আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে গেছে।
যে কোনো সময় বৃষ্টি আসবে। আবির
অফিস থেকে বের হয়ে গাড়িতে বসে
পড়ল। আজ তার ভালো লাগছে না। বৃষ্টি
আবিরের প্রিয় নয় । এক সময় প্রিয় ছিল
হয়তো। কিন্তু এখন বৃষ্টিতে ভিজতে মন
চায় না।
.
আবির একটা কোম্পানিতে ভালো পদে
চাকরি করে ।গত সপ্তাহে এই শহরে
ট্রান্সফার হয়ে এসেছে। এই শহরের সাথে
তার অনেক স্মৃতি রয়েছে।
.
বাসা যাওয়ার মাঝপথে বৃষ্টি এসে গেল।
আবির গাড়ি থামিয়ে পাশের একটা
চায়ের দোকানে ঢুকে পড়ল। এই বৃষ্টির
দিনে চায়ের কাপের চুমুক দেওয়ার মজাই
আলাদা।
.
চায়ের কাপে চুমুক দিতে দিতে তার
অসস্থি হতে লাগল । আবিরের একটা
বিশেষ ইন্দ্রিয় আছে যার ফলে কেউ যদি
তার দিকে তাকিয়ে থাকে তাহলে সে
বুঝতে পারে ।কিন্তু আবিরের মনে হলো
অসস্থিটা বেশ পুরোনো। সে ডান পাশে
তাকাল। তারপর বাম পাশে তাকাল। বা
পাশে তাকানোর ফলে সে তার অসস্থির
কারন টা বুঝতে পারলো। সেই চির চেনা
মুখ কি করে আবির ভুলবে। সেই মুখটি আর
কেউ নয় সে হলো মীম। হ্যা,মীমের সাথে
আবিরের প্রেমের সম্পর্ক ছিল। এখন
অবশ্য নেই। আবির মীমকে দেখে কোনো
কথাই বলতে পারলো না। শুধু হৃদস্পন্দন টা
অনুভব করতে পারলো। মীমও আবিরের
দিকে তাকিয়ে আছে। মীম এগিয়ে আসল
আবিরের দিকে।
.
.
প্রথম কথাটা মীমই বলল,
__কেমন আছো আবির।(মীম)
.
__হুম আছি ভালোই
.
__আমাকে জিজ্ঞাসা করবে না ভালো
আছি কি না
.
__কিছু মানুষকে জিজ্ঞাসা করতে হয়
না। তারা সবসময়
ভালো থাকে।
.
__কিভাবে বুঝলে আমি ভালো আছি
.
__কেন ভালো নেই তুমি?
.
__এসব কথা বাদ দাও। এখানে কবে
আসলে?
.
__এইতো এক সপ্তাহ হলো।
.
__ওহ
.
__হুম
.
কিছুক্ষন নিরবতা.,,,
__বৃষ্টি থেমে গেছে আজ তাহলে চলি
(আবির)
.
__চলে যাবে?
.
__হুম ।
.
__কাল একবার দেখা করতে পারবে
.
__দেখা যাক
.
__তোমার নাম্বার টা দাও তো
.
__আগের টাই আছে । তোমার মত নাম্বার
চেন্জ
করার দরকার পড়ে নাই
.
__(নিশ্চুপ)
.
__চলি
.
আবির মীমকে কিছু বলার সুযোগ না
দিয়ে চলে
গেল।
.
আবির এই শহরে লেখাপড়া করত ।
এইখানে এসে
পড়ালেখার পাশাপাশি মীমের সাথে
তার প্রেম হয়ে
যায় । মীম অবশ্য নিজে আগে প্রোপজ
করেছিল। কিন্তু আবির প্রথমে রিজেক্ট
করে
দেয়। কেননা তার প্রেম ভালোবাসায়
বিশ্বাস
ছিলো না। কিন্তু মীমে জোড় আর
কেয়ার এ
সেও রিলেশনে জড়িয়ে যায়। কিন্তু
রিলেশনের ৬
মাসের মাথায় মীম রিলেশন ব্রেক আপ
করে
দেয়। আবির তাকে এর কারন জিজ্ঞাসা
করেছিল ।
মীম বলেছিল সে নাকি তার বন্ধুদের
সাথে বাজি
রেখে আবিরের সাথে রিলেশন করেছিল।
আবির
আর কিছু বলে নি।
.
.
.
আবিরের অবশ্য অনেক কষ্ট হয়েছিল এই
সময়টা
কাটিয়ে উঠতে। কিন্তু আবির পেরেছে ।
চেষ্ঠা
দ্বারা সব কিছু সম্ভব। আবির সেটা
দেখিয়ে
দিয়েছে। কিন্তু মীম? আবিরের সাথে
রিলেশন
ভেঙে দেওয়ার পর মীম বুঝতে পারে যে
অভিনয় হলেও মীম নিজের অজান্তে
আবিরের
পেমে পড়ে গেছে। কিন্তু বড্ড দেরী হয়ে
গিয়েছিল। আবির এই ভার্সিটি থেকে
টান্সফার হয়ে
অন্য কোথাও চলে গিয়েছিল। অনেক
চেষ্টা
করেছিল আবিরের সাথে যোগাযোগ
করতে
কিন্তু পারে নি। কেননা আবিরের বেশী
ফ্রেন্ড
ছিল না। আবিরের ফোন নাম্বার বন্ধ
দেখায়। কিন্তু
আজ আবির কে দেখে মীমের সুপ্ত
ভালোবাসা
আবার প্রবল বেগে ফুসে উঠতে থাকে।
.
পরের দিন...
আবির বসে আছে সেই চির চেনা লেকের
ধারে। যেখানে সে এক সময় মীমের হাত
ধরে
বসে থাকত। কিন্তু আজ ব্যাতিক্রম ।
গতকাল রাতে
মীম আবির কে ফোন করে দেখা করার
জন্য
রাজী করিয়েছে। তারপর আজ এই লেকের
ধারে আবির বসে আছে। মীম আজ এখনো
আসে নি। রিলেশনে থাকতে মীম আগে
এসে
বসে থাকতো। আবির প্রতিবার লেট
হতো। কিন্তু
আজ ব্যাতিক্রম। কিছুক্ষন পর মীম
আবিরের পাশে
এসে বসল। মীমকে বরাবরের মতো আজও
অনেক সুন্দর লাগছে। নীল রঙের কামিজ
পড়েছে। সাথে মেচিং করে ওড়না। সব
মিলিয়ে
অনেক সুন্দর। আবিরই নিরবতা ভাংলো.,,
.
__বলো কি বলবে ।আমার একটু কাজ আছে
.
__আমি জানি তোমার কোনো কাজ নেই।
.
__কীভাবে জানলে যে আমার কোনো
কাজ
নেই
.
__কীভাবে জানলাম সেটা বড় কথা নয় ।
কিন্তু আমি
জানি
.
মীম সত্যি বলছিল যে আবিরের কোনো
কাজ
নেই। মীম জানে যে আবির তাকে এখনো
ভালোবাসে।
.
__আচ্ছা আবির বিয়ে করেছ
.
__না
.
__কেন?
.
__(নিশ্চুপ)
.
__আবির আমি তোমাকে ভালোবাসি
এখনো।
.
__অভিনয়ে?
.
__তুমি আমাকে ভুল বুঝতে পারো। কিন্তু
তুমি চলে
যাওয়ার পর আমি বুঝতে পেরেছিলাম যে
আমি
তোমাকে সত্যি সত্যি ভালোবেসে
ফেলেছি।
কিন্তু তখন অনেক দেরী করে ফেলেছি।
.
আবির একমনে চুপ করে মীমের কথা
শুনছিল।
মীম আবার বলল,
.
__আচ্ছা আবির আমরা কি আবার নতুন
করে শুরু করতে
পারি না?
.
আবির বসা থেকে উঠে দাড়ালো।
মীম আবার বলল,
.
__আমি জানি তুমি এখনো আমাকে
ভালোবাসো।
বিশ্বাস করো আমিও তোমাকে
ভালোবাসি।
.
আবির তবুও চুপ করে আছে।মীম আবার
বলল
__আচ্ছা ঠিক আছে ।আমি চললাম।
তোমার নিজের
মনের মত একজনকে বিয়ে করে সুখী
থেকো।(কান্নাজড়িত কন্ঠে)
.
মীম চলে যাচ্ছিল।
কিন্তু আবির যেতে দিল না। মীমের হাত
ধরে
টেনে বুকে জড়িয়ে নিল।
হয়তো আবির ফিরে পেল তার
ভালোবাসা।
.
যে কোনো সময় বৃষ্টি আসবে। আবির
অফিস থেকে বের হয়ে গাড়িতে বসে
পড়ল। আজ তার ভালো লাগছে না। বৃষ্টি
আবিরের প্রিয় নয় । এক সময় প্রিয় ছিল
হয়তো। কিন্তু এখন বৃষ্টিতে ভিজতে মন
চায় না।
.
আবির একটা কোম্পানিতে ভালো পদে
চাকরি করে ।গত সপ্তাহে এই শহরে
ট্রান্সফার হয়ে এসেছে। এই শহরের সাথে
তার অনেক স্মৃতি রয়েছে।
.
বাসা যাওয়ার মাঝপথে বৃষ্টি এসে গেল।
আবির গাড়ি থামিয়ে পাশের একটা
চায়ের দোকানে ঢুকে পড়ল। এই বৃষ্টির
দিনে চায়ের কাপের চুমুক দেওয়ার মজাই
আলাদা।
.
চায়ের কাপে চুমুক দিতে দিতে তার
অসস্থি হতে লাগল । আবিরের একটা
বিশেষ ইন্দ্রিয় আছে যার ফলে কেউ যদি
তার দিকে তাকিয়ে থাকে তাহলে সে
বুঝতে পারে ।কিন্তু আবিরের মনে হলো
অসস্থিটা বেশ পুরোনো। সে ডান পাশে
তাকাল। তারপর বাম পাশে তাকাল। বা
পাশে তাকানোর ফলে সে তার অসস্থির
কারন টা বুঝতে পারলো। সেই চির চেনা
মুখ কি করে আবির ভুলবে। সেই মুখটি আর
কেউ নয় সে হলো মীম। হ্যা,মীমের সাথে
আবিরের প্রেমের সম্পর্ক ছিল। এখন
অবশ্য নেই। আবির মীমকে দেখে কোনো
কথাই বলতে পারলো না। শুধু হৃদস্পন্দন টা
অনুভব করতে পারলো। মীমও আবিরের
দিকে তাকিয়ে আছে। মীম এগিয়ে আসল
আবিরের দিকে।
.
.
প্রথম কথাটা মীমই বলল,
__কেমন আছো আবির।(মীম)
.
__হুম আছি ভালোই
.
__আমাকে জিজ্ঞাসা করবে না ভালো
আছি কি না
.
__কিছু মানুষকে জিজ্ঞাসা করতে হয়
না। তারা সবসময়
ভালো থাকে।
.
__কিভাবে বুঝলে আমি ভালো আছি
.
__কেন ভালো নেই তুমি?
.
__এসব কথা বাদ দাও। এখানে কবে
আসলে?
.
__এইতো এক সপ্তাহ হলো।
.
__ওহ
.
__হুম
.
কিছুক্ষন নিরবতা.,,,
__বৃষ্টি থেমে গেছে আজ তাহলে চলি
(আবির)
.
__চলে যাবে?
.
__হুম ।
.
__কাল একবার দেখা করতে পারবে
.
__দেখা যাক
.
__তোমার নাম্বার টা দাও তো
.
__আগের টাই আছে । তোমার মত নাম্বার
চেন্জ
করার দরকার পড়ে নাই
.
__(নিশ্চুপ)
.
__চলি
.
আবির মীমকে কিছু বলার সুযোগ না
দিয়ে চলে
গেল।
.
আবির এই শহরে লেখাপড়া করত ।
এইখানে এসে
পড়ালেখার পাশাপাশি মীমের সাথে
তার প্রেম হয়ে
যায় । মীম অবশ্য নিজে আগে প্রোপজ
করেছিল। কিন্তু আবির প্রথমে রিজেক্ট
করে
দেয়। কেননা তার প্রেম ভালোবাসায়
বিশ্বাস
ছিলো না। কিন্তু মীমে জোড় আর
কেয়ার এ
সেও রিলেশনে জড়িয়ে যায়। কিন্তু
রিলেশনের ৬
মাসের মাথায় মীম রিলেশন ব্রেক আপ
করে
দেয়। আবির তাকে এর কারন জিজ্ঞাসা
করেছিল ।
মীম বলেছিল সে নাকি তার বন্ধুদের
সাথে বাজি
রেখে আবিরের সাথে রিলেশন করেছিল।
আবির
আর কিছু বলে নি।
.
.
.
আবিরের অবশ্য অনেক কষ্ট হয়েছিল এই
সময়টা
কাটিয়ে উঠতে। কিন্তু আবির পেরেছে ।
চেষ্ঠা
দ্বারা সব কিছু সম্ভব। আবির সেটা
দেখিয়ে
দিয়েছে। কিন্তু মীম? আবিরের সাথে
রিলেশন
ভেঙে দেওয়ার পর মীম বুঝতে পারে যে
অভিনয় হলেও মীম নিজের অজান্তে
আবিরের
পেমে পড়ে গেছে। কিন্তু বড্ড দেরী হয়ে
গিয়েছিল। আবির এই ভার্সিটি থেকে
টান্সফার হয়ে
অন্য কোথাও চলে গিয়েছিল। অনেক
চেষ্টা
করেছিল আবিরের সাথে যোগাযোগ
করতে
কিন্তু পারে নি। কেননা আবিরের বেশী
ফ্রেন্ড
ছিল না। আবিরের ফোন নাম্বার বন্ধ
দেখায়। কিন্তু
আজ আবির কে দেখে মীমের সুপ্ত
ভালোবাসা
আবার প্রবল বেগে ফুসে উঠতে থাকে।
.
পরের দিন...
আবির বসে আছে সেই চির চেনা লেকের
ধারে। যেখানে সে এক সময় মীমের হাত
ধরে
বসে থাকত। কিন্তু আজ ব্যাতিক্রম ।
গতকাল রাতে
মীম আবির কে ফোন করে দেখা করার
জন্য
রাজী করিয়েছে। তারপর আজ এই লেকের
ধারে আবির বসে আছে। মীম আজ এখনো
আসে নি। রিলেশনে থাকতে মীম আগে
এসে
বসে থাকতো। আবির প্রতিবার লেট
হতো। কিন্তু
আজ ব্যাতিক্রম। কিছুক্ষন পর মীম
আবিরের পাশে
এসে বসল। মীমকে বরাবরের মতো আজও
অনেক সুন্দর লাগছে। নীল রঙের কামিজ
পড়েছে। সাথে মেচিং করে ওড়না। সব
মিলিয়ে
অনেক সুন্দর। আবিরই নিরবতা ভাংলো.,,
.
__বলো কি বলবে ।আমার একটু কাজ আছে
.
__আমি জানি তোমার কোনো কাজ নেই।
.
__কীভাবে জানলে যে আমার কোনো
কাজ
নেই
.
__কীভাবে জানলাম সেটা বড় কথা নয় ।
কিন্তু আমি
জানি
.
মীম সত্যি বলছিল যে আবিরের কোনো
কাজ
নেই। মীম জানে যে আবির তাকে এখনো
ভালোবাসে।
.
__আচ্ছা আবির বিয়ে করেছ
.
__না
.
__কেন?
.
__(নিশ্চুপ)
.
__আবির আমি তোমাকে ভালোবাসি
এখনো।
.
__অভিনয়ে?
.
__তুমি আমাকে ভুল বুঝতে পারো। কিন্তু
তুমি চলে
যাওয়ার পর আমি বুঝতে পেরেছিলাম যে
আমি
তোমাকে সত্যি সত্যি ভালোবেসে
ফেলেছি।
কিন্তু তখন অনেক দেরী করে ফেলেছি।
.
আবির একমনে চুপ করে মীমের কথা
শুনছিল।
মীম আবার বলল,
.
__আচ্ছা আবির আমরা কি আবার নতুন
করে শুরু করতে
পারি না?
.
আবির বসা থেকে উঠে দাড়ালো।
মীম আবার বলল,
.
__আমি জানি তুমি এখনো আমাকে
ভালোবাসো।
বিশ্বাস করো আমিও তোমাকে
ভালোবাসি।
.
আবির তবুও চুপ করে আছে।মীম আবার
বলল
__আচ্ছা ঠিক আছে ।আমি চললাম।
তোমার নিজের
মনের মত একজনকে বিয়ে করে সুখী
থেকো।(কান্নাজড়িত কন্ঠে)
.
মীম চলে যাচ্ছিল।
কিন্তু আবির যেতে দিল না। মীমের হাত
ধরে
টেনে বুকে জড়িয়ে নিল।
হয়তো আবির ফিরে পেল তার
ভালোবাসা।
.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন