ-এখন তোমার কি ইচ্ছা বলো
নিদি-আপনি ভাবলেন কি করে আপনার মত ছেলেকে আমি ভালবাসতে যাবো
আরিফ-আমি তোমাকে অনেক ভালবাসি যেদিন এলাকায় প্রথম সেইদিন থেকেই ভালবাসি
নিদি-রাখেন আপনার ভালবাসা আর কখনো এসব আমায় বলবেন না। না হলে আপনার বাসায় বিচার পাঠাব( বলেই নিদি চলে যায় সেখান থেকে)
-
এর পরেরদিন আবার কলেজে আরিফ কথা বলতে যায়
আরিফ-নিদি রিয়েলি আমি তোমাকে অনেক ভালবাসি আমি তোমাকে চাই আমার জীবনে।
নিদি-আপনাকে না বলছি আমাকে ডিস্টার্ব না করতে
আরিফ-নিদি প্লিজ বুঝতে চেস্টা কর(নিদির হাত ধরে বলে আরিফ)
নিদি-আপনার সাহসতো কম না আপনি কি পায়ছেন আমি আপনাকে ভয়ে ভালবাসি বলবো সবাই ভয় পেলে আমি ভয় পায়নি বলে(আরিফের গালে একটা চড় বসিয়ে দিয়ে চলে যায়)
-
আরিফ বাসায় আসে ভাবে যে ছেলে কে দেখলে সবাই ভয় পায় আজ সেই ছেলে একটা মেয়ে চড় মেরে গেলো।
এসব ভাবতে থাকে আরিফ।
আরিফ ভাবতে থাকে আসলেই সে তো ভাল মানুষ না খারাপ কাজ করে বেড়ায় এলাকায় এসব করলে থাকে কে ভালবাসবে।
এসব ভেবে সে ডেসিশন নিলো আর এসব কাজ করবেনা ভাল হয়ে যাবে।
আর নিদিকে ও ডিস্টার্ব করবেনা।
-
তারপর আরিফ মাস্তানি-মারামারি এসব ছেড়ে দিয়ে ভাল হয়ে যায়।
আর মাঝে মাঝে নিদির সাথে রাস্তায় দেখা হলে গালে হাত রেখে পাশ কাঠিয়ে চলে যায়।
আরিফের এসব কাজ দেখে এলাকার সবাই খুশি এবং তার পরিবার ও অনেক খুশি।
আর এসব দেখে নিদি ও খুশি। এর পর থেকে আরিফ আর নিদি কে ডিস্টার্ব ফলো এসব করেনি।
নিদি এখন বুঝতে পারে আরিফের সব কিছু সে মিস করতে থাকে ধীরে ধীরে সে আরিফের প্রতি সে দূর্বল হয়ে পরে।
কিন্তু কয়েকদিন ধরে সে আরিফ কে কলেজে-এলাকায় দেখতে পায়না।
খবর নিয়ে জারার কাছ জানতে পারে ওর মামার বাসায় বেড়াতে গেছি।
এর কয়েকদিন পরে আরিফ কে রাস্তায় হেঠে যেতে দেখে নি। নিদি আরিফের কাছে গেলো। আরিফ চলে যাবে এমন সময় নিদি ডাক দেয় আরিফ কে
নিদি-এই জে মিঃ গালে হাত দিয়ে কোথায় যাও
আরিফ- বাসায় যাবো
নিদি-বাব্বা এতো ভাল হয়ে গেছো আমার হাতের এক চড় খেয়ে
আরিফ-এসব বলতে আমায় ডেকেছেন নাকি?
নিদি-সরি এতোদিন কোথায় ছিলেন
আরিফ-মামার বাসায়
নিদি-আমাকে না দেখে এতোদিন ভাল ছিলেন
আরিফ-আপনি ই বললেন আর যেনো আপনাকে ডিস্টার্ব না করি
নিদি-ও আচ্ছা আমায় এখনো ভালবাস
আরিফ-হুম অনেক ভালবাসি
নিদি-তাহলে আমায় এতো কষ্ট দিলা কেন?জানো কত মিস করেছি তোমায়।
আরিফ-অলে বাবা তাই নাকি সরি সরি
নিদি-হুম আচ্ছা এখন প্রপোজ কর
আরিফ-কিভাবে প্রপোজ করে
নিদি-নেকা ওনি কিছু চিনে না কর প্রপোজ তাড়াতাড়ি
আরিফ-আই লাভ উই নিদি। আমার বাবুর আম্মু হবে??
নিদি-হতে পারি যদি আমায় অনেক অনেক ভালবাসো।
আরিফ-হুম ভাসবো
নিদি-আচ্ছা একটা কথা ছিলো
আরিফ-বলো
নিদি-আমার হাতের চড় খাওয়ার পর যতদিন তোমার সাথে দেখা হয়েছি ততদিন তুমি গালে হাত রেখে যেতে কেনো
আরিফ-আবার যদি চড় মারো এই ভয়ে
নিদি-গুড বয় এই ভাবে আমাকে সারাজীবন ভয় পেয়ে যাবে কেমন
আরিফ-যথা আজ্ঞা মহারানী
নিদি-এবার কাছে আসো
আরিফ-এই আবার চড় মারবা নাকি?
নিদি-আরে বাবা না এখন আদর করবো
আরিফ-ও তাই নাকি
তারপর আরিফ কে জরিয়ে ধরে নিদি।
শুরু হলো তাদের পবিত্র ভালবাসা।
-
আসলে ভালবাসা এমন একটা জিনিস যেটা কিছু মানুষ কে ভাল করে তুলে আবার কিছু মানুষ কে নষ্ট করে দেয়।
সবাই ওকে চিনে এবং ভয় পায়।
এলাকায় সব সময় মারামারি করে সে।
ওর বাবা-মা ওরে অনেক বুঝায় এসব ছেড়ে দিতে কিন্তু সে এসব ছেড়ে দেয়না।
একদিন এলাকায় একটা মেয়েকে দেখে।
এবং সেই মেয়েটার প্রতি সে ক্রাশ খায়।
তারপর সে খোজ খবর নিয়ে জানতে পারে মেয়েটা এলাকায় নতুন আসছে। নাম নিদি।
তাদের পরিবার এখানে বাসা বাড়া নিয়েছে।
এবং মেয়েটা আরিফের কলেজে এডমিশন নিয়েছে। এসব কিছু জানলো এই কয়দিনে।
আরিফ আগে কলেজে যেতো না শুধু পরীক্ষা আসলে পরীক্ষা দিতে যেতো।
জানলো মেয়েটা ওদের কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে।
আর আরিফ পড়ে ৩য় বর্ষে।
এই থেকে আরিফ নিদিকে দেখতে প্রতিদিন কলেজে যায়।
তারপর নিদিকে সব সময় ফলো করে চলে।
সেটা নিদি ও একটু বুঝতে পারে যে একটা ছেলে থাকে ফলো করে প্রতিদিন।
তারপর সে খবর নিয়ে জানতে পারে ছেলেটার নাম আরিফ।
আরিফ এলাকায় মাস্তানি-মারামারি এসব করে বেড়ায়।
তারপর নিদি এসব পাত্তা না দিয়ে চলতে থাকে নিজের মতো করে।
এইভাবে কেটে যায় ৩ মাস।
-
নিদি কলেজে এরি মাঝে কয়েকজন ভাল বন্ধু পেয়ে যায়।
এভাবে চলে যাচ্ছে নিদির দিন গুলো।
-
আরিফ শুধু এখন নিদি নিয়েই বিজি হয়ে গেছে কিভাবে নিদিকে মনের কথা বলবে।
একদিন আরিফ প্লান করে জারা কে দিয়ে বলবে আরিফ নিদিকে ভালবাসে এই কথা .(জারা নিদির ফ্রেন্ড আরিফের পরিচিত)
এবং একদিন আরিফ জারার সাথে কথা বলে।
-
আরিফ-জারা তোমার সাথে একটু কথা ছিলো
জারা-জি ভাইয়া বলুন কি বলবেন
আরিফ-আসলে আমি তোমার ফ্রেন্ড নিদিকে ভালবাসি।
জারা-আচ্ছা এখন আমি কি করতে পারি ভাইয়া
আরিফ-তুমি যদি এইটা নিদি কে বলে আমাকে একটু হেল্প করতে
জারা-আচ্ছা ভাইয়া আমি বলে দেখবো। এখন আমি যাই
আরিফ-আচ্ছা যাও ভাল থেক।
কয়েকদিন পরে জারা আর নিদি বসে আছে কলেজের মাঠে।
জারা-নিদি তোকে কিছু কথা বলার ছিলো
নিদি-হুম বল কি কথা
জারা-আমাদের এলাকার আরিফ ভাই কে চিনিস
নিদি-ওই মাস্তান ছেলেটা নাকি
জারা-হুম ওনি তোকে ভালবাসেন আমাকে এইটা বলতে বলছেন
নিদি-কি ওর মত ছেলেকে আমি ভালবাসবো তুই ভাবলি কি করে
জারা-এখন তুই কি করবি সেটা তোর বিষয়।
নিদি-হুম
-
এর পরেরদিন কলেজে আরিফের সাথে নিদির দেখা হয়।
আরিফ-নিদি তোমাকে জারা কিছু বলছে
নিদি-হুম বলছে
আরিফ-এখন তোমার কি ইচ্ছা বলো
নিদি-আপনি ভাবলেন কি করে আপনার মত ছেলেকে আমি ভালবাসতে যাবো
আরিফ-আমি তোমাকে অনেক ভালবাসি যেদিন এলাকায় প্রথম সেইদিন থেকেই ভালবাসি
নিদি-রাখেন আপনার ভালবাসা আর কখনো এসব আমায় বলবেন না। না হলে আপনার বাসায় বিচার পাঠাব( বলেই নিদি চলে যায় সেখান থেকে)
-
এর পরেরদিন আবার কলেজে আরিফ কথা বলতে যায়
আরিফ-নিদি রিয়েলি আমি তোমাকে অনেক ভালবাসি আমি তোমাকে চাই আমার জীবনে।
নিদি-আপনাকে না বলছি আমাকে ডিস্টার্ব না করতে
আরিফ-নিদি প্লিজ বুঝতে চেস্টা কর(নিদির হাত ধরে বলে আরিফ)
নিদি-আপনার সাহসতো কম না আপনি কি পায়ছেন আমি আপনাকে ভয়ে ভালবাসি বলবো সবাই ভয় পেলে আমি ভয় পায়নি বলে(আরিফের গালে একটা চড় বসিয়ে দিয়ে চলে যায়)
-
আরিফ বাসায় আসে ভাবে যে ছেলে কে দেখলে সবাই ভয় পায় আজ সেই ছেলে একটা মেয়ে চড় মেরে গেলো।
এসব ভাবতে থাকে আরিফ।
আরিফ ভাবতে থাকে আসলেই সে তো ভাল মানুষ না খারাপ কাজ করে বেড়ায় এলাকায় এসব করলে থাকে কে ভালবাসবে।
এসব ভেবে সে ডেসিশন নিলো আর এসব কাজ করবেনা ভাল হয়ে যাবে।
আর নিদিকে ও ডিস্টার্ব করবেনা।
-
তারপর আরিফ মাস্তানি-মারামারি এসব ছেড়ে দিয়ে ভাল হয়ে যায়।
আর মাঝে মাঝে নিদির সাথে রাস্তায় দেখা হলে গালে হাত রেখে পাশ কাঠিয়ে চলে যায়।
আরিফের এসব কাজ দেখে এলাকার সবাই খুশি এবং তার পরিবার ও অনেক খুশি।
আর এসব দেখে নিদি ও খুশি। এর পর থেকে আরিফ আর নিদি কে ডিস্টার্ব ফলো এসব করেনি।
নিদি এখন বুঝতে পারে আরিফের সব কিছু সে মিস করতে থাকে ধীরে ধীরে সে আরিফের প্রতি সে দূর্বল হয়ে পরে।
কিন্তু কয়েকদিন ধরে সে আরিফ কে কলেজে-এলাকায় দেখতে পায়না।
খবর নিয়ে জারার কাছ জানতে পারে ওর মামার বাসায় বেড়াতে গেছি।
এর কয়েকদিন পরে আরিফ কে রাস্তায় হেঠে যেতে দেখে নি। নিদি আরিফের কাছে গেলো। আরিফ চলে যাবে এমন সময় নিদি ডাক দেয় আরিফ কে
নিদি-এই জে মিঃ গালে হাত দিয়ে কোথায় যাও
আরিফ- বাসায় যাবো
নিদি-বাব্বা এতো ভাল হয়ে গেছো আমার হাতের এক চড় খেয়ে
আরিফ-এসব বলতে আমায় ডেকেছেন নাকি?
নিদি-সরি এতোদিন কোথায় ছিলেন
আরিফ-মামার বাসায়
নিদি-আমাকে না দেখে এতোদিন ভাল ছিলেন
আরিফ-আপনি ই বললেন আর যেনো আপনাকে ডিস্টার্ব না করি
নিদি-ও আচ্ছা আমায় এখনো ভালবাস
আরিফ-হুম অনেক ভালবাসি
নিদি-তাহলে আমায় এতো কষ্ট দিলা কেন?জানো কত মিস করেছি তোমায়।
আরিফ-অলে বাবা তাই নাকি সরি সরি
নিদি-হুম আচ্ছা এখন প্রপোজ কর
আরিফ-কিভাবে প্রপোজ করে
নিদি-নেকা ওনি কিছু চিনে না কর প্রপোজ তাড়াতাড়ি
আরিফ-আই লাভ উই নিদি। আমার বাবুর আম্মু হবে??
নিদি-হতে পারি যদি আমায় অনেক অনেক ভালবাসো।
আরিফ-হুম ভাসবো
নিদি-আচ্ছা একটা কথা ছিলো
আরিফ-বলো
নিদি-আমার হাতের চড় খাওয়ার পর যতদিন তোমার সাথে দেখা হয়েছি ততদিন তুমি গালে হাত রেখে যেতে কেনো
আরিফ-আবার যদি চড় মারো এই ভয়ে
নিদি-গুড বয় এই ভাবে আমাকে সারাজীবন ভয় পেয়ে যাবে কেমন
আরিফ-যথা আজ্ঞা মহারানী
নিদি-এবার কাছে আসো
আরিফ-এই আবার চড় মারবা নাকি?
নিদি-আরে বাবা না এখন আদর করবো
আরিফ-ও তাই নাকি
তারপর আরিফ কে জরিয়ে ধরে নিদি।
শুরু হলো তাদের পবিত্র ভালবাসা।
-
আসলে ভালবাসা এমন একটা জিনিস যেটা কিছু মানুষ কে ভাল করে তুলে আবার কিছু মানুষ কে নষ্ট করে দেয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন