বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

"শুধু তুমি"


.
বন্ধুত্বের আড়ালের ভালবাসাটা অনেকেই বুঝতে পারে না।আমি জানি না যে তুমি সেটা বোঝ কি না?কিন্তু আবার এটাও মনে হয় তুমি সবই বোঝো।আমিতো অনেক কিছুই বলতে না গিয়েও তোমাকে বলে দেই।তবুও খুব জানতে ইচ্ছে হয় আমার সম্বন্ধে তোমার কোন ফিলিংস টা কেমন।বেখায়ালি মনটা আজকাল তোমাকে একটু বেশীই মিস করে।এতদিনও আমি তা বুঝতাম না।কিন্তু আজকাল তোমাকে ভেবে আমি নিজের মধ্যে অনেকটা পরিবর্তন লক্ষ্য করছি।কোন কাজে মন বসে না এমনকি বসলেও সেই কাজ সঠিকভাবে পূরন করতে পারি না শুধু তোমায় ভেবে।কি করে পারবো?তুমিতো আমার মনটাই এক অদ্ভুদ মায়ায় পূরন করে রেখেছো।
.
তুমি জানো কিনা জানি না আমার সারাটা দিন শুধু তোমাকে ভেবেই কাটে।ফেসবুকে সারাটাক্ষন পরে থাকি শুধু তোমার সাথে একটু কথা বলার জন্য।একটু পর পর তোমার আইডিটা ঘুরে দেখি।তোমার প্রোফাইল পিকচারের ঐ পুতুলের ছবিটাকেই তুমি ভাবি।কিছুদিন আগেও তুমি আমার খুব ভাল একজন বন্ধু ছিলে।কিন্তু যেদিন আমাকে ম্যাসেজে বলেছিলে যে কয়েকদিন কথা না হওয়ায় তুমি আমাকে অনেক মিস করেছিলে সেদিন থেকে এই মনটা তোমাকে বন্ধুর চেয়ে একটু বেশি জায়গা দিয়ে দিয়েছে।আমি জানি না তুমি আমাকে এখনও শুধুই বন্ধু ভাবো নাকি এর চেয়ে একটু বেশী কিছু কিন্তু আমি বলছি আমি তোমাকে বন্ধুর চেয়ে অনেক বেশী কিছুই মনে করি।সেটা কি আমি জানি না।
.
যখন আমি তোমার সাথে চ্যাট করি তখন মনে হয় যেন আমার চেয়ে সুখি ব্যাক্তি এই মূহুর্তে আর কেউ নেই।কেমন যেন এক অদ্ভুদ অনুভুতি মনে উকি দেয়।যেন আমি সুখের সাগরে ভাসছি।যখন তোমার মেসেজের রিপ্লে দিতে একটু দেরী হয় তখন মনটা খাচার বন্দী পাখির মত ছটফট করে।আর যখন তুমি রিপ্লে দাও তখন মনে হয় আমি মরেও বেঁচে এসেছি।যখন তোমার নামের পাশ থেকে সবুজ বাতিটা নিভে যায় তখন তোমার প্রতি খুব মায়া হয়।মনে হয় যেন আমি তোমাকে হারিয়ে ফেলছি।
.
আমি তোমাকে এখনও দেখিনি।জানি না তুমি কালো না ফর্সা।শুধু এইটুকু জানি তুমি খুব খুব খুব অসম্ভব ভাল একটা মেয়ে।যেমনটা আমি প্রতি রাত্রে স্বপ্নে দেখি।তুমি ফর্সা কিবা কালো হও তাতে আমার কিছু যায় আসে না আমি শুধু এইটুকু জানি যে তোমার সঙ্গ পেলে আমার জীবন ধন্য।তোমাকে নিয়ে মনটা অনেক বড় স্বপ্ন দেখে।প্রতিটিক্ষনে ক্ষনে তোমাকে নিয়ে মনে অনেক আশা জাগে।জানিনা যে আমার এ আশা বা স্বপ্ন কোন দিন পূরন হবে কিনা।
.
জানি না তোমার গলার সুরটা কেমন।মধুর নাকি কর্কশ।তবে এইটুকু জানি যে তুমি যা ই বলো কথাগুলো খুব সুন্দর ও গুছিয়ে বলো।সুরটা না হয় কল্পনাতেই ডুবে থাক।তোমাকে বাস্তবে পাওয়াটাই আমার জীবনের সার্থকতা।
.
তুমি বলেছিলে যে আমার তোমার তোমাকে দেখতে ইচ্ছে করে কিনা।হ্যা,তোমাকে দেখতে খুব ইচ্ছে করে।কিন্তু ভয় হয় এই ভেবে যে তোমাকে দেখার পর যদি মনটা তোমাকে আরও পেতে চায় তাহলে আমি নিজেকে সামলে রাখতে পারবো কিনা।যদি না পারি তখন আমার কি হবে?
.
বলতে গিয়েও তোমাকে বলতে পারি নি যে তোমার জন্য আমার মনের জায়গাটা কত বিশাল।সেখানে তোমাকে নিয়ে জীবনটা পার করতে চাই।যতটা বারই কিছু একটা বলতে চেয়েছি মন থেকে উল্টো কিছুই বের হয়েছে।খুব ভয় হয় বললে যদি তুমি বন্ধুত্বটা নষ্ট করে দাও তখন আমার কি হবে?
.
মাঝে মাঝে ইচ্ছে করে তোমাকে নিয়ে শীতল বাতাসে হাটতে।কখনও আবার ইচ্ছে করে তোমাকে নিয়ে ঐ দূর মেঘের ভেতরে ডুবে যেতে।
ইচ্ছে করে তোমাকে নিয়ে একটা সুখের নাটাই তৈরি করি।
ইচ্ছে করে তোমার হাতে হাত রেখে অনেকটা পথ পাড়ি দেই।
ইচ্ছে করে কোন রুপালি দুপুর আর অদ্ভুদ বিকেলে তোমাকে নিয়ে দূরে হারাই।
জানিনা কখনও আমার এই অবুঝ ইচ্ছাগুলো পূরন হবে কিনা।কিন্তু নাছোরবান্দা মনটাকে কিছুতেই বোঝাতে পারি না।
.
হয়তো তুমি আমার লেখাগুলো এই মুহুর্তে পড়ছো।যদি পড়ে থাকো তাহলে হ্যা আমি তোমাকেই বলছি,
"জানি না যে আমি তোমাকে ভালবেসে ফেলেছি কিনা,শুধু এইটুকু জানি যে আমি তোমার মায়ার জালে আটকে গেছি।তোমাকে নিয়ে আমি আমার জীবনটা রংধনুর সাতরঙ্গের মতো সাজাতে চাই।পূরন করতে চাই তোমাকে নিয়ে আমার স্বপ্নগুলো।জীবনের অনেকটা পথ হাটতে চাই তোমাকে সঙ্গী করে।সারাজীবন বাধ্যের মতো শুনে যেতে চাই তোমার কথা।তোমার দুঃখগুলোর ভাগিদার হতে চাই।তুমি কি আমার হবে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন