আমি হেরেছি,তো?
:
-->আহ।বুকের উপর কী পড়ল রে?(আমি)
-->আমি।(কণিকা)
-->তুমি?
-->কাকে আশা করছিলে?
-->নাহ কাউকে না।কিন্তু তুমি আমার বুকের উপর এভাবে ঝাপিয়ে পড়লে কেন?বুকের হাড্ডি তো সব ভেঙ্গে গেল মনে হয়।
-->তো কী করব?তুমি আমাকে একা বিছানায় রেখে মেঝেতে শুয়ে রইছো কেন?
-->তুমিই তো বললা।
-->আমি বলছি তা তে কী হইছে?একটা ধমক বা চড় দিয়েও তো জোর করে শুয়ে থাকতে পারতে আমার পাশে।
-->তাহলে তো তোমার থেকে আমার বেশি কষ্ট হত।
-->ইসস।কী আমার কষ্ট বুঝে রে।তাহলে আজকে যখন বললাম অফিস থেকে তাড়াতাড়ি আসতে বাবার বাড়ি যাব একটু।কিন্তু আসলে না।তখন ভালবাসা কোথায় ছিল?
-->কোথাও না,কাজ ছিল তাই আসতে পারি নাই।
-->তাতে কী?তোমার বউ আগে না কাজ আগে?
-->অবশ্যই,বউ আগে।
-->কচু।তাহলে আর আমাকে কষ্ট দিতে পারতে না।
-->সত্যি, ভুল হয়ে গেছে মাফ কর।
-->হুম।খালি মাফ চেয়ে পাড় পেয়ে যাও।
-->ওকে কালকে যাব।একদম পাক্কা।
-->হুহ,আর যেতে হবে না।
-->আরে রাগ কর কেন?চল বিছানায় যাই।এভাবে আর কতক্ষণ আমার বুকের উপর থাকবে?
-->আমার ইচ্ছা আমি আমার স্বামির বুকের উপর থাকব।তাতে তোমার কী?
-->ওকে আমার কিছু না।
-->হুম,আমি ঘুমাবো।
-->ঘুমাও না করছে কে?
-->ওকে আমি ঘুমাই।
বলেই আমার বুকের উপর ঘুমিয়ে পড়ল।
:
আমি সিফাত।একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরী করি।আর উনি আমার বউ কণিকা।
:
আজকে ওকে নিয়ে ওর বাবার বাড়ি যাওয়ার কথা ছিল।কিন্তু কাজের কারণে যেতে পারি নি।তাই শাস্তিস্বরূপ আমাকে মেঝেতে ঘুমাতে হবে।
ঘুমাইছিও কষ্ট করে।কিন্তু উনি থাকতে না পেরে আমার বুকের উপর ঝাপিয়ে পড়ে।আর বাকিটা তো উপরেই পড়লেন।
:
ওর সাথে আমার বিয়েটা হঠাৎ করে হয়।
ওর বাবা আমার কলিগ ছিল।আমরা সবাই অফিসে ওনাকে কাকা বলে ডাকতাম।তো উনি আমাদের ওনার মেয়ের মানে কণিকার বিয়ে তে দাওয়াত দেয়।
:
আমরা সবাই যাই।কিন্তু বরপক্ষ যখন আসছে তার ঠিক ১০ মিনিট পর সমস্যা দেখা দিল।কারণ মেয়ে কালো আর তার জন্য ওরা অনেক যৌতুক দাবি করে।কাকা রাজিও হয় কিন্তু অর্ধেক এখন দিবে আর বাকিটা পরে।ওনারা প্রথমে রাজি হলেও পরে সবটা বিয়ের আসরেই দিতে হবে বলে দাবি করে।
কিন্তু ওনার পক্ষে দেয়া সম্ভব না তাই বিয়েটা ভেঙ্গে যায়।
সেই সাথে সবার মন খারাপ।কণিকা তো একেবারে কান্না করো দেয়।
:
তো তখন আমি একটা সিদ্ধান্ত নেই যে ওকে বিয়ে করব।যেই ভাবা সেই কাজ।ওকে ওই আসরেই বিয়ে করে নিয়ে আসি।সবাই তখন খুব খুশি হয়।কাকা তো কান্না করে দেয়।
:
তো বাড়িতে যখন আসি তখন বাবা,মা, ছোট বোন সবাই অবাক।যেই আমাকে অনেক বলেও বিয়ে করাতে পারে নাই। সেই আমি কিনা তাদের না জানিয়ে বিয়ে করে বউ নিয়া আসছি।
তারা খুব খুশি হয়ে বউ বরণ করে নেয়।
সেই থেকে ও আমাদের পরিবারের একজন সদস্য এবং বিশেষ সদস্য হিসেবে জায়গা করে নিল।
আর আমি হতভাগা বাইরের মানুষ হিসেবে থাকি।
কেউ আমাকে দামই দেয় না।সবাই কণিকাকে নিয়ে ব্যস্ত।
:
কিন্তু সেই থেকে আমাদের দুজনের ভালবাসারও শুভ সূচনা হয়।
ও আমাকে খুব ভালবাসে।এই একটা জায়গাতে আমি হেরেছি ওর কাছে।আমি ওকে সব কিছু দিতে পারছি।শুধু ওকে অতটা ভালবাসতে পারি না যতটা ও আমাকে বাসে
হ্যা আমি হেরেছি তো কী হয়েছে?
ওর এই ভালবাসা নিয়ে আমি গর্ব করি।ও আমার কাছে দামি কিছুই চায় না।শুধু চায় রাতে আমার বুকে মাথা দিয়ে ঘুমাতে।
তাই আমিও তা অপূর্ণ রাখি না।
একটা সুখি পরিবার হিসেবে আছি আমরা।
:
এখন বিদায়।ঘুমাবো, কারণ কালকে আবার ওর বাবার বাড়ি যেতে হবে।একটু লেট করে উঠলেই কালকে কেয়ামত হয়ে যাবে।
:
দোয়া করবেন সবাই। আমরা যেন সুখি হিসেবেই বাচঁতে পারি।
:
বিঃদ্রঃ কালো বলেই যে কাউকে মূল্যায়ন করবেন না।তা কিন্তু ঠিক না। কারণ আপনার বাম পাজরের হাড় থেকে সৃস্ট মানবীকেই আপনার বিয়ে করতে হবে।তাই সে যদি কালো হয়,তখন আপনাকে তাকেই বিয়ে করতে হবে।তাই ছেলেদের বলছি সুন্দরের পিছনে ঘুরে লাভ নাই।কারণ তোমার ভাগ্যে যদি কালো মেয়ে থাকে তোমাকে কালো মেয়েকেইে বিয়ে করতে হবে।আর মেয়েরা আপনাদের ক্ষেত্রেও যদি কালো বর থাকে তাহলে তাকেই বিয়ে করতে হবে।তাই কালো ফর্সা আলাদা না করে সবাইকে মূল্য দিতে শিখুন।
ফর্সা মানুষের কালো মনের থেকে কালো মানুষের ফর্সা মন পাওয়াটাই শ্রেয়।
:
-->আহ।বুকের উপর কী পড়ল রে?(আমি)
-->আমি।(কণিকা)
-->তুমি?
-->কাকে আশা করছিলে?
-->নাহ কাউকে না।কিন্তু তুমি আমার বুকের উপর এভাবে ঝাপিয়ে পড়লে কেন?বুকের হাড্ডি তো সব ভেঙ্গে গেল মনে হয়।
-->তো কী করব?তুমি আমাকে একা বিছানায় রেখে মেঝেতে শুয়ে রইছো কেন?
-->তুমিই তো বললা।
-->আমি বলছি তা তে কী হইছে?একটা ধমক বা চড় দিয়েও তো জোর করে শুয়ে থাকতে পারতে আমার পাশে।
-->তাহলে তো তোমার থেকে আমার বেশি কষ্ট হত।
-->ইসস।কী আমার কষ্ট বুঝে রে।তাহলে আজকে যখন বললাম অফিস থেকে তাড়াতাড়ি আসতে বাবার বাড়ি যাব একটু।কিন্তু আসলে না।তখন ভালবাসা কোথায় ছিল?
-->কোথাও না,কাজ ছিল তাই আসতে পারি নাই।
-->তাতে কী?তোমার বউ আগে না কাজ আগে?
-->অবশ্যই,বউ আগে।
-->কচু।তাহলে আর আমাকে কষ্ট দিতে পারতে না।
-->সত্যি, ভুল হয়ে গেছে মাফ কর।
-->হুম।খালি মাফ চেয়ে পাড় পেয়ে যাও।
-->ওকে কালকে যাব।একদম পাক্কা।
-->হুহ,আর যেতে হবে না।
-->আরে রাগ কর কেন?চল বিছানায় যাই।এভাবে আর কতক্ষণ আমার বুকের উপর থাকবে?
-->আমার ইচ্ছা আমি আমার স্বামির বুকের উপর থাকব।তাতে তোমার কী?
-->ওকে আমার কিছু না।
-->হুম,আমি ঘুমাবো।
-->ঘুমাও না করছে কে?
-->ওকে আমি ঘুমাই।
বলেই আমার বুকের উপর ঘুমিয়ে পড়ল।
:
আমি সিফাত।একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরী করি।আর উনি আমার বউ কণিকা।
:
আজকে ওকে নিয়ে ওর বাবার বাড়ি যাওয়ার কথা ছিল।কিন্তু কাজের কারণে যেতে পারি নি।তাই শাস্তিস্বরূপ আমাকে মেঝেতে ঘুমাতে হবে।
ঘুমাইছিও কষ্ট করে।কিন্তু উনি থাকতে না পেরে আমার বুকের উপর ঝাপিয়ে পড়ে।আর বাকিটা তো উপরেই পড়লেন।
:
ওর সাথে আমার বিয়েটা হঠাৎ করে হয়।
ওর বাবা আমার কলিগ ছিল।আমরা সবাই অফিসে ওনাকে কাকা বলে ডাকতাম।তো উনি আমাদের ওনার মেয়ের মানে কণিকার বিয়ে তে দাওয়াত দেয়।
:
আমরা সবাই যাই।কিন্তু বরপক্ষ যখন আসছে তার ঠিক ১০ মিনিট পর সমস্যা দেখা দিল।কারণ মেয়ে কালো আর তার জন্য ওরা অনেক যৌতুক দাবি করে।কাকা রাজিও হয় কিন্তু অর্ধেক এখন দিবে আর বাকিটা পরে।ওনারা প্রথমে রাজি হলেও পরে সবটা বিয়ের আসরেই দিতে হবে বলে দাবি করে।
কিন্তু ওনার পক্ষে দেয়া সম্ভব না তাই বিয়েটা ভেঙ্গে যায়।
সেই সাথে সবার মন খারাপ।কণিকা তো একেবারে কান্না করো দেয়।
:
তো তখন আমি একটা সিদ্ধান্ত নেই যে ওকে বিয়ে করব।যেই ভাবা সেই কাজ।ওকে ওই আসরেই বিয়ে করে নিয়ে আসি।সবাই তখন খুব খুশি হয়।কাকা তো কান্না করে দেয়।
:
তো বাড়িতে যখন আসি তখন বাবা,মা, ছোট বোন সবাই অবাক।যেই আমাকে অনেক বলেও বিয়ে করাতে পারে নাই। সেই আমি কিনা তাদের না জানিয়ে বিয়ে করে বউ নিয়া আসছি।
তারা খুব খুশি হয়ে বউ বরণ করে নেয়।
সেই থেকে ও আমাদের পরিবারের একজন সদস্য এবং বিশেষ সদস্য হিসেবে জায়গা করে নিল।
আর আমি হতভাগা বাইরের মানুষ হিসেবে থাকি।
কেউ আমাকে দামই দেয় না।সবাই কণিকাকে নিয়ে ব্যস্ত।
:
কিন্তু সেই থেকে আমাদের দুজনের ভালবাসারও শুভ সূচনা হয়।
ও আমাকে খুব ভালবাসে।এই একটা জায়গাতে আমি হেরেছি ওর কাছে।আমি ওকে সব কিছু দিতে পারছি।শুধু ওকে অতটা ভালবাসতে পারি না যতটা ও আমাকে বাসে
হ্যা আমি হেরেছি তো কী হয়েছে?
ওর এই ভালবাসা নিয়ে আমি গর্ব করি।ও আমার কাছে দামি কিছুই চায় না।শুধু চায় রাতে আমার বুকে মাথা দিয়ে ঘুমাতে।
তাই আমিও তা অপূর্ণ রাখি না।
একটা সুখি পরিবার হিসেবে আছি আমরা।
:
এখন বিদায়।ঘুমাবো, কারণ কালকে আবার ওর বাবার বাড়ি যেতে হবে।একটু লেট করে উঠলেই কালকে কেয়ামত হয়ে যাবে।
:
দোয়া করবেন সবাই। আমরা যেন সুখি হিসেবেই বাচঁতে পারি।
:
বিঃদ্রঃ কালো বলেই যে কাউকে মূল্যায়ন করবেন না।তা কিন্তু ঠিক না। কারণ আপনার বাম পাজরের হাড় থেকে সৃস্ট মানবীকেই আপনার বিয়ে করতে হবে।তাই সে যদি কালো হয়,তখন আপনাকে তাকেই বিয়ে করতে হবে।তাই ছেলেদের বলছি সুন্দরের পিছনে ঘুরে লাভ নাই।কারণ তোমার ভাগ্যে যদি কালো মেয়ে থাকে তোমাকে কালো মেয়েকেইে বিয়ে করতে হবে।আর মেয়েরা আপনাদের ক্ষেত্রেও যদি কালো বর থাকে তাহলে তাকেই বিয়ে করতে হবে।তাই কালো ফর্সা আলাদা না করে সবাইকে মূল্য দিতে শিখুন।
ফর্সা মানুষের কালো মনের থেকে কালো মানুষের ফর্সা মন পাওয়াটাই শ্রেয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন