○ ভালবাসার মানুষ যত খারাপই
হোক
আপনার কাছে
সে সব
সময়ই ভালো.....
.
○ তার সাথে আপনার সম্পর্ক শেষ
হওয়ার
পরও কেউ
যদি
তাকে নিয়ে খারাপ কোন মন্তব্য
করে
তখন আপনি
খুব
রেগে যান হয়তো কাউকে বুঝতে
দেন
না.....
.
○ আপনার বিপরীত লিঙ্গের কারো
সাথে কথা
বলার সময়
খুজে বের করার চেষ্টা করেন তার
সাথে আপনার
ভালবাসার
মানুষটার কি কি মিল আছে.....
.
○ হঠাৎ তার পছন্দের কোন জিনিস
যদি
আপনারসামনে পরে
যায় আপনি চেষ্টা করলেও তার কথা
মনে
না করে
থাকতে
পারবেন না.....
.
○ তার সাথে যে জায়গা গুলোতে
আপনি
বসে
থাকতেন ঐ
জায়গা গুলোতে গেলে সব সময়
সেজায়গাটাই বসার
চেষ্টা
করবেন যেখানে আপনার ভালবাসার
মানুষ
বসতো.....
.
○ তার কাছ থেকে পাওয়া যে কোন
জিনিস এখনও
আপনার
কাছে আছে যা আপনার পড়ার বই
গুলোর
চেয়ে ভাল
অবস্থায় আছে..... (যদি ফেরত না
দিয়ে
থাকেন আর
ফেলে না দিলে)
.
○ ঘুমাতে যাওয়ার আগে তাকে ভুলে
হলেও একবার
মনে করেন..
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন