রবিবার, ৮ নভেম্বর, ২০১৫

অপেক্ষায় আছি


এখনো মেয়েটির প্রোফাইলের নামের পাশে সবুজ বাতি জ্বলছে।
হ্যা মেয়েটি এখনো অনলাইনে আছে। রুমা আক্তার নামের এই আইডিটি বারবার চেক করছে ইরফান! ম্যাসাজ বক্সে কিছু একটা লিখে আবার ব্যাক বাটনে চাপছে ইরফান। কিছুক্ষন পর আবার ফরওয়ার্ড বাটন চাপছে। কিন্তু ম্যাসাজ করার সাহস পাচ্ছে না।
.
কয়েকদিন আগে তো এমন হতো না! তখন তো সবসময় চ্যাটিং হতো। কিন্তু ইদানিং কেনো যেনো ম্যাসাজ করতে বুকে কম্পন শুরু হয়।
.
মেয়েটির নাম রুমা আক্তার। ফেসবুকেই পরিচয়।
.
কয়েকবছর আগে,
.
অফিস থেকে সদ্য বাসায় ফিরলো ইরফান। একটু ফ্রেশ হয়ে ফেসবুকে ঢুকে দেখে সেই পরিচিত এক মেয়ের ম্যাসাজ! ম্যাসাজটি ছিলো-
.
-কেমন আছো? (রুমা)
-ভাল আছি। তুমি? (ইরফান)
-হুম ভালো। কি করো?
-এইতো অফিস থেকে ফিরলাম।
-হুম। তাড়াতাড়ি কিছু খেয়ে নাও নয়তো অসুখ করবে।
-আচ্ছা। তুমিও করে নাও।
.
আস্তে আস্তে ইরফান আর রুমা ভাল বন্ধু হয়ে উঠে। তারপর থেকে চলতে থাকে তাদের খুনশুটি। রাগারাগি, মান-অভিমান।
.
একসময় ইরফান রুমার কাছে নাম্বার চায় এবং প্রতুত্তরে রুমাও তার নাম্বার দেয়। তারপর থেকে শুরু হয় তাদের ফোনালাপ। রাতদিন ফোনে কথা, চ্যাটিং নিয়ে ব্যাস্ত হয়ে পরে তারা।
.
ধীরে ধীরে তাদের বন্ধুত্ব আরো ঘনিষ্ট হয়ে উঠে। একে অপরের উপর
টেক কেয়ার, আদেশ-নিষেধ নিয়ে ব্যস্ত হয়ে উঠে।
.
রুমা ইরফানকে আদেশ করতো এটা করতে ওটা করতে। আর ইরফান হাসিমুখে রুমার কথা শুনতো।
.
কেউ হয়তো বলেছিলো, "একটা ছেলে আর মেয়ে বেশীদিন বন্ধু থাকতে পারে না" । ঠিক তাই হয়েছিলো ইরফানের ক্ষেত্রে। ইরফান রুমাকে ভালবেসে ফেলেছিলো।
.
তখন থেকে ইরফানের আরো পরিবর্তন ঘটতে থাকলো। রাতদিন ফোনে কথা বলা। ফেসবুকে রুমার ম্যাসাজ আসার সাথে সাথেই উত্তর দিয়ে অপেক্ষায় করা ইত্যাদি ইত্যাদি।
.
ইরফান আর নিজেকে সংযত না রাখতে পেরে একদিন রুমাকে প্রপোজ করে। কিন্তু উত্তরে রুমা কিছুই বলে নি। হয়তো বলেছিলো, "আমরা বন্ধু হয়ে থাকতে চাই" ।
.
কিন্তু ইরফানের মাঝে মাঝে রুমার আচরন দেখে মনে হতো রুমা ও তাকে ভালবাসে। কিন্তু আবার কেনো জানি মনে হতো রুমা তাকে ভালবাসে না।
.
ইদানিং রুমার সাথে আগের মতো কথা হয় না। সেটা রুমার দিক থেকেই। ইরফান সারাদিন ফেসবুকে অপেক্ষার প্রহর গুনতে থাকে
কখন "রুমা আক্তার" নামটির ডান পাশে সবুজ বাতি জ্বলবে।
কখন তার সাথে কথা হবে?
.
কিন্তু রুমা দিনদিন ইরফানকে একরকম এড়িয়েই চলছে। ইরফানের ম্যাসাজের উত্তর বেশী দেরীতে দেয়। ফোন রিসিব করে অল্প সময় কথা বলে কেটে দেয়।
.
কিন্তু ইরফানের একটাই প্রত্যাশা রুমা তাকে ভালবাসে হয়তো সে মুখ ফুটে বলতে পারছে না।
.
ইরফান শুধু একটা কথাই জানে। সে রুমাকে খুব বেশীই ভালবাসে।
মাঝেমাঝে তার ভয় হয়, রুমা তাকে আদৌ ভালবাসে কিনা? কিন্তু
এসবের মাঝে একটাই চিরন্তন সত্য কথা তা হলো ইরফান রুমাকে ভালবাসে। যার কোন শেষ নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন