বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭

পতিতা

গল্পটির নাম পতিতা না হয়ে বেশ্যা হওয়া উচিত ছিল,সভ্য সমাজ ডিরেক্টলি এইটা ভিন্ন চোখে দেখবে,একজন বেশ্যা বা পতিতা যে পেশার সাথে জড়িত তাকে আমরা বেশ্যাবৃত্তি বলেই জানি যে শব্দটির ইংরেজি পারিভাষিক অর্থ প্রসটিটিউশন।
মেয়েটির নাম শ্রেয়া,লাইসেন্সধারী পতিতা,বেশ্যাবৃত্তি অপরাধ ছাড়া ভিন্ন অপরাধেই কেবল পুলিশ তাকে গ্রেফতার করার যোগ্যতা রাখে,শ্রেয়া মেয়েটি আট দশটি পতিতার ন্যায় সব-সময় মুখে পান চিবিয়ে কথা বলে না,শ্রেয়া দেহ বিক্রির জন্যে দৌলদিয়া ঘাট বা টাঙ্গাঈলের বেবিট্যাক্সি মোড়ে গিয়ে দাঁড়িয়ে থেকে কাস্টমার ধরে না,সে সমস্ত পতিতার চেয়ে আলাদা স্বভাবের,শিক্ষিত সমাজের সাথে মাঝে মাঝে ইংরেজিতেও কথা বলতে দেখা যায় তাকে।
সাবেক বয়ফ্রেন্ড আশিক নেশার টাকা জোগাড় করতে পতিতা পল্লীতে শ্রেয়াকে বিক্রি করে যায় মাত্র ৬০ হাজার টাকার বিনিময়ে,তারপর শ্রেয়াকে বাধ্য করা হয় দেহদানে,শ্রেয়া এখন নিজেকে মানিয়ে নিয়েছে পতিতা পল্লীর পরিবেশের সাথে,প্রথম দিকে যদিও তার প্রচুর মন খারাপ করতো।
শ্রেয়া ও আশিক একই ইউনিভারসিটিতে পড়তো,আশিক শ্রেয়াকে কখনোই ভালোবাসেনি,নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে কিছু টাকা ইনকাম করার জন্যেই ভালোবাসার নাটক তৈরি করেছিল সে। এরকম হাজার হাজার আশিক বাংলাদেশে আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে,যে আশিকেরা ক্লাস সিক্সের মেয়েকে কিডন্যাপ করে বিক্রি করে দেয় পতিতা পল্লীতে,যে আশিকেরা ক্লাস নাইনের মেয়ের নিকটে মিথ্যেভাবে নিজেকে বড়লোক প্রেমিক রুপে প্রতিষ্ঠিত করে,একসময় ঘুড়তে যাওয়ার কথা বলে হাত-বদল করিয়ে কিছু টাকা ইনকাম করে,এই আশিকেরাই যেই সময়ে শ্রেয়াকে বিক্রি করে দেয় সেই সময়েই শ্রেয়া সাবজেক্টকে পাস্ট ইস্যু আর একটি সফল সাকসেসের তকমা গায়ে লাগিয়ে নিজের রেট বৃদ্ধি করে সামান্য একটি কথার মাধ্যমে মাসি/পিসি এই রেটে আর নতুন মেয়ে সাপ্লাই দিতে পারবো না, দামটা বাড়াতে হবে,মাসি/পিসি তখন উত্তর দেয় এবার দেখেশুনে সুন্দরী আর কচি একটি মেয়ে নিয়ে আসিস দেখি,২০ হাজার বাড়িয়ে দিবো।মাসি/পিসির কথায় আশিকেরা নতুন ভাবে প্রেমের নাটকের স্ক্রিপ্ট তৈরি করে,আবার একজন নায়িকা তৈরি করে নেয়,আবার তাকে সহজ-সরল লোভ দেখিয়ে পতিতালয়ে বিক্রি করে,এরকম চলছেই বর্তমান বাংলাদেশের চিত্র এটি সালটি ২০১৭,যদি ৩০১৭ সালে আমার এই গল্পটি কেউ পড়ার প্রয়োজনীতা বোধ করে তখন আমায় পাগল লেখক বলেই সম্ভোধন করবে,কারন ৩০১৭ সালে পতিতাবৃত্তি নিয়ে কেউ জানার চেষ্টা করবে না,তখন পতিতালয় নামক আলাদা কোন স্থান থাকবে না,তখন দেশটি এখনকার সময়ের নিউজিল্যান্ড,ব্রাজিল,সিঙ্গাপুরের ন্যায় হয়ে যাবে।
যদিও ব্যাপারটি নিয়ে লেখার কোন ইচ্ছে আমার ছিল না কিন্তু একটা অপরাধবোধ আমার মাঝে উঁকি দিচ্ছিলো,একজন বোন লেখাটি পরে হয়তো নিজেকে সংশোধন করতে পারবে হয়তো একজন বোন অপরিচিত কারো প্রেমে পড়ে বাবা-মাকে ছেড়ে দূর অজানার উদ্দেশ্যে রওনা দেওয়ার উপায়কে ইগনোর করতে শিখবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন