বুধবার, ২৪ মে, ২০১৭

নীল পরী

আবারও আইডিটা নষ্ট হয়ে গেল। কেন যে সবায় ব্লক দেয়। ব্লক দেয় বুঝলাম কিন্তু রিপুট করবি কেন। আমি কি তোদের খুব ক্ষতি করছি? শুধু একটু শিউর হইলাম যে মুখোশ পড়া আপনি মেয়ে/ছেলে। বেস এতেই কি বড় ধরনের দোষ হইয়া গেল?
,
আমার আগের আইডিটার জীবনে ঘটে যাওয়া ছোট্ট একটা গল্প বলি। বয়স তার খুব একটা ছিল না কেবল দের মাসের মত। ফ্রেন্ড সংখা খুব কম। তাই পোস্টে লাইকও আসে না। তাই এক ফ্রেন্ডের কথামত 'এড মি' লিখে একটা পেইজের টাইমলাইন পোস্টে কমেন্ট করলাম। আর শুরু হলো ভেলকি। রিকুয়েস্ট আসতে লাগলো। ছেলে গুলোকে না দেখেই রিসিভ। ঘটনা ক্রমে এক 'নীল পরী' নামের আইডিটাও রিসিভ করে ফেলছি।
,
যাহ্ শালা এহ্ কি করলাম। যেগুলোকে চিনি না সেই মেয়ে আইডি রাখি না। তাই আইডির ভেতরে গেলাম আনফ্রেন্ড করবো।
,
ওরেহ্ বাস এত্ত এত্ত ফটো মেয়েটার। আবার কমেন্টেও অনেক মেয়ের কমেন্ট। দেখে ভালই লাগলো। মনে হয় আইডিটা আসলেই মেয়ে। তবে চেহারায় টান আছে একটা। যাই হোক আনফ্রেন্ড করলাম না। দেখা যাক পরিচিত হই ছেলে/মেয়ে। আর খালিও আছি যদি লাইজ্ঞা যায়। এখন অপেক্ষায় আছি কখন অনলাইনে আসে।
,
পাইছি পাইছি
-হাই(আমি)
-...(কোনো উত্তর নাই। ভাবলাম মেয়েদের একটু দাম হয়ই)
-আপু কি অনলাইনে আছো?
-(নো রেসপন্স। তার মানে আমাকে অন্য রাস্তা নিতে হবে)
-আপু তোমার চেহারা সেইরকম সুন্দর। তোমার জন্য একটা প্রপোজাল ছিল(হয়তো কাজে লাগবে)
-হ্যালো(আপু)
-একটা প্রপোজাল ছিল তোমার জন্য
-কি প্রপোজাল বল!
-আসলে তুমি দেখতে অনেক সুন্দরী ভাবলাম তোমার সাথে পরিচিত হই। তো বন্ধু হওয়া যাবে?
-তোমার প্রপোজালটা বল তারপর দেখি
-ওইযে ওইটাই তো ছিল
-আজব
-তুমি কি মনে করছিলা আপু?
-না কিছু না
-আপু তোমার নাম কি?
-বৃষ্টি
-বাহ্ সুন্দর নাম তো
-স্বাভাবিক, আমিই সুন্দর
-হি হি আপু ভুল বললা তো। তুমি সুন্দরী হবা সুন্দর না
-ডিসগাটিং
-কি বললা আপু শুনি নাই (যদিও কথা ম্যাসেজে হচ্ছিল)
-না কিছু না
-আপু তুমি তো ম্যাসেঞ্জারে আছ তাই না
-হুম তো
-না মানে একবার কল দিতাম। আসলে আপনি তো অনেক সুন্দর (সুন্দরী বললাম না যদি রাগ করে) আপনার কন্ঠটাও মনে হয় অনেক সুন্দর। তাই যদি একবার হ্যালো বলতেন যদি ছোট্ট করে (সবটাই জানার জন্য মেয়ে না ছেলে। এর আগে অনেক ধরছি যার কারনে ব্লকও খাইছি। দেখি এইটায় কি হয়)
-সরি সমস্যা আছে
-পাশে আম্মু আছে তাই না!
-হুম আম্মু আছে
-তাইলে আর কি আমার ভাগ্য খারাপ
-অওঅঅ সিক
-হুম। আচ্ছা বাদ দাও আপু। তুমি আর আম্মুর একটা পিক তুলো তো। আর তোমার আম্মুকে বলবা তোমার গলা ধইরা তুলতে
-আম্মু ফটো তুলে না
-আগে তো জানতাম না কোন মায়ের কাছে সন্তান এইটুকু চাইলে সেই মা না করবে
-ফাউল
-সেইটাই। তো কয়দিন ধরে?
-কি কয়দিন ধরে!
-এই যে নিজে ছেলে হইয়া মেয়ে আইডি চালাইতেছ
-মানে কি
-মানে এইটাই তুমি ছেলে(একটু জোর খাটালাম কথায় যদি আসলেই মেয়ে হয়)
-...
-কয়দিন ধরে বললা না আপুপুপুও...
যাহ্ বাবা তার নামটা কাল হয়ে গেল। তার মানে ব্লক দিলো! নাহ্ ঠিক করলো না এইটা। এখনও শিউর-ই হইতে পারলাম না ছেলে না মেয়ে আর ব্লক দিয়ে দিল। না একদম ঠিক করে নাই। দ্বাড়াও অন্য উপায় বের করতেছি। তবুও বের করতেই হবে তুমি ছেলে না মেয়ে।
,
ঢুকলাম ১০ মিনিটের জন্য জিমেইল ওয়েব সাইটে। নিলাম জিমেইলটা। অতঃপর আমিও খুলে নিলাম মেয়ে আইডি 'নিলাঞ্জনা আদ্রি' নাম দিলাম। ম্যাসেঞ্জারে নিয়ে নিলাম। কথা তো বের করতে হবে। এরপর ফটোও দিলাম যাম্পেস। আকর্ষনীয় যে করতে হবে। ওয়েব ডট দিয়ে ঢুকে সব গুলো শেয়ারের টাইম দিলাম দাদার আমলের। যাতে কারও সন্দেহ না হয় আইডিটা আজকের।
,
সার্চ করলাম 'নীল পরী' নামের আইডিটা। পাঠালাম রিকু। আমার দিতে যতক্ষন আর তার রিসিভ করা শেষ। ওয়েট করতেছি যদি সে আগে ম্যাসেজ দেয় তাইলে সে ছেলে। আর যদি আমায় আগে দিতে হয় তাইলে সে মেয়ে।
বেশিক্ষন ওয়েট করতে হলো না। হয়তো প্রোফাইলটা ঘুরে দেখতে তার সময় লেগে গেছে
-হাই(পরী)
-(প্রথম বার উত্তর দিলাম না)
-হ্যালো
-হ্যালো
-ভাল আছো আপু
-হ্যা ভাল। চিনলাম না তো
-আমিও তো চিনি না তাই বলে কি কথা বলা যাবে না
-তা না
-ঠিক তাই। পরিচিত হওয়া যাক। আম নীলা
-আমি আদ্রিতা
-সুন্দর নাম তো
-হুম
-কই থাকেন
-টাংগাইল
-অহ্ মাই গড। আমার গ্রামের বাসা টাংগাইল
-তাই! টাংগাইল কোথায়?
-হ্যা। আমার আব্বুর ওখানে অনেক বড় একটা বাড়ি আছে। আসলে ছোট কাল থেকেই ঢাকা থাকি তো তাই আসলে চিনি না
-অহ্ ভাল
-তো আপু লেখাপড়া কর তাই না!
-হুম এইবার এইচ.এস.সি দিলাম(ওর আইডিতে যা ছিল তাই বললাম)
-ওওঅঅ গশ আমিও তো। কোথায় থেকে দিলেন?
-সৃষ্টি কলেজ
-নাম শুনছি অনেক। কলেজটা নাকি অনেক ভাল
-হুম
-আপু তোমার সাথে কথা বলে অনেক ভাল লাগলো। তোমার ফোন নাম্বারটা দিবা?
-না আপু। আমি অচেনা কাউকে নাম্বার দেই না। আর আপনার সাথে কেবল পরিচয় সো আই আম সরি
-আচ্ছা আপু অসুবিধা নাই
-(কিছু বললাম না)
,
চাইলেই নাম্বারটা দিয়ে দিতে পারতাম। এতে আরও বেশি শুবিধা হতো ধরার জন্য। কিছুক্ষন সে ব্রেক নিলো। তারপর আবার শুরু।
-আপু আছো?(নীল পরী)
-হুম
-একটা কথা বলার ছিল
-বলো
-আসলে আপু আমার নাম হাসিব। আমার একটা ফ্রেন্ডের সাথে মজা করার জন্য আইডিটা খুলছিলাম। পরে যখন দেখি আইডিতে ভালই লাইক পরে তাই রেখে দিলাম। এখন এইটা চালাতে ভালই লাগে(বেটায় মুখ খুলছে)
-তো আমি কি করবো
-না কিছু না এমনি বলে রাখলাম
-ভালো
-তো আপু ফ্রেন্ডস্
-ওয়েট ওয়েট
-হ্যা বলেন আপু
-কিছুক্ষন আগে 'Shaion Khan' নামের যে আইডিটাকে ব্লক দিলেন তাকে আপনি চিনেন
-কে সে? চিনি না তো
-ভাল করে দেখেন
-ওহ তাহলে তুমি সেই ছেলে যে আমায় প্রপোজাল দেয়
-ঠিক তাই
-আচ্ছা আমি মাইয়া আইডি চালাই তোর সমস্যা কি?
-কোন সমস্যা নাই। কিন্তু আমার সামনে পরলো কেন? আর বড় কথা আমার আইডি নষ্ট করলি কেন(কিছুক্ষন পর আমার আইডিটা আস্ত ছিল না। রিভিউ-এ চলে গেল আর ফেরত পাইলাম না)
-তা আমার কি। ওইটা তোর বিষয়
-সেইটাই। ওয়েট কর তোর আইডির ১২ টা বাজাইতেছি। তোর স্বাদের আইডি দেখাইতেছি
সেন্ড হওয়ার সাথে সাথেই ব্লক আর রিপুট টিপুট যা আছে সব মারলাম। দেরি করলেই বকা শুরু করতো। আমার ফ্রেন্ডদেরও বললাম রিপুট দে আইডিটাতে। অতঃপর আইডি বাতিল।
,
যাহ্ আরও একটা ফেক আইডি সাথে স্বার্থক আমি ছি.আই.ডি। ভালাই লাগলো ধরতে পেরে। একেতে ধরতে পারলাম আর দুই আমার রাগটাও মিটলো।
,
বর্তমানে ফেসবুক ফ্রেন্ড নামে কিছুই না। সব ধান্দাবাজ।
,
কারও আমার মত সময় পার করা। আর কেও ভুয়া নামে ভুয়া পরিচয়ে ধান্দা করে বেড়ানো। আসলে ফেসবুক নামের এই সোসাল জগৎ একটা আজব মেশিন। যেখানে সবাই রাজা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন