বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫

Nasir Uddin: বউ গেলে বউ পাবে কিন্তু বাবা গেলে তো আর বাবা পাবে ন...

Nasir Uddin: বউ গেলে বউ পাবে কিন্তু বাবা গেলে তো আর বাবা পাবে ন...: স্ত্রী অপর্না ব্যাগ গুছিয়ে রেডী হচ্ছে। - কি হলো? ব্যাগ গুছাচ্ছ কেনো? কোথায় যাচ্ছ? - কই আবার? আমার বাবার বাড়ি যাচ্ছি! - কেন? - কেন ত...

শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫

অদ্ভূত অনুভূতি


>আচ্ছা তুমি এমন কেন?
>কেমন?
>কেমন বোকা বোকা?
>আমি এমনি
>আচ্ছা তুমি আমায় বিয়ে করেছো কেন?
>তোমাকে দেখে ভাল লেগেছিল তাই
>তুমি আমাকে ভালবাস?
>ভাল না বাসলে বিয়ে করতামনা
>তাহলে রাত্রে ঘুমানোর সময় অন্য দিকে মুখ ফিরে ঘুমাও কেন?
>তাহলে কিভাবে ঘুমাবো?
>যাও বাসা থেকে যাও
>কই যাবো?
>কই যাবা মানে?দোকানে যাও,আর আমার জন্য
দোকান থেকে চটপটি,ফোচকা,হালিম সবকিছু নিয়ে আসো।
>এত রাত্রে এগুলা কোথায় পাবো?
>কোথায় পাবা মানে?যেখান থেকে পারো নিয়ে আসবা,
যদি না আনতে পারো,রাত্রে বাসায় ডুকতে দিবোনা।
>তাহলে রাত্রে থাকবো কোথায়?
>ঐ যাবা?না.........
>ওকে যাচ্ছি।
নাহ এই ভিতুর ডিম ছেলেকে দিয়ে কিচ্ছু হবেনা।
যা করার আমাকেই করতে হবে।
~~~~
~~~~
আমি অত্তন্ত হিংসুটে,রাগী আর লুতুপুতু টাইপের একটা মেয়ে।
জীবনে কখনো প্রেম করিনি,আর আমার মত
একটা অশান্ত মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে
কোন ছেলে তার গাল নষ্ট করবে।
বিয়ের আগ পর্যন্ত অনেক গুলো ছেলেকে
প্রেমের প্রস্তাব দেওয়ার কারনে থাপরিয়েছি।
কিন্তু কেন যে এই আন রোমান্টিক
ভিতুর ডিম ছেলেটাকে বিয়ের জন্য
হ্যা বলে দিয়েছিলাম,আমি নিজেই
এর কারনটা খুজে পাচ্ছিনা।এখন মনে হচ্ছে
জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছি
এই ভিতুর ডিম ছেলেটাকে বিয়ে করে।
বিয়ের আগে ভাবতাম যে,আমার বর আমাকে
নিতে আসবে সাদা ঘোড়ায় চড়ে রাজপুত্রের মত।
বাসর রাতে আমরা দুজন এক সাথে
আকাশের চাঁদ দেখবো,সে আলতো করে
আমার হাত স্পর্শ করবে,আমি তখন
লজ্জায় লাল হয়ে যাবো।বাসর রাতে
তার কোলে মাথা রেখে ঘুমিয়ে যাবো,
সারা রাত সে আমাকে নিয়ে বসে থাকবে।
বাসর রাতে সে আমার জন্য অনেক গুলো চূড়ি
নিয়ে আসবে।সে গুলো আমার হাতে
পড়িয়ে দিবে আর বলবে আই লাভ ইউ।
আমি তোমাকে অনেক ভালবাসি নীরা।
কিন্তু সব কিছুই হল এর ঠিক উল্টো।
বিয়ের দিন আমার কাছে এমন মনে হল যে,
এই বাড়ি থেকে কনে নয় যেন লাশ যাচ্ছে।
বিয়ের দিন রাত্রে বাসর ঘরে বসে আছি।
রাত প্রায় ১টা বেজে গেছে কিন্তু আমার
বর মানে নিলয়ের আসার কোন খবর নেই।
কিছুক্ষণ পরে দেখলাম দুই তিনজন বন্ধু
ঠেলে ঠুলে বাসর ঘরে ঢুকাচ্ছে নিলয়ে কে।
যাক অবশেষে বাসর ঘরে এন্ট্রি হল বরের।
আমি খাট থেকে নেমে গিয়ে সালাম করলাম।
বিয়ের আগে বাসর রাতে স্বামীর সাথে
এটা করবো ওটা করবো কত প্ল্যান
করে রেখেছিলাম,কিন্তু সব প্ল্যানে জল ঢেলে দিয়ে
নিলয় বলল,সারাদিন তোমার উপর দিয়ে
অনেক ধকল গেছে তাই আজকে ঘুমিয়ে পড়।
আজকে বিয়ের ৫দিন হল কিন্তু এখন পর্যন্ত
নিলয় আমাকে একটি বারের জন্য স্পর্শ করেনি।
তাই আজকে সিদ্ধান্ত নিলাম সব গল্পে
রাজ কন্যাকে নেওয়ার জন্য রাজ পুত্র আসে।
আমার গল্পে না হয় রাজ কন্যা আসবে
রাজ পুত্রকে নেওয়ার জন্য।
~~~~
~~~~
নিলয় বাসা থেকে বের হওয়ার পর
তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ১০১টা
মোমবাতি জ্বালালাম রুমে।মোমবাতি
জ্বালাচ্ছি আর ভাবছি আমি যে দস্যি মেয়ে
কখন না জানি বাসায় আগুন ধরিয়ে দেই।
তখন স্বামীর সাথে প্রেম না করে প্রেম
করতে হবে ফায়ার সার্ভিসের পানির সাথে।
রাত প্রায় ২টা বাজে এখনো বাসায় আসছেনা নিলয়।
আমার সারপ্রাইজের মোমবাতি গুলো
নিভে গেছে অনেক আগে,ফোনটাও করতে পারছিনা,ফোনটা
রেখে গেছে বাসায়।চিন্তায় অস্থির হয়ে গেলাম আমি।
একা একা বসে থাকতে আর ভাল লাগছেনা,
তাই একটা কফি বানিয়ে বাসার বারান্দায়
বসে খাওয়ার জন্য বের হলাম।বারান্দায়
এসে দেখি নিলয় মাথা নিচ দিকে
দিয়ে বসে আছে।আমাকে দেখে উঠে দাড়ালো নিলয়।
>দরজা নক না করে এখানে বসে আছো কেন?জানো কত চিন্তা হচ্ছিল তোমার জন্য?
>তুমিইতো বলেছিলে যদি ফোচকা,হালিম না আনতে পারি বাসায় ডুকতে দিবেনা তাই আর নক করিনি।
আমি আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারলামনা
জড়িয়ে ধরলাম নিলয়কে।
>তুমি কি বুঝতে পারোনা আমি তোমাকে অনেক ভালবাসি?
>আমি জানি নীরা তুমি আমায় অনেক ভালবাস
>তাহলে আমাকে এড়িয়ে চল কেন?
>যখন ছোট ছিলাম,তখন দেখতাম
আমার মা আমার বাবার সাথে অনেক
ঝগড়া করতো,কখনো তারা হাসি খুশি ছিলনা,
তাই একদিন আমার বাবা মা`কে ডিভোর্স দিয়ে দিল,
তখন থেকে আমার মনে একটা ধারণা
জন্ম নিল যে,সব মেয়েরাই বোধহয়
তার স্বামীর সাথে ঝগড়া করে তাই
কখনো তোমাকে স্পর্শ করার সাহস হয়নি আমার,
কিন্তু বিশ্বাস কর নীরা আমি তোমাকে অনেক ভালবাসি।
>আমিও তোমাকে এই কয়েক দিনে
অনেক ভালবেসে ফেলেছি নিলয়,আমি কখনো
তোমার সাথে ঝগড়া করবোনা,কিন্তু
আর কখনো আমাকে এড়িয়ে চলবেনাতো?
.
এখন আর কথা বললনা নিলয়,আমাকে
জড়িয়ে নিল তার বুকের মাঝে।
আমিও সাড়া দিলাম নিলয়ের ডাকে।
যখন কোন মানবের ডাকে মানবী সাড়া দেয়
তখন তার মাঝে একটা অজানা অদ্ভূত অনুভূতির সৃষ্টি হয়,যা বোঝানো যায়না কাউকে।

নিশিমন পরী

১১;৪৫। বার্সার খেলা চলছে। একপলকে তাকিয়ে খেলা দেখছে আবির। হঠাত ফোনটা বেজে উঠল। সায়েম ফোন করেছে।
-কিরে তুই কোথায়?
-কোথায় থাকার কথা এখন আমার?
-না মানে, বাসায়?
-হ্যা। কেনো?
-কি করিস? ব্যাস্ত?
-বার্সার খেলা দেখি, না ব্যস্ত না। কোনো দরকার?
-আর্জেন্ট আমার বাসার সামনে আসবি প্লিজ?
-এখন? অসম্ভব। খেলা দেখছি আমি।
-আরে আয়না? প্লিজ প্লিজ প্লিজ? আমার শরীর খারাপ লাগছে। ডক্টরের কাছে যেতে হবে।
-কি হইছে?
-মাথা ঘোরাচ্ছে বমি বমি লাগছে। যেকোনো সময়......
-থাম! আচ্ছা আমি আসছি।
মুচকি হাসল আবির।
-ওকে ডান।
বিশ মিনিট পর...
বনানীর বিয়াল্লিশ নম্বর বাড়ির সামনে সাদা এলিয়নে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একটা ছেলে। পড়নে লাল ফর্মাল একটা শার্ট, কালো প্যান্টের সাথে ইন করে পড়ে আছে। দুহাত পকেটে ঢোকানো। ছেলেটা আবির।
আবিরের মাথার উপর ল্যাম্পপোস্টের সোডিয়াম আলো জ্বলছে। তার পিছনে অর্থাৎ রাস্তার বাম পাশে একটা মিডনাইট ক্লাব থেকে হালকা স্বরের মিউজিক আসছে। তার সামনেই বিয়াল্লিশ নম্বর বাড়ির পুরোটাই সাদা রঙ করা। সাততলা বাড়ির তিনতলায় সায়েমের ফ্যাট।
আবির আসার পর অলরেডি সায়েমকে দুবার ফোন দিয়েছে, সায়েম ধরেনি। কিছুটা সময় পেরিয়ে গেছে সায়েম এখনও নীচে নেমে আসেনি। দাঁড়িয়ে থাকার ফলে আবিরের চোখ হালকা ঢুলছে। কয়েক সেকেন্ডের জন্য তার চোখ লেগে এসেছিল, হঠাত তার কাধে আস্তে করে কেউ চাপড়ে দিল। আবির চমকে ফিরে তাকাল। একটা অপরিচিত মেয়ে তার পাশে এসে দাড়িয়েছে অথচ সে খেয়াল করেনি!
মেয়েটা তার পাশেই তার মত গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মুচকি একটা হাসি দিয়ে তাকে জিজ্ঞেস করল, ‘আবির?’
আবির ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। মুখ হা হয়ে গেছে। কোনো রকমে মাথা নেড়ে হ্যা সূচক জবাব দিল।
মেয়েটা অপরূপ সুন্দরী তাতে কোনো সন্দেহ নেই। সে হালকা গোলাপি রঙয়ের একটা টি-শার্ট আর আকাশি জিন্স পড়ে আছে। মেয়েটার আরেকটা ব্যাপার হল চুলে বাদামি রঙ করা। সোডিয়ামের আলোয় তা আরো উজ্জ্বল হয়ে উঠেছে। ঠোটে কড়া করে লিপস্টিক লাগিয়েছে। মেয়েটা হয়ত চুইংগাম চিবুচ্ছে তাই অনবরত মুখ নড়ছে। মুখে মিষ্টি হাসিটা লেগেই আছে। এতকিছুর পরও আবির মেয়েটার প্রতি কোনো আগ্রহ দেখালনা, মুখ ঘুরিয়ে নিল।
মেয়েটা সহজ স্বাভাবিক ভঙ্গিতে বলল, ‘অনুমান করেছিলাম।’
আবির কিছু বললনা, চুপ করে গেল। মেয়েটা কেমন যেন উড়ে এসে জুড়ে বসেছে। ব্যাপারটা আবিরের ভাল লাগলনা। বোঝা যাচ্ছে এ মেয়ে নিজে থেকে বেশি কথা বলবে।
মেয়েটা জিজ্ঞেস করল, ‘কারো জন্য অপেক্ষা করছ?’
আবির এবারো কিছু বললনা, মাথা নাড়ল। মেয়েটা আবার বলল, ‘তুমি জানো? আমি অনুমান করে অনেক কিছুই বলে দিতে পারি।’
আবির নির্লিপ্ত গলায় বলল, ‘ও তাই?’
‘বিশ্বাস হচ্ছেনা তোমার? মেয়েটা অবাক হওয়ার মত করল। ‘আমি শিওর তোমার পকেটে লুমিয়া ১০২০ আছে। তাইনা?’
আবির হঠাত হকচকিয়ে যায়। পকেটে হাত দিয়ে তার লুমিয়াটা বের করে আনল। সে মনে মনে ভেবে পাচ্ছেনা মেয়েটা কিভাবে জানল ব্যাপারটা। অপরিচিত কারো জানার কথা নয়।
মেয়েটা মুচকি হেসে জিজ্ঞেস করল, ‘কি বিশ্বাস হয়? তুমি আরও প্রমাণ চাও?’ আবির হতবুদ্ধি হয়ে তাকিয়ে আছে। ‘তুমি কারো জন্য অপেক্ষা করছিলেনা? তাকে আবার ফোন কর তো? এবার নিশ্চিত বন্ধ পাবে।’
আবির সাথে সাথেই সায়েমকে ফোন করল, ‘এই মূহুর্তে আপনার কাঙ্খিত নাম্বারে......’ সত্যিই ফোন বন্ধ। মেয়েটা মুচকি হেসে উঠে বলল, ‘কি বলেছিলাম?’ গলার স্বর নামিয়ে বলল, ‘শোনো, তুমি চমকে যাচ্ছ। চমকাবার কিছু নেই। আমি আনুমান করে যা বলি তা স্বাভাবিক ভাবেই মিলে যায়।’ মুচকি হেসে একবার চোখ টিপল।
আবিরের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। মেয়েটা আবার বলল, ‘তুমি নিশ্চয়ই বাসায় চলে যাবে এমন কিছু চিন্তা করছ আর আমাকে ঠিক বিশ্বাস করতে পারছোনা তাইনা? দেখ, আমি নিশ্চিত বাসার পথে যাওয়ার সময় তুমি এক্সিডেন্ট করতে পার।’
আবির চোখে আবিশ্বাস নিয়ে তাকিয়ে আছে। মেয়েটার কথা যেরকম বিশ্বাস করতে পারছেনা সেরকম অবিশ্বাসও করতে পারছেনা।
‘আবির তুমি এরকম কনফিউজড হয়ে পড়ছ কেনো? আমি যা বলছি সব অনুমান করেই বলছি। আর তা সত্যিও হয়ে যাচ্চে এটা তুমি এখন অবিশ্বাস করতে পারনা। আমি তোমাকে একটা অফার করব?’
আবির মুখ ফসকে বলে ফেলল, ‘বল?’
‘আজ রাত তো বাসায় জরুরী কোনো তাড়া নেই তাইনা? আর বাসার পথ ধরাও তো ঠিক হবেনা। চল এক কাজ করি রাতটা আমরা গাড়িতে করে ঘুরে বেড়াই পুরো শহর।’
আবির এতক্ষণে বুলি ফোটাল, ‘তোমার অনুমান বেশ খারাপ।’
মেয়েটা চমকে গেল, ‘কেনো?’
‘রাতটা ঘোরার মত যথেষ্ট তেল আমার আমার নেই।’
‘ও, এই কথা! আচ্ছা চল কোথাও গিয়ে বসব নাহয়।’
ব্যাপারটায় আবিরের বেশ কৌতুহল হচ্ছে। মেয়েটা তার কাছে কি চাইছে তা জানার আগ্রহ বাড়ছে। তাই সে আর না করলনা। বলল, ‘চল।’
আবির ড্রাইভিং সীটে উঠে বসতেই মেয়েটা তার পাশের সীটে উঠে বসল। আবির জিজ্ঞস করল, ‘কোথায় যাব প্রথমে?’
‘তুমি যেদিকে ভাল মনে কর?’
আবির জিজ্ঞেস করল, ‘তোমার নামটা জানা হলনা।’
‘আনিকা!’
‘রূপসী। সুন্দর নাম।’ আবির ড্রাইভিং করছে আর সামনে তাকিয়া কথা চালিয়ে যাচ্ছে।
‘হুম! তোমার সম্পর্কে আরেকটা অনুমান আমার হচ্ছে।’
‘কি অনুমান?’
‘তোমার গার্লফ্রেন্ড আছে তাইনা?’
আবির সামনে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ‘হুম! ঠিক অনুমান করেছ। তার নামটা অনুমান করতে পারবে?’
আনিকা একটু ভেবে নিয়ে বলল, ‘উম, সরি বলতে পারছিনা।’
আধ ঘন্টা পর...
আবির আর আনিকা রাস্তার পাশে একটা বেঞ্চিতে বসে আছে। সামনে খোলা মাঠ। রুটির মত খোলা চাদটা সারা মাঠ আলোকিত করে বেড়াচ্ছে। সবদিকে অপরূপ স্নিগ্ধতার সাথে শহরের কোলাহল স্তব্ধ হয়ে গেছে। পরিবেশের সাথে আনিকা মেয়েটাও নিশ্চুপ হয়ে গেছে। আবির একটু আগের আনিকার সাথে এখন এই নিশ্চুপ আনিকার মিল খুজে পাচ্ছেনা।
আবির নিরবতা ভেঙ্গে বলল, ‘তুমিত অনেক অনুমান করলে, সত্যিও হল। এবার আমি একটু অনুমান করি?’
আনিকা না তাকিয়েই জানতে চাইল, ‘কি অনুমান করবে?’
আবির চাদটার দিকে মুগ্ধ চোখে তাকাল। সে বলতে শুরুর করল, ‘সপ্তাহখানেক আগে থেকে একটা অপরিচিত মেয়ে আমাকে প্রতিনিয়ত আমাকে ফোন করে আমার খোজখবর রাখে। যেমন খেয়েছি কিনা, ঘুমোলাম কিনা, কোথায় গেলাম না গেলাম এসব। মেয়েটির সাথে কথা বলতে বলতে আমারো ভালো লেগে যায়। মেয়েটি আমার খোজ খবর নিয়েছে কারণ সে আমাকে ভালোবাসে।’ আবির একটু থেমে আবার বলতে শুরু করল, ‘আর আমি নিশ্চিত আমার পাশে বসা মেয়েটিই সেই মেয়েটি তাইনা? তুমিই পারিশা নওকি?’ কথাটা বলে আবির অল্প হাসছে।
মেয়েটি চোখ বড় বড় করে তাকিয়ে রইল কতক্ষণ। ‘আ...আ...আজ্জব! তু... তুমি কি করে বুঝলে?’
আবির হেসে হেসে বলল, ‘পুরো ব্যাপারটাই এখন আমার কাছে পরিষ্কার। আমার অনুমান সত্যি হলে, তুমি আর সায়েম আগে থেকেই প্ল্যান করে নিয়েছিলে সব। আমাকে কল করে ডেকে আনবে। অনুমানের কথা আমাকে হতভম্ব করে দিবে। তারপর যেন আমি তোমার কথাগুলো শুনতে বাধ্য হই আর তোমার সাথে সময়টা কাটাই। তাইনা?’
পারিশা এবার একেবারে হা হয়ে গেছে, ‘হ্যা!’
এবার আরেকটা অনুমান করি। তোমার এতসব ঘটনা বানানোর কারণ নিশ্চয়ই আমাকে সামনাসামনি প্রপোজ করে আরো বোকা বানানোর জন্য। তাইনা?’
‘অনেকটাই ঠিক। কিন্তু তুমিত বললে তোমার গার্লফ্রেন্ড আছে।’
‘ হাহা! সেখানেই তুমি ধরা খেয়েছ। তুমি আমার কাছ থেকে না আশা করছিলে কিন্তু আমি হ্যা বলায় তুমি বেশ চিন্তিত হয়ে পড়েছিল। নাম জিজ্ঞেস করায় তুমি আরও থতমত খেয় যাও। আর এরপর থেকে পুরোটা সময়ই তুমি চুপচাপ হয়ে ছিলে।’
পারিশা এবার খিল খিল করে হেসে দিল। ‘উফফ! কি মানুষরে বাবা। আচ্ছা মাফ চাইছি এতসবের জন্য। কিন্তু এতকিছু যার জন্য করলাম তার উত্তরটা কি পাবনা?’
আবিরও হেসে দেয়। ‘আমার নিশিমন পরী উত্তরটা নিশ্চয়ই আপনি ভালো অনুমান করতে পারছেন। হ্যা ভালোবাসি তোমাকে। চাদের নিঃস্বার্থ আলোর মত ভালোবাসি তোমাকে।’
আবির পারিশাকে কাছে টেনে নেয়। পারিশাও তার কাধে মাথা গুজে দেয়। এই নিরবতায় আর কোনো কথা হবেনা।

প্রেমপত্র


খুব মনোযোগ সহকারে স্যারের লেকচার শুনছি। এমন সময় কোথা থেকে একটা কাগজের ঢিল গায়ে এসে লাগলো। কোনো বন্ধু হয়তো দুষ্টামি করছে এই ভেবে পুনরায় লেকচারে মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর আবার একটা কাগজের ঢিল উড়ে এসে আমার গায়ে লাগলো। কাগজের ঢিলটা হাতে নিয়ে আশেপাশের বন্ধুদের দিকে দেখছি যে ঢিলটা কে ছুড়তে পারে!
.
হটাৎ কেন জানি মনে হলো কাগজটায় কিছু লিখা থাকতে পারে। সাথে সাথে খুলে দেখলাম। কাগজে লিখা- "আগের কাগজটা ব্রেঞ্চ এর নিচ থেকে তুলে পড়ো"
.
ব্রেঞ্চ এর নিচে খুজে দেখছি কিন্তু কাগজের ঢিলটা খুজেই পাচ্ছিনা। স্যারের লেকচার চলছে তাই ভালভাবে খুজতেও পারছিনা। স্যার যাতে বুঝতে না পারে এমনভাবে আগের কাগজটা খুজছি এমন সময় আরেকটা কাগজের ঢিল গায়ে এসে পড়লো। সাথে সাথেই এদিক ওদিক তাকালাম, সবাই লেকচার শোনায় ব্যস্ত, সম্ভাব্য ঢিল ছুড়নে ওয়ালা কে হতে পারে তা আমি বুঝতেই পারলাম না।
.
এবারের কাগজটা খুলে দেখলাম, লিখা- "হাদারাম, তোমার সামনের ছেলেটার পায়ের কাছে দেখো কাগজটা"।
.
আমি অবাক হবো না হতবাক হবো, কিছুই বুঝতে পারছিনা। ওই কাগজটায় এমন কি রাজ অন্তর্নিহিত আছে যে পর পর দুইবার ঢিল ছুড়ে কেবল ওই কাগজেটাই পড়ার জন্য নির্দেশ করছে। তবে একটা ব্যাপারে খটকা লেগেই রইলো যে, আমাকে 'হাদারাম' বলে সম্বোধন করতে পারে কোন মহান ব্যক্তি!
.
অতঃপর নির্দেশিত কাগজের ঢিলটা খুজে পেলাম। কাগজটা খুলে দেখলাম, দেখি যে ডাবল বাউন্ডারি দিয়ে সুন্দর করে বিশাল একটা লাভ আঁকা যাকে আমরা হৃদয় বা ভালবাসার প্রতীক হিসেবেই জানি। এই লাভ দেখেই যেমন কাগজ তেমন করে পকেটে রেখে দিলাম। ভেতরে কিছু লিখা ছিলো কিন্তু ক্লাসের মধ্যে লাভ লেটার পড়াটা ভদ্রতার মধ্যে পড়েনা তাই পরে সুন্দর পরিবেশে ফিলিংস নিয়ে পড়ার জন্য যত্ন করে পকেটে রেখে দিলাম। এই প্রথম প্রেমপত্র পেয়ে আমিতো খুশিতে দিশাহারা। তবে এড় প্রেরকটা কে হতে পারে তা নিয়ে একটা বড় রকমের দ্বিধা দ্বন্দ্বে পরে গেলাম।
.
আমি প্রথম বারের মত প্রেমপত্র পেয়েছি এই ভেবে গর্বে আমার বুক ফুলে উঠছে। মনে মনে ভাবতে লাগলাম সালার বন্ধুদের এবার দেখিয়ে দিবো প্রেম কি জিনিস! যারা আমায় বলতো 'তোর জীবনে কোনোদিন গার্লফ্রেন্ড হবেনা' তাদের সামনে এখন আমি ওপেন রোমান্স করবো। দেখি কে ঠেকায়।
.
ক্লাসের একটা মেয়েকে অল্প অল্প পছন্দ করতাম যার নাম ঈশিতা। বন্ধু বান্ধবীদের মধ্যে অনেকেই এটা জানতো। কিন্তু সাহস করে কোনোদিন ঈশিতাকে মনের কথা বলা হয়নি। ইস! ঈশিতাই যদি এই প্রেমপত্র দিয়ে থাকে তাহলে তো আমি আনন্দে হার্ট ফেইল করে ফেলবো।
.
.
পর পর আরো দুটো ক্লাস করে ক্লান্ত হয়ে বাসায় ফিরলাম। বাসায় এসে আম্মু বলা শুরু করলো,
- এই অমি, পরনের জিন্সটা সহ আর কি ধোয়া লাগবে নিয়ে আয়।
.
আসলেই জিন্সটা ময়লা হয়েছে। জিন্সটা চ্যাঞ্জ করে আম্মুকে দিয়ে আসলাম। কিছুক্ষণ পর আবার আম্মুর ডাক,
- এই অমি, অমি... তোর পকেটে এটা কিসের কাগজ, আরেকটু হলে তো ধুয়ে দিতাম। দেখতো কোনো দরকারি কাগজ কিনা?
.
হার্টবিট বেড়ে গেলো। দৌড়ে গিয়ে দেখি আমার প্রেমপত্র এখনও অক্ষত আছে। হাফ ছেড়ে বাঁচলাম। কাগজটা যদি ভিজে যেতো তাহলে তো বড় রকমের একটা বিপদ হয়ে যেতো। এমনিতেই চিঠিটা কে দিয়েছে এখনও তার নামই জানিনা।
.
ঘরের দরজা বন্ধ করে কাগজটা খুললাম। ভাজ সোজা করে লিখার শেষের দিকে আগে আমার হবু প্রেমিকার নাম খুজতে লাগলাম। কিন্তু কি আশ্চর্য্য লিখার শেষে কোনো নামও দেখলাম না। বাধ্য হয়ে প্রথম থেকে পড়া শুরু করলাম।
.
অমি,
আমি ঈশিতা বলছি,..
..............................
..............................
..............................
ক্লাস শেষে প্লিজ লাইব্রেরিতে দেখা করো।
.
চিঠির মাঝখানে অনেক কিছু লিখা। প্রেম শুরু না করতেই এত প্রেম আর আবেগ দিয়ে চিঠিটা লিখার কোনো মানেই ছিলোনা। কলেজ থেকে বাসায় এসেছি আধঘন্টা হলো তার মানে ঈশিতা আমার জন্য আধঘন্টা ধরে অপেক্ষা করছে। বিদ্যুৎ গতিতে রওনা দিলাম, অটোতে যেতে প্রায় পনেরো মিনিট লাগবে। এতক্ষন ঈশিতা থাকবে কিনা চলে যাবে এটা ভাবতেই নিজের মাথার চুল একটা একটা করে ছিড়তে ইচ্ছে হচ্ছে। কেনো যে কাগজের লিখাটা তখনই পড়লাম নাহ!
.
.
লাইব্রেরিতে না ঢুকতেই দেখি ঈশিতা বের হচ্ছে। এক প্রকার দৌড়ে গিয়ে তার সামনে দাড়ালাম।
.
- ঈশিতা, আমি এত্তগুলা সরি।
- কিসের আবার সরি! পথ ছাড়ো।
- আচ্ছা, আমি আরো অনেক অনেক সরি।
- আমি এখন বাসায় যাবো, পথ ছাড়ো
- আচ্ছা তোমার চোখ লাল দেখাচ্ছে ক্যান?
- কই? কোথায়? কিছু পড়ছে মনে হয়!
- আচ্ছা, একটু শান্ত হয়ে আমার কথাটা শোনো
.
সবকিছু খুলে বললাম, ঈশিতার রাগী আর গোমরা মুখটা ধীরে ধীরে সুশ্রী আর মিষ্টি হতে লাগলো।
.
- তুমি তো তখন কাগজটা খুলে দেখলা,
- খুলছি কিন্তু পড়িনি তো
- কেনো পড়োনি শুনি?
- ক্লাসরুম এর পরিবেশ যে প্রেমপত্র পড়ার জন্য উপযোগী নয় তাই।
- হয়েছে থাক, আচ্ছা আন্টি আবার কাগজটা খুলে দেখেনি তো?
- আরে নাহ, আম্মু তো দরকারি কাগজ মনে করে রেখে দিয়েছিলো, দেখেনি
- ভাগ্যিস আন্টি দেখেনি!!
- আর দেখলেও তেমন একটা সমস্যা হতোনা, আম্মু তোমার কথা জানে
- আমার কথা জানে মানে?
.
এমন সময় ফোনটা বেজে উঠলো, দেখি যে আম্মু ফোন দিয়েছে,
- হ্যা আম্মু বলো
- দেখা হয়েছে তো?
- হ্যা হয়েছে!!! আম্মু কার সাথে দেখা হওয়ার কথা বলছো?
- কার সাথে আবার ঈশিতার সাথে
- আ!!! আম্মু তুমি কি তাহলে...
- হ্যা, তোর প্রেম পত্র আমি পড়ে ফেলেছি। ঈশিতাকে একটু ফোনটা দে তো
.
ঈশিতাকে ফোনটা দিলাম। ঈশিতা আমার কাছ থেকে একটু দূরে গিয়ে কথা বলে আসলো।
.
- কি বললো আম্মু?
- তোমাকে তো বলা যাবেনা বাব্বুউউ..
- উহু বলোনা
- উহু বলবনা
.
প্রিয় সম্পর্কগুলো তো এমনই, যেমন মধুর তেমন সুখময়। যে সম্পর্কগুলোর জন্য অনেকদিন বাঁচতে ইচ্ছে করে, ছেড়ে যেতে ইচ্ছে করেনা কোনোদিন।
.

ভালবাসা!!কেন এত অসহায়?


-দোস্ত দেখ হিমেল কেমন জানি একা একা
থাকে।
মোবাইল থেকে নজরটা শরিয়ে মেঘনার কথায়
ধ্যান দিল রাফা।
-হুমম।
-কি হুমম।ও কারো সাথে কথা বলেনা কোন
মেয়ের সাথে মিশেনা ইভেন কোন ছেলের
সাথেও না।একা একা শুধু পড়া নিয়ে ব্যস্ত থাকে
ইস্ট্রেঞ্জ।
-ওর কিছু একটা করা দরকার।
-কি করব?
-আই থিংক ওর একটা প্রেম করিয়ে দেয়া দরকার।
ও চেঞ্জ হয়ে যাবে।
-প্রেম আর ওর সাথে ইম্পসিবল!!ও কাওকে পাত্তা
দিবে না।আর কেও ওর সাথে প্রেম করবে না।
-আর যদি করে।
-কে করবে শুনি?
-আমি আর কে?
-হা হা।ও তোর দিকে ফিরেও তাকাবে না।
-ও আমার সাথে প্রেম করবে।তুই দেখবি?
-বাজি ধর।তুই পারবি না।
-আচ্ছা ডান।ও যদি আমার প্রেমে পড়ে তুই
আমাদের বন্ধুদের সবাইকে ট্রিট দিবি।
-ওকে ডান।কিন্তু আবির কি বলবে।তোদের
রিলেশনের প্রবলেম হবে তো?
-আরে কিচ্ছু হবেনা।আমি ওরে সব বুঝিয়ে দেব।
-আচ্ছা দেখা যাক কি হয়।
-দেখ কি করি।
.
বলে হিমেলের কাছে যায় রাফা।চিকন চোখে
চশমা পড়া ছেলেটা হলো হিমেল।আর ও সবসময়
একা থাকতে পছন্দ করে।তাই রাফা মেঘনার
সাথে বাজি ধরে হিমেলের সাথে প্রেম করবে।
শিড়িতে বসা হিমেলের কাছে ছুটে যায় রাফা।
.
-হিমেল আজকের এসাইনমেন্ট করতে আমাকে
হেল্প করবে প্লিজ?
.
রাফা হিমেলের পাশ ঘেসে বসে তাই হিমেল
একটু দূরে সরে চশমাটা ঠিক করে।
-আজকেরটা।আচ্ছা ঠিক।
.
বলে রাফার এসাইনমেন্ট করতে হেল্প করে
হিমেল।তাদের মাঝে হাসি ঠাট্টা চলে।হিমেল
পরে বাসায় চলে যায়।
পরেরদিন ক্যান্টিনে বসে পড়তে থাকে হিমেল।
এর মধ্যে রাফা আসে।
.
-থ্যাংক ইউ সো মাচ হিমেল।তুমি না থাকলে
মনে হয় আজকে স্যার মেরেই ফেলত।
কথাগুলা বলতে বলতে টেবিলে রাখা হিমেলের
হাতে হাত পরে যায় রাফার।ঘাবরে গিয়ে
ততক্ষনাক হাতটা সড়িয়ে নেয় হিমেল।
.
-কি হলো?
-না কিছুনা।
.
কথাটা শুনে অটঠাসিতে ফেটে পড়ে রাফা।
তারপর দুজন কথা বলতে থাকে।এক পর্যায়ে রাফা
বলে:
-তোমাকে চশমা ছাড়া অনেক সুন্দর লাগবে।আর
টি-শার্ট না পড়ে শার্ট পড়লে অনেক মানাবে।
.
কথাগুলা হিমেল সিরিয়েসলি নেয়।আর মনে মনে
খুশি হতে থাকে।কারন জিবনের প্রথম কোন মেয়ে
ওকে এই কথাগুলা বলেছে।
বাসায় গিয়ে হিমেল চশমা ছাড়া শার্ট পড়ে
আয়নার সামনে দাড়ায় আর মুচকি হাসি দিতে
থাকে।তারপর সারারাত রাফার ব্যাপারে
ভাবতে থাকে।কারন ওর মনে রাফার জন্য একটা
জায়গা তৈরি হয়।
.
পরেরদিন হিমেলকে চশমা ছাড়া আর শার্ট পড়া
দেখে ভার্সিটির সবাই চমকে যায়।আর ওদিকে
রাফা মেঘনাকে বলে:
-দেখেছিস কি পরিবর্তন এনেছি।দেখবি এখন
আমার কাছেই আসবে।
হিমেল রাফার কাছে গিয়ে দাড়ায়।রাফা
হিমেলের প্রশংসা করতে থাকে:
-এইত কি সুন্দর লাগছে।তোমাকে দেখে তো
যেকোন মেয়ে ক্রাশ খেয়ে যাবে।
হিমেল নরমসূরে বলে
-সত্যি যেকোন মেয়ে?
-আরে হ্যা।আমি কি মিথ্যা বলব নাকি।যাও এখন
ক্লাসে যাও আমাদের ওখানেই দেখা হবে।বায়।
.
হিমেল ক্লাসের দিকে এগিয়ে যায়।আর ওদিকে
মেঘনা রাফাকে বলে:
-মানতে হবে।তুই বাবা লা-জবাব।ছাগল দিয়েও
হাল চাষ করতে পারিস।
-এখন দেখবি কাল ও আমাকে প্রপোস করেছে।
-আচ্ছা দেখি।
.
পরেরদিন:
--------
মাঠে সবাইকে রাফা আগে থেকেই বলে
রেখেছিল।হিমেল পকেটে গোলাপ ফুলটা রেখে
দৌড়ে আসে রাফার দিকে।
-(হাপাতে হাপাতে)রাফা!!রাফা।আমি
তোমাকে কিছু বলতে চাই।
-হ্যা বলো।
তারপর হিমেল হাটু গেরে বসে রাফাকে প্রপোস
করে।
-আই লাভ ইউ রাফা।তুমি আমাকে অনেক বদলে
দিয়েছ।ওয়িল ইউ ম্যারি মি।
.
কথাটা শুনে আনন্দে লাফ দিয়ে উঠে রাফা।আর
চিৎকার দিয়ে বলতে থাকে:
-হে গায়েস আই ডু ইট।
বলে দৌড়ে গিয়ে মেঘনার হাতের সাথে হাত
মিলায় রাফা।হিমেল বোকার মতো দাড়িয়ে
দাড়িয়ে দেখছিল।তারপর রাফা গিয়ে সব খুলে
বলে হিমেলকে।
রাফা চলে যাওয়ার সময় হিমেল পিছ থেকে
হাতটা ধরে।
.
-দাড়াও।তুমি এইভাবে চলে যেতে পারো না।
রাফার হাসি মুখ বন্ধ হয়ে যায়।আর হাতটা
ছাড়ানোর চেষ্টা করে।
-হাত ছাড়ো হিমেল।সবাই দেখছে।
-দেখতে দাও।তুমি কেন এমন করলে বলে যাও।
-হাত ছাড়তে বলেছি ছাড়ো।
-ছাড়বো না।
হাত না ছাড়াতে বাম হাত দিয়ে একটা থাপ্পড়
দেয় রাফা।আর সবার সামনে বলে উঠে:
-কি মনে কর তুমি নিজেকে?আমার সাথে প্রেম
করার মতো কি যোগ্যতা আছে তোমার।হেসে ২
টা কথা কি বলেছি তুমি মনে করেছ আমি
তোমার প্রেমে পড়েছি।তোমার মতো ফাউল
ছেলেকে আমি আমার জুতা মুছার জন্যও রাখি
না।
.
কথাগুলা বলে চলে যায় রাফা।ওদিকে গালে হাত
দিয়ে চলে যায় হিমেল।
.
পরেরদিন:
--------
হিমেলের বন্ধু রনি এসে রাফাকে একটা চিঠি
দেয়।তারপর কাদতে কাদতে চলে যায়।চিঠিটা
খুলে পড়তে থাকে রাফা:
.
আসলে ঠিকই বলেছ আমার কোন যোগ্যতা ছিল
না তোমার সাথে প্রেম করার।তুমি হয়তোবা
বাজি ধরে কাজটা করেছ কিন্তু আমার ভালবাসা
তো সত্য ছিল।তোমাকে ঘৃনা করতে আমি
পারবোনা।কারন তোমাকে জুড়ে আমার মনে শুধু
ভালবাসা আছে ঘৃনার কোন জায়গা নেই।তাই
চলে যাচ্ছি বহুদূর।যেখানে তোমাকে ঘৃনা করতে
হবেনা আমাকে।সুখে থেক ভাল থেক।
.
চিঠিটা পড়ে কাদতে লাগল রাফা।আর
নিজেকেই নিজে বলতে লাগল:
-কি ভুল করলাম।যার প্রায়শ্চিত্ত করার সুযোগও
পেলাম না।

বন্ধুত্ব


আবির শোন! তোর সাথে কিছু কথা
ছিল। রিপার পিছু ডাক।
আবির থামলো। কি বলবি তাড়াতাড়ি
বল, আমার কাজ আছে।
.
মাঠে যেতে হবে ওরা আমার জন্য
অপেক্ষা
করছে, যা বলার তাড়াতাড়ি বল।
.
রিপা:মনে হচ্ছে তুই
অনেক ব্যস্ত, যা মাঠে যা বন্ধুদের নিয়ে
আড্ডা দে। না আমার কিছুই বলার নেই।
.
রিপার মন খারপ আবির কে কি যেন
বলতে গিয়েও থেমে গেলো তাই।
.
আবির ও রিপার পাশাপাশি বাড়ি,
একই কলেজের ছাত্র ছাত্রী । দুজন
দুজনের বাসাতে যায়-আসে, আবার
কখনো গল্প আড্ডায় অনেক লম্বা সময়
কাটিয়ে দেয় ওরা।
.
কলেজ থেকে শুরু করে কোচিং সব একই
সাথে করে।
.
ওরা দুজন দুজনের ভাল বন্ধু, ছোট বেলা
থেকে এ পর্যন্ত ওদের মাঝে গড়ে
উঠেছে ভাল
এক সম্পর্ক যা বন্ধুত্বের চেয়ে একটু
বেশী।
.
রিপার অনেক ভাল লাগতে থাকে
আবির কে,
আবিরের ও একটু একটু।
.
আর এই ভাল লাগা থেকেই ভালবাসার
জন্ম রিপার হৃদয়ে। অনেক দিন যাবত
বলবে-বলবে ভাবছে রিপার ভালবাসার
কথা।
কিন্তু ভয়ে ভয়ে আর বলা হয়ে উঠেনা।
.
আবির ও কিছুটা বুঝতে পারে রিপার যে
ওকে ভাল লাগে, কিন্তু আবির থাকে চুপ
চাপ
কিছুই যেনো বুঝেনা!!
.
আবিরের হৃদয় কেনো জানি প্রেম
ভালবাসার প্রতি অনেক অনিহা।
.
সমাজের দেখা এই প্রেম-ভালবাসা
ওকে
যেন অনেক ভাবায়। আবির সমাজের
প্রচলিত প্রেম ভালবাসায় মেটেও
বিশ্বাসিনা।
.
তারপরেও কেন যেন এক গভীর টান
রিপার জন্য।
.
রিপারকে যেকোন ব্যাপারে আবির
সাহায্য
করে। রিপার দুঃখ-কষ্ট, হাসি-আনন্দ সব
ভাগাভাগি করে নেয়।
.
ওদের দু'জনের মাঝে এমন এক সম্পর্ক গড়ে
উঠে যা সঙ্গায়িত করার ভাষা আবির
খুজে পায়না।
.
একদিন আবির ও রিপা পার্কে বসে গল্প
করছে।
.
কথা ছলে হঠাৎ রিপা বলে ফেললো,
আবির আমি তোকে ভালবাসি!!
আমার হৃদয়ে শুধু তুই তোকে ছাড়া আমি
বাচবোনা। তুই আমার জান প্রান সব।
.
বল তুই আমাকে ভালবাসিস কি না?
.
আবির চুপ একদম চুপ
হয়ে গেল, কিছুই মুখ দিয়ে বের হলো
না।
.
আবির রিপাকে বললো, রিপা আমার
মাথা
ব্যাথা করছে। আমি এখন কিছু বলতে
পারছিনা, আমি এখন যাবো।
.
কথা না বড়িয়ে আবির চলে গেলো।
.
সেই রাতে আবিরের ঘুম নেই কাল কি
বলবে
রিপাকে??
.
আবির কিছুই ভাবতে পারছেনা। আবির
শুধু ভাবে। এই ভালবাসা আমাকে এবং
রিপাকে অনেক কষ্ট দিবে।
.
সামান্য প্রেম-ভালবাসার জন্য আমার
বন্ধুত্ব নষ্ট করতে পারবো না। মোহ
ফুরালে ভালবাসা হারিয়ে যাবে।
হারিয়ে যাবে বন্ধুত্ব। না না আমি
কিছুতেই আমার বন্ধুকে হারাতে
চাইনা। ভাবতে ভাবতে ঘুমিয়ে পরলো
আবির।
.
পরদিন সকাল বেলা আবির রিপাকে
বললো
.
দেখ রিপা আমি তোকে অনেক
ভালবাসি অনেক।
কিন্তু আমরা দুজন বন্ধু সারা জীবন বন্ধু
হয়েই থাকতে চাই।
.
তুই যে প্রেম ভালবাসার কথা বলেছিস
ওটা
আমি পারবো না।
.
তুই আমার বন্ধু আমার দুজন বন্ধু হয়েই
থাকতে চাই।
.
বন্ধু তোকে আমি অনেক ভালবাসি
বলেই ফিরিয়ে দিলাম। আমি চাইনা
কখনো আর আর আমার বিশ্বাস নষ্ট হয়ে
যাক। আমি চাইনা কখনো তুই আমাকে
ভুলে বুঝে অথবা আমি তোকে কখনো ভুল
ভেবে দূরে হারিয়ে যাই।
.
আবির এর কথা গুলো শুনছে আর গড় গড়
করে চোখ দিয়ে আশ্রু ধারা ঝাড়াচ্ছে
রিপা।
.
আবিরের হাত ধরে রিপা বললো।
.
আমি জানতাম তুই আমাকে
ভালবাসিস, আমিও তোকে অনেক
ভালবেসেছিলাম।
কিন্তু আজ আমার আর তুর বন্ধুত্বের
প্রতি ভালবাসা দেখে আমি মুগ্ধ হয়ে
গেলাম দোস্ত।
.
তবে যদি কখনো আমাকে তোর জীবন
সঙ্গিনী করিস আমি তুর ভালবাসার
দাসি হয়ে থাকবো।
.
আর তুর ভালবাসা, তোকে আপন করে
পাওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনবো।
.
_________________
সত্যি অবাক লাগে বন্ধুত্ব এমন একটা
জিনিষ
ভালবাসাও তার কাছে হার মানে।
.
যদি কখনো কেউ এমন বন্ধু জীবনে পেয়ে
থাকেন তাহলে সত্যি আপনি অনেক
ভাগ্যবান/ভাগ্যবতী।

বুধবার, ১১ নভেম্বর, ২০১৫

ভালোবাসা কোন সস্তা জিনিস না


...
সপ্তাহে ২ বার ডেটে গেলে বা ১০
বার I Love You বললেই
ভালোবাসা হয় না ...
টাইমলাইনে প্রতিদিন পোস্ট করলেই
ভালোবাসা
প্রকাশ পায় না ...
"জানু, বেবি" -
সম্বোধন করলেই বুঝা যায় না সে
আসলেই তোমাকে
ভালোবাসে কিনা !!

ভালোবাসতে "CARE" লাগে ...
ভালোবাসতে "SHARE" লাগে !!
তোমাকে যে আসলেই ভালোবাসে,
সে তার দিনের প্রতিটা
মূহুর্তের কথা তোমার সাথে SHARE না
করে পারবে না…
...
তার ভেতর খচ খচ করতে থাকবে ...
কথাগুলো বলার জন্য সে উশখুশ করতে
থাকবে ...
সবকিছু না বলা পর্যন্ত,
সবকিছু না SHARE করা পর্যন্ত সে একদম
শান্তি
পাবে না !!

তোমাকে যে আসলেই
ভালোবাসে,সে তোমার দিনের
প্রতিটা মূহুর্তে তোমার
CARE না করে পারবে না ... সকালে ঘুম
ভাঙতেই
বালিশের নিচ থেকে মোবাইলটা
হাতড়ে বের করে সে
তোমার খোঁজ নিবে ...
ক্লাসের ফাঁকে, কাজের ফাঁকে হঠাৎ
তার মনে হবেঃ
"আচ্ছা, ও কি করতেছে এখন ??" ...
দুপুরের খাবারটা মুখে তোলার আগে
সে জিজ্ঞেস
করবে তুমি খেয়েছো কিনা ...
...
সে ব্যস্ততার অজুহাত দেখাবে না ...
বরং সে তোমার
CARE নিতেই ব্যস্ত থাকবে !!
......
সে শুধু হাসির ইমো আর কান্নার ইমো
দিবে না ...
তোমাকে সত্যি সত্যি হাসাবে ... ...
এবং তোমাকে সত্যি সত্যি কাঁদাবে
...
এবং তারপর আলতো করে গাল থেকে
অশ্রুটুকু মুছে
দিবে !!
ভালোবাসা খুব কঠিন না ...
বরং ভালোবাসার মর্ম বুঝে
এরকম মানুষ

কথাগুলো সত্য কি না ???


○ ভালবাসার মানুষ যত খারাপই
হোক
আপনার কাছে
সে সব
সময়ই ভালো.....
.
○ তার সাথে আপনার সম্পর্ক শেষ
হওয়ার
পরও কেউ
যদি
তাকে নিয়ে খারাপ কোন মন্তব্য
করে
তখন আপনি
খুব
রেগে যান হয়তো কাউকে বুঝতে
দেন
না.....
.
○ আপনার বিপরীত লিঙ্গের কারো
সাথে কথা
বলার সময়
খুজে বের করার চেষ্টা করেন তার
সাথে আপনার
ভালবাসার
মানুষটার কি কি মিল আছে.....
.
○ হঠাৎ তার পছন্দের কোন জিনিস
যদি
আপনারসামনে পরে
যায় আপনি চেষ্টা করলেও তার কথা
মনে
না করে
থাকতে
পারবেন না.....
.
○ তার সাথে যে জায়গা গুলোতে
আপনি
বসে
থাকতেন ঐ
জায়গা গুলোতে গেলে সব সময়
সেজায়গাটাই বসার
চেষ্টা
করবেন যেখানে আপনার ভালবাসার
মানুষ
বসতো.....
.
○ তার কাছ থেকে পাওয়া যে কোন
জিনিস এখনও
আপনার
কাছে আছে যা আপনার পড়ার বই
গুলোর
চেয়ে ভাল
অবস্থায় আছে..... (যদি ফেরত না
দিয়ে
থাকেন আর
ফেলে না দিলে)
.
○ ঘুমাতে যাওয়ার আগে তাকে ভুলে
হলেও একবার
মনে করেন..
যখন কেউ ভালোবাসার
মানুষটার সাথে
থাকে তখন সবারই
খুব ভালোলাগে...
তখন কেউ এটা ভাবেনা
যে এই মুহূর্ত গুলো
একটু পরেই অতীত হয়ে যাবে,
আর রয়ে যাবে স্মৃতির পাতায়..
যতদিন সে সাথে থাকবে
এই স্মৃতি গুলো
হাসাবে,আর যখন সে
থাকবেনা তখন এই
স্মৃতিগুলোই আবার
কাঁদাবে...

বউ গেলে বউ পাবে কিন্তু বাবা গেলে তো আর বাবা পাবে না

স্ত্রী অপর্না ব্যাগ গুছিয়ে রেডী হচ্ছে।
- কি হলো? ব্যাগ গুছাচ্ছ কেনো? কোথায়
যাচ্ছ?
- কই আবার? আমার বাবার বাড়ি যাচ্ছি!
- কেন?
- কেন তুমি বুঝো না? গত এক মাস ধরে বলছি
তোমার
বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে, তা তো
তোমার কানেই যায় না! এই বাড়ীতে হয় তোমার
বাবা থাকবে নয় আমি থাকবো!
- বাবা থাকলে সমস্যা কি? (মিনমিন করে বললো
সুমন)
- তোমার বাবার কাশির শব্দে ঘুমাতে পারিনা! কি
দরকার এই বুড়োটাকে বাড়িতে রেখে? পাঠিয়ে
দাও বৃদ্ধাশ্রমে। রুমটা ভাড়া দিলেও তো কিছু টাকা
পাওয়া যেতো!
.
অপর্নার
কথা শুনে তাজ্জব বনে যায় সুমন!
ভালবেসে বিয়ে করেছিল অপর্নাকে। শিক্ষিত,
সুন্দরী সব গুণই ছিল অপর্নার মধ্যে। সুমনের মা
মারা গেছে অনেক আগেই। সুমন ছিল একমাত্র
ছেলে। সুমনের মুখের দিকে তাকিয়ে আর
বিয়ে করেননি ওর বাবা। সরকারি একটা চাকরি করতেন
তিনি।
.
- কি হল কথা বলছো না কেন? স্মৃতি হাতরে
বেড়াচ্ছিল সুমন। অপর্নার কথায় চমকে উঠলো।
- কি বলবো?
- কি বলবো মানে, তোমার কি সিদ্ধান্ত বলো?
- সিদ্ধান্ত!
আমি বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো না, এইটাই
সিদ্ধান্ত! (জোর দিয়ে বললো সুমন)
- আচ্ছা। থাকো তুমি তোমার বাবাকে নিয়ে আমি
চললাম!
.
ব্যাগ নিয়ে হনহন করে করে বেরিয়ে গেলো
অপর্না! সিদ্ধান্তহীনতায় ভুগছে সুমন! একদিকে
বিবাহিত
স্ত্রী অন্যদিকে জন্মদাতা পিতা। ধীর পায়ে বাবার
রুমে এসে ঢুকলো সুমন। তখনই মনে পড়লো
বাবা কিছুদিন যাবত অসুস্থ। বাবা বিছানায় শুয়ে আছে।
বিছানার পাশের চেয়ারে বসলো সুমন।
.
- বাবা সুমন? (ক্ষীণ
কন্ঠে ডেকে উঠলো সুমনের বাবা)
- জী, বাবা?
- একটু পানি দিবি বাবা?
টেবিল থেকে পানি এনে দিলো সুমন।
- বুকের ব্যথাটা খুব বাড়ছে বাবা!
- আচ্ছা, কাল সকালে ডাক্তারের কাছে নিয়ে যাব।
- সকালে না তোর অফিস থাকে?
- একদিন অফিসে না গেলে কি হবে?
.
পরম যত্নে বাবার গায়ের কাঁথাটা ঠিক করে দিল
সুমন। ঠিক যেমনিভাবে তার বাবা ছোটবেলা
সুমনের কাঁথা ঠিক করে দিত। চুড়ান্ত সিদ্ধান্ত নিয়ে
নিয়েছে সুমন। বউ গেলে বউ পাবে কিন্তু বাবা
গেলে তো আর বাবা পাবে না

রবিবার, ৮ নভেম্বর, ২০১৫

বিশ্বাস ঘাতক/ ব্ল্যাক মেইল


এই যে ভাইয়া শুনছেন?
.
- চায়ের দোকান থেকে ইমরান পেছনে ফিরে! জী, আমাকে বলছেন?
-হ্যা,আপনাকেই বলছি।
.
- (ইমরান ঘড়ির দিকে তাকিয়ে)
আপনি এতো রাতে একা এখানে?
- হ্যা, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন? ( মেয়টির প্রশ্ন)
- ঘুরতে গিয়েছিলা, এখন বাসাই ফিরছি!
- ওহ, একটা কথা ছিলো
.
-কি বলবেন বলেন, আমার তাড়া আছে
- এইটা কি আপনার গাড়ি?( পাশে)
.
- হ্যা। কিন্তু কেন? আর আপনার হাতে ওইসব কি?
.
- এগুলো রক্ত,
- রক্ত কেন?
.
আসলে কিভাবে বলব বুজতে পারছিনা। (উত্তেজিত কন্ঠে)
.
- আপনি এতো উত্তেজিত হচ্ছেন কেন? শান্ত হন! আর কি হয়েছে খুলে বলুন?
.
- আসলে আমার একটা বড় বিপদ হয়েগেছে,! ( কান্না কন্ঠে)
- কি বিপদ! খুলে বলুন!
- আমার ছোট ভাইয়াটার গত কয়েক দিন আগে ক্যান্সার রোগ ধরা পড়েছে. আর কাল রাতে তার শরিরের ভিবিন্ন অংশ দিয়ে রক্ত ক্ষরণ হয়েছিল।।
ডাক্তার বলেছিলো আজ রাতে ৩:০০ টার ভেতর রক্ত জোগাড় করে অপারেশন না করলে মারা যেতে পারে।
কিন্তু দেখুন রক্ত জোগাড় করেছি ঠিকই কিন্তু হসপিটাল যাওয়ার জন্য গাড়ি পাচ্ছিনা। এখন কি করি ভেবে পাচ্ছিনা। ( মায়া কন্ঠে)
.
- কোন হসপিটাল?
-.................... এই।
.
.
-ইমরান ঘড়ির দিকে তাকালো, তখন রাত ১: ০৫ মিনিট.. ( oh my God) অপারেশনেরতো আর বেশিক্ষন বাকি নেই) আর................. এই হসপিটালতো এখান থেকে অনেক দূর, প্রায় ১ ঘন্টা ২৫ মিনিটের রাস্তা। আর আমার বাসার উল্টো দিকে!
.
- হ্যা। কিন্তু দেখুন রাস্তায় একটা গাড়িও নাই। মনে হই আমার ভাইয়াটাকে বাঁচাতে পারবোনা।।। ( গভির কান্নার কন্ঠে)
-
- ইমরান ভাবছে,( এতো রাতে একা, এই দিকে মেয়েটি সেই কখন থেকে কান্না করতেছে,।
খুব মায়া হচ্ছে তার, লিপ্টটা দিলে হইত একটা জীবন বাঁচবে!)
-
- কি ভাবছেন?
- কিছুনা, চলুন!
-কোথায়?
- হসপিটাল যাবেন্না?
-হ্যা! কিন্তু কিভাবে?
- কিভাবে আবার আমার গাড়িতে করে!
- সত্তিই?
-হ্যা,গাড়িতে উঠুন।...
...
...
...
...
...
...
অতঃপর কিছুদুর যাওয়ারপর।
সত্তিই আপনার এই উপকারের কথা আমি ভুলবনা।
- আরে নাহ কি বলেন,এটা আমার কর্তব্য, মানুষ হিসেবে মানুষকে সাহায্য করবেই এটাই স্বাভাবিক..
.
- সত্তিই আপনাকে অনেক ধন্যবাদ!
-আপনার নাম কি?
- ইমরান! আপনার???
- আমার নাম- নাদিয়া।
- অহ,
- ভাইয়া একটা কথা!
- কি কথা?
- সামনের বাজারে আমার কিছু আত্মীয় আছেন, ওরা আমার জন্য অপেক্ষা করছে, আপনি যদি কিছু মনে না করেন তাহলে উনাদের কে আপনার গাড়িতে করে নামিয়ে দিবেন?
- কিছু মনে করার কি আছে! অসুবিধা নেই
-
-
- দুই মিনিট পর নাদিয়া ফোন করে তাদেরকে রাস্তার পাশে এসে দাঁড়াতে বলে,& কালো মাইক্রো দেকলে হাতের ইশারা করতে বলে!...
.
.
এর কিছুক্ষণ পর বাজারে এসে গাড়ি থামে,
আর গাড়ি থেকে মাত্র কয়েক ফিট দূরে কয়েকজন লোক যেন কিসের জন্য অপেক্ষা করছিলো।
.
নাদিয়া দেখেই আর চিনতে বাকি রইলনা এরাই তার আত্মীয়, ( যেহেতু সে সামনেই বসা ছিলো)
-
.
অতঃপর নাদিয়া গাড়ি থেকে নেমে
অই লোক গুলো হাতের ইশারায় গাড়ির নিকট আসতে বলে।
.
- ইতিমধ্যে ইমরান ও ড্রাইভিং শিট থেকে নেমে নাদিয়া মেয়েটির পাশে এসে দাঁড়ায়!
.
- লোক গুলো কাছে আসা মাত্রই
( কি রাফিসা এতক্ষন লাগছিলো কেন?)
-
- ওপ্স! আর বলিয়েন্না
রাস্তায় একটা গাড়িও নেই, কিছুক্ষণ পর পর যা কয়েকটা আসছিলো তারাও যেতে বিমত,
!
অবশেষে এই ভাইয়াটার দেখা পেলাম,
আর বিষয়টা পুরোপুরি খুলে বললাম!
তিনিও বিষয়টি বুঝে লিপ্ট দিতে রাজি হলেন।
,- বাই দ্যা ওয়ে, ওনার নাম " ইমরান"
- সবাই সালাম জানালো " ইমরানকে"
.
ইমরান ভাইয়া ওনার নাম -( কাদের) পাশের জন রফিক, আর ইনি দেলোয়ার,!
-
- সবাই একে অপরের সাথে পরিচিত হলো!
- এই রাফিসা আমাদের এখান দেরি করা ঠিক হবেনা, আমাদের বরং যাওয়া উচিৎ,
.
- ঠিক! চলুন যাওয়া যাক( ইমরান)
.
.
.
রাত ২:১১
নিস্তব্ধ পরিবেশ,
পাহাড়িয়া আঁকাবাঁকা রাস্তা, রাস্তার দুই ধারে পাহাড়,, জন শুন্যহীন জায়গা, কোথায় মানুষের বসবাসের চিহ্ন নেই, মাঝে মধ্যে দু একটি নাইট বাস, আর ঝি ঝি পোকার ডাক, ইমরানের মনে ভয় একটু ভয় জন্মাচ্ছিল

.
. - ইমরান সাহেব কি ভাবছেন?
- তেমন কিছুনা! ছোট্ট একটা কথা!
.
-বলুন কি কথা!
- আচ্ছা আপনারা নাদিয়াকে রাফিসা বললেন যে?
- হ্যা ওর না.......
- , আসলে ওরা আমাকে আদর করেই রাফিসা বলেই ডাকে ( নাদিয়া কথা কাটালো)
.
. ওহ
.
- ভাইয়া পানি খাবেন? ( দেলোয়ার)
- না! তেষ্টা পাইনি!
- অহ!
- ইমরান সাহেব আপনি smoke করেন?( মাঝ বয়সি রফিক নামের লোকটা)
- হ্যা! তবে মাঝে মাঝে!
- খাবেন নাকি একটা? বিদেশি কিন্তু ( রফিক)
.
- ওহ! খাওয়া যায়.
- এই নিন বলেই রফিক সিগারেটের পেকেট থেকে একটা সিগারেট ইমরানের দিকে বাড়িয়ে দিলো।
- ইমরান হাসি মুখে গ্রহন করে!
- লাইটার টাও বাড়িয়ে দিলো ( কাদের)
- সিগারেটে আগুন দিয়ে " একটা শুকটান দিলো! (ইমরান)
- কেমন ইমরান সাহেব? ( দেলোয়ার)
- হুম, বেশ!
.....
..
...
...
....
.....
....
চারদিকে পাখির ডাক, হালকা রোদের আলো আর সকালের ঠান্ডা বাতাসে ইমরানের ঘুম ভাঙল. অবশ্য এটা ঘুম কিনা সন্দেহ!
- ইমরান চোখ কচলাতে কচলাতে কি আপনারা সবাই কোথায় গেলেন? নাদিয়া আপনার ভাইয়ার কি অবস্থা?
- কিন্তু কারো সাড়াশব্দ নেই!
- কি হলো কথা বলছেন্না কেন?
- কিন্তু কারো শব্দ নেই
চোখ মেলেই দেখে সে পাহাডের অনেকটা নিছের একটা গাছের মুন্ডির সাথে আটকে আছে!
ইমরান ভয় পেয়ে উঠে দাড়ানোর চেস্টা করে কিন্তু না কোন ভাবেই পারছেনা!
ইমরান লক্ষ্য করল তার ডান পায়ের হাটু থেকে এখনো হালকা রক্ত ক্ষরণ হচ্ছে।।
আর মাথার পেছন থেকে হালকা রক্ত গাড় দিয়ে বেয়ে পড়ছে!!!!
.
.
ইমরানের আর বুঝতে বাকি রইলনা ওরা ছিলো ব্ল্যাক মেইল পার্টি, আর তারা সিগারেট কে তাদের প্রধান হাতিয়ার হিসেবেই ব্যবহার করেছে।
.
.
- সমাপ্ত
.
.
বিঃদ্রঃ- কাউকে সহজে বিশ্বাস করা ঠিক না,।

অপূর্ন তৃপ্তি


→সাবরিনা সবে মাত্র কলেজে ভর্তি
হয়েছে কলেজের জীবনের শুরু থেকে এই
পর্যন্ত অনেক ছেলে থাকে প্রপোস করেছে
কিন্তু কেউ তাঁর মনের মত হয়ে উঠেনি।
→আজ কলেজের এক অনুষ্টানে একটি
ছেলেকে দেখে সাবরিনার অনেক ভালো
লেগে যায় একতায় তাঁর স্বপ্নে দেখা সেই
রাজকুমারের মত।
→কিছু দিন পর পরীক্ষা চলে আসে তাই
থাকে আর খুঁজা হয়ে উঠেনি।
→আজ কেনো জানি ছেলেটার জন্য মনটা
একটু বেকুল হয়ে উঠেছে।
→এই দিকে ক্লাসে আসে দেখে স্যার ও
প্রায় ১০ মিনিট আগে খাতা দিয়েছে।
→কিছুতেই যেনো পরীক্ষাতে মন বসতেছে
না বার বার সেই ছেলেটির মুখ চোখের
সামনে বেসে উঠছে।
★★
★★
→এই ভাবে কিছু দিন যাওয়ার পর পরীক্ষা
শেষ হয় এখন ত কলেজে ও বন্ধ কি করে
ছেলেটার খুঁজ নিবে।
→কথা গুলো একা একা ভাবছে সাবরিনা
আর মনে মাঝে কেনো জানি অজানা একটি
কষ্ট অনুভব হচ্ছে।
→সাবরিনা এখনো ফ্রেশ হসনি(রাহেলা
বেগম)
→আম্মু আমি যাবনা তুমি যাও।
→যাবিনা মানে কাল ত তর মামা বিয়ে
আর এখন বলছিস যাব না।
→অনেক রিকুয়েষ্ট করার পর সাবরিনা
রাজি হয়।
→বিয়ে বাড়িতে সবাই আনন্দের মেতে
উঠেছে কিন্তু সাবরিনা কেনো জানি মন
মরা হয়ে আছে।

→বিয়ে বাড়িতে হঠ্যাত্ তাঁর সেই
রাজকুমার কে দেখতে পায় সাবরিনা
নিজের চোখে বিশ্বাস করতে পাচ্ছেনা।
→অপলক দৃষ্টিতে থাকিয়ে কিছুতেই
ছেলেটির দিক থেকে চোখ ফিরাতে
পাচ্ছে না।
→ছেলেটিকে দেখার পর থেকে মনের মাঝে
সুখের বৃষ্টি হচ্ছে এই সুখের আশায় এত দিন
অপেক্ষায় ছিলো।

→তার পর সাবরিনা খুঁজ নিয়ে জানতে
ছেলেটার নাম সুমন তাদের কলেজে অনার্স
৩য় বর্ষের ছাত্র।

→এর বেশি তেমন কিছু জানা হয়ে উঠেনি।
→কিছু দিন পর সাবরিনার ফেইসবুক
আইডিতে সুমন নাম থেকে রিকুয়েষ্ট আসে
এমনিতে অপরিচিত কারো রিকুয়েষ্ট
এক্সচেপ্ট করে না।কি যেনো মনের
রিকুয়েষ্টটা এক্সচেপ্ট করে পেলে।
→এক্সচেপ্ট করতেই মেসেজ আসে কেমন
আছো।
→ভালো কে আপনি?
→আমি সুমন।
→এই ভাবে কিছু দিন চ্যাটিং হওয়ার পর
সাবরিনা জানতে এইটা তার স্বপ্নের
রাজকুমার 'সুমনের' আইডি।
→তার পর থেকে আর বেশি বেশি চ্যাটিং
হত তাদের মধ্য।
→সাবরিনা এক দিন সুমনকে দেখা করতে
বলে অনেক রিকুয়েষ্ট এর পর সুমন রাজি।
→সাবরিনা সুমনকে দেখে সব লাজ লজ্জা
ভুলে গিয়ে বলে উঠল সুমন আমি তোমাকে
ভালোবাসি।

→আমি তোমাকে ভালোবাসতে পারবনা
আমি অন্য কাউকে ভালোবাসি।
→আর তুমি আমার জাস্ট বন্ধু মাত্র এর বেশি
কিছু তোমাকে নিয়ে ভাবিনী।বলে এখান
থেকে সুমন চলে যায়।
→সাবরিনা শুধু সুমনের দিকে থাকিয়ে
আছে কথা বলার কোনো শক্তি পাচ্ছেনা।
→মনে হচ্ছে পৃথিবীর চার পাশ যেনো
অন্ধকার হয়ে আসছে।

→এর পর অনেক দিন কেটে যায় সুমনের
সাথে কোনো প্রকার দেখা হয়নি।
সাবরিনা এখন ঢাকা মেডিকেল ছাত্রী।

খোলা চিঠি.......


প্রিয় নিরুপমা,
তোমাকে ভালবাসার আগে জানতাম না স্বপ্নগুলো
ভাঙ্গার কষ্ট কি, মানুষ কেন এত কষ্ট পায় স্বপ্ন ভেঙ্গে
গেলে, আর জানবোই বা কেমন করে বলো তো ? তোমার
আগে অন্য কাউকে নিয়ে তো এত স্বপ্ন দেখিনি, অন্য
কাউকে ভালবাসি নি, তোমাকে নিয়েই তো স্বপ্ন
দেখার সুচনা করলাম। আর তুমি স্বপ্ন গুলোর সুচনা করেই
চলে গেলে?
.
এখন বুঝি স্বপ্নগুলো ভাঙ্গার কষ্ট কি, তুমি আমাকে
ভালোবেসে যা দিয়ছো, তা হয়তো কোন ভালবাসার
মানুষ তার ভালোবাসার মানুষটিকে দেয় না, আসলে
তোমার ভালবাসার প্রতিদান দেয়ার ধরনটাই
এমন,তাইনা? তাই নাহলে কি কেউ কাউকে বুকভরা
ভালবাসা নিয়ে জীবন ভরা কস্ট দেয়?
.
তোমাকে একটা অনুরোধ, তুমি কোনদিন কারো স্বপ্ন
হবার ইচ্ছে করো না, কেন জানো, কারন তুমি স্বপ্ন
ভাঙ্গতে জানো কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করতে জানো
না, হ্যা স্বীকার করছি তুমি অনেক ভাল সুখের স্বপ্ন
দেখাতে পারো, কিন্তু সেগুলো অপুর্ন রেখে নিজের
সুখের জন্য ভালই ভাবতে পারো। তোমার সুখের জন্য
তুমি যে কাউকে যখন তখন আপন করতে পারো।
.
নিরুপমা তুমি হয়তো জানো না মানুষের জীবনের
কষ্টকর মুহুর্ত গুলোর মধ্যে একটি হল,
"তুমি দেখছো তুমি যাকে ভালবাসো সে অন্য কাউকে
ভালবাসে "। পৃথিবীতে কারো আপন হওয়াটা খুব সহজ
কিন্তু কাউকে আপন করে পাওয়াটা খুব কঠিন। আমিও
পাইনি তোমার আপন হয়েও তোমাকে আপন করে।
"তোমারই মুখটা মনে পড়ে যখনি,
মনে হয় নেই আলো নেই,
আমি তুমি ছাড়া নেই ভালো নেই........
তোমাকে ফেরাতে পারে বিধাতারও নেই সেই জোর,,
আজ তুমি শুধু নেই মোর".....................
.
তুমি জানো আজ আমার প্রতিটা কষ্ট কোন একসময়
তোমার আমার ভবিষ্যতের স্বপ্ন ছিলো, বিশ্বাস করো
তোমাকে ছাড়া আমি এখনো ভালো নেই, আমি ভাল
থাকতেও পারি না, কিভাবে ভাল থাকবো বলো আমার
ভাল থাকার মাধ্যমটাই তো তুমি ছিলা।
আমি জানি আমি কখনো তোমাকে বুঝাতে পারবো না
কতোটা ভালোবাসি তোমায়, এমনকি এইও জানি
তোমাকে কখনো আমার করে পাবো না। তবে তোমাকে
যে ভালোবাসি তা তোমাকে বলতে পেরে ক্ষনিকের
সুখ টুকু আমি পেয়েছি ভালোবাসা নামের প্রবাদ
থেকে, তার সমতুল্য পুরো পৃথিবী আমার কাছে।
.
জানিনা তুমি আমাকে আদৌ ভালোবেসেছিলে কিনা
তবে এই দেহে যতদিন প্রাণ থাকবে, ততদিন তোমায়
ভালোবেসে যাবে, কারণ একটাই তুমি ছাড়া এই হৃদয়
ঘরে আর কখনো কেউ আমার অনুভুতি আবেগকে ছুঁয়ে
দেখতে পারবে না। যা ছিল সব স্বপ্ন তোমার জন্যই
তুলে রেখেছি, তুমি ছিলে তুমি আছ তুমি থাকবে........
.
নিরুপমা
কিছু কথা আছে
মনে মনে রয়,
কতটা স্বপ্ন দেখলে?
স্বপ্নটা সত্যি হয়।
কতটা অশ্রু ঝরালে?
কান্না ভোলা যায়।
কতটা ভালবাসলে?
ভালবাসার মানুষটিকে পাওয়া যায়।
বলতো??

✎ আবেগ Vs ভালোবাসা ✎


আবেগ হল, পছন্দের মানুষটিকে একপলক না দেখে
থাকতে না পারা।
ভালোবাসা হল, পবিত্র ভাবে ভালোবাসার জন্য
প্রিয় মানুষটির কাছ থেকে দূরে থাকা।
.
আবেগ হল, ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলা।
ভালোবাসা হল, ফোনে কথা বলে সময় নষ্ট না করে
নিজের ক্যারিয়ার ঠিক করা।
.
আবেগ হল, তোমাকে না পেলে আমি বাঁচবোনা।
ভালোবাসা হল, সত্যিকারের ভালোবাসার মানুষটির
জন্য নিজেকে জীবিত রাখা।
.
আবেগ হল, ঘরের কোণায় নিশ্চুপে কেঁদে কিংবা
নিকোটিনের ধোঁয়ায় নিজেকে তিল তিল করে শেষ
করে দেয়া।
ভালোবাসা হল, বাস্তবতাকে মেনে নিয়ে নতুন করে
সবকিছু শুরু করা।
.
আবেগ হল, ঘন ঘন সন্দেহ করে সবসময় একটা বাড়তি
টেনশনের মধ্যে থাকা।
ভালোবাসা হল, পবিত্র মনে একে-অপরকে বিশ্বাস
করা।
.
আবেগ হল, হিতাহিত জ্ঞানশুন্য হয়ে উল্টাপাল্টা
কাজ করে ফেলা।
ভালোবাসা হল, প্রতিটি সিদ্ধান্ত ভেবচিন্তে
নেয়া, বড়দের মতামত নিয়ে কাজ করা।
.
আবেগ হল, সবসময় ভুল করে, ভুল মানুষকে ভালোবেসে
ফেলা।
ভালোবাসা হল, সত্যিকারের ভালোবাসার মানুষটির
জন্য পবিত্র মনে অপেক্ষা করা।
.
✔বন্ধুরা, আজ চারদিকে এত ব্রেকআপ, সুইসাইড, অনেক
মেয়ে সতীত্ব হারাচ্ছে শুধুমাত্র আবেগের বশে
সিদ্ধান্ত নেয়ার কারণে। আজ চারদিকে এত
হাহাকার শুধুমাত্র ভুল মানুষকে অন্ধভাবে
ভালোবেসে ফেলার কারণে। কাউকে দেখে
ভালোলাগা/ ভালোবাসা দোষের কিছু না, দোষ হয়
তখন, যখন অন্ধভাবে ভালোবেসে আবেগের বশবর্তী
হয়ে উল্টাপাল্টা কাজ করা হয়।
বন্ধুরা আবেগ দ্বারা নয়, বিবেগ দ্বারা সিদ্ধান্ত
নিতে শিখো, নিজেকে কন্ট্রোল করতে শিখো। আর
একটি কথা, নিজের মহামূল্যবান ভালোবাসাকে
নিজের কাছেই আগেল রাখো, সেখান থেকে একটু একটু
করে প্রিয় মানুষটিকে ভালোবাসা দাও, তাহলে
ভালোবাসা ধীরে ধীরে খাঁটি হবে, ভালোবাসার
মানুষটিও তোমার সেই ভালোবাসা পাওয়ার জন্য
ব্যাকুল হয়ে থাকবে, আর তুমিও কষ্ট পাবেনা।

সেই কথাগুলো


.

.
সপ্ন দেখে আসিফের ঘুম ভেঙে গেল। এই সপ্নটি আসিফ গত দুই তিনদিন ধরেই দেখছে। সপ্নটিতে রিমির অন্য কারো সাথে বিয়ে হয়ে যাচ্ছে।
.
কয়েকদিন আগে রিমিকে বলল
-তোর বিয়ে হবে কবে রে?
-কেন কি হয়েছে?
-তোর বিয়ে হয়ে তোকে বিদায়ের সময় তুই কাঁদবি। আর আমি তা দেখে হাসব।
-তুই তো একটা হারামি। অন্যের দুঃখে নিজে হাসবি।
-হারামিরা এমনই হয়। আর তোর সাথে কথা নেই। থাক, আমি গেলাম।
.
রিমির সাথে এইরকম বিয়ের কথা বলে অনেকবার ঝগড়া করেছে। রিমি রেগে গেলেও আসিফ মজা নিয়েছে।
.
অথচ আজ রিমির বিয়ের সপ্ন দেখে আসিফের কেন এমন হবে? আসিফ আর এমন হতে দিতে চায় না।
.
আসিফ ভাবির ডাকে বাস্তবে ফিরে এল। আসিফ বলল
-তুমি কখন এলে ভাবি?
-এসেছি তো অনেক্ষন। তোমাকে ডাকছি কিন্তু তোমার কোন পাত্তাই নেই।
-আসলে আমি খেয়াল করি নি।
-খেয়াল করবে কিভাবে। তুমি তো ভাবনার জগতে ডুবে ছিলে। তা কি এত ভাবছো?
-একটা জিনিস আমার পিরা দিচ্ছে।
-কি জিনিস সেটা?
-মনে হচ্ছে আমি একজন মেয়েকে হারিয়ে ফেলতে চাই না। সারাজীবন তাকে আমার কাছে ধরে রাখতে চাই। কিন্তু তার প্রতি আমার ভালবাসা আছে কি না জানি না।
-আচ্ছা এর সমাধান আমি দেব।
-এখন খেতে আসো।
.

.
রিমি কানের ভেতর হেডফোন দিয়ে গান শুনছে। হঠাৎ গান বন্ধ হওয়ায় রিমি মোবাইলের স্ক্রিনে তাকালো। আর তাকিয়ে বুঝতে পারলো আসিফের ফোন।
.
প্রথমবার কেটে দিলেও পরেরবার রিসিভ করল। রিমি বলার আগেই আসিফ বলল
-কিরে ফোন কেটে দিস কেন?
-আমার ফোন তাই আমার ইচ্ছা। তাতে তোর কি?
-আজ তুই ঝগড়া করতে চাইলেও আমি ঝগড়া করবো না।
-কেন রে? তুই এত ভাল কবে থেকে?
-এখন থেকে। কারন আমার প্রয়োজনে ফোন করেছি।
-তা তোর কি প্রয়োজনে ফোন করলি?
-আমার সাথে এক জায়গায় যেতে পারবি?
-কোথায়?
-একটা মেয়েকে প্রোপোস করতে।
-তা কার জন্য?
-কার আবার! আমার জন্য। তুই যাবি নাকি বল।
-যাবো না।
-মনে থাকে যেন এই কথা।
-আচ্ছা যাবো যাবো।
-আচ্ছা বিকেলে আমাদের কলেজের সামনে ওই কোচিং সেন্টারের ওখানে চলে আসবি।
-আচ্ছা।
.

.
আসিফ অনেক সময় ধরে রিমির জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু রিমির কোন খবর নেই। মনেহয় রিমি নিজে থেকে দেরি করে আসছে।
.
কিছুক্ষণ অপেক্ষা করার পরে রিমির দেখা মিলল। আসিফ কাছে গিয়ে বলল
-তোর আসতে এত সময় লাগে? আমি তোর জন্য অপেক্ষা করছি।
-আমার জন্য অপেক্ষা করার কি আছে?
-জীবনের প্রথম তো। তাই সাহস পাচ্ছি না।
-মেয়েটির সম্পর্কে কিছু জানিস?
-নাহ।
-মেয়েটির সম্পর্কে কিছু জানা নেই। আর তাকে তুই প্রোপোস করতে এসেছিস।
-আরে জানতে জানতে যদি অন্য কেউ বুকিং দেয়।
-তা ঠিক। আচ্ছা তুই যা।
-আমি যেতে পারবো না।
-যা বলছি।
.

.
আসিফকে পাঠিয়ে দিয়ে রিমি দুরে দাঁড়িয়ে আছে। আসিফের অন্য কারো প্রতি ভালবাসার কথা শুনে রিমির মনেহচ্ছে আসিফকে সে নিজের করে নিলেই পারতো। কিন্তু দেরি করে ফেলায় বুঝি তা আর হল না।
.
আসিফের অন্য কারো প্রতি ভালবাসা দেখে কেন যানি নিজেকে নিঃসঙ্গ লাগছে। আসিফের কি কখনও রিমির প্রতি ভালবাসা জেগেছিল। একথা জানা হয় নি।
.
এইরকম অনেক ভাবনা রিমির মনের ভেতর ঘুরে ফিরে আসছে। হঠাৎ আসিফের ডাকে রিমি ঘুরে তাকালো। আসিফ বলল
-আমার আর ওই মেয়ের সাথে প্রেম করা হবে না।
-কেন কি হয়েছে?
-ওই মেয়ের বিয়ে হয়ে গেছে।
-কি!!!
.
আসিফের দিকে তাকিয়ে রিমি চুপ হয়ে আছে। মনেহচ্ছে আজ রিমি আসিফকে ভালবাসার কথা জানাতে পারে। রিমি বলল
-আমার সাথে প্রেম করবি?
-কি বললি!
-হ্যা। আমার সাথে প্রেম কর। দেখ আমি ওই মেয়ের চেয়ে কম সুন্দরি হতে পারি। কিন্তু ওই মেয়ের চেয়ে অনেক বেশি ভালবাসবো।
-ধুর। আমি তো তোর বন্ধু।
-বন্ধু ছিলি। কিন্তু এখন প্রেমিক হবি।
.
আসিফ কিছু সময় চুপ থেকে বলল
-তুই ভেবে বলছিস তো?
-হ্যা ভেবে বলছি। আমি অন্যকাউকে বিয়ে করতে চাই না। আমি তোকে বিয়ে করতে চাই। কিন্তু তুই সেটা কখনও বুঝিস নি।
-এখন তো বুঝিয়ে দিলি। আমিই তাহলে তোর স্বামি হবো।
-আচ্ছা। তাহলে তুই আমার প্রেমিক। আমি এখন তোর কাধে মাথা রেখে বসে থাকব।
.

.
রিমি আসিফের কাধে মাথা রেখে বসেছিল।হঠাৎ একজন বলল
-বাহ। এখনই আমার দেবরের কাধে মাথা রেখে ফেলেছ।
রিমি তাকিয়ে দেখে সেই মেয়েটি। রিমি বলল
-আপনি!! আসিফ তো আপনাকে প্রোপোস করতে গিয়ে বিবাহিত দেখে আমাকে প্রোপোস করল।
-বিবাহিত না হলে আসিফের ভাবি হলাম কিভাবে?
.
রিমি আসিফের দিকে জিজ্ঞাসু চোখে তাকিয়ে বলল
-মানে?
-মানে উনি আমার ভাবি। তুই আমাকে ভালবাসিস নাকি সেই ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম না। আর নিশ্চিত নাহলে তো তোর সাথে প্রেম করা যায় না। তাই প্রোপোস করার নাটক সাজিয়েছি।
-কি! তোর আজ খবর আছে।
-এবারের মত মাফ করে দে।
-প্রেমিক বলে মাফ করলাম। আর তুই আজ মনের কথাগুলো বলতে দিয়েছিস তাই মাফ।
-যাক বাঁচলাম।
.
আসিফ রিমি কেউ কাউকে সেই ভালবাসার সেইকথাগুলো যেকথা কখনও বলে দেখে নি। তবে কোন এক পরিবেশে কথাগুলো বলা হয়ে গেল।

অপেক্ষায় আছি


এখনো মেয়েটির প্রোফাইলের নামের পাশে সবুজ বাতি জ্বলছে।
হ্যা মেয়েটি এখনো অনলাইনে আছে। রুমা আক্তার নামের এই আইডিটি বারবার চেক করছে ইরফান! ম্যাসাজ বক্সে কিছু একটা লিখে আবার ব্যাক বাটনে চাপছে ইরফান। কিছুক্ষন পর আবার ফরওয়ার্ড বাটন চাপছে। কিন্তু ম্যাসাজ করার সাহস পাচ্ছে না।
.
কয়েকদিন আগে তো এমন হতো না! তখন তো সবসময় চ্যাটিং হতো। কিন্তু ইদানিং কেনো যেনো ম্যাসাজ করতে বুকে কম্পন শুরু হয়।
.
মেয়েটির নাম রুমা আক্তার। ফেসবুকেই পরিচয়।
.
কয়েকবছর আগে,
.
অফিস থেকে সদ্য বাসায় ফিরলো ইরফান। একটু ফ্রেশ হয়ে ফেসবুকে ঢুকে দেখে সেই পরিচিত এক মেয়ের ম্যাসাজ! ম্যাসাজটি ছিলো-
.
-কেমন আছো? (রুমা)
-ভাল আছি। তুমি? (ইরফান)
-হুম ভালো। কি করো?
-এইতো অফিস থেকে ফিরলাম।
-হুম। তাড়াতাড়ি কিছু খেয়ে নাও নয়তো অসুখ করবে।
-আচ্ছা। তুমিও করে নাও।
.
আস্তে আস্তে ইরফান আর রুমা ভাল বন্ধু হয়ে উঠে। তারপর থেকে চলতে থাকে তাদের খুনশুটি। রাগারাগি, মান-অভিমান।
.
একসময় ইরফান রুমার কাছে নাম্বার চায় এবং প্রতুত্তরে রুমাও তার নাম্বার দেয়। তারপর থেকে শুরু হয় তাদের ফোনালাপ। রাতদিন ফোনে কথা, চ্যাটিং নিয়ে ব্যাস্ত হয়ে পরে তারা।
.
ধীরে ধীরে তাদের বন্ধুত্ব আরো ঘনিষ্ট হয়ে উঠে। একে অপরের উপর
টেক কেয়ার, আদেশ-নিষেধ নিয়ে ব্যস্ত হয়ে উঠে।
.
রুমা ইরফানকে আদেশ করতো এটা করতে ওটা করতে। আর ইরফান হাসিমুখে রুমার কথা শুনতো।
.
কেউ হয়তো বলেছিলো, "একটা ছেলে আর মেয়ে বেশীদিন বন্ধু থাকতে পারে না" । ঠিক তাই হয়েছিলো ইরফানের ক্ষেত্রে। ইরফান রুমাকে ভালবেসে ফেলেছিলো।
.
তখন থেকে ইরফানের আরো পরিবর্তন ঘটতে থাকলো। রাতদিন ফোনে কথা বলা। ফেসবুকে রুমার ম্যাসাজ আসার সাথে সাথেই উত্তর দিয়ে অপেক্ষায় করা ইত্যাদি ইত্যাদি।
.
ইরফান আর নিজেকে সংযত না রাখতে পেরে একদিন রুমাকে প্রপোজ করে। কিন্তু উত্তরে রুমা কিছুই বলে নি। হয়তো বলেছিলো, "আমরা বন্ধু হয়ে থাকতে চাই" ।
.
কিন্তু ইরফানের মাঝে মাঝে রুমার আচরন দেখে মনে হতো রুমা ও তাকে ভালবাসে। কিন্তু আবার কেনো জানি মনে হতো রুমা তাকে ভালবাসে না।
.
ইদানিং রুমার সাথে আগের মতো কথা হয় না। সেটা রুমার দিক থেকেই। ইরফান সারাদিন ফেসবুকে অপেক্ষার প্রহর গুনতে থাকে
কখন "রুমা আক্তার" নামটির ডান পাশে সবুজ বাতি জ্বলবে।
কখন তার সাথে কথা হবে?
.
কিন্তু রুমা দিনদিন ইরফানকে একরকম এড়িয়েই চলছে। ইরফানের ম্যাসাজের উত্তর বেশী দেরীতে দেয়। ফোন রিসিব করে অল্প সময় কথা বলে কেটে দেয়।
.
কিন্তু ইরফানের একটাই প্রত্যাশা রুমা তাকে ভালবাসে হয়তো সে মুখ ফুটে বলতে পারছে না।
.
ইরফান শুধু একটা কথাই জানে। সে রুমাকে খুব বেশীই ভালবাসে।
মাঝেমাঝে তার ভয় হয়, রুমা তাকে আদৌ ভালবাসে কিনা? কিন্তু
এসবের মাঝে একটাই চিরন্তন সত্য কথা তা হলো ইরফান রুমাকে ভালবাসে। যার কোন শেষ নেই।

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

"শুধু তুমি"


.
বন্ধুত্বের আড়ালের ভালবাসাটা অনেকেই বুঝতে পারে না।আমি জানি না যে তুমি সেটা বোঝ কি না?কিন্তু আবার এটাও মনে হয় তুমি সবই বোঝো।আমিতো অনেক কিছুই বলতে না গিয়েও তোমাকে বলে দেই।তবুও খুব জানতে ইচ্ছে হয় আমার সম্বন্ধে তোমার কোন ফিলিংস টা কেমন।বেখায়ালি মনটা আজকাল তোমাকে একটু বেশীই মিস করে।এতদিনও আমি তা বুঝতাম না।কিন্তু আজকাল তোমাকে ভেবে আমি নিজের মধ্যে অনেকটা পরিবর্তন লক্ষ্য করছি।কোন কাজে মন বসে না এমনকি বসলেও সেই কাজ সঠিকভাবে পূরন করতে পারি না শুধু তোমায় ভেবে।কি করে পারবো?তুমিতো আমার মনটাই এক অদ্ভুদ মায়ায় পূরন করে রেখেছো।
.
তুমি জানো কিনা জানি না আমার সারাটা দিন শুধু তোমাকে ভেবেই কাটে।ফেসবুকে সারাটাক্ষন পরে থাকি শুধু তোমার সাথে একটু কথা বলার জন্য।একটু পর পর তোমার আইডিটা ঘুরে দেখি।তোমার প্রোফাইল পিকচারের ঐ পুতুলের ছবিটাকেই তুমি ভাবি।কিছুদিন আগেও তুমি আমার খুব ভাল একজন বন্ধু ছিলে।কিন্তু যেদিন আমাকে ম্যাসেজে বলেছিলে যে কয়েকদিন কথা না হওয়ায় তুমি আমাকে অনেক মিস করেছিলে সেদিন থেকে এই মনটা তোমাকে বন্ধুর চেয়ে একটু বেশি জায়গা দিয়ে দিয়েছে।আমি জানি না তুমি আমাকে এখনও শুধুই বন্ধু ভাবো নাকি এর চেয়ে একটু বেশী কিছু কিন্তু আমি বলছি আমি তোমাকে বন্ধুর চেয়ে অনেক বেশী কিছুই মনে করি।সেটা কি আমি জানি না।
.
যখন আমি তোমার সাথে চ্যাট করি তখন মনে হয় যেন আমার চেয়ে সুখি ব্যাক্তি এই মূহুর্তে আর কেউ নেই।কেমন যেন এক অদ্ভুদ অনুভুতি মনে উকি দেয়।যেন আমি সুখের সাগরে ভাসছি।যখন তোমার মেসেজের রিপ্লে দিতে একটু দেরী হয় তখন মনটা খাচার বন্দী পাখির মত ছটফট করে।আর যখন তুমি রিপ্লে দাও তখন মনে হয় আমি মরেও বেঁচে এসেছি।যখন তোমার নামের পাশ থেকে সবুজ বাতিটা নিভে যায় তখন তোমার প্রতি খুব মায়া হয়।মনে হয় যেন আমি তোমাকে হারিয়ে ফেলছি।
.
আমি তোমাকে এখনও দেখিনি।জানি না তুমি কালো না ফর্সা।শুধু এইটুকু জানি তুমি খুব খুব খুব অসম্ভব ভাল একটা মেয়ে।যেমনটা আমি প্রতি রাত্রে স্বপ্নে দেখি।তুমি ফর্সা কিবা কালো হও তাতে আমার কিছু যায় আসে না আমি শুধু এইটুকু জানি যে তোমার সঙ্গ পেলে আমার জীবন ধন্য।তোমাকে নিয়ে মনটা অনেক বড় স্বপ্ন দেখে।প্রতিটিক্ষনে ক্ষনে তোমাকে নিয়ে মনে অনেক আশা জাগে।জানিনা যে আমার এ আশা বা স্বপ্ন কোন দিন পূরন হবে কিনা।
.
জানি না তোমার গলার সুরটা কেমন।মধুর নাকি কর্কশ।তবে এইটুকু জানি যে তুমি যা ই বলো কথাগুলো খুব সুন্দর ও গুছিয়ে বলো।সুরটা না হয় কল্পনাতেই ডুবে থাক।তোমাকে বাস্তবে পাওয়াটাই আমার জীবনের সার্থকতা।
.
তুমি বলেছিলে যে আমার তোমার তোমাকে দেখতে ইচ্ছে করে কিনা।হ্যা,তোমাকে দেখতে খুব ইচ্ছে করে।কিন্তু ভয় হয় এই ভেবে যে তোমাকে দেখার পর যদি মনটা তোমাকে আরও পেতে চায় তাহলে আমি নিজেকে সামলে রাখতে পারবো কিনা।যদি না পারি তখন আমার কি হবে?
.
বলতে গিয়েও তোমাকে বলতে পারি নি যে তোমার জন্য আমার মনের জায়গাটা কত বিশাল।সেখানে তোমাকে নিয়ে জীবনটা পার করতে চাই।যতটা বারই কিছু একটা বলতে চেয়েছি মন থেকে উল্টো কিছুই বের হয়েছে।খুব ভয় হয় বললে যদি তুমি বন্ধুত্বটা নষ্ট করে দাও তখন আমার কি হবে?
.
মাঝে মাঝে ইচ্ছে করে তোমাকে নিয়ে শীতল বাতাসে হাটতে।কখনও আবার ইচ্ছে করে তোমাকে নিয়ে ঐ দূর মেঘের ভেতরে ডুবে যেতে।
ইচ্ছে করে তোমাকে নিয়ে একটা সুখের নাটাই তৈরি করি।
ইচ্ছে করে তোমার হাতে হাত রেখে অনেকটা পথ পাড়ি দেই।
ইচ্ছে করে কোন রুপালি দুপুর আর অদ্ভুদ বিকেলে তোমাকে নিয়ে দূরে হারাই।
জানিনা কখনও আমার এই অবুঝ ইচ্ছাগুলো পূরন হবে কিনা।কিন্তু নাছোরবান্দা মনটাকে কিছুতেই বোঝাতে পারি না।
.
হয়তো তুমি আমার লেখাগুলো এই মুহুর্তে পড়ছো।যদি পড়ে থাকো তাহলে হ্যা আমি তোমাকেই বলছি,
"জানি না যে আমি তোমাকে ভালবেসে ফেলেছি কিনা,শুধু এইটুকু জানি যে আমি তোমার মায়ার জালে আটকে গেছি।তোমাকে নিয়ে আমি আমার জীবনটা রংধনুর সাতরঙ্গের মতো সাজাতে চাই।পূরন করতে চাই তোমাকে নিয়ে আমার স্বপ্নগুলো।জীবনের অনেকটা পথ হাটতে চাই তোমাকে সঙ্গী করে।সারাজীবন বাধ্যের মতো শুনে যেতে চাই তোমার কথা।তোমার দুঃখগুলোর ভাগিদার হতে চাই।তুমি কি আমার হবে?