শনিবার, ১১ মার্চ, ২০১৭

এ জগৎতের কিছু কথা

--আনফেন্ড করার কি খুব দরকার
ছিলো (আমি)
--কে আপনি? (অজানা কেউ)
--চিনতেই পারছেন না!
--না।
--তবে প্রথম থেকে ম্যাসেস গুলো পড়ার
অনুরোধ করছি আপনাকে।
--সরি (কিছুক্ষণ পর)
--সরি কেন?
--কারণ আমি আপনার সাথে কোনোদিন কন্টাকে আসি নাই।
--তবে এগুলো কে করছে?
--আমার আইডি হ্যাক হয়েছিলো তখন হয়তো কেউ আপনাকে ফেন্ড রিকো দিয়ে
কন্টাকে ছিলো আপনার সাথে।
--ও ঠিক আছে ভালো থাকবেন।
.
আমি শুভ।আর সাথে কথা বললাম সে হলো
আমার এক ফেইজবুক ফেন্ড।এখন ফেইজবুক ফেন্ডবুক ফেন্ড বললে ভুল
হবে সে আমাকে আনফেন্ড করেছে সেহেতু
ফেন্ড না।
মূল কথা আসি।এখন হয় তো অনেকে গল্পের লেখক হিসাবে
চিনে আমাকে কিন্ত একসময় আমি গল্প লিখতাম
না মাঝে মাঝে কবিতা লিখতাম।
তখন আমার ফেইজবুক আইডির নাম ছিলো
নিশ্চুপ বালক।
প্রায় আনুমানিক ৫-৬ মাস আগের কথা
বলছি,এসময় একটা আইডি থেকে রিকোয়েস্ট আসে আর আইডির নাম
নিশ্চুপ বালিকা।
কি মজার ব্যপার আমার আইডির নাম
নিশ্চুপ বালক আর তার আইডির নাম
নিশ্চুপ বালিকা হা হা।
.
যাইহোক রিকোয়েস্ট দিয়েছিলো তার দুদিন
পর কনফার্ম করি।
সাথে সাথে ম্যাসেস আসে...
--হাই..বালিকা
--রিপলাই দেই নাই
--হ্যালো কিছুক্ষণ পর।
--বলেন?..আমি
--আপনার আইডি দেখে ভালো লাগলো তাই
রিকোয়েস্ট দিয়েছি এবং ম্যাসেস করলাম।
--ভালো।
--আপনার আইডির নাম নিশ্চুপ কেন বলবেন?
--হুম।সবসময় নিশ্চুপ থাকি মানে কথা কম বলি সেজন্য।
--আপনাকে কি নিশ্চুপ কেউ বানিয়েছে নাকি??
--জ্বী না।এটা আমার ছোট বেলার অভ্যাস।
--ও তাহলে ভালো।
.
আমি তখন কারো সাথে বেশী কথা বলতাম
না।যদি কেউ এক বা একাধিক ম্যাসেস
সেন্ড করতো তখন তার রিপলাই দিতাম।
নিশ্চুপ বালিকার ব্যপারে ও তাই।
.
--হ্যালো..বালিকা
--বলেন..আমি
--আপনি সত্যি অনেক নিশ্চুপ।
--ততোটা না।
--আমার ফেন্ড হবেন?
--ফেন্ড তো হয়েই আছি।
--ধন্যবাদ।
--স্বাগতম।
.
এভাবে প্রায়ই কথা হতো আমার আর নিশ্চুপ বালিকার সাথে।যদিও আমি কোন সময়
আগে ম্যাসেস সেন্ড করতাম না প্রত্যকবার
বালিকা আগে ম্যাসেস করতো।
.
যাইহোক অনেক দিন বালিকার কোন ম্যাসেস নেই।আমি ও উপর দিয়ে কোন ম্যাসেস
করলাম না কি লাভ মায়া বাড়িয়ে।
.
অনেকদিন হয়ে গেল বালিকাকে অনলাইনে
পাওয়া যায় না।
একদিন বন্ধুদের পুরাতন ম্যাসেস দেখতেছি
হঠাৎ দেখলাম পুরাতন ম্যাসেসের মধ্যে
কোন এক মেয়ের নাম (নামটা গোপন রাখলাম)
আমিতো অবাগ আমি এ নামের মেয়ের
মেয়ের সাথে কোনদিন চ্যাট করি নাই।
তবে এ মেয়ের নাম আসলো কোথা থেকে!
বলে রাখি ততোদিনে আমি ও আইডির
না পরিবর্তন করে ফেলেছি,নিশ্চুপ বালক
থেকে মোঃ জসিম উদ্দিন শুভ।
আইডির ম্যাসেস অপশনে প্রবেশ করে দেখলাম,আরে এটা তো সেই নিশ্চুপ বালিকা জাস্ট আইডির নাম পরিবর্তন করা।
আরো দেখলাম আমাকে আনফেন্ড করা
দেখাছে।তারপর বাকি কথ্যকথন তো সবার
উপরেই দেওয়া আছে।
বলছি এটা কোন বানানো ঘটনা না সেজন্য এখানে কোন
আবেগ-অনুভুতি নাই।
.
মোরাল অফ দ্যা স্টোরি--এ জগৎতে কারো
উপর মায়ায় জড়ালেন তো নিজের পায়ে
নিজেই কোড়াল মারলেন।
যদি ভাবেন না এটা মায়া না জাস্ট টাইম
পাস তবে বলবো টাইমপাস মুখে বলতেছেন
এক সময় মন থেকেই তাকে মিস করতে
থাকবেন হা হা।
এ র্ভারচুয়াল জগৎতে কাউকে বিশ্বাস করতে
নাই,করলেন তো কচু গাছের ফাঁসি নিলেন
হা হা।জানেন কথা গুলো তেতো হলেও
সত্য।মানুষকে কাছ থেকেই চেনা যায় না
আর দুর থেকে চিনবেন কি করে।
মেয়েদের বলছি কারো মিষ্টি মধুর কথা শুনে হয়তো তোমাদের কত সুইট সুইট (বুঝতে কোন পিকের কথা বলছি)পিক গুলো দিয়ে দাও সত্যি অবাগ লাগে।যাইহোক এ র্ভারচুয়াল জগৎতে কারো উপর নির্ভরশীল হবেন না কাউকে হতেও দিবেন না।সর্বশেষে একটা কথা বলি সেই নিশ্চুপ বালিকাকে,যদি পোষ্টটা আপনার নজরে পরে তাহলে আপনি কিছু মনে করবেন না।
কারণ এই ব্যপারটা আমার কাছে ফানি
মনে হইছে তাই লেখার মাধ্যমে তুলে ধরেছি মাএ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন