বুধবার, ১১ নভেম্বর, ২০১৫

যখন কেউ ভালোবাসার
মানুষটার সাথে
থাকে তখন সবারই
খুব ভালোলাগে...
তখন কেউ এটা ভাবেনা
যে এই মুহূর্ত গুলো
একটু পরেই অতীত হয়ে যাবে,
আর রয়ে যাবে স্মৃতির পাতায়..
যতদিন সে সাথে থাকবে
এই স্মৃতি গুলো
হাসাবে,আর যখন সে
থাকবেনা তখন এই
স্মৃতিগুলোই আবার
কাঁদাবে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন