বুধবার, ২৯ মার্চ, ২০১৭

পারলাম না বলতে তোেক

আমি আকাশ। অর্নাস ৩য় বর্ষের ছাএ। আজ আমার ব্রেস্ট ফ্রেন্ড নদী ফোন করে বলে সে নাকি খুব অসুস্থতা । তাই একবার নদীকে দেখতে যাওয়া উচিৎ। কি করবো ভেবে পাচ্ছি না। চার বছর হলে আমাদের বন্ধুত্ব। কিন্তু কোনো দিন আমি নদীর বাসায় যায় নি। নদী অনেক বার চেষ্টা করেছে আমাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। কিন্তু পারে নি।
যেহেতু নদী অসুস্থ তাই ভাবলাম নদীকে দেখতে যাবো।
বিকাল ৪টার সময় বের হলাম নদীর বাসায় যাওয়ার জন্য। নদীর বাসার সামনে গিয়ে নদীকে ফোন দিলাম।কিন্তু নদী ফোন রিসিভ করলো না।
একটু পর দরজাতে গিয়ে নক করলাম। ৫ বছরের একটি মেয়ে দরজা খুলে বলল.
 ~
- কাকে চাই?? ( মেয়েটি)
-তোমার আপু বাসায় আছে?( আমি)
-আমার কোনো আপু নেই।(মেয়েটি)
-তাহলে তোমার খালামনি বাসায় আছে?? (আমি)
-আমার কোনো খালামনি নেই।(মেয়েটি)
- তাহলে অবশ্যই তোমার ফুপু বাসায় আছে?? ( আমি)
-এই আপনি বলবেন কাকে চান?
আমার কোনো ফুপু নেই। আপনার মতলব টা কি। ( মেয়েটি)
-তাহলে নদী তোমার কি হয়?(আমি)
-আমার আম্মু।( মেয়েটি)
~
কথাটা শোনার পর আমি মনে হয় আকাশ থেকে পরলাম। নদীর এত বড় একটা মেয়ে আছে সে কথা নদী আমাকে একটি বারো বলে নি।
একটু পর নদী বলে উঠলো কার সাথে কথা বলিস মেঘা। মেয়েটির নাম মেঘা। তখন নদী এসে আমাকে দেখে বলল আরে তুই কখন আসলি। আয় ভীতরে আয়।
~
- তুই যে বিবাহিত এটা আমাকে বলিস নি কেনো??(আমি)
-আমাকে দেখে কি তোর মনে হয় আমি বিবাহিত?? ( নদী)
-তোর একটা মেয়ে আছে তবুও বলছিস তুই বিবাহিত না।( আমি)
-মেঘার বাবা মা দুজনে মারা গেছে।
ছোটবলে থেকে আমি ওকে লালন পালন করছি তাই আমাকে আম্মু বলে ডাকে। (নদী)
- ও তাই বল। কেমন আছিস? (আমি)
- ভালো।
 তারপর নদীর সাথে গল্প করে বাসায় চলে আসি
~
কিছুদিন পর বাবা-মা দুজনে ৩ দিেনর জন্য বাহিরে ঘুরতে গেলো। তাই ভাবলাম নদীকে বাসায় আসতে বলবো। আর সেই দিন আমার মনের কথা নদীকে বলে দিবো। তাই নদীকে কল দিলাম...
- কেমন আছিস? ( আমি)
- ভালো। তুই কেমন আছিস? (নদী)
-ভালো। কাল আমাদের বাসায় আসতে পারবি।( আমি)
-কেনো? কোনো দরকার আছে?(নদী)
-হুম। তোকে একটা কথা বলবো।
( আমি)
-এখন বল। কি বলবি? ( নদী)
- না কাল কে বলবো। ( আমি)
~
পরের দিন সকালে নদীকে ফোন দিয়ে বললাম তাড়াতাড়ি আসতে।
নদী বললো ৩০ মিনিটের মধ্যে চলে আসবে। আমি শুধু ভাবতে লাগলাম কখন নদী আসবে কখন মনের কথা বলতে পারবো।
২ ঘন্টা পার হয়ে গেলো নদীর আসার নাম নাই। হঠাৎ একটি নাম্বার থেকে কল আসলো। আমি রিসিভ করতে কন্নামিশ্রিত কন্ঠে বলে উঠল আঙ্কেল আমি মেঘা। আম্মু আর নেই।
আপনার বাসায় যাওয়ার সময় একটা ট্রাক এসে মেরে দেই।
কথাটা শুনার পর আমি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলি।
আমার মনের কথা বলার ভাগ্য আর হলো না। না বলা কথা না বলা থেকে গেলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন