নিলয়:অই আশিক এ দিকে আয়।।।।
আশিক: জ্বি ভাইয়া.. বলেন...
আশিক: জ্বি ভাইয়া.. বলেন...
নিলয়: শুনলাম এলাকায় নাকি পোলাপানে ঝগড়া করছে।
আশিক: না ভাইয়া তেমন কিছু হয় নি।ক্রিকেট খেলা নিয়া একটু সমস্যা হয়ছিল।
নিলয়: হুম ঠিক আছে। কোন সমস্যা হইলে আমারে জানাবি।
আশিক: জ্বি ভাইয়া জানাবো।
আশিক: না ভাইয়া তেমন কিছু হয় নি।ক্রিকেট খেলা নিয়া একটু সমস্যা হয়ছিল।
নিলয়: হুম ঠিক আছে। কোন সমস্যা হইলে আমারে জানাবি।
আশিক: জ্বি ভাইয়া জানাবো।
( নিলয় এলাকার বখাটে একটা ছেলে।ঝগড়া করা তার নেশা বলা যায়।বখাটে হলে ও নিলয়ের মন টা অনেক বেশী ভাল।কেউ বিপদে পরলে আর কেউ সাহায্য না করলে ও নিলয় ঠিক সাহায্য করবে।)
আজ নিলয় আর নিলয়ের বন্ধু রাফি মোটরসাইকেল এ ঘুরতে বের হয়েছে।রাফি মোটরসাইকেল চালাচ্ছে আর নিলয় পিছে বসে আছে। এমন সময় অই রাফি গাড়ি থামা।
রাফি: কি হয়ছে বন্ধু.....
নিলয়: দোস্ত মেয়ে টা কেরে?
রাফি: কোন মেয়ে টা
নিলয় : অই যে সাদা জামা পরছে যে মেয়ে টা।
রাফি: ও.... অর নাম রিয়া। এলাকায় নতুন আসছে। বাবা ব্যাংকে চাকরি করে।
নিলয় : দোস্ত মেয়ে টা কিন্তু দারুন.......
রাফি : চল তাহলে কথা বলি........
নিলয়: দোস্ত মেয়ে টা কেরে?
রাফি: কোন মেয়ে টা
নিলয় : অই যে সাদা জামা পরছে যে মেয়ে টা।
রাফি: ও.... অর নাম রিয়া। এলাকায় নতুন আসছে। বাবা ব্যাংকে চাকরি করে।
নিলয় : দোস্ত মেয়ে টা কিন্তু দারুন.......
রাফি : চল তাহলে কথা বলি........
রাফি: রিয়া কেমন আছো?
রিয়া: জ্বি ভাইয়া ভাল আছি। আপনি কেমন আছেন?
রাফি : ভালো আছি। পরিচয় করায় দেই এটা আমার বন্ধু নিলয়।
রিয়া: আস্সলামুআলাইকুম ভাইয়া
নিলয় : ওয়ালাইকুমআস্সালাম। কি কনো সমস্যা হয় নাকি? কনো সমস্যা হলে আমারে শুধু একবার জানাই বা।
রিয়া: না ভাইয়া কনো সমস্যা হয়নি আর হলে অবশ্যই আপনাকে জানাবো। এলাকায় এসে আমি জানতে পারছি আপনি সবার উপকার করেন।
নিলয়: কি বলো তার মানে তুমি আমাকে চিনো
রিয়া : চিনতাম না তবে আপনার সমন্ধে জানতাম যে আপনি অনেক ভাল মানুষ।আচ্ছা ভাইয়া আমি এখন যাই আমার ক্লাস শুরু হয়ে যাবে।
নিলয় : আচ্ছা যাও.......
রিয়া: জ্বি ভাইয়া ভাল আছি। আপনি কেমন আছেন?
রাফি : ভালো আছি। পরিচয় করায় দেই এটা আমার বন্ধু নিলয়।
রিয়া: আস্সলামুআলাইকুম ভাইয়া
নিলয় : ওয়ালাইকুমআস্সালাম। কি কনো সমস্যা হয় নাকি? কনো সমস্যা হলে আমারে শুধু একবার জানাই বা।
রিয়া: না ভাইয়া কনো সমস্যা হয়নি আর হলে অবশ্যই আপনাকে জানাবো। এলাকায় এসে আমি জানতে পারছি আপনি সবার উপকার করেন।
নিলয়: কি বলো তার মানে তুমি আমাকে চিনো
রিয়া : চিনতাম না তবে আপনার সমন্ধে জানতাম যে আপনি অনেক ভাল মানুষ।আচ্ছা ভাইয়া আমি এখন যাই আমার ক্লাস শুরু হয়ে যাবে।
নিলয় : আচ্ছা যাও.......
এরপর নিলয় প্রায় প্রতিদিন রিয়ার জন্য রাস্তায় অপেক্ষা করত।কথা বলতে বলতে বাসায় ফিরত।এ ভাবে ই কাটছিল নিলয়ের দিন।নিলয়ের বুঝতে বাকি নেই যে সে রিয়া কে ভালবেসে ফেলেছে। এ দিকে রিয়া আর নিলয়ের সম্পক আপনি থেকে তুমি তে পৈাছে গেছে।প্রতিদিনের মত আজও নিলয় রিয়ার জন্য অপেক্ষা করছে। রিয়া আসছে.......
নিলয় :এতো দেরি হইলো কেন। আমি তো ভাবছি আজকে আর আইবা না।
রিয়া: আচ্ছা নিলয় আমি তো শুনেছি তুমি এইচ এস সি পরিক্ষা দিয়েছিলে। তাহলে এ ভাবে কথা বলো না কেনো। আর শুনো তুমি পরিক্ষায় ফেল করছ তো কি হয়েছে তুমি আবার ও পরিক্ষা দিবে।মানুষের জিবনে কি ব্যথতা থাকে না?
রিয়া: আচ্ছা নিলয় আমি তো শুনেছি তুমি এইচ এস সি পরিক্ষা দিয়েছিলে। তাহলে এ ভাবে কথা বলো না কেনো। আর শুনো তুমি পরিক্ষায় ফেল করছ তো কি হয়েছে তুমি আবার ও পরিক্ষা দিবে।মানুষের জিবনে কি ব্যথতা থাকে না?
(নিলয় কোন কথা বলছিল না। শুধু রিয়ার কথা শুনছিল আর হাসছিল।)ক্লাস শুরু হয়ে যাবে বলে রিয়া আর কথা না বলে চলে যাচ্ছে.......... নিলয় ও বাসায় চলে আসল।)
নিলয় : বাবা আমি আবার পড়ালেখা করবো।
নিলয়ের বাবা:ওগো শুনছো তুমার ছেলে কি বলছে। বাবা তর কি হয়েছে বলতো।
নিলয়ের মা: কি হয়েছে ডাকছো কেনো।
নিলয়ের বাবা: তুমার ছেলে আবার পড়ালেখা করবে বলতেছে।
নিলয়ের মা : সত্তি ্য বাবা তুই আবার পড়বি ?
নিলয় : হ্যা মা।
নিলয়ের বাবা:ওগো শুনছো তুমার ছেলে কি বলছে। বাবা তর কি হয়েছে বলতো।
নিলয়ের মা: কি হয়েছে ডাকছো কেনো।
নিলয়ের বাবা: তুমার ছেলে আবার পড়ালেখা করবে বলতেছে।
নিলয়ের মা : সত্তি ্য বাবা তুই আবার পড়বি ?
নিলয় : হ্যা মা।
নিলয়ের বাবা:আমি কাল ই সব ব্যবস্থা করে দিচ্ছি তুই শুধু মনোযোগ দিয়ে লেখাপড়া কর বাবা।
নিলয় : আচ্ছা বাবা।
নিলয় : আচ্ছা বাবা।
কিছুদিন পর.......
রাফি: দোস্ত চল ঘুইরা আসি।
নিলয় : দোস্ত আমি পড়তে বসব এখন।
রাফি: কি বলছস।বুঝি নাই আবার বল।
নিলয় : আমি পড়তে বসবো।
রাফি: দোস্ত কি বল্লি এটা।মাথা ঘুরতেছে।
নিলয় : যা তো
রাফি:আচ্ছা পড় তাহলে.....
নিলয় : দোস্ত আমি পড়তে বসব এখন।
রাফি: কি বলছস।বুঝি নাই আবার বল।
নিলয় : আমি পড়তে বসবো।
রাফি: দোস্ত কি বল্লি এটা।মাথা ঘুরতেছে।
নিলয় : যা তো
রাফি:আচ্ছা পড় তাহলে.....
( নিলয় এখন ঠিকমত পড়ালেখা করে।বাজে আড্ডা দেয় না। ঝগড়া করে না।ভাল মতো কথা বলে। নিলয় বদলে গেছে..... প্রতিদিন এর মতো আজ ও নিলয় রিয়ার জন্ন্য অপেক্ষা করছে..... রিয়া চলে এসেছে।)
নিলয় :আসছো আমি অপেক্ষা করছিলাম
রিয়া: হুম চলো দেরি হচ্ছে।
রিয়া: হুম চলো দেরি হচ্ছে।
(নিলয় আর রিয়া কথা বলতে বলতে কলেজ এ চলে যায়।আবার আসার সময় এক সাথে আসে। আসার সময়.......)
রিয়া:এই নিলয়। কাল কিন্তু আমার জন্মদিন....... জন্মদিনের উপহার ঠিক সময়ে চাই কিন্তু।।।।
নিলয় : সত্তি ্য কাল তুমার জন্মদিন?
রিয়া: হ্যা
নিলয় : আচ্ছা মেডাম কাল ঠিক সময় আপনার উপহার পেয়ে যাবে ন।
রিয়া: যদি না পাই তাহলে কিন্তু তুমাকে একে বারে মেরে ফেলবো ।বলে দিলাম।
নিলয় : আচ্ছা বাবা আচ্ছা। ( কি মেয়ে রে বাবা মেয়ে তো নয় জল্লাদ একটা)
রিয়া:আজ যাই আবার কাল দেখা হবে।
নিলয় : আমি তুমার জন্ন্য অপেক্ষা করব।
রিয়া: আচ্ছা
নিলয় : সত্তি ্য কাল তুমার জন্মদিন?
রিয়া: হ্যা
নিলয় : আচ্ছা মেডাম কাল ঠিক সময় আপনার উপহার পেয়ে যাবে ন।
রিয়া: যদি না পাই তাহলে কিন্তু তুমাকে একে বারে মেরে ফেলবো ।বলে দিলাম।
নিলয় : আচ্ছা বাবা আচ্ছা। ( কি মেয়ে রে বাবা মেয়ে তো নয় জল্লাদ একটা)
রিয়া:আজ যাই আবার কাল দেখা হবে।
নিলয় : আমি তুমার জন্ন্য অপেক্ষা করব।
রিয়া: আচ্ছা
রিয়ার মা: এই রিয়া রেডি হ
রিয়া : কেনো মা
রিয়ার মা: তর বাবার আবার ও বদলি হয়ে গেছে।একটু পর গাড়ি চলে আসবে তাড়াতাড়ি রেডি হ
রিয়া : কেনো মা
রিয়ার মা: তর বাবার আবার ও বদলি হয়ে গেছে।একটু পর গাড়ি চলে আসবে তাড়াতাড়ি রেডি হ
(রিয়ার কিছু ই করার ছিল না। বাধ্য হয়ে বাবা মায়ের সাথে চলে যাওয়া ছাড়া।রিয়া মোবাইল ব্যবহার করতো না। নিলয় অনেক বার রিয়া কে মোবাইল কিনে দিতে চেয়েছে কিন্তু রিয়া নেয় নি।মোবাইল ব্যাবহার না করায় রিয়া নিলয় কে ফোন করে ও জানাতে পারি নি।রিয়া চলে গেছে অন্ন্য শহরে। পরের দিন নিলয় কিছু লাল গোলাপ আর চকলেট নিয়ে রিয়ার জন্ন্য অপেক্ষা করতে লাগল।সকাল থেকে রাত গরিয়ে এলো কিন্তু রিয়া এলো না।রিয়া না আসায় নিলয় রিয়াদের বাসায় গেল গিয়ে দেখল দরজায় তালা ঝুলছে। রিয়ার এক প্রতিবেশীর কাছ থেকে জানা গেল রিয়ারা চলে গেছে।
নিলয় এক বুক কস্ট নিয়ে বাসায় চলে আসল।নিলয়ের আর দেখা হয় নি রিয়ার সাথে। তবে আজও নিলয় রিয়ার জন্ন্য অপেক্ষা করে ই চলেছে।।।। আর নিরবে চোখের জল ফেলেছে।তবে নিলয় আর এখন আগের মত ঝগড়া করে না।বাজে আড্ডা দেয় না।ঠিক মত পড়ালেখা করে...... বাবা মা কে সময় দেয়...... ভাল হয়ে গেছে নিলয়। নিলয়ের জিবন টা বদলে দিয়ে গেছে রিয়া।।
নিলয় এক বুক কস্ট নিয়ে বাসায় চলে আসল।নিলয়ের আর দেখা হয় নি রিয়ার সাথে। তবে আজও নিলয় রিয়ার জন্ন্য অপেক্ষা করে ই চলেছে।।।। আর নিরবে চোখের জল ফেলেছে।তবে নিলয় আর এখন আগের মত ঝগড়া করে না।বাজে আড্ডা দেয় না।ঠিক মত পড়ালেখা করে...... বাবা মা কে সময় দেয়...... ভাল হয়ে গেছে নিলয়। নিলয়ের জিবন টা বদলে দিয়ে গেছে রিয়া।।
"আসলে জিবনে কিছু মানুষ আছে যারা হঠাৎ করে এসে জিবন টাকে বদলে দিয়ে হঠাৎ করে চলে যায়"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন