হঠাত্ করে বৃষ্টি শুরু হয়ে গেলো ? সন্ধ্যাটা হয়ে আসছে , এমন সময় বৃষ্টি শুরু হয়েছে তাই মেজাজ খারাপ ! সন্ধ্যার বৃষ্টি আমার ভাল লাগে না ।
.
বিকেল ৩টার সময় বাসা থেকে বের হয়ে কলেজ ক্যামাসে গিয়েছিলাম।র্ভাসিটি লাইফ আড্ডাবাজি না করলে যেনো দম বন্ধ হয়ে আসে।ক্যামাসে এসে আড্ডা দিতে লাগলাম ! বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যার আগে বাসায় আসার জন্য রওয়ানা দিলাম।কিন্তু অসময়ের বৃষ্টির জন্য পথে থামতে হলো ? এই অসময়ের বৃষ্টি কত সমস্যার কারন হয়ে দাড়িয়েছে তা , কেবল তারাই বুজবে , যারা আমার মত আশ্রয় খুজে কোন একটা জায়গায় দাড়িয়ে পড়েছে।
.
বৃষ্টি ঝিমঝিম করে পড়ছে।একমনে বৃষ্টি দেখে যাচ্ছি , তাই আশেপাশের কোনো খেয়াল নেই।যখন বৃষ্টি শুরু হয় , এই জায়গাতে আমি একাই ছিলাম।বৃষ্টি দেখাতে এতটাই বিভোর ছিলাম যে পাশে কেউ একজন আছে তা এতক্ষন বুজতে পারিনি।হঠাত্ তার কথা শুনে খেয়াল হলো আমাকে কল্পনা থেকে বাস্তবে ফিরে আসতে হবে !
.
- বৃষ্টিকে ভালবাসেন ? (মেয়ে)
- একদম না । (আমি)
- [আমার চোখের দিকে তাকিয়ে] কেনো ?
- বৃষ্টি নামকে ই ঘৃনা করি বৃষ্টির অস্তিত্ত দূরে থাক ?
- মিথ্যা বলছেন কেনো ?
- বৃষ্টি যেনো আমার সাথে অভিমান করে ?
- বৃষ্টির বয়েই গেছে আপনার সাথে অভিমান করার জন্য !
(আস্তে আস্তে বৃষ্টি কমে আসল)
- কি ? দেখলেন তো বৃষ্টি আমার সাথে ঠিক অভিমান করলো ?
- হুম !
- আমি নীল ।
- শুধুই নীল ?
- রুদ্রনীল রেহমান !
- বাহ্ , সুন্দর নাম তো আপনার ?
[বৃষ্টি থামার জন্য রিক্সা গুলো আবার চলতে শুরু করল।আগে দু একটা চলছিলো , ঠিক এখন সবগুলো ই চলছে।একটা রিক্সা আমাদের দিকে আসছিলো ,]
- এই রিক্সাওয়ালা ভাই ! (মেয়ে)
- বলেন আপা ? (রিক্সাওয়ালা)
- বনানী যাবেন ?
- হু ,আপা । রিক্সায় উঠেন ?
(মেয়েটির রিক্সায় উঠা দেখে বললাম)
- নাম টা তো বললেন না ?
- বৃষ্টি তালুকদার ।
(মুচকি হেসে বলল , এবং রিক্সা চলতে শুরু করল।আমি কিছু বলতে না পেরে একটু জোরে বললাম)
- আপনার চোখ দুটি অনেক সুন্দর ? মায়ায় পরির্পূন !
(পিছনে ফিরে , আবার একটা মুচকি হাসি দিয়ে বলল)
- আমি সুন্দর নই ?
- যদি বলি ভাষায় বর্ননা করে বলতে পারব না ?
(এত সুন্দর হাসি আমি জীবনে ও দেখি নাই ? যেভাবে বৃষ্টি হাসছিলো ?আমি তার হাসির মায়ায় পরে গেলাম।রিক্সার পিছু পিছু ছুটতে লাগলাম , আর চিত্কার দিয়ে বললাম)
- আপনার নাম্বারটা পেতে পারি ?
- নাম্বার দিলে বৃষ্টির অভিমান যদি ভেঙ্গে যায় ?
(আর কিছু না বলেই তার রিক্সায় উঠে পড়লাম)
- বাহ্ , আপনি তো বেশ সাহসী ?(বৃষ্টি)
.
বিকেল ৩টার সময় বাসা থেকে বের হয়ে কলেজ ক্যামাসে গিয়েছিলাম।র্ভাসিটি লাইফ আড্ডাবাজি না করলে যেনো দম বন্ধ হয়ে আসে।ক্যামাসে এসে আড্ডা দিতে লাগলাম ! বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যার আগে বাসায় আসার জন্য রওয়ানা দিলাম।কিন্তু অসময়ের বৃষ্টির জন্য পথে থামতে হলো ? এই অসময়ের বৃষ্টি কত সমস্যার কারন হয়ে দাড়িয়েছে তা , কেবল তারাই বুজবে , যারা আমার মত আশ্রয় খুজে কোন একটা জায়গায় দাড়িয়ে পড়েছে।
.
বৃষ্টি ঝিমঝিম করে পড়ছে।একমনে বৃষ্টি দেখে যাচ্ছি , তাই আশেপাশের কোনো খেয়াল নেই।যখন বৃষ্টি শুরু হয় , এই জায়গাতে আমি একাই ছিলাম।বৃষ্টি দেখাতে এতটাই বিভোর ছিলাম যে পাশে কেউ একজন আছে তা এতক্ষন বুজতে পারিনি।হঠাত্ তার কথা শুনে খেয়াল হলো আমাকে কল্পনা থেকে বাস্তবে ফিরে আসতে হবে !
.
- বৃষ্টিকে ভালবাসেন ? (মেয়ে)
- একদম না । (আমি)
- [আমার চোখের দিকে তাকিয়ে] কেনো ?
- বৃষ্টি নামকে ই ঘৃনা করি বৃষ্টির অস্তিত্ত দূরে থাক ?
- মিথ্যা বলছেন কেনো ?
- বৃষ্টি যেনো আমার সাথে অভিমান করে ?
- বৃষ্টির বয়েই গেছে আপনার সাথে অভিমান করার জন্য !
(আস্তে আস্তে বৃষ্টি কমে আসল)
- কি ? দেখলেন তো বৃষ্টি আমার সাথে ঠিক অভিমান করলো ?
- হুম !
- আমি নীল ।
- শুধুই নীল ?
- রুদ্রনীল রেহমান !
- বাহ্ , সুন্দর নাম তো আপনার ?
[বৃষ্টি থামার জন্য রিক্সা গুলো আবার চলতে শুরু করল।আগে দু একটা চলছিলো , ঠিক এখন সবগুলো ই চলছে।একটা রিক্সা আমাদের দিকে আসছিলো ,]
- এই রিক্সাওয়ালা ভাই ! (মেয়ে)
- বলেন আপা ? (রিক্সাওয়ালা)
- বনানী যাবেন ?
- হু ,আপা । রিক্সায় উঠেন ?
(মেয়েটির রিক্সায় উঠা দেখে বললাম)
- নাম টা তো বললেন না ?
- বৃষ্টি তালুকদার ।
(মুচকি হেসে বলল , এবং রিক্সা চলতে শুরু করল।আমি কিছু বলতে না পেরে একটু জোরে বললাম)
- আপনার চোখ দুটি অনেক সুন্দর ? মায়ায় পরির্পূন !
(পিছনে ফিরে , আবার একটা মুচকি হাসি দিয়ে বলল)
- আমি সুন্দর নই ?
- যদি বলি ভাষায় বর্ননা করে বলতে পারব না ?
(এত সুন্দর হাসি আমি জীবনে ও দেখি নাই ? যেভাবে বৃষ্টি হাসছিলো ?আমি তার হাসির মায়ায় পরে গেলাম।রিক্সার পিছু পিছু ছুটতে লাগলাম , আর চিত্কার দিয়ে বললাম)
- আপনার নাম্বারটা পেতে পারি ?
- নাম্বার দিলে বৃষ্টির অভিমান যদি ভেঙ্গে যায় ?
(আর কিছু না বলেই তার রিক্সায় উঠে পড়লাম)
- বাহ্ , আপনি তো বেশ সাহসী ?(বৃষ্টি)
- এইটুকু সাহস থাকার তো দরকার আছে ?
- সাহসটা কি সবসময় থাকবে ?
- যদি বৃষ্টির জন্য প্রয়োজন হয় তাহলে আবার ফিরে আসবে !
(আমার একটা হাত চেপে ধরল বৃষ্টি , আর আমি ভাবতে থাকলাম কি করে আমার এতো সাহস হলো ?)
- সাহসটা কি সবসময় থাকবে ?
- যদি বৃষ্টির জন্য প্রয়োজন হয় তাহলে আবার ফিরে আসবে !
(আমার একটা হাত চেপে ধরল বৃষ্টি , আর আমি ভাবতে থাকলাম কি করে আমার এতো সাহস হলো ?)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন