প্রিয় নিরুপমা,
তোমাকে ভালবাসার আগে জানতাম না স্বপ্নগুলো
ভাঙ্গার কষ্ট কি, মানুষ কেন এত কষ্ট পায় স্বপ্ন ভেঙ্গে
গেলে, আর জানবোই বা কেমন করে বলো তো ? তোমার
আগে অন্য কাউকে নিয়ে তো এত স্বপ্ন দেখিনি, অন্য
কাউকে ভালবাসি নি, তোমাকে নিয়েই তো স্বপ্ন
দেখার সুচনা করলাম। আর তুমি স্বপ্ন গুলোর সুচনা করেই
চলে গেলে?
.
এখন বুঝি স্বপ্নগুলো ভাঙ্গার কষ্ট কি, তুমি আমাকে
ভালোবেসে যা দিয়ছো, তা হয়তো কোন ভালবাসার
মানুষ তার ভালোবাসার মানুষটিকে দেয় না, আসলে
তোমার ভালবাসার প্রতিদান দেয়ার ধরনটাই
এমন,তাইনা? তাই নাহলে কি কেউ কাউকে বুকভরা
ভালবাসা নিয়ে জীবন ভরা কস্ট দেয়?
.
তোমাকে একটা অনুরোধ, তুমি কোনদিন কারো স্বপ্ন
হবার ইচ্ছে করো না, কেন জানো, কারন তুমি স্বপ্ন
ভাঙ্গতে জানো কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করতে জানো
না, হ্যা স্বীকার করছি তুমি অনেক ভাল সুখের স্বপ্ন
দেখাতে পারো, কিন্তু সেগুলো অপুর্ন রেখে নিজের
সুখের জন্য ভালই ভাবতে পারো। তোমার সুখের জন্য
তুমি যে কাউকে যখন তখন আপন করতে পারো।
.
নিরুপমা তুমি হয়তো জানো না মানুষের জীবনের
কষ্টকর মুহুর্ত গুলোর মধ্যে একটি হল,
"তুমি দেখছো তুমি যাকে ভালবাসো সে অন্য কাউকে
ভালবাসে "। পৃথিবীতে কারো আপন হওয়াটা খুব সহজ
কিন্তু কাউকে আপন করে পাওয়াটা খুব কঠিন। আমিও
পাইনি তোমার আপন হয়েও তোমাকে আপন করে।
"তোমারই মুখটা মনে পড়ে যখনি,
মনে হয় নেই আলো নেই,
আমি তুমি ছাড়া নেই ভালো নেই........
তোমাকে ফেরাতে পারে বিধাতারও নেই সেই জোর,,
আজ তুমি শুধু নেই মোর".....................
.
তুমি জানো আজ আমার প্রতিটা কষ্ট কোন একসময়
তোমার আমার ভবিষ্যতের স্বপ্ন ছিলো, বিশ্বাস করো
তোমাকে ছাড়া আমি এখনো ভালো নেই, আমি ভাল
থাকতেও পারি না, কিভাবে ভাল থাকবো বলো আমার
ভাল থাকার মাধ্যমটাই তো তুমি ছিলা।
আমি জানি আমি কখনো তোমাকে বুঝাতে পারবো না
কতোটা ভালোবাসি তোমায়, এমনকি এইও জানি
তোমাকে কখনো আমার করে পাবো না। তবে তোমাকে
যে ভালোবাসি তা তোমাকে বলতে পেরে ক্ষনিকের
সুখ টুকু আমি পেয়েছি ভালোবাসা নামের প্রবাদ
থেকে, তার সমতুল্য পুরো পৃথিবী আমার কাছে।
.
জানিনা তুমি আমাকে আদৌ ভালোবেসেছিলে কিনা
তবে এই দেহে যতদিন প্রাণ থাকবে, ততদিন তোমায়
ভালোবেসে যাবে, কারণ একটাই তুমি ছাড়া এই হৃদয়
ঘরে আর কখনো কেউ আমার অনুভুতি আবেগকে ছুঁয়ে
দেখতে পারবে না। যা ছিল সব স্বপ্ন তোমার জন্যই
তুলে রেখেছি, তুমি ছিলে তুমি আছ তুমি থাকবে........
.
নিরুপমা
কিছু কথা আছে
মনে মনে রয়,
কতটা স্বপ্ন দেখলে?
স্বপ্নটা সত্যি হয়।
কতটা অশ্রু ঝরালে?
কান্না ভোলা যায়।
কতটা ভালবাসলে?
ভালবাসার মানুষটিকে পাওয়া যায়।
বলতো??
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন