রবিবার, ৮ নভেম্বর, ২০১৫

অপূর্ন তৃপ্তি


→সাবরিনা সবে মাত্র কলেজে ভর্তি
হয়েছে কলেজের জীবনের শুরু থেকে এই
পর্যন্ত অনেক ছেলে থাকে প্রপোস করেছে
কিন্তু কেউ তাঁর মনের মত হয়ে উঠেনি।
→আজ কলেজের এক অনুষ্টানে একটি
ছেলেকে দেখে সাবরিনার অনেক ভালো
লেগে যায় একতায় তাঁর স্বপ্নে দেখা সেই
রাজকুমারের মত।
→কিছু দিন পর পরীক্ষা চলে আসে তাই
থাকে আর খুঁজা হয়ে উঠেনি।
→আজ কেনো জানি ছেলেটার জন্য মনটা
একটু বেকুল হয়ে উঠেছে।
→এই দিকে ক্লাসে আসে দেখে স্যার ও
প্রায় ১০ মিনিট আগে খাতা দিয়েছে।
→কিছুতেই যেনো পরীক্ষাতে মন বসতেছে
না বার বার সেই ছেলেটির মুখ চোখের
সামনে বেসে উঠছে।
★★
★★
→এই ভাবে কিছু দিন যাওয়ার পর পরীক্ষা
শেষ হয় এখন ত কলেজে ও বন্ধ কি করে
ছেলেটার খুঁজ নিবে।
→কথা গুলো একা একা ভাবছে সাবরিনা
আর মনে মাঝে কেনো জানি অজানা একটি
কষ্ট অনুভব হচ্ছে।
→সাবরিনা এখনো ফ্রেশ হসনি(রাহেলা
বেগম)
→আম্মু আমি যাবনা তুমি যাও।
→যাবিনা মানে কাল ত তর মামা বিয়ে
আর এখন বলছিস যাব না।
→অনেক রিকুয়েষ্ট করার পর সাবরিনা
রাজি হয়।
→বিয়ে বাড়িতে সবাই আনন্দের মেতে
উঠেছে কিন্তু সাবরিনা কেনো জানি মন
মরা হয়ে আছে।

→বিয়ে বাড়িতে হঠ্যাত্ তাঁর সেই
রাজকুমার কে দেখতে পায় সাবরিনা
নিজের চোখে বিশ্বাস করতে পাচ্ছেনা।
→অপলক দৃষ্টিতে থাকিয়ে কিছুতেই
ছেলেটির দিক থেকে চোখ ফিরাতে
পাচ্ছে না।
→ছেলেটিকে দেখার পর থেকে মনের মাঝে
সুখের বৃষ্টি হচ্ছে এই সুখের আশায় এত দিন
অপেক্ষায় ছিলো।

→তার পর সাবরিনা খুঁজ নিয়ে জানতে
ছেলেটার নাম সুমন তাদের কলেজে অনার্স
৩য় বর্ষের ছাত্র।

→এর বেশি তেমন কিছু জানা হয়ে উঠেনি।
→কিছু দিন পর সাবরিনার ফেইসবুক
আইডিতে সুমন নাম থেকে রিকুয়েষ্ট আসে
এমনিতে অপরিচিত কারো রিকুয়েষ্ট
এক্সচেপ্ট করে না।কি যেনো মনের
রিকুয়েষ্টটা এক্সচেপ্ট করে পেলে।
→এক্সচেপ্ট করতেই মেসেজ আসে কেমন
আছো।
→ভালো কে আপনি?
→আমি সুমন।
→এই ভাবে কিছু দিন চ্যাটিং হওয়ার পর
সাবরিনা জানতে এইটা তার স্বপ্নের
রাজকুমার 'সুমনের' আইডি।
→তার পর থেকে আর বেশি বেশি চ্যাটিং
হত তাদের মধ্য।
→সাবরিনা এক দিন সুমনকে দেখা করতে
বলে অনেক রিকুয়েষ্ট এর পর সুমন রাজি।
→সাবরিনা সুমনকে দেখে সব লাজ লজ্জা
ভুলে গিয়ে বলে উঠল সুমন আমি তোমাকে
ভালোবাসি।

→আমি তোমাকে ভালোবাসতে পারবনা
আমি অন্য কাউকে ভালোবাসি।
→আর তুমি আমার জাস্ট বন্ধু মাত্র এর বেশি
কিছু তোমাকে নিয়ে ভাবিনী।বলে এখান
থেকে সুমন চলে যায়।
→সাবরিনা শুধু সুমনের দিকে থাকিয়ে
আছে কথা বলার কোনো শক্তি পাচ্ছেনা।
→মনে হচ্ছে পৃথিবীর চার পাশ যেনো
অন্ধকার হয়ে আসছে।

→এর পর অনেক দিন কেটে যায় সুমনের
সাথে কোনো প্রকার দেখা হয়নি।
সাবরিনা এখন ঢাকা মেডিকেল ছাত্রী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন