আবির শোন! তোর সাথে কিছু কথা
ছিল। রিপার পিছু ডাক।
আবির থামলো। কি বলবি তাড়াতাড়ি
বল, আমার কাজ আছে।
.
মাঠে যেতে হবে ওরা আমার জন্য
অপেক্ষা
করছে, যা বলার তাড়াতাড়ি বল।
.
রিপা:মনে হচ্ছে তুই
অনেক ব্যস্ত, যা মাঠে যা বন্ধুদের নিয়ে
আড্ডা দে। না আমার কিছুই বলার নেই।
.
রিপার মন খারপ আবির কে কি যেন
বলতে গিয়েও থেমে গেলো তাই।
.
আবির ও রিপার পাশাপাশি বাড়ি,
একই কলেজের ছাত্র ছাত্রী । দুজন
দুজনের বাসাতে যায়-আসে, আবার
কখনো গল্প আড্ডায় অনেক লম্বা সময়
কাটিয়ে দেয় ওরা।
.
কলেজ থেকে শুরু করে কোচিং সব একই
সাথে করে।
.
ওরা দুজন দুজনের ভাল বন্ধু, ছোট বেলা
থেকে এ পর্যন্ত ওদের মাঝে গড়ে
উঠেছে ভাল
এক সম্পর্ক যা বন্ধুত্বের চেয়ে একটু
বেশী।
.
রিপার অনেক ভাল লাগতে থাকে
আবির কে,
আবিরের ও একটু একটু।
.
আর এই ভাল লাগা থেকেই ভালবাসার
জন্ম রিপার হৃদয়ে। অনেক দিন যাবত
বলবে-বলবে ভাবছে রিপার ভালবাসার
কথা।
কিন্তু ভয়ে ভয়ে আর বলা হয়ে উঠেনা।
.
আবির ও কিছুটা বুঝতে পারে রিপার যে
ওকে ভাল লাগে, কিন্তু আবির থাকে চুপ
চাপ
কিছুই যেনো বুঝেনা!!
.
আবিরের হৃদয় কেনো জানি প্রেম
ভালবাসার প্রতি অনেক অনিহা।
.
সমাজের দেখা এই প্রেম-ভালবাসা
ওকে
যেন অনেক ভাবায়। আবির সমাজের
প্রচলিত প্রেম ভালবাসায় মেটেও
বিশ্বাসিনা।
.
তারপরেও কেন যেন এক গভীর টান
রিপার জন্য।
.
রিপারকে যেকোন ব্যাপারে আবির
সাহায্য
করে। রিপার দুঃখ-কষ্ট, হাসি-আনন্দ সব
ভাগাভাগি করে নেয়।
.
ওদের দু'জনের মাঝে এমন এক সম্পর্ক গড়ে
উঠে যা সঙ্গায়িত করার ভাষা আবির
খুজে পায়না।
.
একদিন আবির ও রিপা পার্কে বসে গল্প
করছে।
.
কথা ছলে হঠাৎ রিপা বলে ফেললো,
আবির আমি তোকে ভালবাসি!!
আমার হৃদয়ে শুধু তুই তোকে ছাড়া আমি
বাচবোনা। তুই আমার জান প্রান সব।
.
বল তুই আমাকে ভালবাসিস কি না?
.
আবির চুপ একদম চুপ
হয়ে গেল, কিছুই মুখ দিয়ে বের হলো
না।
.
আবির রিপাকে বললো, রিপা আমার
মাথা
ব্যাথা করছে। আমি এখন কিছু বলতে
পারছিনা, আমি এখন যাবো।
.
কথা না বড়িয়ে আবির চলে গেলো।
.
সেই রাতে আবিরের ঘুম নেই কাল কি
বলবে
রিপাকে??
.
আবির কিছুই ভাবতে পারছেনা। আবির
শুধু ভাবে। এই ভালবাসা আমাকে এবং
রিপাকে অনেক কষ্ট দিবে।
.
সামান্য প্রেম-ভালবাসার জন্য আমার
বন্ধুত্ব নষ্ট করতে পারবো না। মোহ
ফুরালে ভালবাসা হারিয়ে যাবে।
হারিয়ে যাবে বন্ধুত্ব। না না আমি
কিছুতেই আমার বন্ধুকে হারাতে
চাইনা। ভাবতে ভাবতে ঘুমিয়ে পরলো
আবির।
.
পরদিন সকাল বেলা আবির রিপাকে
বললো
.
দেখ রিপা আমি তোকে অনেক
ভালবাসি অনেক।
কিন্তু আমরা দুজন বন্ধু সারা জীবন বন্ধু
হয়েই থাকতে চাই।
.
তুই যে প্রেম ভালবাসার কথা বলেছিস
ওটা
আমি পারবো না।
.
তুই আমার বন্ধু আমার দুজন বন্ধু হয়েই
থাকতে চাই।
.
বন্ধু তোকে আমি অনেক ভালবাসি
বলেই ফিরিয়ে দিলাম। আমি চাইনা
কখনো আর আর আমার বিশ্বাস নষ্ট হয়ে
যাক। আমি চাইনা কখনো তুই আমাকে
ভুলে বুঝে অথবা আমি তোকে কখনো ভুল
ভেবে দূরে হারিয়ে যাই।
.
আবির এর কথা গুলো শুনছে আর গড় গড়
করে চোখ দিয়ে আশ্রু ধারা ঝাড়াচ্ছে
রিপা।
.
আবিরের হাত ধরে রিপা বললো।
.
আমি জানতাম তুই আমাকে
ভালবাসিস, আমিও তোকে অনেক
ভালবেসেছিলাম।
কিন্তু আজ আমার আর তুর বন্ধুত্বের
প্রতি ভালবাসা দেখে আমি মুগ্ধ হয়ে
গেলাম দোস্ত।
.
তবে যদি কখনো আমাকে তোর জীবন
সঙ্গিনী করিস আমি তুর ভালবাসার
দাসি হয়ে থাকবো।
.
আর তুর ভালবাসা, তোকে আপন করে
পাওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনবো।
.
_________________
সত্যি অবাক লাগে বন্ধুত্ব এমন একটা
জিনিষ
ভালবাসাও তার কাছে হার মানে।
.
যদি কখনো কেউ এমন বন্ধু জীবনে পেয়ে
থাকেন তাহলে সত্যি আপনি অনেক
ভাগ্যবান/ভাগ্যবতী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন